ᏠᏬᎥ

ᏠᏬᎥ Keep yourself happy in all situations. Trust in your Lord...🤲🙏

02/09/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, "একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?" তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন।

কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে।

ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের জন্য।

একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে।

তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়; অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

31/08/2025

তোমাকে পাইনি তাতে কোনো আফসোস নেই।
তোমার ভালোবাসা তো পেয়েছি, মিথ্যা হোক কিংবা নাটক করে হোক তুমি আমায় ভালো তো বেসেছিলে।

আমি তোমার সেই মিথ্যা ভালোবাসা সত্যি ভেবে আজও বুকের মাঝে জড়িয়ে রেখেছি, তোমার নামটা আজও আমার মন মস্তিষ্কে জুড়ে আছে, তোমার নামটা এখনো প্রতিদিন হাজার হাজার বার উচ্চারণ করি।

তুমি হয়তো আমার কাছে নেই, তবে তোমার ছবিগুলো আজও খুব যত্ন করে রেখে দিয়েছি,তোমার কথা মনে পড়লেই তোমার ছবি গুলো দেখি। কারণ বাস্তবে তো তুমি আর আমার নেই।

তোমার সাথে কথা বলতে মন চাইলেই, তোমার সেই পুরনো মেসেজ গুলো বারবার পড়ি, কারণ তোমার সাথে কথা বলার সাধ্য আমার নেই, তাই তোমার পুরনো মেসেজ গুলো বারবার পড়ি।

মাঝে মাঝে তোমাকে বড্ড মনে পরে, যখনি তোমার কথা মনে পড়ে দু’চোখ অশ্রুতে ভিজে যায়, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে।

তবুও আমি তোমার জন্য অপেক্ষা করি। জানি, হয়তো কোনোদিন তুমি ফিরে আসবে না, কিন্তু এই মিথ্যে আশা নিয়ে বাঁচাটা আমার অভ্যাস হয়ে গেছে। তুমি আমার জীবনে এক ঝড়ের মতো এসেছিলে, সব কিছু তছনছ করে দিয়ে চলে গেলে। তবে সেই ঝড়ের রেশ আজও আমার হৃদয়ে রয়ে গেছে।

তোমার স্মৃতিগুলো আমাকে হাসায়, কাঁদায়, এবং প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে আমি কতটা একা। কিন্তু এই একাকীত্বও আমার কাছে প্রিয়, কারণ এর প্রতিটি কোণায় তোমার স্পর্শ লেগে আছে। হয়তো তুমি আমার নও, কিন্তু তোমার স্মৃতিগুলো শুধু আমার।”

তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ—কেউ বলে মাথা ব্যথা, কেউ বলে মাইগ্রেন।কিন্তু আমি জানি, আসল ব্যথার নাম তুমি।তোমা...
30/08/2025

তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ—
কেউ বলে মাথা ব্যথা, কেউ বলে মাইগ্রেন।
কিন্তু আমি জানি, আসল ব্যথার নাম তুমি।

তোমার অভাবে নির্ঘুম রাত—
বুকের শহরে দুর্ভিক্ষ, বাম পাঁজরে বিষাক্ত ঘা।
হঠাৎ নিঃশ্বাস আটকে যায়, ঘুমের কোলে ঢলে পড়তে পারি না।
লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ।
ডাক্তার ঘুমের ওষুধ দিলো, কিন্তু তোমার অভাব পূরণের কোনো ওষুধ দিলো না।
আর ভোলার ওষুধ তো কেউই বানায়নি!

আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন।
চারপাশে কেবল হাহাকার, কেবল শূন্যতার পোস্টার।
আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন—
নতুন ফুলের রঙ, নতুন উৎসব, নতুন নাম।
আমার নামটুকু কেবল মুছে গেছে তোমার ক্যালেন্ডার থেকে।

30/08/2025

যখন নিজের সব কিছুতে অন্যরা মিশে থাকে,
তখন বেঁচে থাকতে হয় নিজেকে ছাড়া !

30/08/2025

যে কখনো আমাকে পাওয়ার আশা করেনি, তাকে হারানোর ভয়ে আমি কেঁদেছি বহুবার.!🥺💔🥀

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ᏠᏬᎥ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ᏠᏬᎥ:

Share