ONE UMMAH

ONE UMMAH ONE UMMAH ONE BODY ONE NATION

গুমের আরেকটি কালো অধ্যায়। বিমানবাহিনীতেও রয়েছে আয়নাঘর; ১০ সদস্যের আ'র্ত'না'দ!
02/06/2025

গুমের আরেকটি কালো অধ্যায়।
বিমানবাহিনীতেও রয়েছে আয়নাঘর; ১০ সদস্যের আ'র্ত'না'দ!

বিমানবাহিনীতেও রয়েছে আয়নাঘর; ১০ সদস্যের আ'র্ত'না'দ! িচে দেয়া লিংক এর বাইরে আমার কোন ফ...

ইতিহাস একদিন তাদের স্বরন করবে! কারা মাজলুমদের জন্য সবকিছু উজার করে মাঠে-ময়দানে ভুমিকা রেখেছিলো। আর করা বিলাসিতায় মজলুমদ...
30/05/2025

ইতিহাস একদিন তাদের স্বরন করবে! কারা মাজলুমদের জন্য সবকিছু উজার করে মাঠে-ময়দানে ভুমিকা রেখেছিলো। আর করা বিলাসিতায় মজলুমদের ভুলে গিয়েছিল!

বারাকাল্লাহু ফি হায়াতিম।

30/05/2025
ইমাম শাফেয়ি রহ. বলেন, ‘কাউকে পানির ওপর হাঁটতে বা আকাশে উড়ে বেড়াতে দেখে মোহিত হয়ো না — বরং তার অবস্থা কুরআন সুন্নাহ অনুয...
29/05/2025

ইমাম শাফেয়ি রহ. বলেন,
‘কাউকে পানির ওপর হাঁটতে বা আকাশে উড়ে বেড়াতে দেখে মোহিত হয়ো না — বরং তার অবস্থা কুরআন সুন্নাহ অনুযায়ী যাচাই করে দেখবে। যদি তার কর্ম ও আচরণ শরিয়ত বিরোধী হয়, তাহলে জেনে রেখো— শয়তানও পানির ওপর চলতে পারে এবং আকাশেও উড়তে পারে।’
( ইবনু কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৩/২৫১)

এটা আবেগি বাঙ্গালীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ফারাবি ভাই হলেন আমাদের “লোন ওয়ারিয়র”। যখন আরিফ আজাদ, শক্তি আর আসিফ আদনান ভাইদের তুখোড় লিখাগুলো ছিল না, যখন আমাদের কোনো জ...
29/05/2025

ফারাবি ভাই হলেন আমাদের “লোন ওয়ারিয়র”।

যখন আরিফ আজাদ, শক্তি আর আসিফ আদনান ভাইদের তুখোড় লিখাগুলো ছিল না, যখন আমাদের কোনো জাকারিয়া মাসুদ কিংবা ত্বহা আদনান ছিল না, যখন মিনার ভাই কিংবা সারোয়ার স্যারদের মত ঘাটাঘাটি করে রেফারেন্স হাজির করে ইসলামোফো°বদের প্রত্যুত্তর দেয়ার কেউ ছিল না, তখন ফারাবি ভাই একা লড়েছেন।

বাংলা ভাষায় স্বঘোষিত ইসলামোফো°বদের বিরুদ্ধে ফেসবুকে লিখবে, তাদের কুযুক্তি কুতর্কগুলোকে উড়িয়ে দেবে, এমন প্রায় কেউই যখন ছিল না, ফারাবি ভাই একা লড়েছেন।

একটা মানুষের পরিবার ধ্বং°স হয়ে গেছে, জেলে তিনি বছরের পর বছর কাটিয়ে যৌবনের শেষ অব্দি পৌঁছে গেছেন। ফারাবি ভাইয়ের দাঁড়িগুলোও পেকে গেছে।

আমরা আমাদের ভাইয়ের মুক্তি চায়। আল্লাহ যেন দ্রুত তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আ-মীন!

— ফারহান গনি

বিজনেস স্ট্যান্ডার্ড উপরের নিউজটা কাকে নিয়ে করা হয়েছে বলুন তো? কিছুদিন আগে যে দুই বোনের সাক্ষাৎকার আপনারা দেখলেন, যাদেরক...
26/05/2025

বিজনেস স্ট্যান্ডার্ড উপরের নিউজটা কাকে নিয়ে করা হয়েছে বলুন তো?

কিছুদিন আগে যে দুই বোনের সাক্ষাৎকার আপনারা দেখলেন, যাদেরকে তুমুল নির্যাতন করা হয়েছে, নিচের দুই বোনকে নিয়ে। নিউজটা করা হয়েছে জুলাই ২৫, ২০২৪। অর্থাৎ হাসিনা চলে যাওয়ার অল্প কিছুদিন আগে। এ নিউজে খুব ভয়াবহভাবে এ দুই বোনকে প্রেজেন্ট করা হয়।

হাসিনার জঙ্গী নাটক নিয়ে অনেক কথা বলা হয়। কিন্তু হাসিনার এ নাটককে বিজনেস স্ট্যান্ডার্ডের মত যে মিডিয়াগুলো বৈধতা দিলো, সমাজে গ্রহণযোগ্য করলো, এ নিরপরাধ বোনদের জীবন ও তাদের পরিবারের জীবনকে দূর্বিষহ করে দিয়েছে, তাদেরকে কি কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছে?

না হয় নি। কারণ জঙ্গী নাটক এখনও শেষ হয় নি।

"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘো...
25/05/2025

"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘোর বিরোধী এই লোকটা জুলাইয়ের বিপ্লবের ফলে নেহাত ভাগ্যের জুরে বেঁচে এসেছেন; নইলে গলায় দড়ি পরতেই হতো।

কারামুক্তির পর থেকে রহস্যজনকভাবে লোকটার কোনো এক্টিভিটি নেই! যে ভারতীয় ষড়যন্ত্রের কারণে লোকটার জীবন-যৌবনের বড় একটা সময় কারাগারে চলে গেল, সেই লোকটা বাংলাদেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে একেবারে চুপ! অথচ, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ভারতের নাক গলানোর এই সময়ে তিনি চুপটি মেরে বসে থাকার কথা নয়!

একজন প্রভাবশালী নেতা জেলে ফাঁ সির দড়ির অপেক্ষা করছেন, ফ্যাসিবাদের আমলে সেই নেতাকে নিয়ে বিএনপির তেমন কোনো মাথাব্যথা দেখা যায়নি। এখন মুক্তির পর সেই লোকটাকে মিউট করে রাখা হয়েছে, আর ডিসপ্লেতে শো করা হয়েছে সালাহুদ্দিন সাহেবকে।

ভারতের কারণে ১৭ বছর যেই নেতা ফাঁ সির আসামি ছিলেন, তাকে সাইডে রেখে ১১ বছর যেই নেতা ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অভিজাত বাংলোবাড়িতে জামাইআদরে ছিলেন তাকেই এখন সর্বেসর্বা বানিয়ে নেওয়া হয়েছে।

-সংগৃহীত

23/05/2025
23/05/2025
কেবল বালুর ট্রাক দেখলেই দুদুর মেশিন কাজ করা বন্ধ করে দেয় 🌚🫰
21/05/2025

কেবল বালুর ট্রাক দেখলেই দুদুর মেশিন কাজ করা বন্ধ করে দেয় 🌚🫰

21/05/2025

#আলহামদুলিল্লাহ, রাঙ্গামাটির তাওহীদবাদী ভাইদের
৪দিনের দীর্ঘ প্রচেষ্টায় মুজিবের মূর্তি অপসারণ।

21/05/2025

POWER OF প্রস্রাব!

Address

Dhaka
Dhaka
4000

Alerts

Be the first to know and let us send you an email when ONE UMMAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share