Islamic Dawya

Islamic Dawya আল্লাহর বাণী ও রাসূলের কথা, (Islamic Dawya) লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) Man is the best creation of the all-mighty Allah.

Her only choice of religion is Islam and Hazrat Muhammad {s} messenger of God.

06/09/2025

রাসূল (সাঃ) বলেছেন- যে ব্যক্তি জন্মদিন, মৃত্যুদিন ও বিবাহ বার্ষিকী সহ কোনো দিবস পালন করেছে ততবার সে বিদআত করেছে। আমার সুপারিশ তার জন্য প্রযোজ্য নয়।
(সহীহ বুখারী, মুসলিম, মিশকাত)

04/09/2025

জান্নাতের সবচেয়ে নিকটতম আমল হচ্ছে সময়মতো সালাত আদায় করা।
(সহীহ মুসলিমঃ ২৬৩)

02/09/2025

রাসূল সাঃ বলেছেন- দোয়ার শক্তি এতো বেশি যে, তা বান্দার তাকদির পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে।
(সুবহানাল্লাহ)

01/09/2025

উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি
হতে পারে।
(সূরা আর রাহমানঃ ৬০)

31/08/2025

রাসূল সাঃ বলেছেন- সত্যবাদীতা মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়।
(সহীহ বুখারীঃ ৬০৯৪)

31/08/2025

কেমন লাগবে সেদিন,
যেদিন আপনার রব আপনাকে বলবেন, প্রবেশ করো আমার সজ্জিত জান্নাতে।
(সূরা ফজরঃ ৩০)

30/08/2025

নবীজীকে স্বপ্নে দেখার দোয়াঃ
আল্লাহুম্মা সাল্লী ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়্যি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহী।

30/08/2025

তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ তায়ালাকে ভুলে গেছে।
(সূরা হাশরঃ ১৯)

29/08/2025

রাসূল (সাঃ) বলেন- তোমরা কোরআন পাঠ করো, কারন কিয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে।
(সহীহ মুসলিমঃ ৮০৪)

28/08/2025

রাসূল সাঃ বলেছেন- তোমরা অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো, আর তোমরা জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।
(বুখারীঃ ৬৪১৬)

27/08/2025

দান সদকা গুনাহ সমূহকে মিটিয়ে দেয়, যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।
(তিরমিযিঃ ২৬১৬)

26/08/2025

হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ার ফেৎনা থেকে আশ্রয় প্রার্থনা করছি।
(বুখারীঃ ২৮২২)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Dawya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Dawya:

Share