ঢাকার হালচাল - Dhakar Halchal

ঢাকার হালচাল - Dhakar Halchal রাজধানী ঢাকার প্রতিদিনের তরতাজা খবর! রাজধানী ঢাকার প্রতিদিনের তরতাজা খবর এবং ভিডিও পাবেন এ পাতায়। তাই খবর জানতে আমাদের সাথে থাকুন।

27/09/2025
27/09/2025

বিএনপি নেতা খোকন কাদের দোয়া নিয়ে কমিশনার হয়েছিলেন ?
ডিএসসিসি’র ২৪ (সাবেক ৬০) নম্বর ওয়ার্ডের উন্নয়নের রূপকার.সাবেক সফল ওয়ার্ড কমিশনার,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও ঢাকা-৭ আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোশররফ হোসেন খোকন দেড় শতাধিক নেতা-কর্মীদের সাথে নিয়ে গত ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার হযরত হাফেজ্জী হুজুর রহ.এর প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার নূরিয়া মসজিদে জুমার নামাজ আদায় করার পর হযরত হাফেজ্জী হুজুর রহ.এর কবর জিয়ারত করেন। পরে তিঁনি নূরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

27/09/2025

ধর্ম যার যার বাংলাদেশ সবার – খোকন চেয়ারম্যান ।
গত ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগে মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ এবং লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শ্মশান ঘাটে শারদীয় দুর্গা উৎসব ২০২৫ উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখছেন ঢাকা ৭ আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত সাবেক সফল কমিশনার আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন ।

#ধর্মযারযারবাংলাদেশসবার #লালবাগদুর্গাউৎসব #সনাতনধর্মাবলম্বী #সাম্প্রদায়িকসম্প্রীতি #শারদীয়দুর্গাউৎসব২০২৫

27/09/2025

টাক্কু কামরুল কামরাঙ্গীরচরের রাস্তা-ঘাটের কোন উন্নয়ন করেনি – হাজী দেলোয়ার হোসেন ।
ডিএসসিসি’র ২৪ (সাবেক ৬০) নম্বর ওয়ার্ডের উন্নয়নের রূপকার.সাবেক সফল ওয়ার্ড কমিশনার,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও ঢাকা-৭ আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোশররফ হোসেন খোকন দেড় শতাধিক নেতা-কর্মীদের সাথে নিয়ে গত ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার হযরত হাফেজ্জী হুজুর রহ.এর প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার নূরিয়া মসজিদে জুমার নামাজ আদায় করার পর হযরত হাফেজ্জী হুজুর রহ.এর কবর জিয়ারত করেন। পরে নূরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কামরাঙ্গীরচর থানা বিএনপি’র সাবেক সভাপতি হাজী মুহাম্মদ দেলোয়ার হোসেন।

#টাক্কু_কামরুল #রাস্তার_উন্নয়ন_হয়নি #হাজী_দেলোয়ার_হোসেন #কামরাঙ্গীরচর #ঢাকা৭ #বিএনপি #খোকন_মোশররফ #নূরিয়া_মাদ্রাসা #হাফেজ্জী_হুজুর

27/09/2025

বিএনপি ভদ্রলোকদের দল -রবিন হোসেন।
গত ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগে মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ এবং লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শ্মশান ঘাটে শারদীয় দুর্গা উৎসব ২০২৫ উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠের মহাপরিচালক ও ডিএসসিসি’র ২৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য আগামীর কমিশনার রবিন হোসেন ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ৭ আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত সাবেক সফল কমিশনার আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন ।

#রবিনহোসেন #দুর্গোৎসব২০২৫ #শারদীয়দুর্গাপূজা #ধর্মীয়সম্প্রীতি

Address

Kamrangir Char Ashrafabad Main Road
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকার হালচাল - Dhakar Halchal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঢাকার হালচাল - Dhakar Halchal:

Share

আসসালামুয়ালাইকুম, প্রিয় দর্শক আমাদের ফেইসবুক পেইজ-এ আপনাদের স্বাগতম।

আসসালামুয়ালাইকুম

প্রিয় দর্শক আপনাদের স্বাগতম,আমাদের ফেইসবুক পেইজ-এ। আপনারা রাজধানী ঢাকার প্রতিদিনের তরতাজা খবর এবং ভিডিও পাবেন এই পেইজ-এ। তাই খবর জানতে আমাদের পেইজ-এ লাইক দিয়ে সাথে থাকুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

https://www.youtube.com/channel/UCfYJdnQbQKNEZUICJDiOWOQ