Textile News BD

Textile News BD "Textile News BD" is a online news portal of Textile Industry and financial feasibility. Be connect with us to build the world green.

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি :১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ
01/08/2025

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি :
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

22/07/2025
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫ জন, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ৪...
04/07/2025

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫ জন, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ৪ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন।

বুটেক্স সাংবাদিক সমিতি পেজ থেকে সংগৃহীত

06/06/2025

ত্যাগের মহিমায় উজ্জীবিত কুরবানীর এই ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ এবং ভ্রাতৃত্ব বা বন্ধুত্বের বন্ধন।

ঈদ মোবারক
মিজান রহমান সিদ্দিক
চালিতাদহ, পলাশবাড়ী

Saudi Arabia’s Biggest Textile & Fashion Show ;' Saudi Arabia’s fashion and textile market is booming and there’s no bet...
03/06/2025

Saudi Arabia’s Biggest Textile & Fashion Show ;'

Saudi Arabia’s fashion and textile market is booming and there’s no better platform to grow your brand than the 3rd Saudi Fashiontex, taking place 25-28 September 2025 at the Jeddah International Exhibition & Convention Center. Secure your stand today and position your business at the heart of one of the region’s most dynamic and fastest-growing industries.

জিলহজের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এক মহিমান্বিত দশকে প্রবেশ করলাম আমরা।
28/05/2025

জিলহজের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এক মহিমান্বিত দশকে প্রবেশ করলাম আমরা।

ফ্লাক্স ফাইবারবহুল প্রচলিত লিনেন কাপড় তৈরি হয় এই ফ্লাক্স ফাইবার দিয়ে।চলুন জেনে নেওয়া যাক ফ্লাক্স ফাইবার সম্পর্কেঃমূলত ফ্...
28/05/2025

ফ্লাক্স ফাইবার
বহুল প্রচলিত লিনেন কাপড় তৈরি হয় এই ফ্লাক্স ফাইবার দিয়ে।
চলুন জেনে নেওয়া যাক ফ্লাক্স ফাইবার সম্পর্কেঃ
মূলত ফ্ল্যাক্স ফাইবার (Flax Fibre) হলো এক ধরনের প্রাকৃতিক তন্তু যা ফ্ল্যাক্স গাছ (Linum usitatissimum) থেকে সংগ্রহ করা হয়। এই গাছের বীজ থেকে আমরা ফ্ল্যাক্সসিড (flaxseed) বা লিনসিড (linseed) পাই, আর তার কান্ড থেকে তন্তু সংগ্রহ করে তৈরি ফ্লাক্স ফাইবার।
➡️বৈশিষ্ট্যঃ
★ফ্লাক্স ফাইবার তুলার তুলনায় বেশি শক্তিশালী ও টেকসই হয়ে থাকে।
★এই ফাইবার হালকা ও জল শোষণে দক্ষ।
★এতে প্রাকৃতিক এন্টি ব্যাক্টেরিয়াল গুণ থাকে।
★এটি প্রাকৃতিক ভাবে জন্মায় এবং পরিবেশে সহজে মিশে যায়।
➡️কিভাবে ফ্ল্যাক্স ফাইবার থেকে লিনেন কাপড় তৈরি হয়?
১. ফ্ল্যাক্স গাছ চাষ ও সংগ্রহ (Cultivation & Harvesting):
ফ্ল্যাক্স গাছ সাধারণত ১০০ দিনেই পূর্ণবিকশিত হয়।গাছ পরিপক্ব হলে গোড়া থেকে তুলে ফেলা হয় (কারণ ডাঁটা বা কান্ডেই ফাইবার থাকে)।
২. রেটিং (Retting):
এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে গাছের কান্ড ভিজিয়ে রাখা হয় যাতে বাইরের শক্ত আবরণ নরম হয়ে যায় এবং তন্তু আলাদা করা যায়।জল রেটিং (জলে ভিজিয়ে রাখা) অথবা ডিউ রেটিং (ভেজা ঘাসের উপর ছড়িয়ে রাখা) পদ্ধতি ব্যবহৃত হয়।

See next continuation of the content

সোনালি আঁশ পাটের হারিয়ে যাওয়া সোনালি ফিরিয়ে আনতে এবং পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বাংলাদেশ টেক...
13/05/2025

সোনালি আঁশ পাটের হারিয়ে যাওয়া সোনালি ফিরিয়ে আনতে এবং পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

( বিস্তারিত কমেন্টে )

বুটেক্স সাংবাদিক পেজ থেকে সংগৃহীত

প্রতিদিন অফিস এ যাওয়ার সময় দেখি, একজন ভদ্র মহিলা নোহা গাড়ীর পিছনের ঢালা ওপেন করে থ্রি পিস, ওড়না এসব বিক্রি করেন।উত্তরা আ...
08/05/2025

প্রতিদিন অফিস এ যাওয়ার সময় দেখি, একজন ভদ্র মহিলা নোহা গাড়ীর পিছনের ঢালা ওপেন করে থ্রি পিস, ওড়না এসব বিক্রি করেন।

উত্তরা আজমপুর রেল গেট পার হলেই দেখা যায় তিনি ক্রেতাদের সাথে ব্যস্ত সময় পার করছেন।

ওনার সাথে কথা বলার কৌতূহল থাকলেও ওনার ব্যস্ততার কারণে সেই সুযোগ হয় না।

আজকে অবশেষে কথা বলার সুযোগ হলো, জানতে পারলাম অনেক কিছু।
ওনি ওই জায়গাতে কাপড় বিক্রি করার কারণ হলো, ওখানে একটা স্কুল আছে, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল।

ওই স্কুলে তার একটা ছেলে পড়ে, ছেলেকে স্কুলে নিয়ে আসেন এবং এই সময়টাতে তিনি কাপড় বিক্রি করেন।

অনেক ভাবিরা কিন্তু শরমে শেষ হয়ে যেতো। মনে আছে আমিও আমার স্কুলে, আমাদের গাছের পেয়ারা বিক্রি করতে নিয়ে যেতাম। এটা কিছুটা চ্যালেঞ্জিংও বটে।
রিপা আপুকে নিয়ে লেখার কারণ হলো, ওনারা বেশ স্বচ্ছল, ওনাদের এই গাড়ীটা ছাড়াও আরো ২ টা গাড়ী আছে। রিপা আপু জানালো ছেলেদের পড়াশোনা সংসারের খরচ মিলে মাসে লাখ টাকা ছাড়িয়ে যায়।
আর এটা ওনার কাপড় বিক্রির টাকা থেকেই উঠে আসে।
কি দারুণ তাই না?

আমাদের প্রজন্মের সবাই ছুটছি চাকরির পিছনে, চাকরি করে কত টাকা পাই? আজকে ২০ টাকা বাঁচানোর জন্য তিন কিলোমিটার হেঁটে বাসায় আসলাম।

© সার্জেন্ট জুয়েল
সংগৃহীত

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Textile News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share