Media Of NCP Lover

Media Of NCP Lover Always On The Path Of Truth

জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবি জনতার অংশগ্রহণ ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভা-
31/07/2025

জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবি জনতার অংশগ্রহণ ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভা-

আগামী ১ আগষ্ট, রোজ শুক্রবার, বেলা ১১ টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিভিন্ন সেক্টরের শতাধিক শ্রমিক ...
31/07/2025

আগামী ১ আগষ্ট, রোজ শুক্রবার, বেলা ১১ টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিভিন্ন সেক্টরের শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক উইং এ যোগদান করবেন। যোগদান উপলক্ষে এই পোগ্রামে আপনদের নিমন্ত্রণ।

29/07/2025
''মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়''শীর্ষক সেমিনারের আয়োজন করছে জাতীয় যুবশক্তি। তারিখ- আ...
29/07/2025

''মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়''
শীর্ষক সেমিনারের আয়োজন করছে জাতীয় যুবশক্তি।
তারিখ- আগামী ১ আগস্ট শুক্রবার
সময়- বিকেল ৪.৩০ মিনিটে,
স্থান- জাতীয় যুবশক্তি কার্যালয়ে (রূপায়ন টাওয়ার, বাংলামোটর, ঢাকা)

কৃতজ্ঞতা কিশোরগঞ্জবাসীর প্রতি-
26/07/2025

কৃতজ্ঞতা কিশোরগঞ্জবাসীর প্রতি-

২৬ দিনে এনসিপির জুলাই পদযাত্রা প্রদক্ষিণ করলো ৫৪ জেলা।এনসিপি আসছে আপনাদের দুয়ারে দুয়ারে।
26/07/2025

২৬ দিনে এনসিপির জুলাই পদযাত্রা প্রদক্ষিণ করলো ৫৪ জেলা।

এনসিপি আসছে আপনাদের দুয়ারে দুয়ারে।

আমরা কোনো দলাদলি-বিভেদের রাজনীতি চাই না।- নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, এনসিপি
23/07/2025

আমরা কোনো দলাদলি-বিভেদের রাজনীতি চাই না।

- নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, এনসিপি

আমরা আগামীকাল আসছি বি-বাড়িয়া ও হবিগঞ্জ জেলায়।
23/07/2025

আমরা আগামীকাল আসছি বি-বাড়িয়া ও হবিগঞ্জ জেলায়।

ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা।- হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি
23/07/2025

ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা।

- হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের রক্ত লাগবে বলে জানা যাচ্ছে।আম...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের রক্ত লাগবে বলে জানা যাচ্ছে।

আমরা রক্তদাতা এবং রক্তগ্রহীতার তথ্য ম্যাচ করে দাতাকে গ্রহীতার কাছে নিয়ে যেতে কাজ করছি।

আপনি যদি রক্ত দেয়ার এই মানবিক কাজে শামিল হতে চান এবং যেকোনো মুহূর্তে যে কোনো হাসপাতালে রক্ত দেয়ার জন্য প্রস্তুত হন, তাহলে এই ফরমটি পূরণ করুন। 👇
https://forms.gle/FrQPi1R1FHTL9XW8A

দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের রক্ত প্রয়োজন এই ফরমটি পূরণ করুন। 👇
https://forms.gle/uSaDYuNzUBoq4un66

বিশেষভাবে নেগেটিভ গ্রুপের রক্তের বেশি অভাব। নেগেটিভ রক্তের বাহকদেরকে রক্ত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media Of NCP Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share