31/10/2025
অত্যন্ত দুঃখজনক সংবাদ
একটি নিখোঁজ সংবাদের সূত্রে জানানো যাচ্ছে যে, শাহ আলী রাকিব নামের এক যুবক গতকাল ঢাকা গিয়েছিলেন ইতালির হাইকমিশনে তার ভিসা সংগ্রহ করতে। আল্লাহর অশেষ কৃপায় তিনি তার পাসপোর্টে ভিসা পান।
কিন্তু দুঃখজনকভাবে, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মাধবপুর বা ওলিপুর এলাকায় কেউ তাকে অজ্ঞান করে তার পাসপোর্ট ও ব্যাগসহ সবকিছু নিয়ে যায়। পরবর্তীতে আউশকান্দি নামক স্থানে বাস থেকে অচেতন অবস্থায় তাকে নামিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং এখনো জ্ঞান ফেরেনি।
তার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের শম্ভপুর গ্রামে। তার পিতার নাম সাদ্দেক আলী।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার পাসপোর্টটি খুঁজে পান বা ফেরত দিতে পারেন, তবে তাকে ২০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে।
সবাই তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করবেন।
তার আপন বড় ভাই বাপ্পি
যোগাযোগ: - 01605-515203
#হবিগঞ্জসদর
কপি পোস্ট
সবাই শেয়ার করে তার এই বিপদে পাশে থাকুন 🤲