ᏠᏬᎥ

ᏠᏬᎥ Keep yourself happy in all situations. Trust in your Lord...🤲🙏

মাঝে মাঝে একাই দাড়াতে হয়....✌️
22/03/2025

মাঝে মাঝে একাই দাড়াতে হয়....✌️

05/02/2025

এই দুনিয়ায় অনেই কিছুই রিপ্লেস করা যায়। কিন্তু মানুষ কখনো রিপ্লেস করা যায়না।

একই সমুদ্রপাড়ে একই নক্ষত্রের নিচে ভিন্ন ভিন্ন মানুষের সাথে হেঁটে চলাটা ভিন্ন ভিন্ন রকম। কখনই এক রকম অনুভূতি হয়না।

একই টং এ আলাদা দুটো মানুষের সাথে চা খাওয়ার স্বাদটাও আলাদাই হয়।

এই জগতের প্রত্যেকটা মানুষ তার ফিঙ্গারপ্রিন্টের মত আলাদা। এখানে একজনকে দিয়ে অন্যজনকে রিপ্লেস করা সম্ভব হয় না।

খুব বেশি প্রেম না থাকুক।যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়।অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়।হুট করে জীবনে এ...
11/01/2025

খুব বেশি প্রেম না থাকুক।যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়।অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়।হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক।মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে।তবে থেকে যাক শেষ অব্দি। রোজ ভালোবাসুক একটু একটু করে।❤️‍🩹🌙❣️💫

09/01/2025

জীবন চলার পথে ভুলেও কখনো পেছনে তাকানো যাবে না। জীবনের মায়া কমাতে পারলে সামনে আগাতে পারবেন। চলার পথে অনেক কিছুই হারিয়ে যাবে। অনেক শখের জিনিসও। আপনার আগানোর পথে অনেক অনেক বাঁধা আসবে। মনে রাখবেন আপনি ভুলেও ফেলে আসা কিংবা পেছনে রেখে আসা জিনিস বা মানুষটার জন্য পেছনে ফিরে তাকাবেন না।
জীবনটা একটা দৌড় প্রতিযোগিতা। একবার দৌড়াতে শুরু করলে গতিবেগ বাড়াতে হবে। জীবনে কঠোর হতে না পারলে আপনি কিছুই করতে পারবেন না।

জীবনটা দৌড় প্রতিযোগিতা 😊

01/01/2025

Happy New Year 2025❤️🎇🎆

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভী...
30/12/2024

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”

জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না। কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি।

“চুপ থাকা” কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি, কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে, তবে সেসব বলারও কোনো মানে নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে।

তবে চুপ থাকার মানে এই নয় যে, আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন। বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধুই অনুভবের জন্য, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে।

তবুও, চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ, অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম দেয়।

তাই, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, সেটি বুঝতে শিখুন। কারণ, শব্দের মতোই নীরবতাও একধরনের ভাষা—যা কেবল বোঝার ক্ষমতা থাকা মানুষের জন্য।

10/12/2024

সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায়, যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেতো। একটা সময় পর. তাকে ‘কেমন আছো’ পর্যন্ত জিজ্ঞেস করতে মন চায় না !

10/12/2024

মানুষ ভাষার সভ্যতা জানে ঠিক —
তবে রাস্তার কুকুর জানে মানুষের অসহায়ত্ব ।

02/12/2024

তুমিও কি হেরে গেছো কারো মিথ্যায়..💔

Address

Dhaka

Telephone

+8801719406608

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᏠᏬᎥ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ᏠᏬᎥ:

Share