ᏠᏬᎥ

ᏠᏬᎥ Keep yourself happy in all situations. Trust in your Lord...🤲🙏

02/10/2025

আমাদের কতো প্ল্যান থাকে৷ পছন্দের মানুষ কে পেয়ে গেলে কতোটা ভালোবাসবো, কতোটা ঘুরবো, কতোটা কেয়ার করবো, প্রতিটা সকাল কিভাবে যাবে, প্রতিটা দুপুর,প্রতিটা সন্ধ্যা,প্রতিটা মুহুর্তের হাজারো প্ল্যান থাকে। আমরা শুধু খুব করে ভাবি 'ওকে একবার পেয়ে গেলেই হবে!'

সেই মানুষটা'কে না পেলে আমাদের জীবন থেকে সব প্ল্যান হারিয়ে যায়। আমরা আর কাউকে নিয়ে স্বপ্ন দেখিনা!
একটা দীর্ঘনিঃশ্বাস।💔🌸

25/09/2025

"আমাকে ছেড়ে যেও না"
এই কথাটা এতোটাই অর্থবহ, হৃদয়বিদারক
যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝত তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেতো...! অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ,
কি সীমাহীন যন্ত্রণা,
কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা....!
শেষ বেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায়,
ধূসর হয়ে আসে সব রঙ,
ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা,
থেকে যাওয়ার ইচ্ছা, অভিমানী আবদার...।
তখন কাজী নজরুল ইসলামের ঐ উক্তিটাকেই সবচেয়ে বেশি গ্রহনযোগ্য মনো হয়-
"তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,সে জানে তোমারে ভোলা কি কঠিন!"

একবার আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসাব মিলাতে লাগলাম,
হিসাব করে দেখলাম জীবনে আমার পাওয়ার চাইতে হারানোর সংখ্যা বেশি,
ছোট এই জীবনে আমি হারিয়ে ফেলেছি অনেক কিছুই যা আমি কখনোই হারাতে চাই নি....।

আমি কোনো জিনিস বা মানুষ যতই আঁকড়ে ধরি না কেন,
দিনশেষে সেই মানুষটা আমার কাছ হতে চলেই যাই, আমি তাকে হারিয়েই ফেলি,
আমি কিছুতেই তাকে আটকিয়ে রাখতে পারি না...।

শুধু চেয়ে চেয়ে দেখি প্রিয় মানুষ কিভাবে অপ্রিয় হয়, মানুষ কিভাবে ক্ষণে ক্ষণে আকাশের মতো রং বদলায়, যাকে আমি যতটা ভালোবাসে কাছে যেতে চাই না কেন তার সাথে আমার দূরত্ব বেড়ে যায় ঠিক ততটাই...।

অথচ আমি কখনোই চাই নি তার সাথে আমার দূরত্ব হোক....,
আমি যাকেই হৃদয়ের গভীর হতে চাই তাকেই হারায়। আমি হারিয়ে ফেলেছি আমার প্রিয় মানুষটাকে, হারিয়েছি আমার ভীষণ আদরের পোষা বিড়ালটাকে, আমি যাকে ভালোবাসি,
মন থেকে চাই তাকেই হারাই....।
হয়তো সে অন্য কারোর হয়ে যায়,
নয়তো সে পৃথিবীতে থেকে বিদায় নেয়....।

আজকাল আমার কাউকে ভালোবাসতেই ভয় হয় ,
ভাবি যদি হারিয়ে ফেলি,
যদি হারিয়ে যায়....।
যতই তাকে বলি আমাকে ছেড়ে যেও না,
কিন্তু যে ছেড়ে যাওয়ার জন্য আসে সে ছেড়েই যায়.....

25/09/2025

যে কেউ তোমার প্রতি ভুল করতে পারে। অনেকেই সেই ভুলের ফলাফল মেনে না নিয়ে পালিয়ে বেড়ায়। তবে কিছু বিশেষ মানুষ রয়েছে যারা ভুল করলে তা স্বীকার করে। সেই ভুলের ফলাফল ভোগ করে এবং নিজের ভুলটি সংশোধন করার চেষ্টা করে। এই ধরনের মানুষের সঙ্গ কখনও ছেড়ো না। সে হয়তো তোমাকে দুঃখ দিতে পারে। কিন্তু কখনো কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে যাবে না।

20/09/2025

তারপর আমরা একে অপরের অপরিচিত হয়ে গেলাম। ধীরে ধীরে নিজেরা নিজেদের ব্যাস্ত করে তুললাম। ভুলে গেলাম সৃষ্টি কর্তাকে সাক্ষী রেখে দেওয়া কথা গুলোও। ভেঙে ফেললাম নিজেদের সব কমিটমেন্ট।
কারো ভালো মন্দেও আমাদের কারোর কোনো যায় আসে না আর। রাখলাম না আর কারো প্রতি কারো অধিকারের ছিটে ফোটাও। মূহুর্তেই আমাদের মধ্যকার দূরত্ব করে নিলাম অসীম। করলাম না কেউ কারো ক্ষতির পরিমাণের হিসাব। যার যতটুকু নেওয়ার বুঝে নিলাম নিজেদের প্রাপ্য। দিলাম না ছাড় আর কেউ কাউকে।
তারপর অনেক দিন চলে গেল। কেউ আর কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করি না।
যাদের কাছে তাকে নিয়ে গল্প করতাম তারাও বিরক্ত হয়ে শুনা বন্ধ করে দিয়েছে।

এ ভাবেই দিন,মাস,বছর চলে যাচ্ছে আর আমাদের স্মৃতি গুলো ফিকে হচ্ছে। অথচ এমন কিছু না হলেও জীবন টা সুন্দর চলতো। হয়তো এ রকম না হয়ে একটু অন্য রকম হতো, যেমন টা সবাই চায়😔

কে বা কতটা লাভবান হলাম?? জানি না কেউ
তবে আমরা অনেক কিছুই শিখেছি। প্রিয় ও অপ্রিয় হয়, বন্ধুর ও বন্ধু থাকে। ভালোবাসায়ও লাভ লোকসানের হিসেব চলে.......

20/09/2025

যে নারী আমাকে শরীর বিলিয়ে দিয়েছে, আমি সেই নারীকে ছেঁড়ে যেতে দেখছি।

তার স্পর্শ এখন শুধু স্মৃতি হয়ে আছে, তার চোখে যা দেখেছিলাম, আজ তা ফাঁকা আকাশে হারিয়ে গেছে।

আমার আঙুলের ছোঁয়া তার গায়ের রেখা মনে করিয়ে দেয়, কিন্তু সে আর নেই, তার অস্তিত্ব শুধু শূন্যে ভেসে বেড়াচ্ছে। যে রাতে আমরা এক হয়ে ঘুমিয়েছি, আজ সেই রাতও আমার জন্য অচেনা হয়ে গেছে।

আমি তার প্রতিটি হাসি মনে রাখি, কিন্তু সে আমাকে আর চায় না, সে চলে গেছে দূরের অজানা পথে।

আমার হৃদয় এখনও তার জন্য কাঁদছে, কিন্তু সে আমাকে আর খুঁজে পাবে না।

আমার কোলের উষ্ণতা তার দেহের জন্য, আজ শুধু বাতাসে মিলিয়ে যাচ্ছে। যে নারী আমার জীবনকে একসময় দারুণ আলো দিয়েছিল, আজ সে সেই আলোকে ছেঁড়ে নিয়ে গেছে।

আমি তাকে ধরে রাখতে পারিনি, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। শরীরের ঘ্রাণ, স্পর্শ, অগোছালো ভালোবাসা-সবই এখন শূন্যে মিলিয়ে গেছে। তবু মনে হয়, তার প্রতি যে ভালোবাসা ছিল, সে আমার বুকের ভিতর চিরকাল জেগে থাকবে।

করবো মোরা বাশের চাষ,থাকবো সুখে বারো মাস🥱জীবন হোক বাশময়😃 ডি-X বাশ দিবসের শুভেচ্ছা নিও😎
18/09/2025

করবো মোরা বাশের চাষ,
থাকবো সুখে বারো মাস🥱
জীবন হোক বাশময়😃
ডি-X বাশ দিবসের শুভেচ্ছা নিও😎

প্রয়োজন মেটাতে যারা জীবনে আসে, বা এসেছিল কখনো দেখা হয়েছিল। তাদের উদ্দেশ্য কেবল একটা কথাই! যে চলে গেছে সে আমার জীবন থেক...
16/09/2025

প্রয়োজন মেটাতে যারা জীবনে আসে, বা এসেছিল কখনো দেখা হয়েছিল। তাদের উদ্দেশ্য কেবল একটা কথাই! যে চলে গেছে সে আমার জীবন থেকে মরে গেছে "অতএব ফিরে আসার কোন প্রশ্নই আসে না.!💁‍♂️😎

16/09/2025

হাসি খুশি থাকুন, ভরসা রাখুন সৃষ্টি কর্তার উপর 😊

15/09/2025

আপনারা যারা ছেড়ে যান, বিশ্বাস করুন অপর পাশের মানুষটার পুরো দুনিয়া টা এলোমেলো হয়ে যায়। বেচেঁ থাকাটা তখন তার কাছে শুধু বিলাসিতা। আপনার হয়তো ব্যাক আপ করার মত এবিলিটি থাকে কিন্তু সেই মানুষটার নাও থাকতে পারে। আপনি কখনোই জানতেও পারবেন না ওই মানুষ টা কীভাবে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। কখনো হয়তো কেউ পারে আর কেউ মায়ার কাছে ব্যর্থতা মেনে নেয়💔

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ᏠᏬᎥ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ᏠᏬᎥ:

Share