29/05/2025
ফারাবি ভাই হলেন আমাদের “লোন ওয়ারিয়র”।
যখন আরিফ আজাদ, শক্তি আর আসিফ আদনান ভাইদের তুখোড় লিখাগুলো ছিল না, যখন আমাদের কোনো জাকারিয়া মাসুদ কিংবা ত্বহা আদনান ছিল না, যখন মিনার ভাই কিংবা সারোয়ার স্যারদের মত ঘাটাঘাটি করে রেফারেন্স হাজির করে ইসলামোফো°বদের প্রত্যুত্তর দেয়ার কেউ ছিল না, তখন ফারাবি ভাই একা লড়েছেন।
বাংলা ভাষায় স্বঘোষিত ইসলামোফো°বদের বিরুদ্ধে ফেসবুকে লিখবে, তাদের কুযুক্তি কুতর্কগুলোকে উড়িয়ে দেবে, এমন প্রায় কেউই যখন ছিল না, ফারাবি ভাই একা লড়েছেন।
একটা মানুষের পরিবার ধ্বং°স হয়ে গেছে, জেলে তিনি বছরের পর বছর কাটিয়ে যৌবনের শেষ অব্দি পৌঁছে গেছেন। ফারাবি ভাইয়ের দাঁড়িগুলোও পেকে গেছে।
আমরা আমাদের ভাইয়ের মুক্তি চায়। আল্লাহ যেন দ্রুত তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আ-মীন!
— ফারহান গনি