দেশ পাবলিকেশন্স

দেশ পাবলিকেশন্স "চেতনায় ঐতিহ্য" deshpublications

দেশের বই
04/07/2025

দেশের বই

অভিনন্দন। ঈশিতা ইমু। অভিনন্দন মায়া হারানোর গল্প।
এভাবেই মায়ায় কাটুক পাঠকের, মায়ায় পড়ুক এ গ্রন্থের।
-প্র কা শক

# #

নিশীথের নীরবতায়, ভোরের প্রথম আলোয়, প্রতিটি শব্দ যখন প্রাণ পায়, তখনই সৃষ্টি জন্ম নেয়। সেই সৃষ্টির প্রতিটি অক্ষরের নেপথ্যে আছেন আপনাদের মতো একনিষ্ঠ পাঠক, যাঁরা আমার এই সৃজনশীল পথের সঙ্গী হয়েছেন।

তৃতীয় মুদ্রণের এই মাইলফলক আপনাদের ভালোবাসার প্রতিচ্ছবি। আপনারা পাশে ছিলেন বলেই এই সৃজনশীল যাত্রায় নতুন মাত্রা যোগ হলো।

আপনাদের নিঃশর্ত ভালোবাসা, আস্থা ও অনুপ্রেরণায় আমি আরও লিখতে চাই, আরও স্বপ্ন বুনতে চাই। আপনাদের সঙ্গেই এই যাত্রা হোক আরও দূর, আরও গভীর।

-ঈশিতা ইমু

04/07/2025

দেশের বই

থ্রি লা র  লে খ ক দে র  জ ন্য  সু খ ব র #দেশের বিশেষ পুন:বিজ্ঞপ্তি  #পাণ্ডুলিপি জমা দিন,  #সম্মানী নিয়ে বইপ্রকাশ করুনমেল...
04/07/2025

থ্রি লা র লে খ ক দে র জ ন্য সু খ ব র

#দেশের বিশেষ পুন:বিজ্ঞপ্তি
#পাণ্ডুলিপি জমা দিন, #সম্মানী নিয়ে বইপ্রকাশ করুন

মেলার বাহিরেও দেশ প্রকাশ করতে চায় অগ্রজের সঙ্গে তরুণদের বই। তাই 'দেশের গর্ব তারুণ্য' এমন চেতনায় আবারও কাজ শুরু করেছে দেশ পাবলিকেশন্স। পাঠকের জন্য বই এমন প্রত্যয়ে এ ঘোষণা দেওয়া হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুযায়ী পাণ্ডুলিপি জমার শেষ তারিখ ছিলো ২৫ জুন ২০২৫। সাড়াও পাওয়া যায় কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী মাসম্মত পাণ্ডুলিপি পাওয়া যায়নি। যা পেয়েছি সেই সংখ্যক পাণ্ডুলিপি দিয়ে আমাদের ঘোষণা টার্গেট পূরণ হবে না। তাই আবারও এক মাস সময় বাড়ানো হলো।

ঘোষণা অনুযায়ী 'দেশের ১০ নির্বাচিত' শিরোনামে চার বিষয়ে ৪০ টি বই প্রকাশ করতে চায় দেশ। আপনাদের পাণ্ডুলিপি এবার জমা দিতে হবে ৫ অগস্ট ২০২৫ এর মধ্যে। নিম্নে বিষয়সহ বিস্তারিত দেয়া হলো-

১.
নির্বাচিত ১০ থ্রিলার

অপরাধ, হরর এবং গোয়েন্দা কল্পকাহিনীসহ অসংখ্য, প্রায়শই ওভারল্যাপিং, সাবজেনার নিয়ে হেঁটে যায় পাঠকের মনের বারান্দায়। সাসপেন্স, উত্তেজনা, বিস্ময়, প্রত্যাশা এবং উদ্বেগের উচ্চতর অনুভূতি দিতে পারে থ্রিলার। থ্রিলারে পাঠক এক ধরনের মানসিক উত্তেজনা অনুভব করেÑ তাই পাঠককে গল্পে গভীরভাবে ডুবিয়ে রাখতেÑ পলিটিক্যাল, স্পাই, রোমান্টিক, সাইকোলজিক্যাল, ক্রাইম এবং সায়েন্সফিকশন ‘থ্রিলার’ লিখে আমাদের আয়োজনের অংশ হতে পারেন।

২.
নির্বাচিত ১০ রহস্য

রহস্যের প্রতি মানুষের কৌতূহল চিরন্তন। একটি ঘটনার প্রকৃতি, সাধারণত একটি হত্যা বা অন্য অপরাধ, গল্পের শেষ অবধি রহস্যময় থাকে। আপনিও এমন রহস্য লিখতে পারেনÑ রহস্যে রহস্যে আমাদের আয়োজনে অংশ হতে পারে। রহস্য-কাহিনিতেও যে সাহিত্যগুণ থাকতে পারে, এ ধারার লেখাও সময়কে জয় করে টিকে থাকতে পারে সগর্বেÑ তাই দেরি না করে পাঠিয়ে দিন দীর্ঘরহস্য, জয় করুন পাঠকের মন।

৩.
নির্বাচিত ১০ সায়েন্সফিকশন

উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, সমান্তরাল মহাবিশ্ব এবং বহির্জাগতিক জীবনের মতো কল্পনাপ্রসূত এবং ভবিষ্যত ধারণা নিয়ে আপনিও কাজ করতে পারেন! দীর্ঘ কল্পনার স্রোতে ভাসাতে পারেন পাঠকের মন ও হƒদয়কে। ‘বৈজ্ঞানিক কল্পকাহিনি’ লিখে আমাদের আয়োজনের অংশ হতে পারেনÑ নিজস্ব মনন ও চিন্তায় বিজ্ঞানকে ছড়িয়ে দিতে পারেন পাঠক মহলে।

৪.
নির্বাচিত ১০ ইসলামিক মোটিভেশন

‘আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন।’Ñ [উমর ইবনুল খাত্তাব]। এমন উক্তি জীবনকে আলোকিত করে। মানুষের জীবনের লক্ষ্য স্থির করার প্রক্রিয়াই হলো মোটিভেশন। জীবনে ব্যর্থতার স্বাদ পেলে ইসলামিক মোটিভেশনাল লেখা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। কারণ যে উক্তিতে ধর্মের ছায়া আছে সেগুলো আমাদের অন্তরে শীতলতা তৈরি করে। মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করুন, কলম ধরুন। আশা করিÑ আপনার লেখাপাঠকের ব্যক্তি জীবনে ব্যাপকভাবে মোটিভেশন যোগাবে। পাঠিয়ে দিন ‘ইসলামিক মোটিভেশান’ পাণ্ডুলিপি।

#শ র্তা ব লি
১. পাণ্ডুলিপি মৌলিক হতে হবে।
২. পাণ্ডুলিপি মিনিমাম ৬ ফর্মা, উপরে গল্পের
প্রয়োজনে যত বড় হয়। অর্থাৎ উন্মুক্ত।
৩. পাণ্ডুলিপি অবশ্যই সুতনিতে দিতে হবে।
৪. মৌলিক ও পাণ্ডুলিপি দেশ ব্যতিত কোথাও জমা দেয়া হয়নি এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।
৫. পাণ্ডুলিপি যতদিন বই করার মত উপযুক্ত না হবে ততদিন বই প্রকাশের জন্য চাপ দেয়া যাবে না। তবে অবশ্যই ডিসেম্বরের মধ্যে বই প্রকাশের নিশ্চয়তা দিচ্ছে দেশ। এই ক্ষেত্রে অবশ্যই লেখককে পাণ্ডুলিপি গোছাতে সহযোগিতা করতে হবে।
৬. যে লেখকের পাণ্ডুলিপি নির্বাচিত হবে তাকে দেশের সঙ্গে অন্তত ২ বছর কাজ করতে হবে। এটি মৌখিক নয়, লিখিত চুক্তি করতে হবে।
৭. ২৫ জুন ২০২৫ এর মধ্যে পাণ্ডুলিপি জমা দিতে হব।

#সু বি ধা
১. নির্বাচিত পাণ্ডুলিপি দেশ নিজের খরচে বই প্রকাশ এবং বাজারজাত করবে। তবে প্রচারে লেখককেরও ভূমিকা রাখতে হবে।
২. নির্বাচিত লেখককের সঙ্গে চুক্তি করার সময় তাকে কিছু সম্মানী অগ্রিম প্রদান করা হবে, যা বিক্রিত বইয়ের সম্মানী থেকে বাদ দেয়া হবে।
৩. নির্বাচিত ৪০ বই নিয়ে বিশেষ প্রকাশনা করবে দেশ।এতে একটি করে আলোচনা ও লেখকের জীবনী মুদ্রিত হবে।
৪. দেশের টিম দিয়ে আলোচনা করে বিভিন্ন পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা হবে, যা পাঠকের নিকট পৌছাতে সহায়তা করবে।
৫. নির্বাচিত ৪০ জনের বই সারা বছর প্রচারণার ব্যবস্থা করা হবে।

#বিশেষ নোট : এই ঘোষণার বাহিরে পাণ্ডুলিপি পাঠাবেন না। দেশ পাবলিকেশন্স এখন থেকে টাকা ছাড়া কোন বই প্রকাশ করবে না। শুধু দেশ যাদের সঙ্গে যোগাযোগ করে পাণ্ডুলিপি চেয়ে নেবেন সেই সব বই নিজের খরচে প্রকাশ করবেন। আপনি নিজে থেকে পাণ্ডুলিপি পাঠালে অবশ্যই পুরো ব্যয় আপনাকেই করতে হবে। ভালো বই প্রকাশের জন্য অবশ্যই পাশে থেকে পরামর্শ দেবেন।
দেশের সঙ্গেই থাকুন, দেশের বই পড়ুন।
সবাইকে ধন্যবাদ।

#সার্বিক যোগাযোগ
দেশ পাবলিকেশন্স
২২ সেগুনবাগিচা, (৫ম তলা)
ঢাকা ১০০০
মুঠোফোন : ০১৭১৩৪৭৭৭৮৪, ০১৭২১৫৬৫২১৮
ই-মেইল : [email protected]

21/04/2025

#আট বছর পরে #কবি রহমান #হেনরীর
#নতুন বই #‘অর্ধশতদল’

কবি রহমান হেনরী, যিনি কবিতা লিখে চাকরিচ্যুত হয়েছিলেন। আবার চাকরি ফিরে পেয়েছেনও। তবে কবিতাচ্যুত হননি কখনও। সময়ের পালাবদলে কবিতা লেখা থেমে থাকেনি তার। কবিতাকে তিনি ইবাদতের মতো দেখেন এবং নিয়মিত লেখেন। দীর্ঘ আট বছর পর বইমেলায় প্রকাশিত হলো তার নতুন কবিতার বই ‘অর্ধশতদল’।

রহমান হেনরী জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং অভিজ্ঞতাকে তার কবিতায় তুলে ধরেছেন। তার কবিতা শুধু শব্দের খেলা নয়, বরং জীবন ও তার নানা দিকের গভীরতম ভাবনাগুলোর প্রতিফলন। তিনি বাংলার কবিতায় কণ্ঠস্বাতন্ত্র্যই তাকে আলাদা করেছে। তার কবিতায় রয়েছে হৃদয়গ্রাহী সরলতা এবং চিন্তার গভীরতা, যা পাঠককে এক অদ্ভুত অভিজ্ঞতায় নিয়ে যায়। দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, ‘আট বছর পর কবি রহমান হেনরীর নতুন কবিতার বই প্রকাশ করতে পেরে আমি গর্বিত। আশা করি, কবিতাপ্রেমীরা এই বইটি সংগ্রহ করে পড়বেন।’
রহমান হেনরীর জীবন ও কর্ম বিস্তৃত। তিনি কবি, বিশ্বকবিতার বাঙলায়নকর্মী এবং বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগে কর্মরত একজন কর্মকর্তা। পঞ্চদশ বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য এই কবি ২০০৮ সাল থেকে ‘পোয়েটট্রি’ নামক একটি অনিয়মিত কবিতাকাগজ সম্পাদনা করছেন। বাঙলা ও ইংরেজি উভয় ভাষায় কবিতাচর্চাকারী হেনরী বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ‘প্রকৃত সারস উড়ে যায়’, ‘সার্কাসমুখরিত গ্রাম’, ‘খুনঝরা নদী’, ‘শ্রেষ্ঠ কবিতা’, ‘গোত্রভূমিকাহীন’, ‘দুঃখ এবং আরও কিছু আনন্দ’, ‘ব্রজসুন্দরীর কথা’, ‘প্রণয় সম্ভার’ এবং ‘শতরথগুঞ্জন’।
‘অর্ধশতদল’ বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। এর মূল্য ৩০০ টাকা।

বইটি ঘরে বসে সংগ্রহ করতে যোগাযোগ করুন-
মুঠোফোন : ০১৭২১৫৬৫২১৮

 #দেশের বিশেষ বিজ্ঞপ্তি  #পাণ্ডুলিপি জমা দিন,  #সম্মানী নিয়ে বইপ্রকাশ করুনবইমেলা শেষ হলেও বই প্রকাশ বন্ধ নেই। মেলার বাহি...
19/03/2025

#দেশের বিশেষ বিজ্ঞপ্তি
#পাণ্ডুলিপি জমা দিন, #সম্মানী নিয়ে বইপ্রকাশ করুন

বইমেলা শেষ হলেও বই প্রকাশ বন্ধ নেই। মেলার বাহিরেও দেশ প্রকাশ করতে চায় অগ্রজের সঙ্গে তরুণদের বই। তাই 'দেশের গর্ব তারুণ্য' এমন চেতনায় আবারও কাজ শুরু করেছে দেশ পাবলিকেশন্স। পাঠকের জন্য বই এমন প্রত্যয়ে আজকের ঘোষণা।
'দেশের ১০ নির্বাচিত' শিরোনামে চার বিষয়ে ৪০ টি বই প্রকাশ করতে চায় দেশ। আপনাদের পাণ্ডুলিপি জমা দিতে হবে ২৫ জুন ২০২৫ এর মধ্যে। তবে নির্বাচিত পাণ্ডুলিপির যোজন-বিয়োজনের সুযোগ পাবেন ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত। নিম্নে বিষয়সহ বিস্তারিত দেয়া হলো-
১.
নির্বাচিত ১০ থ্রিলার
অপরাধ, হরর এবং গোয়েন্দা কল্পকাহিনীসহ অসংখ্য, প্রায়শই ওভারল্যাপিং, সাবজেনার নিয়ে হেঁটে যায় পাঠকের মনের বারান্দায়। সাসপেন্স, উত্তেজনা, বিস্ময়, প্রত্যাশা এবং উদ্বেগের উচ্চতর অনুভূতি দিতে পারে থ্রিলার। থ্রিলারে পাঠক এক ধরনের মানসিক উত্তেজনা অনুভব করেÑ তাই পাঠককে গল্পে গভীরভাবে ডুবিয়ে রাখতেÑ পলিটিক্যাল, স্পাই, রোমান্টিক, সাইকোলজিক্যাল, ক্রাইম এবং সায়েন্সফিকশন ‘থ্রিলার’ লিখে আমাদের আয়োজনের অংশ হতে পারেন।
২.
নির্বাচিত ১০ রহস্য
রহস্যের প্রতি মানুষের কৌতূহল চিরন্তন। একটি ঘটনার প্রকৃতি, সাধারণত একটি হত্যা বা অন্য অপরাধ, গল্পের শেষ অবধি রহস্যময় থাকে। আপনিও এমন রহস্য লিখতে পারেনÑ রহস্যে রহস্যে আমাদের আয়োজনে অংশ হতে পারে। রহস্য-কাহিনিতেও যে সাহিত্যগুণ থাকতে পারে, এ ধারার লেখাও সময়কে জয় করে টিকে থাকতে পারে সগর্বেÑ তাই দেরি না করে পাঠিয়ে দিন দীর্ঘরহস্য, জয় করুন পাঠকের মন।
৩.
নির্বাচিত ১০ সায়েন্সফিকশন
উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, সমান্তরাল মহাবিশ্ব এবং বহির্জাগতিক জীবনের মতো কল্পনাপ্রসূত এবং ভবিষ্যত ধারণা নিয়ে আপনিও কাজ করতে পারেন! দীর্ঘ কল্পনার স্রোতে ভাসাতে পারেন পাঠকের মন ও হƒদয়কে। ‘বৈজ্ঞানিক কল্পকাহিনি’ লিখে আমাদের আয়োজনের অংশ হতে পারেনÑ নিজস্ব মনন ও চিন্তায় বিজ্ঞানকে ছড়িয়ে দিতে পারেন পাঠক মহলে।
৪.
নির্বাচিত ১০ ইসলামিক মোটিভেশন
‘আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন।’Ñ [উমর ইবনুল খাত্তাব]। এমন উক্তি জীবনকে আলোকিত করে। মানুষের জীবনের লক্ষ্য স্থির করার প্রক্রিয়াই হলো মোটিভেশন। জীবনে ব্যর্থতার স্বাদ পেলে ইসলামিক মোটিভেশনাল লেখা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। কারণ যে উক্তিতে ধর্মের ছায়া আছে সেগুলো আমাদের অন্তরে শীতলতা তৈরি করে। মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করুন, কলম ধরুন। আশা করিÑ আপনার লেখাপাঠকের ব্যক্তি জীবনে ব্যাপকভাবে মোটিভেশন যোগাবে। পাঠিয়ে দিন ‘ইসলামিক মোটিভেশান’ পাণ্ডুলিপি।

#শ র্তা ব লি
১. পাণ্ডুলিপি মৌলিক হতে হবে।
২. পাণ্ডুলিপি মিনিমাম ৬ ফর্মা, উপরে গল্পের
প্রয়োজনে যত বড় হয়। অর্থাৎ উন্মুক্ত।
৩. পাণ্ডুলিপি অবশ্যই সুতনিতে দিতে হবে।
৪. মৌলিক ও পাণ্ডুলিপি দেশ ব্যতিত কোথাও জমা দেয়া হয়নি এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।
৫. পাণ্ডুলিপি যতদিন বই করার মত উপযুক্ত না হবে ততদিন বই প্রকাশের জন্য চাপ দেয়া যাবে না। তবে অবশ্যই ডিসেম্বরের মধ্যে বই প্রকাশের নিশ্চয়তা দিচ্ছে দেশ। এই ক্ষেত্রে অবশ্যই লেখককে পাণ্ডুলিপি গোছাতে সহযোগিতা করতে হবে।
৬. যে লেখকের পাণ্ডুলিপি নির্বাচিত হবে তাকে দেশের সঙ্গে অন্তত ২ বছর কাজ করতে হবে। এটি মৌখিক নয়, লিখিত চুক্তি করতে হবে।
৭. ২৫ জুন ২০২৫ এর মধ্যে পাণ্ডুলিপি জমা দিতে হব।

#সু বি ধা
১. নির্বাচিত পাণ্ডুলিপি দেশ নিজের খরচে বই প্রকাশ এবং বাজারজাত করবে। তবে প্রচারে লেখককেরও ভূমিকা রাখতে হবে।
২. নির্বাচিত লেখককের সঙ্গে চুক্তি করার সময় তাকে কিছু সম্মানী অগ্রিম প্রদান করা হবে, যা বিক্রিত বইয়ের সম্মানী থেকে বাদ দেয়া হবে।
৩. নির্বাচিত ৪০ বই নিয়ে বিশেষ প্রকাশনা করবে দেশ।এতে একটি করে আলোচনা ও লেখকের জীবনী মুদ্রিত হবে।
৪. দেশের টিম দিয়ে আলোচনা করে বিভিন্ন পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা হবে, যা পাঠকের নিকট পৌছাতে সহায়তা করবে।
৫. নির্বাচিত ৪০ জনের বই সারা বছর প্রচারণার ব্যবস্থা করা হবে।

#বিশেষ নোট : এই ঘোষণার বাহিরে পাণ্ডুলিপি পাঠাবেন না। দেশ পাবলিকেশন্স এখন থেকে টাকা ছাড়া কোন বই প্রকাশ করবে না। শুধু দেশ যাদের সঙ্গে যোগাযোগ করে পাণ্ডুলিপি চেয়ে নেবেন সেই সব বই নিজের খরচে প্রকাশ করবেন। আপনি নিজে থেকে পাণ্ডুলিপি পাঠালে অবশ্যই পুরো ব্যয় আপনাকেই করতে হবে। ভালো বই প্রকাশের জন্য অবশ্যই পাশে থেকে পরামর্শ দেবেন।
দেশের সঙ্গেই থাকুন, দেশের বই পড়ুন।

সবাইকে ধন্যবাদ।
#সার্বিক যোগাযোগ
দেশ পাবলিকেশন্স
২২ সেগুনবাগিচা, (৫ম তলা)
ঢাকা ১০০০
মুঠোফোন : ০১৭১৩৪৭৭৭৮৪, ০১৭২১৫৬৫২১৮
ই-মেইল : [email protected]

 #দেশের বিশেষ বিজ্ঞপ্তি  #পাণ্ডুলিপি জমা দিন,  #সম্মানী নিয়ে বইপ্রকাশ করুনবইমেলা শেষ হলেও বই প্রকাশ বন্ধ নেই। মেলার বাহি...
19/03/2025

#দেশের বিশেষ বিজ্ঞপ্তি
#পাণ্ডুলিপি জমা দিন, #সম্মানী নিয়ে বইপ্রকাশ করুন

বইমেলা শেষ হলেও বই প্রকাশ বন্ধ নেই। মেলার বাহিরেও দেশ প্রকাশ করতে চায় অগ্রজের সঙ্গে তরুণদের বই। তাই 'দেশের গর্ব তারুণ্য' এমন চেতনায় আবারও কাজ শুরু করেছে দেশ পাবলিকেশন্স। পাঠকের জন্য বই এমন প্রত্যয়ে আজকের ঘোষণা।
'দেশের ১০ নির্বাচিত' শিরোনামে চার বিষয়ে ৪০ টি বই প্রকাশ করতে চায় দেশ। আপনাদের পাণ্ডুলিপি জমা দিতে হবে ২৫ জুন ২০২৫ এর মধ্যে। তবে নির্বাচিত পাণ্ডুলিপির যোজন-বিয়োজনের সুযোগ পাবেন ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত। নিম্নে বিষয়সহ বিস্তারিত দেয়া হলো-

১.
নির্বাচিত ১০ থ্রিলার

অপরাধ, হরর এবং গোয়েন্দা কল্পকাহিনীসহ অসংখ্য, প্রায়শই ওভারল্যাপিং, সাবজেনার নিয়ে হেঁটে যায় পাঠকের মনের বারান্দায়। সাসপেন্স, উত্তেজনা, বিস্ময়, প্রত্যাশা এবং উদ্বেগের উচ্চতর অনুভূতি দিতে পারে থ্রিলার। থ্রিলারে পাঠক এক ধরনের মানসিক উত্তেজনা অনুভব করেÑ তাই পাঠককে গল্পে গভীরভাবে ডুবিয়ে রাখতেÑ পলিটিক্যাল, স্পাই, রোমান্টিক, সাইকোলজিক্যাল, ক্রাইম এবং সায়েন্সফিকশন ‘থ্রিলার’ লিখে আমাদের আয়োজনের অংশ হতে পারেন।

২.
নির্বাচিত ১০ রহস্য

রহস্যের প্রতি মানুষের কৌতূহল চিরন্তন। একটি ঘটনার প্রকৃতি, সাধারণত একটি হত্যা বা অন্য অপরাধ, গল্পের শেষ অবধি রহস্যময় থাকে। আপনিও এমন রহস্য লিখতে পারেনÑ রহস্যে রহস্যে আমাদের আয়োজনে অংশ হতে পারে। রহস্য-কাহিনিতেও যে সাহিত্যগুণ থাকতে পারে, এ ধারার লেখাও সময়কে জয় করে টিকে থাকতে পারে সগর্বেÑ তাই দেরি না করে পাঠিয়ে দিন দীর্ঘরহস্য, জয় করুন পাঠকের মন।

৩.
নির্বাচিত ১০ সায়েন্সফিকশন

উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, সমান্তরাল মহাবিশ্ব এবং বহির্জাগতিক জীবনের মতো কল্পনাপ্রসূত এবং ভবিষ্যত ধারণা নিয়ে আপনিও কাজ করতে পারেন! দীর্ঘ কল্পনার স্রোতে ভাসাতে পারেন পাঠকের মন ও হƒদয়কে। ‘বৈজ্ঞানিক কল্পকাহিনি’ লিখে আমাদের আয়োজনের অংশ হতে পারেনÑ নিজস্ব মনন ও চিন্তায় বিজ্ঞানকে ছড়িয়ে দিতে পারেন পাঠক মহলে।

৪.
নির্বাচিত ১০ ইসলামিক মোটিভেশন

‘আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন।’Ñ [উমর ইবনুল খাত্তাব]। এমন উক্তি জীবনকে আলোকিত করে। মানুষের জীবনের লক্ষ্য স্থির করার প্রক্রিয়াই হলো মোটিভেশন। জীবনে ব্যর্থতার স্বাদ পেলে ইসলামিক মোটিভেশনাল লেখা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। কারণ যে উক্তিতে ধর্মের ছায়া আছে সেগুলো আমাদের অন্তরে শীতলতা তৈরি করে। মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করুন, কলম ধরুন। আশা করিÑ আপনার লেখাপাঠকের ব্যক্তি জীবনে ব্যাপকভাবে মোটিভেশন যোগাবে। পাঠিয়ে দিন ‘ইসলামিক মোটিভেশান’ পাণ্ডুলিপি।

#শ র্তা ব লি
১. পাণ্ডুলিপি মৌলিক হতে হবে।
২. পাণ্ডুলিপি মিনিমাম ৬ ফর্মা, উপরে গল্পের
প্রয়োজনে যত বড় হয়। অর্থাৎ উন্মুক্ত।
৩. পাণ্ডুলিপি অবশ্যই সুতনিতে দিতে হবে।
৪. মৌলিক ও পাণ্ডুলিপি দেশ ব্যতিত কোথাও জমা দেয়া হয়নি এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।
৫. পাণ্ডুলিপি যতদিন বই করার মত উপযুক্ত না হবে ততদিন বই প্রকাশের জন্য চাপ দেয়া যাবে না। তবে অবশ্যই ডিসেম্বরের মধ্যে বই প্রকাশের নিশ্চয়তা দিচ্ছে দেশ। এই ক্ষেত্রে অবশ্যই লেখককে পাণ্ডুলিপি গোছাতে সহযোগিতা করতে হবে।
৬. যে লেখকের পাণ্ডুলিপি নির্বাচিত হবে তাকে দেশের সঙ্গে অন্তত ২ বছর কাজ করতে হবে। এটি মৌখিক নয়, লিখিত চুক্তি করতে হবে।
৭. ২৫ জুন ২০২৫ এর মধ্যে পাণ্ডুলিপি জমা দিতে হব।

#সু বি ধা
১. নির্বাচিত পাণ্ডুলিপি দেশ নিজের খরচে বই প্রকাশ এবং বাজারজাত করবে। তবে প্রচারে লেখককেরও ভূমিকা রাখতে হবে।
২. নির্বাচিত লেখককের সঙ্গে চুক্তি করার সময় তাকে কিছু সম্মানী অগ্রিম প্রদান করা হবে, যা বিক্রিত বইয়ের সম্মানী থেকে বাদ দেয়া হবে।
৩. নির্বাচিত ৪০ বই নিয়ে বিশেষ প্রকাশনা করবে দেশ।এতে একটি করে আলোচনা ও লেখকের জীবনী মুদ্রিত হবে।
৪. দেশের টিম দিয়ে আলোচনা করে বিভিন্ন পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা হবে, যা পাঠকের নিকট পৌছাতে সহায়তা করবে।
৫. নির্বাচিত ৪০ জনের বই সারা বছর প্রচারণার ব্যবস্থা করা হবে।

#বিশেষ নোট : এই ঘোষণার বাহিরে পাণ্ডুলিপি পাঠাবেন না। দেশ পাবলিকেশন্স এখন থেকে টাকা ছাড়া কোন বই প্রকাশ করবে না। শুধু দেশ যাদের সঙ্গে যোগাযোগ করে পাণ্ডুলিপি চেয়ে নেবেন সেই সব বই নিজের খরচে প্রকাশ করবেন। আপনি নিজে থেকে পাণ্ডুলিপি পাঠালে অবশ্যই পুরো ব্যয় আপনাকেই করতে হবে। ভালো বই প্রকাশের জন্য অবশ্যই পাশে থেকে পরামর্শ দেবেন।
দেশের সঙ্গেই থাকুন, দেশের বই পড়ুন।
সবাইকে ধন্যবাদ।

#সার্বিক যোগাযোগ
দেশ পাবলিকেশন্স
২২ সেগুনবাগিচা, (৫ম তলা)
ঢাকা ১০০০
মুঠোফোন : ০১৭১৩৪৭৭৭৮৪, ০১৭২১৫৬৫২১৮
ই-মেইল : [email protected]

কাল শুরু হচ্ছে ১১ দিনের '১ম অনলাইন ঈদ বই উৎসব ২০২৫'। অংশ নিচ্ছে দেশের প্রথমসারির ১১টি প্রকাশনা প্রতিষ্ঠান। ---প্রিয় বইপ্...
15/03/2025

কাল শুরু হচ্ছে ১১ দিনের '১ম অনলাইন ঈদ বই উৎসব ২০২৫'। অংশ নিচ্ছে দেশের প্রথমসারির ১১টি প্রকাশনা প্রতিষ্ঠান।
---
প্রিয় বইপ্রেমী পাঠক,
আয়োজনসঙ্গী হিসেবে আপনাদের দেখা পাচ্ছি তো?
চোখ রাখুন। বিস্তারিত পোস্ট আসছে...

াইন_ঈদ_বই_উৎসব

দ্রাঘিমালন্ঠন পাঠ ও বাংলা কবিতার একলা মিস্ত্রি সাজ্জাদ সাঈফ মার্চ ২০২১-ফেব্রুয়ারি ২০২৫, পাক্কা ৪ বছরে তিলে তিলে ব্যক্তি...
08/03/2025

দ্রাঘিমালন্ঠন পাঠ ও বাংলা কবিতার একলা মিস্ত্রি সাজ্জাদ সাঈফ

মার্চ ২০২১-ফেব্রুয়ারি ২০২৫, পাক্কা ৪ বছরে তিলে তিলে ব্যক্তিজীবন, জাতীয় জীবন, ধর্ম অধর্ম, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আবহমান বাংলা সংস্কৃতির মূলদ উপস্থাপনা, সমাজব্যবস্থা, সমাজসংস্কার, ফ্যাসিজম ও সাম্প্রদায়িকতা, বিশ্ব রাজনীতিতে মুসলিম নির্যাতন, ইসলামী স্বর্ণযুগ ও অনৈক্যের ইতিহাস, জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী অর্জন বিসর্জন ও আশংকা, সুশীল এলিটদের বাংলাদেশ বিরোধী উন্মাদনা, জন্ম মৃত্যু আধ্যাত্ম্য, সহজিয়া, মানবধর্ম সহ নিজেকে ক্রমাগত ভেঙেচুরে সাজ্জাদ সাঈফ নতুন চেহারায় উপস্থিত করেছেন ৬ষ্ঠ কাব্যগ্রন্থ 'দ্রাঘিমালন্ঠন'কে, নিজে স্বাধীনতার পক্ষের শক্তি বলে খ্যাত আওয়ামী লীগের রাজনীতিকে পরিত্যাগ করে ফ্যাসিজম প্রতিহতের যে জীবনের ঝুঁকি নেয়া অবস্থান নিয়েছিলেন ২০১২-২০১৩ সন হতে সেই তিনিই জুলাই গণহত্যার বিপক্ষে সপরিবারে যুক্ত হবার সময় যাবতীয় লেখালেখির জন্য সকল উড়োচিঠি হুমকি পুলিশী রেইডকে তোয়াক্কা না করেন নাই রাষ্ট্রের প্রশ্নে জনগণের প্রশ্নে। এরই নজির হিসাবে বইটি 'আত্মনির্জনতা' ও মানবতার প্রয়োজনে 'আত্মপ্রকাশ' দুইটি পর্বে বিভক্ত করেছেন যা সমকালীন কবিদের মধ্যে রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে কবি হিসেবে সাজ্জাদ সাঈফের অনস্বীকার্য অবস্থানকেই নির্দেশ করেন। আমরা বিভিন্ন সময়ে তাকে যে রকম অসত্য ও অন্যায় আয়োজনে নিরাপোষ পেয়েছি যারপরনাই তার কবিত্বের সাথে অবধারিত অখ্যাতি জুড়ে দিয়েছে সব সময়ই এখানেও এর ব্যতিক্রম নন তিনি। এলিয়টের ওয়েস্টল্যান্ড হতে মালার্মের প্রতীকি বার্তা, জীবনানন্দের হাজার বছরের সভ্যতাযাত্রা হতে আল মাহমুদের লোকায়ত অভিযাত্রা, উৎপলের সিনট্যাক্স ক্যারিশমা হতে বিনয়ের অটোমেটিক রাইটিং, কাদরীর নাগরিক স্বর হতে ভাস্করের আত্মনির্জনতার সার্বিক সাইকোসোশ্যাল জার্নিসহ বাংলা কবিতা যখন ক্রমাগত আত্মোন্নয়ন দাবি করে চলেছে কবির কাছে সাজ্জাদ সাঈফের কাব্যযাত্রা সেখানে অবিশ্বাস্য রকম সফলতা জারি করে এগিয়ে যাচ্ছে সভ্যতার সকল সুন্দর আর অবক্ষয়কে তুখোড় নিজস্বতায় জারিত করে, যেখানে ভাষার অভ্যন্তর প্রাকৃতিক সুন্দরে সুশীতল সেখানে এই কবি নিরীক্ষার নামে অহেতুক জবরদস্তির দিকে না এগিয়ে দৃশ্যের পর দৃশ্যে সাবলীল নিরীক্ষাকেই অবলম্বন করে একে একে প্রতিটি বইয়েই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন বিভিন্ন আঙ্গিকে যেখানে নিজস্বতার সিগনেচারকেও অটুট রেখে চলেছেন যুগপৎ মুন্সিয়ানায়। এই কবি বিগত ত্রিশ বছরের বাংলা কবিতায় নিঃসন্দেহে সবচেয়ে আন্ডাররেটেড বাঙ্গালি কবি যার ঘোর বিরোধিতা দৃশ্যমান চিরাচরিত মিডিয়াকাঠামোর প্রতি। যখন সমকালীন অধিকাংশ কবি একে একে বহু মঞ্চ পুরস্কার গোষ্ঠীর হৈচৈ নিয়ে ব্যতিব্যস্ত তখনও কাব্যচর্চার দুই যুগে এসেও এই চির অভিমানী কবি সমস্ত লাইমলাইট হতে নিজেকে বিচ্ছিন্ন রেখে সাধকপ্রবৃত্তিতে লিখে চলেছেন সভ্যতা ও মানুষের টোটেম, ইউটোপিয়া, সহজিয়া, সময়কে তিনি ঈশ্বর বলেছেন আর নিজেকে বলেন 'বাংলা ভাষার সামান্য মিস্ত্রিমাত্র'...

আসুন দীর্ঘ ৫ বছর পর এই স্বেচ্ছানির্বাসিত কবির সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ 'দ্রাঘিমালন্ঠন'কে নেড়েচেড়ে পড়ি কিছুটা-

কতদূর এগিয়ে গেলে যাত্রাপথেরা পায় কবিতার মর্যাদা, আর থাকে মানচিত্রের বিক্ষত দাগ, সবুজ তামাদি হবার গল্প। এতখানি নিঃসঙ্গতা হতে স্বপ্নেরা মাথা উঁচু রাখে তাই মনে হয় কিছু তো বলার কথা ছিল তোমারই, তুমি সেই ভূমিসন্তান, তবে কেন তুমি নাই শ্লোগানের মঞ্চে, নাই বিধানে কোনো!

এমনতর নীরবতা কি ধ্যানের শামিল নাকি দৃঢ় কোনো প্রতিজ্ঞার প্রস্তুতি?
*

যেভাবে সকলে উড়ে, প্রতিযোগী, জয়ের তাড়ায়।
আপোষে বেচিনি মাথা, দিই নাই খাটতে ভাড়ায়!
*
মিথ্যা বলছি না, আলাওল পূর্বসূরি আমাদের, ঘুমানোর আগে আসে কাজলরেখার পায়ের শব্দ কানে, আয়না ঘুরিয়ে টিপ পড়ছে কাজলা দিদি।

সত্য হতে আমরা আলোকবর্ষ দূরের বাসিন্দা। ক্ষেতের কাকরোলে ঠোকর দিচ্ছে পাখি। তোমার কলমে এসে ধাক্কা দিচ্ছে গুরুত্বহীন নিন্দারা, যাতে ভর করে আকবরের দরবারে এসেছিলো আবুল ফজলের কর্তিত মুণ্ড।
*
তবুও মানুষ নিজেকে কেন্দ্রে রেখে নিঃশেষে বিভাজ্য আজ। তুমি বিব্রত। ভাবছো তোমার এপিটাফ নিয়ে। ভাবছো তোমার কীর্তি কী!

অসংখ্য গ্রাম ঘিরে ফেলেছে দৈত্যাকার নগরীগুলি। বিদেশি বিনিয়োগে বিষাক্ত সব অরণ্যপথ। আর তোমার কবরে বিলাসিতাও স্পষ্ট, শুধু সমাধিফলকে লিখে গেছে কারা- 'এই লোক কোনোদিন প্রতিবাদ করেনি, মস্ত ফেরেব্বাজ ছিলো'!
*
কতকাল থেকে একটা বৃত্তের মধ্যে বসে থেকে আমিও ছত্রভঙ্গ, পায়ে পায়ে ঘুরঘুর করছে সিঁড়ি, আমি উঠতে পারছি না!
*
বহুদূর ফ্রন্টফুটে এসে ট্রাভেলিং ব্যাগ নিয়ে যে কোনো বাসে আজ উঠে যেতে পারি। স্বপ্নকে সন্তানসম দীর্ঘ চুমুর পর যে কোনো আঘাত আজ ফিরিয়ে দিতে পারি আমি খল-সমাজের!
*
কতদিন আগে দেখা, তবু তুমি প্রাত্যহিক, হস্তরেখায়; চেনাজানা পথের মতন ডানে বায়ে ঢুকে গেছো বুকে। একটা কবিতা লিখে আমি সেই পথে যাব-

শাপলাপাতার নিচে এক ব্যাঙ, ওপর-ওপর বৃষ্টি হচ্ছে দেখো।
*
পিছনে ঝোপের দিকে শিয়ালেরা ডাকে;
শহরতলীর দিকে তারা নেভে জ্বলে!
নদীর নোলক মিশে বাতায়ন আঁকে;
সেখানে পুকুর এসে পড়েছে বিপাকে!
*
তারা এটুকু জানে না ক্ষতই যার অলংকার তাকে আর কতটা আঘাতে হেস্তনেস্ত করা যায়!

তারচেয়ে বরং যে মফস্বল তুমি জীবনকে দিলে, লড়াইয়ে উসকে দিয়েছো মগজ, সেইসব ঘামঝরা স্বর ব্যঞ্জনে জারী রাখো দৈনন্দিন।

এত ঘাস বুনেছিলে মনে, এত ছন্দ ঝুমুর কাকনে
যেন ফুরানো সুরের ঝিরি, পিছুটান-ধান ভানে স্মৃতির কৃষাণে!
*
দেখতে দেখতে বাংলা কবিতার মজমা ছেড়ে বহুদূর এসে গেছি। শন-খড়ি পোড়ানো জ্বালে ফুটন্ত কেতলির চায়ে, চুমুক দিচ্ছি নিখোঁজ মানুষের মত, চারদিকে নাই কেউ চেনাজানা!

এখানে গ্ল্যামার নাই, আর নাই বহুছাপা হবার মোহ-
কেউ শোনে নাই যেই ভাষার ঝনন কানে, আজকে সেই ধ্বনিচত্বর থেকে শুরু করেছি হাঁটা!
*

এক জন্মে কতটা নীরব হলে ব্যক্তিত্বে কালিমা লাগে না কারো?
*

এত শত গ্রাম ঝলমলে ড্রেস পরে নগরীর খ্যাতি পেলো আমাদের স্বপ্ন দেখা ফুরালো না। নদীর উজান লক্ষ্য করে কত ক্লেশ গায়ে নিয়ে যে হারিয়ে গিয়েছে স্বপ্ন পূর্ণ হবার গল্প তা শুধু ইতিপূর্বে শ্রেণীসাম্যের নামে, বিপ্লবের নামে, পরিবর্তনের নামে ধোকা খাওয়া গণমানুষ জানেন, চা-শ্রমিকেরা জানেন, শহীদ-মাতারা জানেন!
*
আমাদের ঘুমকাতর চোখ ভুলে গেছে উঠানসকাল, চারিদিকে দেয়ালের আস্তর, কল্পিত সবুজে মাখা! সব পথে প্রবৃত্তির পানশালা মনে ও মন্থনে! আর বিপ্লব এখানে সুশীল রাজনীতির খপ্পরে পড়ে কড়কড়ে টাকার ব্যপার যে হবে না তুমি কি সিওর বাংলাদেশ?

তবু দেখবে মানুষই ভুলে যাবে মানুষের আহাজারি; সংঘবদ্ধ হাত, প্রখর মিছিল সব; যেমন ফিলিস্তিন, যেমন হুতির পাল্টা মিসাইল, ভুলে যাবে মুসলিম!
*
যেন গাঙ বেয়ে আসে খুরধ্বনি, করতালি, পানাম নগরী ধেয়ে, যেন অন্তেষ্টিক্রিয়া সেরে এসে ফ্যাসিবিরোধী মিছিলে নিহত কন্যার ছবিতে হাত বুলাচ্ছে কেউ; ফ্যাসিস্ট পতনের সেই ফুলচন্দন দৃশ্যের পর কেন এখানে মবের তাড়া আজ, প্রশ্নবিদ্ধ এক সংবিধান নিয়ে উসখুস করে বাংলার ফুসফুস?

কবিতা এখন মৌলিক অধিকার, গেরিলার পাইপগান যাকে ভুলে গেছি আমরা, আজ ভুলে যাব মিসাইল এটাক গতকালকের; রক্তবর্ণ গাজার অদূরে জলপাইঘন গল্পে ঘুমায় প্রাচীন ফিলিস্তিন, অন্তর জুড়ে তার আকসা-মিনার!

কবি সাজ্জাদ সাঈফ বাংলাদেশের সাহিত্যমণ্ডলে প্রথম বই 'কবি নেবে যীশুর যন্ত্রণা' দিয়ে যাত্রা করা এক ম্যারাথন রানার, তাকে অবজ্ঞা করা যায় কিন্তু কোনোক্রমেই অস্বীকার করা যাবে না মর্মে চিহ্নিত করা সময়ের দাবি নিশ্চয়ই।
-
মোঃ তাসকিন আমিনুল হক
সিনিয়র লেকচারার
বাংলা ভাষা ও সাহিত্য
ঢাকা সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ।

 #দেশের  #সেরা  #১০  #বই‘চেতনায় ঐতিহ্য’—এই স্লোগানকে ধারণ করে  দেশ পাবলিকেশন্স পথ চলছে এক যুগ ধরে। দেশের সাহিত্যপ্রেমীদে...
06/03/2025

#দেশের #সেরা #১০ #বই

‘চেতনায় ঐতিহ্য’—এই স্লোগানকে ধারণ করে দেশ পাবলিকেশন্স পথ চলছে এক যুগ ধরে। দেশের সাহিত্যপ্রেমীদের হাতে সেরা বই তুলে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রকাশনা সংস্থাটি প্রতিবছর বাছাই করা নির্বাচিত বই প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা ২০২৫-এ দেশ পাবলিকেশন্স প্রকাশ করেছে ৩৭টি নতুন বই। এর মধ্যে পাঠকপ্রিয়তা ও বিক্রির শীর্ষে থাকা বইগুলো নিয়ে প্রকাশিত হয়েছে ‘দেশের সেরা ১০ বই’ শীর্ষক তালিকা।

#২০২৫ সালের নির্বাচিত সেরা ১০ বই:

মায়া হারানোর গল্প– ঈশিতা ইমু, গণতন্ত্র ও রাজনীতির পোস্টমর্টেম– মুনির আহমেদ, রুম নম্বর ২১০– খোন্দকার শাহ্ আলম, গেরুয়া গোধূলির বাঁকে– জোহরা রুবী, সুন্নত– ইকবাল খন্দকার, বনলতার পিঠে ট্যাটু ছিল না– অরণ্য পাশা, অনুভূতির চিঠি– চৈতী চক্রবর্তী, আগুন জ্বলে আতশী কাচে– কল্লোল মজুমদার, ধোঁয়া– এমি জান্নাত, ক্লাউড নাইন– ফাহমিদা ফারুক।

'দেশের সেরা ১০' তালিকা প্রকাশ করে দেশ পাবলিকেশন্স এর প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, 'প্রতিবছরের মতোই তরুণ লেখকদের উৎসাহ দিতে এবং পাঠকদের হাতে সেরা বই তুলে দেওয়ার লক্ষ্যে আমরা দেশের সেরা ১০ বই নির্বাচন করেছি। তবে এই তালিকার বাইরেও আরও অনেক মানসম্মত বই রয়েছে, যা পাঠকের ভালো লেগেছে। শুধুমাত্র বিক্রির উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে। তবে অন্য বইগুলোও পাঠকের জন্য প্রয়োজনীয়। বইপ্রেমীদের জন্য সুখবর হলো—এই সেরা ১০টি বই ৩০% ছাড়ে সংগ্রহ করা যাবে। এ সুযোগ ঈদ পর্যন্ত চলবে।'

সাহিত্যের প্রতি ভালোবাসার সংযোগ আরও দৃঢ় করতে দেশ পাবলিকেশন্স বরাবরের মতোই পাঠকদের হাতে সমৃদ্ধ, মানসম্পন্ন ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো বই তুলে দিচ্ছে। পাঠকরা চাইলে সরাসরি দেশ পাবলিকেশন্সের অফিস, অনলাইন বুকস্টোর ও নির্দিষ্ট বই বিক্রয় কেন্দ্র থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন।

দেশের গর্ব তারুণ্য

স বা ই কে অ ভি ন ন্দ ন

Address

22, Segun Bagicha, Ramna
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when দেশ পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ পাবলিকেশন্স:

Share