যোগফল

যোগফল Daily Jogfal is the perfect Medium for presenting news with meticulous search, bifocal mind and honest analysis. If anyone has seen it, congratulations to them.

The importance of fresh interest of the reader is always .. For non-commercial purposes of disseminating knowledge, the source states that anyone can use all the information of the sum without permission. ” This announcement has already been mentioned in the online edition of the daily jogfal, 'jogfal.com'. If you haven't seen it before, you can see it now

টঙ্গী
21/12/2024

টঙ্গী

25/10/2024

আ ক ম মোজাম্মেল হকের নৌকাবিরোধী মিছিল ২০১৯ সালে প্রকাশ করে যোগফল। এখন অনেকে মরা সাপ মারছে!

09/09/2024
নির্যাতনের পর 'পানি' চাইলে আমাদের মুখে প্রস্রাব ঢেলে দেয় পরিদর্শক আফজালগাজীপুরে আমাকেসহ তিন সাংবাদিককে সন্ত্রাসী স্টাইলে...
03/09/2024

নির্যাতনের পর 'পানি' চাইলে আমাদের মুখে প্রস্রাব ঢেলে দেয় পরিদর্শক আফজাল

গাজীপুরে আমাকেসহ তিন সাংবাদিককে সন্ত্রাসী স্টাইলে আটক করার পর একটি নোয়া গাড়িতে তুলে (জয়দেবপুর থানার তদন্ত পরিদর্শক আফজাল) এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে থানায় নিয়ে দীর্ঘ তিন ঘন্টা নির্যাতনের পর তৃষ্ণার্ত অবস্থায় পানি চাইলে আমাদের মুখে প্রস্রাব ঢেলে দেয় আফজাল!

ওই আটককৃত তিনজন হলেন, দৈনিক যোগফলের স্টাফ রিপোর্টার মোঃ মোজাহিদ (আমি), সদর উপজেলা প্রতিনিধি রুকুনুজ্জামান খান ও দৈনিক মুক্ত বলাকা'র স্টাফ রিপোর্টার মিলন শেখ।

পরে আটককৃতদের ব্যাপক মারধরের পরদিন মামলার এজাহার বদলের নাটকীয়তা শেষে আটকের ২০ ঘন্টা পর জয়দেবপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নম্বর ১ (৬) ২০ দায়ের করে ওইদিন সন্ধ্যায় আদালতে পাঠানো হয় আমাদের। ওই খবর জাতীয় দাবিদার (দালাল মিডিয়া) সম্পূর্ণ চেপে যায়।

পরে দীর্ঘ ৯০ দিন কারাবাসের পর
নির্যাতিত (অবহেলিত) সাংবাদিকরা গত শুক্রবার (২৮ আগস্ট ২০২০) দুপুর বারোটা ১৫ মিনিটে গাজীপুর কারাগার থেকে মুক্তি পায়। ওই নির্যাতনের প্রভাব এখনও তিনজনের শরীরেই রয়ে গেছে। আমার দুই হাতের কব্জিতে এখনও ঠিকমতো শক্তি পাইনা। শুধু তাই নয়, গতরাত থেকে আমার অবস্থা আশংকাজনক। হয়তো যে-কোনও সময় মারা যেতে পারি। আমি মারা গেলে এই লেখাটাকে অন্ততঃ সুইসাইট নোট বলে চালিয়ে দিয়েন না। গতরাত থেকে আমার অবস্থা আশংকাজনক। আমি মারা গেলে এর জন্য অনেকটাই দায়ী জয়দেবপুর থানার তদন্ত পরিদর্শক আফজাল।

আমি সরল চিত্তে জানাচ্ছি, আমরা গত রোববার (৩১ মে ২০২০) সদর উপজেলার বাঘেরবাজারে (ভাওয়াল মিডিয়া সেন্টারে) একটি অনুসন্ধানী খবর লেখার কাজ করছিলাম। পরে রাত পৌনে ১১ টায় কাজ শেষে বাড়ি ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে ফিল্মি স্টাইলে পরিদর্শক আফজালের নেতৃত্বে আমাদেরকে গাড়িতে তুলেই মারধর শুরু করে।

ওই সময় অর্থাৎ (গাড়িতে তোলার পর) জয়দেবপুর থানার তদন্ত পরিদর্শক আফজালের নেতৃত্বে তিনজনকেই শারীরিক টর্চার করেন এসআই সাদেক, এসআই আব্দুর রহমান, এএসআই খাইরুল ও এএসআই ইউনুস।

গাড়িতে মেরেই তারা ক্ষান্ত হননি! আমার গলায় দুই হাত দিয়ে চেপে ধরে আফজাল বলেন, "বুড়িগঙ্গা নদীতে তোদের মতো ৭ টা সাংবাদিককে মেরে ফেলে দিছি, আমার কিছুই হয় নাই! আমাকে কিছুই করতে পারবিনা তোরা"! তোদের তিনজনকে মেরে ফেললেও কিছুই হবে না আমার"! তখন এএসআই ইউনুস তখন বলেন, "স্যার এদেরকে রাজেন্দ্রপুর জঙ্গলে নিয়ে ক্রসফায়ার দিয়া দেন। ঠিক তখনই পরিদর্শক আফজালের মোবাইলে যোগফল সম্পাদকের কল আসতে থাকে। তারা সম্পাদক জেনে ফেলছে ভেবে ক্রসফায়ারের চিন্তা মাথা থেকে সরিয়ে থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার পর তিনজনের উপরই শুরু হয় সংজ্ঞাহীন নির্যাতন।

আমাদেরকে থানায় নেওয়ার পর পরিদর্শক আফজাল আমার, রুকন ও মিলনের হাত, পা, চোখ এবং মুখ বেঁধে একটানা তিন ঘন্টা লাঠিপেটা করে। রাত দুইটার দিকে মুখ খোলার পর তৃষ্ণায় 'পানি পানি' করে চিৎকার করলে পরিদর্শক আফজাল প্যান্টের চেইন খুলে তিনজনেরই মুখে প্রস্রাব করে দেয়! পরে এসআই সাদেক, এসআই আব্দুর রহমান, এএসআই খাইরুল, এএসআই ইউনুস ও কনস্টেবল আনোয়ার আরও (বোতলে) প্রস্রাব করে তিনজনের মাথায় ঢেলে দেয়। পরদিন শার্টে দুর্গন্ধ থাকায় ২০ ঘন্টায় থানায় এক গ্লাস পানিও খাইনি। জেলে গিয় (১ জুন ২০২০) রাতে পানি ও খাবার খেয়েছিলাম।

প্রস্রাব মাথায় ঢালার সময় ভিডিয়ো করছিল এএসআই খাইরুল। প্রশ্রাবে তিনজনেরই পড়নের জামা কাপড় ভিজে গেছিল। শুধু তাই নয়, ভিডিয়ো করার সময় উপস্থিত সকল পুলিশ হাসাহাসি করছিল আর বলছিল আর জীবনে সাংবাদিকতা করবি ? তখন জুতা পড়া অবস্থায় পরিদর্শক আফজাল সাংবাদিক (মোজাহিদের) আমার দুইটা হাত পিষে পিষে বলছিল সাংবাদিকতা করার রস মিটিয়ে দেবো। তোরা পুলিশের নামে খবর লিখিস কেন ? পুলিশ কি তোদের বাপ লাগে ? সেই থেকেই দুইটা হাতেই আগের অর্ধেক শক্তিও পাইনা।

আমি দুইটা হাতই মুঠ করতে পারতাম না ওই নির্যাতনের পর থেকে। জেলে গিয়ে কয়েক দফা চিকিৎসা করার পর কিছুটা স্বাভাবিক হয়েছিল, আমার দুই পায়ের পাতায় ও শরীরে দুইটা লাঠি ভেঙেছিল আফজাল, কোমরের নিচে হাঁটুর উপরে লাঠি ভেঙে চিকন চিকন লাটির শলা ঢুকে প্যান্ট রক্তাক্ত হয়ে গিয়েছিল। ঠিকমতো হাঁটতে পারলেও দুইটা হাতেই বর্তমানে আগের মতো শক্তি পাচ্ছি না। গলায় যেভাবে চেপে ধরেছিল তখন মনে হয়েছিল আর এক সেকেন্ড এভাবে চেপে রাখলে মারা যাব। ওই সময়ের দাগ হওয়া গলায় এখনও চিন্হ আছে, এখনও ব্যাথা রয়ে গেছে।

সাংবাদিক রুকনকে লাঠি দিয়ে মারধরের পাশাপাশি এএসআই ইউনুস নাকেমুখে এলোপাথাড়ি মেরে তার চেহারা বিকৃত করেছিল। ওই সময়ের থানা ও জেলখানায় তোলা ছবিতে এর প্রমাণ রয়েছে। যদিও ধরা খাওয়ার ভয়ে ওই ছবিটা ডিলিট করে দিয়েছে জয়দেবপুর থানা পুলিশ।

সাংবাদিক মিলন শেখকে (আমাদের প্রায় সমপরিমাণ) লাঠিপেটা করার পাশাপাশি ডান পায়ের হাঁটুর পাঁচ ইঞ্চি নিচে রক্তাক্ত করে ফেলে। প্রায় দুই সপ্তাহ ঠিকমতো হাঁটতে পারিনি সে। শুধু তাই নয়, নির্যাতনের তীব্রতায় প্রায় ১৫ দিন নাকে কোনও গন্ধ পেতোনা। এখনও তার পায়ের ক্ষত চিন্হটা রয়েছে। আমার কথাগুলোর সরাসরি স্বাক্ষী অথবা প্রমাণ দেখাতে না পারলেও জেলখানার হিস্ট্রি কার্ড (কেইস কার্ড) দেখলে অন্ততঃ দেখতে পারবেন কত দফা ব্যাথানাশক এন্টিবায়োটিক খেতে হয়েছে। সেই পুরোনো ব্যাথাগুলো শরীরের প্রত্যেকটা রগে রগে আবার দেখা দিয়েছে। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, আমি জীবিত থাকলে এই পুলিশগুলোর বিচার না হলেও মারা যাওয়ার পর যেন বিচার হয, শ্রেষ্ঠ বিচারপ্রতি ঠিকই বিচার করবেন। আমিন।
মূল পোস্ট ১১.০৯.২০২০

ফখর উদ্দিন
24/08/2024

ফখর উদ্দিন

আহা মানিক
24/08/2024

আহা মানিক

22/08/2024

বিস্তারিত কমেন্টে...
#চ্যানেল24

সহায়তা
22/08/2024

সহায়তা

Address

Room # 317, Level # 03, Tenancy Law Center, Water Tanki, Joydebpur, Gazipur
Dhaka
1700

Alerts

Be the first to know and let us send you an email when যোগফল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যোগফল:

Share

Our Story

The daily Jogfal is a most-read Bangla newspaper in Gazipur, Bangladesh. It started the journey on April 17, 2018 and since then it is very popular for its content and unique presentation.

The newspaper has gained huge appreciation from readers for objectivity and professionalism in last 2 years 1 months. On every day, Jogfal tries to fulfill reader's thirsts for information through in-depth and investigative story.