Dhaka Tv- ঢাকা টিভি

Dhaka Tv- ঢাকা টিভি ঢাকা টিভি সকল জাতীয় ও আন্তর্জাতিক সং?

03/11/2025

১৯৭২-৭৩ সেশন থেকেই ফিজিওথেরাপিস্টের ডিগ্রি দিচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)

02/11/2025

ফিজিওথেরাপি চিকিৎসা বাসায় সম্ভব ?

31/10/2025

রোগীরা সাব*ধান!
#থেরাপি মানে শুধু #ফিজিওথেরাপি নয়!
কেমোথেরাপি,রেডিওথেরাপি, সাইকো-ফার্মাকোথেরাপি সহ শত শত থেরাপি চিকিৎসা রয়েছে।

31/10/2025

যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং ঈমান আন তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কী করবেন? আল্লাহ পুরস্কার দানকারী,সর্বজ্ঞ।
আন নিসা(১৪৭)

29/10/2025

আজ
'বিশ্ব স্ট্রোক দিবস'
প্রতিটি মিনিটিই মূল্যবান।

27/10/2025

সারাদেশে কিছু ভু*য়া ও হলু'দ সাংবাদিক সাংবাদিকতার মত সম্মানিত পেশা ন*ষ্ট করছে!

24/10/2025

অনলাইনে (ইউ*টিউব ও ফেস*বুকে) মানুষ টাকা উপার্জনের জন্য কিভাবে নিজের ও সমাজের ক্ষ*তি করছে? বিস্তারিত কমেন্টে দেয়া আছে।

Back pain, arthritis , paralysis best doctor in Dhaka Bangladesh. Please call this number 09666774411
24/10/2025

Back pain, arthritis , paralysis best doctor in Dhaka Bangladesh. Please call this number 09666774411

21/10/2025

***থেরাপি/চিকিৎসা নিয়ে মানুষের যত ভুল ধারণা***

থেরাপি বলতে সাধারণত কোনো শারীরিক বা মানসিক সমস্যার চিকিৎসা, নিরাময়, বা তার উন্নতি ঘটানোর জন্য পরিচালিত পদ্ধতিকে বোঝানো হয়। একজন প্রশিক্ষিত পেশাদারের/চিকিৎসকের তত্ত্বাবধানে এই পদ্ধতি পরিচালিত হয়।

থেরাপি বিভিন্ন ধরনের হতে পারে এবং এর মূল উদ্দেশ্য সমস্যা অনুযায়ী ভিন্ন হতে পারে:

মানসিক থেরাপি বা সাইকোথেরাপি

আলোচনার মাধ্যমে চিকিৎসা: এটি "টক থেরাপি" বা "কাউন্সেলিং" নামেও পরিচিত।

লক্ষ্য: মানসিক চাপ, দুশ্চিন্তা, বিষণ্নতা, ট্রমা, সম্পর্কের জটিলতা বা অন্যান্য মানসিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করা।

পদ্ধতি: একজন প্রশিক্ষিত থেরাপিস্টের সঙ্গে কথা বলা ও পরামর্শ করার মাধ্যমে আবেগ, চিন্তাভাবনা এবং আচরণগত পরিবর্তন আনা।

কিছু সাধারণ ধরন: কগনিটিভ বিহেভিওরাল থেরাপি (CBT), সাইকোডায়নামিক থেরাপি ইত্যাদি।

শারীরিক থেরাপি বা ফিজিওথেরাপি

লক্ষ্য: আঘাত, অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট শারীরিক ব্যথা কমানো, নড়াচড়ার ক্ষমতা উন্নত করা এবং শারীরিক কার্যকারিতা পুনরুদ্ধার করা।

পদ্ধতি: ডাক্তারি ব্যায়াম, ইলেক্ট্র থেরাপি এবং অন্যান্য শারীরিক কৌশল ও ঔষধ ব্যবহার করা হয়।

কারা করেন: প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট বা ফিজিক্যাল থেরাপিস্টরা এই চিকিৎসা দেন।

অন্যান্য থেরাপি

অকুপেশনাল থেরাপি: শারীরিক, মানসিক বা সামাজিক সমস্যার কারণে দৈনন্দিন কাজকর্মে সমস্যা হলে তা কাটিয়ে উঠতে এই থেরাপি সহায়তা করে।

স্পিচ থেরাপি: কথা বলা এবং ভাষা সংক্রান্ত সমস্যায় আক্রান্ত শিশুদের বা প্রাপ্তবয়স্কদের জন্য এটি ব্যবহার করা হয়।
তাছাড়া ক্যান্সার রোগের চিকিৎসায় কেমোথেরাপি, রেডিওথেরাপি দেয়া হয়ে থাকে।

সংক্ষেপে, থেরাপি হলো একটি বিশেষ পদ্ধতি যা কোনো সমস্যা সমাধানের জন্য একটি নির্দিষ্ট, নির্দেশিত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, যাতে ব্যক্তি তার শারীরিক বা মানসিক সুস্থতা পুনরুদ্ধার করতে পারে।

17/10/2025

‘মুসলিম সেই, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। আর মুহাজির সেই, যে আল্লাহ যা নিষেধ করেছেন, তা পরিত্যাগ করে।’
(সহিহ বুখারি, হাদিস: ১০)

07/10/2025

অটিজম সহ শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী বাচ্চাদের পারিবারিক ও সামাজিক নিরা*পত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব!!!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফিজিওথেরাপিস্ট কে?
04/10/2025

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফিজিওথেরাপিস্ট কে?

Address

12/1 Ring Road, Shyamoli
Dhaka
1207

Telephone

+8801997702000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Tv- ঢাকা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Tv- ঢাকা টিভি:

Share

Dhaka Tv- ঢাকা টিভি

Dhaka Tv- ঢাকা টিভি