18/05/2025
তাঁদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরেবাংলা নগরের ফুটপাত! পড়াশোনার পাশাপাশি সেখানকার টং দোকানে তুমুল আড্ডা দেন সব বন্ধুরা, চায়ের কাপে ঝড় তুলতেন প্রতিদিন। সেই আড্ডায় হুট করে এক বন্ধুর আত্মীয়ের মাধ্যমে প্রস্তাব আসে ঠিকাদারি ব্যবসার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা পণ্য খালাসের কাজ। ১৯৭৮ সালে তরুণ বয়সে তারুণ্যের উন্মাদনায় কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন তাঁরা। কিন্তু গন্ডগোল দেখা দেয় ব্যবসার টাকা জোগাড় করতে গিয়ে। চার বন্ধু হন্য হয়ে টাকা জোগাড় করতে নেমে গেলেন!
বন্ধুত্বের দৃঢ় বন্ধন, অসীম সাহস আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এভাবে শূন্য পুঁজিতে ধারের টাকায় যাত্রা শুরু করা সেই কোম্পানিটি এখন প্রায় ৩০ হাজার কোটি টাকার বৃহৎ শিল্পগ্রুপ! বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান।
ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর চেইন সুপারশপ ইউনিমার্ট তাদেরই প্রতিষ্ঠান। আরও আছে বিদ্যুৎকেন্দ্র, রেস্টুরেন্ট, আবাসন, হোটেল, বেসরকারি বন্দর, লজিস্টিক ব্যবসাসহ নানা কিছু।
চার বন্ধু হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাইল হোসেন, আকতার মাহমুদ রানা ও খোন্দকার মইনুল আহসান শামীম মিলে শুরু করেছিলেন যাত্রা। ১০ বছর পরে যুক্ত হন তাঁদের আরও দুই বন্ধু। আজকের ইউনাইটেড গ্রুপ এই ছয় বন্ধুর ঐক্যবদ্ধ চেষ্টা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও হাড়খাটুনি পরিশ্রমেরই ফসল।
বন্ধুত্ব কখনো হারে না, সব সময় বন্ধুত্ব জিতে যায়। স্যালুট এমন সকল বন্ধুদের।🥰