29/07/2025
অদ্ভুত একটা দেশ।
পদে পদে চমক।
এক সেকেন্ড ও মন খারাপ করে বসে থাকার উপায় নেই।
গত ২-৩ দিন ধরে কি হচ্ছে সংক্ষেপে বলি।
এক ছেলে বিয়ে করে বউ এনেছে। দেড় মাস সংসার করেছে। দেড় মাস পর বুঝতে পেরেছে বউ আসলে মেয়ে না,ছেলে।
সিরিয়াসলি!!!
এই ধাক্কা সামলাতে সামলাতে দেখি এডলফ খান বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এর জন্য পুরষ্কার জিতে গেছে।
তার ছবিতে লাভ রিয়্যাক্ট দিতে দিতে দেখি কই জানি ভুয়া র্যাবকে দৌড়ানি দিয়েছে আসল র্যাব।
জনগণ পরে পার্থক্য বুঝতে না পেরে ভুয়া,আসল দুই র্যাবকেই গনধোলাই দিয়ে বসেছে।
এ পর্যন্ত ঠিক ছিল হঠাৎ শুনি ওবায়দুল কাদের নাকি শেখ হাসিনার সাথে ফোনে কথা বলায় দেয়ার জন্য তৃণমূল নেতাদের থেকে টাকা নিচ্ছে।
দেশ কাপানো স্টার্টআপ।
যখনই ভেবেছি আজকের মত এই বুঝি শেষ তখনি দেখি মোহাম্মদপুরে ওসিকে অপসারণ করা হয়েছে,সেই ওসিকে বহাল রাখার পক্ষে মানববন্ধন শুরু করেছে ওই এলাকার মাদকব্যাবসায়ী আর কিশোর গ্যাং সদস্যরা!!
পরতে পরতে এমন টুইস্ট আর নেয়া যাচ্ছে না।
মনে হচ্ছে বাংলাদেশ নয়,ক্রিস্টোফার নোলান এর মুভি চলছে