Nadia Khan

Nadia Khan সিমের যেকোন Offer সম্পর্কে জানতে পেইজে 👍 Like দিন

আমরা কোন সমাজে বাস করি
22/07/2025

আমরা কোন সমাজে বাস করি

আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, 'ওরাও তো আমার সন্তান। ওদের একা র...
22/07/2025

আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, 'ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি'

মনসুর হেলাল, নি-হ-ত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী

আবু সাইদ হতে চেয়েছিলো,কিন্তু সবাই তাকে হিরো আলম বানিয়ে দিয়েছে!😁
22/07/2025

আবু সাইদ হতে চেয়েছিলো,
কিন্তু সবাই তাকে হিরো আলম বানিয়ে দিয়েছে!😁

22/07/2025
মাইলস্টোনের _মেহরিন ম্যাডামের জন্য পুরো শিক্ষক _সমাজ আবারো গর্বিত হলো।নিজের জীবন বাজি রেখে ২০জনের উপরে ছাত্র -ছাত্রীদের ...
22/07/2025

মাইলস্টোনের _মেহরিন ম্যাডামের জন্য
পুরো শিক্ষক _সমাজ আবারো গর্বিত হলো।
নিজের জীবন বাজি রেখে ২০জনের
উপরে ছাত্র -ছাত্রীদের বাচাঁলো😭
সর্বশেষ নিজেই পৃথিবীর মায়া ত্যাগ করলো😭
হে মহান শিক্ষক _আপনার প্রতি গভীর শ্রদ্ধান্জলি।

ফুলগুলো সব ঝরে গেল জান্নাতে ফুটবে বলে!
22/07/2025

ফুলগুলো সব ঝরে গেল জান্নাতে ফুটবে বলে!

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!
মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।
কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম তুমি আসবে"!

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কিন...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।

তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর আজ সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

শিক্ষার্থীদের বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে সেই শিক্ষিকা মাহরিন
22/07/2025

শিক্ষার্থীদের বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে সেই শিক্ষিকা মাহরিন

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট  ক্যাডেট(পাবনা ক্যাডেট কলেজ) তৌকির ইন্তেকাল করেছেন। প্রশিক্ষণ শেষে ক্যাডেট তৌকির আজই প্...
21/07/2025

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট ক্যাডেট(পাবনা ক্যাডেট কলেজ) তৌকির ইন্তেকাল করেছেন। প্রশিক্ষণ শেষে ক্যাডেট তৌকির আজই প্রথম বিমান নিয়ে একাকী উড়াল দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমীন।

গতকাল থেকে দেখতাছি বিভিন্ন পেইজে এই  ভিডিও টা নিয়ে ট্র'ল করছে! ক্যাপশন দিছে বউ দর্জি হলে যা হয়, আরো কত কি! গ্রামের চাচ...
21/07/2025

গতকাল থেকে দেখতাছি বিভিন্ন পেইজে এই ভিডিও টা নিয়ে ট্র'ল করছে! ক্যাপশন দিছে বউ দর্জি হলে যা হয়, আরো কত কি! গ্রামের চাচাতো ভাই হেনতেন! আবার পোস্টের রিয়েক্ট অপশনে গিয়ে দেখি সবাই হাহা দিচ্ছে 😔

আফসোস সেলিব্রেটিরা চালের বস্তা পড়লেও তারা স্মার্ট হয়ে যায়। তখন অডিয়েন্স বলে এটাই ট্রেন্ড এটা আলাদা সৌন্দর্য। আর এখন বলতেছে বউ দর্জি 😅

আসলে যার মন মানসিকতা যেমন তাঁদের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি তেমন। কিন্তু আমি দেখলাম এইখানে একজন বাবা তার পরিবারের সাথে ভালোবাসা বিনিময় করতাছে! 🥰🫡

😂😂🤣🤣
20/07/2025

😂😂🤣🤣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nadia Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nadia Khan:

Share