Stay With Shadat

Stay With Shadat Personal Blog Hey there! I'm a travel enthusiast and a blogger, always seeking new adventures and experiences to share with my readers.
(36)

From exploring hidden gems to indulging in local cuisine, I'm constantly on the lookout for unique stories to tell. Join me on my journey to discover the world, one destination at a time.

স্কোলিওসিস | মেরুদণ্ডের এই সমস্যা নিয়ে জানা আছে কি?========================================স্কোলিওসিস (Scoliosis) হলো মে...
28/09/2025

স্কোলিওসিস | মেরুদণ্ডের এই সমস্যা নিয়ে জানা আছে কি?
========================================
স্কোলিওসিস (Scoliosis) হলো মেরুদণ্ডের একটি অসামঞ্জস্যপূর্ণ বাঁকা হয়ে যাওয়া সমস্যা। সাধারণত মেরুদণ্ড সোজা উপরের দিক থেকে নিচ পর্যন্ত নেমে আসে। কিন্তু স্কোলিওসিসে মেরুদণ্ড S-আকৃতি বা C-আকৃতিতে বাঁকা হয়ে যায়।

স্কোলিওসিস সম্পর্কে কিছু মূল তথ্যঃ

🔹 কারণসমূহ

অনেক সময় নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না (Idiopathic scoliosis) – বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়।

জন্মগত (Congenital scoliosis) – জন্মের সময় থেকেই মেরুদণ্ডে গঠনগত সমস্যা।

স্নায়বিক বা পেশির অসামঞ্জস্য (Neuromuscular scoliosis) – যেমন সেরিব্রাল পালসি, মাংসপেশির দুর্বলতা ইত্যাদি কারণে।

বয়সজনিত (Degenerative scoliosis) – বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যাওয়া বা আর্থ্রাইটিসের কারণে।

🔹 লক্ষণ

কাঁধ বা কোমরের উচ্চতায় পার্থক্য দেখা যাওয়া

শরীর একপাশে ঝুঁকে যাওয়া

মেরুদণ্ডে বাঁক চোখে পড়া

অনেক ক্ষেত্রে ব্যথা হতে পারে (বিশেষ করে প্রাপ্তবয়স্কদের)

দীর্ঘমেয়াদে শ্বাস-প্রশ্বাস বা অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে

🔹 নির্ণয়

শারীরিক পরীক্ষা (দাঁড়ানো বা সামনে ঝুঁকে দেখা)

এক্স-রে (X-ray) – বাঁক কত ডিগ্রি সেটা নির্ণয়ের জন্য

🔹 চিকিৎসা

হালকা মাত্রায় (১০-২০ ডিগ্রি বাঁক) → নিয়মিত পর্যবেক্ষণ

মাঝারি মাত্রায় → ব্রেস বা করসেট ব্যবহার

গুরুতর মাত্রায় (৪০-৫০ ডিগ্রির বেশি) → অস্ত্রোপচার (Spinal fusion surgery) প্রয়োজন হতে পারে

🔹 জীবনযাত্রা ও যত্ন

নিয়মিত ব্যায়াম (বিশেষ করে ফিজিওথেরাপি)

সঠিক ভঙ্গি বজায় রাখা

চিকিৎসকের পরামর্শমতো ফলো-আপ

👉 বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের স্কোলিওসিস ধীরে ধীরে বেড়ে যায়, তাই সময়মতো শনাক্ত করা ও চিকিৎসা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ।

28/09/2025

আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। - [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

28/09/2025

সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন। -[শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

28/09/2025

মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন৷ তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন৷ তাদের সাথে ধৈর্যশীল হোন৷ পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালটা দেখুন৷ - [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

28/09/2025

অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। - [ড. বিলাল ফিলিপ্স]

28/09/2025

দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোন পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে। - [ড. বিলাল ফিলিপ্স]

28/09/2025

আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। - [ড. বিলাল ফিলিপ্স]

28/09/2025

যখন আপনি কুরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। - [ইমাম ইবনুল কায়্যিম (রহ)]

28/09/2025

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। - [ড. বিলাল ফিলিপ্স]

28/09/2025

যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন। - [ড. বিলাল ফিলিপ্স]

28/09/2025

যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই। - [ড. বিলাল ফিলিপ্স]

28/09/2025

এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। - [ড. বিলাল ফিলিপ্স]

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Stay With Shadat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stay With Shadat:

Share