onlinesangbad

onlinesangbad অনলাইনসংবাদ পড়ুন,সংবাদের সাথে থাকুন। Media/News/Publishing/Company.
অনলাইনসংবাদ পড়ুন,সংবাদের সাথে থাকুন।
Read onlinesangbad & stay with onlinesangbad

07/10/2025

আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভর দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। ২৪: ৪৫ সূরা আন-নূর।

07/10/2025

আল্লাহ সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তাঁর গোচরীভূত।
৬৫ ; `১২ সূরা আত্ব-ত্বালাক্ব।

07/10/2025

তাঁর এক নিদর্শন নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন। তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম।
আল-কুরআন সূরা আশ-শূরা (৪২:২৯)-এ বলা হয়েছে:

07/10/2025

বিগত ২০১০ সাল হতে এই হাসিনা সরকারের আমলে কী পরিমাণ টাকা পাচার করা হয়েছে সব খাত থেকে?
১। মোটামুটি বলা যায় যে,ওয়াশিংটনভিত্তিক অর্থ পাচারবিরোধী সংস্থা গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটির (জিএফআই)জিএফআই-এর প্রতিবেদন বলছে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৭ লাখ ৪ হাজার ৮৬৮ কোটি টাকা।
৩। যুগান্তর পত্রিকার রিপোর্ট অনুযায়ী বছরে পাচার হয়েছে ১ লাখ কোটি টাকা। সে হিসেবে ২০১৫ সাল থেকে ২০২২ পর্যন্ত পাচার হয়েছে ৮ লাখ কোটি টাকা।

৩। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ৭ হাজার ৫৮৫ কোটি ডলার বা ৬ লাখ ৬ হাজার ৮৬৮ কোটি টাকা। এই অর্থ দিয়ে অর্থমন্ত্রী প্রায় দুই অর্থবছরের বাজেট তৈরি করতে পারতেন।
৪।আমাদের সময়ের প্রতিবেদনের(জিএফআই) তথ্যানুসারে গত ১০ বছরের অর্থ পাচারের চিত্র :
বছর পাচার (কোটি টাকা)
২০০৬ ২৮৭৩০
২০০৭ ৩৪৮৫০
২০০৮ ৫৪৭৪০
২০০৯ ৫২১০৫
২০১০ ৪৫৯৮৫
২০১১ ৫০৩২০
২০১২ ৬১৪১২
২০১৩ ৮২১১০
২০১৪ ৭৭৩৫০
২০১৫ ৫০৩০৩
সুতরাং ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাচার হয়েছে মোট ১৫ লাখ কোটি টাকা।

07/10/2025

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল(গবেষক) আছে কি ?
আল কুরআন ৫৪, সূরা আল ক্বামার আয়াত ১৭,২২,৩২,৪০

07/10/2025

আল্লাহ তায়ালা বলেন —
"তারা তোমার নিকট রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, রূহ হলো আমার প্রভুর আদেশের বিষয়। তোমাদেরকে এ বিষয়ে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে।"
— সূরা আল-ইসরা, আয়াত ৮৫

07/10/2025

আল্লাহ তায়ালা বলেছেন —

“আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য।”
— সূরা আয-যারিয়াত, আয়াত ৫৬

07/10/2025

নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।
আল কুরআন ১৫,
সূরা হিজর আয়াত ৯

07/10/2025

আল্লাহ বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন?
আল কুরআন ৩৮, সূরা ছোয়াদ আয়াত ৭৫

07/10/2025

তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন এবং চতুস্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।
আল কুরআন ৪২, সূরা আশ-শুরা আয়াত ১১.

05/10/2025

কুরআন অবমাননা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল মুসলমানদের কলিজায় হাত দিয়েছে।
অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
একইসাথে এটা ভারতের চক্রন্ত ও ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে।

02/10/2025

Address

28/A Toyenbee Circular Road, Motijheel C/A
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when onlinesangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to onlinesangbad:

Share