ঢাকার হালচাল - Dhakar Halchal

ঢাকার হালচাল - Dhakar Halchal রাজধানী ঢাকার প্রতিদিনের তরতাজা খবর! রাজধানী ঢাকার প্রতিদিনের তরতাজা খবর এবং ভিডিও পাবেন এ পাতায়। তাই খবর জানতে আমাদের সাথে থাকুন।
(1)

রাকিব হোসেন, ঢাকা দক্ষিণ,দৈনিক আমারদেশ,প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ঢাকার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নয়াবাজার থেকে কদমতলী গোলচত...
07/08/2025

রাকিব হোসেন, ঢাকা দক্ষিণ,দৈনিক আমারদেশ,প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫

ঢাকার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নয়াবাজার থেকে কদমতলী গোলচত্বর এলাকা চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাত্র এক কিলোমিটারের এই এলাকা থেকে প্রতি মাসে চাঁদা উঠানো হয় কোটি টাকার উপরে। ফুটপাত থেকে শুরু করে সিএনজি, অটোরিকশা, ভ্যান, পরিবহন সেক্টর, হাসপাতাল ও রেস্তোরাঁ থেকে চাঁদা উঠানো হয়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ-বিএনপি একসঙ্গে চাঁদাবাজি করে। অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। বদলির ক্ষেত্রে ট্রাফিক পুলিশের পছন্দের তালিকায় থাকে এই এলাকা।
জানা যায়, ঢাকার উপকণ্ঠে হলেও এক সময় ঢাকা থেকে বিচ্ছিন্ন ছিল কদমতলী গোলচত্বর এলাকা। পরবর্তী সময়ে প্রথম এবং দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু নির্মাণের পর রাজধানীর সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি হয়। ফলে যোগাযোগব্যবস্থার উন্নতি এবং বাসা ভাড়া কম হওয়ায় নিম্নআয়ের লোকজন কেরানীগঞ্জে বসবাসে ভিড় জমায়। বর্তমানে কদমতলীর চারদিকে এক কিলোমিটারের মধ্যে ২০ লাখ লোক বসবাস করেন। এসব লোককে লক্ষ্য করে ওই এলাকায় গড়ে উঠেছে ইবনেসিনা হাসপাতালসহ ১৫টি বেসরকারি হাসপাতাল, বিভিন্ন ব্যাংকের ২০ শাখা, ঢাকার সব নামিদামি রেস্তোরাঁ এবং লায়ন মার্কেটসহ নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান। এসব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক অপরাধচক্র। যারা নিয়ন্ত্রণ করছে সব ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন সেক্টর, সিএনজি, ভ্যান গাড়ি, অটো রিকশা ও ফুটপাত।
অনুসন্ধানে উঠে এসেছে, কদমতলী ব্রিজের ঢালে ৩২টি ফলের দোকান থেকে মাসে আদায় হয় প্রায় ১.৯২ লাখ টাকা। ৫৭টি চোরাই মোবাইল দোকান থেকে আসে ৫.১৩ লাখ টাকা। ৭৫টি ফুচকা, চা-পান ও ফাস্টফুড দোকান থেকে ৩.৪২ লাখ টাকা। এছাড়া ডাকপাড়া রোডে অবস্থিত ২০টি দোকান থেকে মাসিক ১.৮০ লাখ টাকা চাঁদা উঠানো হয়।
তানাকা পেট্রোল পাম্প থেকে ইমামবাড়ী স্কুল পর্যন্ত ভাসমান দোকান সংখ্যা ২০৯টি, যেখান থেকে মাসে চাঁদা আদায় হয় প্রায় ১২.৫৪ লাখ টাকা। ঢাকার লাইনের সিএনজি, বাইক, পাঠাও, প্রাইভেটকার এবং মাইক্রোবাস থেকে আসে মাসে প্রায় ১.১০ লাখ টাকা।
তবে চাঁদাবাজির মূল উৎস পরিবহন খাত। বিআরটিসির ৭০টি গাড়ি থেকে প্রতিদিন ২৫০ টাকা করে আদায় হয়, যা মাসে দাঁড়ায় ৫.২৫ লাখ টাকায়। তিনটি পরিবহন কোম্পানির (আব্দুল্লাহপুর, নগর, দিশারী) ২০০টির বেশি গাড়ি থেকে আদায় হয় প্রায় ১৮ লাখ টাকা। ১৪০টি সিএনজি থেকে মাসে তোলা হয় ৭.৭০ লাখ টাকা।
সেতুতে চলা ২১৮টি ভ্যানের প্রতিটির এন্ট্রি ফি ২৭০০ টাকা এবং সাপ্তাহিক চাঁদা ২৭০০ টাকা, যার মাধ্যমে মাসে আদায় হয় ২৩.৫৪ লাখ টাকা। এছাড়া তিন শতাধিক অটোরিকশা থেকে আসে ২৫.২০ লাখ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভ্যান চালক বলেন, গাড়ি না চালালেও অগ্রিম দেওয়া ২৭০০ টাকা ফেরত পাওয়া যায় না।
অনুসন্ধানে পাওয়া তথ্য মতে, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নয়াবাজার প্রান্ত নিয়ন্ত্রণ করছে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি হায়দার আলী বাবলা । এছাড়া কদমতলী সাইট নিয়ন্ত্রণ করছে আগানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল হাসান সানি। এই দুই রাজনৈতিক নেতার নেতৃত্বে কাজ করছে ১৫ থেকে ২০ জনের একটি চাঁদা তোলার সিন্ডিকেট।
যাদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপি কর্মী রানা, আগানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজিব, সাধারণ সম্পাদক নুর ইসলাম, যুবলীগ কর্মী ফর্মা আরিফ ও রিচার্ড, লোকমান, নোয়াখাইল্লা কামাল, পিচ্চি আলামিন, বিল্লাল, কাইল্লা পলাশ, জাফর খান, আলমগীর, স্বেচ্ছাসেবক দলের যোগাযোগবিষয়ক সম্পাদক সোনাই, আমির, খায়রুল ইসলাম সবুজ, মেহেদী হাসান শুভ, রহিম ও সিমা আক্তার।
এছাড়া হাবিবুল হাসান সানি চাঁদা তোলেন কদমতলী ডিপজলের গলির বউবাজার থেকে। তিনি প্রতিদিন ২০৯টি দোকান থেকে মাসে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা চাঁদা তোলেন। তার বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে ।
অন্যদিকে, ভ্যান গাড়ি থেকে চাঁদা আদায় করছে মাইনুদ্দিন ও শাকিল নামে দুই ব্যক্তি। কদমতলী থেকে ঢাকার লাইনের সিএনজি থেকে চাঁদা আদায় করছে আওয়ামী লীগ কর্মী লোকমান ও শহীদ।
চাঁদা তোলার অভিযোগ রয়েছে ডিবি ঢাকা দক্ষিণ ট্রাফিক পুলিশের ইনচার্জ মজিবর রহমানের বিরুদ্ধেও। ওই এলাকায় চলাচলরত ৯০০ সিএনজি থেকে তিনি চাঁদা উঠান। প্রতিটি গাড়ি থেকে গড়ে মাসিক ৭০০ থেকে এক হাজার টাকা চাঁদা নেন তিনি। তার পক্ষে চাঁদা তোলেন পুলিশের সোর্স শহীদ।
এছাড়া তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সেতু দিয়ে উল্টো পথে সিএনজি, ভ্যান, অটো রিকশা চলাচলের অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে। সিএনজি আটকের পরে ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে সেটি ছেড়ে দেন। সম্প্রতি এই অফিসারের সিলেট রেঞ্জে বদলি হলেও উপর মহল ম্যানেজ করে এখানে থেকে যান তিনি।
এ ব্যাপারে ট্রাফিক ঢাকা দক্ষিণ (কেরানীগঞ্জ) ট্রাফিক ইনচার্জ মুজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কদমতলী গোলচত্বর খুলে দেওয়ায় এখন আর গাড়ি উল্টা পথে চলে না । এ সময় তিনি সিএনজি, ভ্যান গাড়ি থেকে মাসিক চাঁদা নেওয়ার কথা অস্বীকার করেন । তার নামে পুলিশের ইনফর্মার শহীদ যদি কোনো চাঁদা আদায় করে তাহলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
তিনি বলেন, যারা চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৪৪ জনকে আটক করে জেলে পাঠিয়েছে।
সিলেটে বদলির ব্যাপারে টিআই মজিবর বলেন, সিলেট রেঞ্জে বদলি তালিকায় আমার নাম ছিল পরে বদলি স্থগিত হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি হায়দার আলী চাঁদা তোলার কথা স্বীকার করে আমার দেশকে বলেন, যারা চাঁদা তোলেন তারা আমার লোক নয়। বুড়িগঙ্গা সেতুতে কেরানীগঞ্জ, বংশাল ও কোতোয়ালি থানার কিছু লোক চাঁদা আদায় করছে বলে তিনি অভিযোগ করেন।

07/08/2025

খোদ ঢাকায় ঢাকাইয়াদের কেন মূল্যায়ন করা হয় না ?
ঢাকা ইমিটেশন জুয়েলারী প্রস্তুুতকারক মালিক কল্যাণ সমিতি’র নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ঢাকা-৭ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন। গত ৩০ শে জুলাই বাদ এশা কিল্লারমোড়ের হৃদয় পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য যে,নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সংগঠনটির ভেতর দুইটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল দ্ব›দ্ব এবং মতবিরোধ যা সমাধান হচ্ছিল না। অবশেষে সবাই খোকন সাহেবের কাছে আসলে বিরাজমান সমস্যার সামাধান হয়।

07/08/2025

খোকন সাহেবের দরবার থেকে খালি হাতে ফিরবেন না -ফরিদ রানা।
ঢাকা ইমিটেশন জুয়েলারী প্রস্তুুতকারক মালিক কল্যাণ সমিতি’র নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফরিদ উদ্দিন রানা। ৩০ শে জুলাই বাদ এশা কিল্লারমোড়ের হৃদয় পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ঢাকা-৭ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন। উল্লেখ্য যে,নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সংগঠনটির ভেতর দুইটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল দ্ব›দ্ব এবং মতবিরোধ যা সমাধান হচ্ছিল না। অবশেষে সবাই খোকন সাহেবের কাছে আসলে বিরাজমান সমস্যার সামাধান হয়।

বিশ্বাসঘাতকতা নিয়ে প্রবাদে আছে ‘নুন খেয়ে গুণ না গাওয়া’র কথা। এমনই এক চরিত্রের নাম হাসিবুল হাসান (৩০)। তিনি মাত্র ২০ হাজা...
06/08/2025

বিশ্বাসঘাতকতা নিয়ে প্রবাদে আছে ‘নুন খেয়ে গুণ না গাওয়া’র কথা। এমনই এক চরিত্রের নাম হাসিবুল হাসান (৩০)। তিনি মাত্র ২০ হাজার টাকায় হিসাবরক্ষক পদে চাকরি নেন রাজধানীর নাহিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে। চাকরির সুবাদে প্রতিষ্ঠানটির নীতি-নির্ধারকদের সঙ্গে উঠবস ও বিশ্বস্ততা গড়ে ওঠে তাঁর।
সেই সুযোগ নিয়ে প্রতারণা করে গত ১৫ বছরে (২০০৯ থেকে ২০২৪ সাল) এই যুবক প্রতিষ্ঠানটির বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা।
নাহিদ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ঝন্টু কুমার সাহা বলেন, ‘বিশ্বস্ততার সুযোগ নিয়ে প্রতারণা করে আমাদের প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে হাসিবুল হাসান, যার পরিমাণ ৪০ কোটি টাকার বেশি হবে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।’
প্রতিষ্ঠানটি জানায়, টাকা আত্মসাতের ঘটনা জানাজানির পর হাসিবুলকে কম্পানির মুখোমুখি দাঁড় করালে মোট টাকার একাংশ দিয়ে দেবেন বলে লিখিতভাবে অঙ্গীকারনামাও দেন তিনি।
কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই অর্থ ফেরত দিচ্ছেন না। এমনকি উল্টো প্রতিষ্ঠানটির নামে নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং কর্তৃপক্ষকে হয়রানি করার চেষ্টায় লিপ্ত রয়েছেন এই যুবক। উদ্দেশ্য একটাই, তাঁর বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা নেওয়া না হয় এবং তিনি যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন তা নিয়েও যেন আর কোনো জানাজানি না হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাসিবুলের অপকর্মের বিরুদ্ধে করা একাধিক অভিযোগ, অর্থ আত্মসাৎকারীকে ধরিয়ে দিতে পুরস্কার দেওয়ার বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও জিডি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসিবুল বরিশালের বাকেরগঞ্জ থানার আফালকাঠি এলাকার রাশিদা বেগম ও আবুল হোসেন শিকদারের সন্তান। তাঁর বাবাও এই প্রতিষ্ঠানে কর্মচারী ছিলেন। সে সুবাদে তাঁকে হিসাবরক্ষক পদে চাকরি দেয় প্রতিষ্ঠানটি। তথ্য সূত্র : কালের কন্ঠ,২ আগষ্ট,২০২৫

06/08/2025

ব্যবসায়ীক দ্বন্দ্ব : নির্বাচনের বিকল্প নাই - রবিন
ঢাকা ইমিটেশন জুয়েলারী প্রস্তুুতকারক মালিক কল্যাণ সমিতি’র নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন সাহেবের সুযোগ্য পুত্র রবিন হোসেন । ৩০ শে জুলাই বাদ এশা কিল্লারমোড়ের হৃদয় পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ঢাকা-৭ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন। উল্লেখ্য যে,নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সংগঠনটির ভেতর দুইটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল দ্ব›দ্ব এবং মতবিরোধ যা সমাধান হচ্ছিল না। অবশেষে সবাই খোকন সাহেবের কাছে আসলে বিরাজমান সমস্যার সামাধান হয়।

06/08/2025
06/08/2025

কমিশনার খোকন বেগম খালেদা জিয়া-তারেক রহমানের ঘনিষ্ঠ লোক
ঢাকা ইমিটেশন জুয়েলারী প্রস্তুুতকারক মালিক কল্যাণ সমিতি’র নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের।গত ৩০ শে জুলাই বাদ এশা কিল্লারমোড়ের হৃদয় পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ঢাকা-৭ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন। উল্লেখ্য যে,নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সংগঠনটির ভেতর দুইটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল দ্ব›দ্ব এবং মতবিরোধ যা সমাধান হচ্ছিল না। অবশেষে সবাই খোকন সাহেবের কাছে আসলে বিরাজমান সমস্যার সামাধান হয়।

06/08/2025

আমি ভিক্ষার সভাপতি অমু না --সাজ্জু
ঢাকা ইমিটেশন জুয়েলারী প্রস্তুুতকারক মালিক কল্যাণ সমিতি’র নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সংগঠনের বার বার নির্বাচিত সভাপতি হাজী সাজ্জাদ সাজ্জু । গত ৩০ শে জুলাই বাদ এশা কিল্লারমোড়ের হৃদয় পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ঢাকা-৭ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন। উল্লেখ্য যে,নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সংগঠনটির ভেতর দুইটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল দ্ব›দ্ব এবং মতবিরোধ যা সমাধান হচ্ছিল না। অবশেষে সবাই খোকন সাহেবের কাছে আসলে বিরাজমান সমস্যার সামাধান হয়।

06/08/2025

পুরান ঢাকার ব্যবসা বান্ধব সংগঠন
বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতি’র ত্রি-বার্ষিকী সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি হাজী মুহাম্মদ সাহিদ হোসেন।

06/08/2025

Address

Kamrangir Char Ashrafabad Main Road
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকার হালচাল - Dhakar Halchal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঢাকার হালচাল - Dhakar Halchal:

Share

আসসালামুয়ালাইকুম, প্রিয় দর্শক আমাদের ফেইসবুক পেইজ-এ আপনাদের স্বাগতম।

আসসালামুয়ালাইকুম

প্রিয় দর্শক আপনাদের স্বাগতম,আমাদের ফেইসবুক পেইজ-এ। আপনারা রাজধানী ঢাকার প্রতিদিনের তরতাজা খবর এবং ভিডিও পাবেন এই পেইজ-এ। তাই খবর জানতে আমাদের পেইজ-এ লাইক দিয়ে সাথে থাকুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

https://www.youtube.com/channel/UCfYJdnQbQKNEZUICJDiOWOQ