Joy Tv । জয় টিভি

Joy Tv । জয় টিভি Welcome to Joy Thinking Voice (Joy tv) is the Bengali Contents & Voice of the people in Bangladesh.

Joy Thinking Voice (Joy Tv। জয় tv) এর ইতিকথা..............

মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই তারা বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। এই আধুনিক যুগে মুখোশের আড়ালে এরা একটু বেশিই অত্যাধুনিক। আধুনিকতার দোহাই দিয়ে, মুখে সভ্যতার মুখোশ লাগিয়ে, তারা ভুলে যাচ্ছে নিজের শেকড়ের টান, মা-মাটি-মানুষ, দেশ ও দশের কথা।

স্বার্থবাদী দুনিয়ার মোহে ভেঙে যাচ্ছে শত শতাব্দী যুগ-যুগান্তর অনাদিকালের পুরাতন পারিবারিক বন

্ধন। কোথায় যেন হারিয়ে যাচ্ছে একান্নবর্তী পরিবারগুলো। সমাজে দেখা দিচ্ছে হিংসা-বিদ্বেষ নানাবিধ দ্বন্ধ। বাড়ছে অশান্তি আর বিশৃঙ্খলা। সন্তান ভুলে যাচ্ছে নিজের বয়স্ক পিতা-মাতার কথা। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে মানবতা।

সমাজ ও রাষ্ট্রে মানুষে মানুষে সৃষ্টি হচ্ছে নানাবিধ সমস্যা। সমাজের অসঙ্গতি, অন্যায়-অবিচার, সুদ, ঘুষ, দূর্নীতি, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা, হানাহানি, মারামারি, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাগ-ক্ষোভ ইত্যাদি অনৈতিক কাজে জড়িয়ে মানুষ তার মানবিক মূল্যবোধ হারিয়ে দিনকে দিন পাষাণ হয়ে যাচ্ছে।

ঘোর অমানিশায় পড়ে দু'চোখে অন্ধকার দেখছে সাধারণ মানুষ। তাদের জীবন ক্রমসই হয়ে উঠেছে দূর্বিসহ। তাদের আকুতি-কাকুতি-মিনতি শোনতে চায় না কেউ। সাধারণ জনগণের বুকপাটা হাহাকার আর আর্তনাদে কখনো কখনো পৃথিবীটা নীরব নিস্তব্ধ হয়ে ওঠে।

কান্ডজ্ঞানহীন বিবেকবর্জিত ব্যাক্তিগত ভ্রান্তিকর জীবন দর্শনের কারণে সমাজে তৈরি হচ্ছে এক ধরনের অমানবিক গল্প। এসব গল্প যে কোনো বিবেকবান মানুষের হৃদয় নাড়িয়ে দিয়ে আকাশ ভাঙ্গা বৃষ্টির ন্যায় কান্নার ঝড় তুলবে।

সমাজ ও রাষ্ট্রের এমন সব সুবিধাবঞ্চিত অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা, মানুষ ও মানবিকতার কথা বলতে, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে প্রতিষ্ঠিত হয় “Joy Thinking Voice(Joy Tv। জয় tv) ”. যেখানে দেশ ও জনগনের স্বার্থে কাজ করাই আমাদের মূললক্ষ্য।

★★ প্রতিষ্ঠাঃ ২০১৯ সালের ০৩ মে সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে যাত্রা শুরু করে “Joy Thinking Voice (Joy Tv। জয় tv) ". "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " দেশ ও জনসেবার লক্ষ্যে সততা স্বচ্ছতার সকলদিক আইনগত ভাবে সহযোগিতা পেতে জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রশাসনিক অনুমতি পেতে সবকিছু প্রক্রিয়াধীন রয়েছে।

★★ উদ্দেশ্যঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির কল্যাণে মানুষের পাশে থেকে শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতি, অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন-জীবিকা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এবং জীববৈচিত্রের সৃজনশীল সুন্দর কর্মযজ্ঞের কথা তুলে ধরতে "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) ” অঙ্গীকারবদ্ধ।

★★ আয়ের উৎসঃ “Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " সম্পূর্ণ অলাভজনক একটি "সামাজিক মিডিয়া সংস্থা" বা সামাজিক যোগাযোগ মাধ্যম (প্রতিষ্ঠান)। যা হেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিনিয়র সিটিজেন সেফটি কেয়ারের (এসসিএসসি-র) প্রতিষ্ঠাতা মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয়ের ব্যক্তিগত অংশগ্রহণই আয়ের প্রধান উৎস। জয় চৌধুরী তাঁর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং পেশাগত আয় থেকেই এই কাজ করছেন।

★★প্রতিষ্ঠাতার কিছু কথাঃ
সকল জীবের প্রতি ছোটবেলা থেকেই কেন জানি আমার মনে এক ধরনের মায়া-মমতা-দরদ, লালন পালন ধারণ ও পোষণ করতাম। মানুষের কষ্ট দেখলে আমি ঠিক থাকতে পারতাম না। বলতে পারেন মানুষের কষ্ট একদম সহ্য হতনা। বিশেষ করে সমাজের নির্যাতিত নিপীড়িত, সুবিধাবঞ্চিত, অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা এবং সহায় সম্বলহীন মানুষের প্রতি আমার দূর্বলতা সব সময় কাজ করত।
তাদেরকে অসহায় অবস্থায় দেখলে খুব কষ্ট হতো। তখন থেকেই ভাবতাম যদি তাদের জন্য কিছু করতে পারতাম। এক সময় সাহস করে শুরু করলাম। সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে দেশ ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করলাম।

সেই থেকেই শুরু। তারপর ২০১৯ সালে "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " প্রতিষ্ঠা করে সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করলাম।

আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যৎ-এ প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য-সামগ্রী প্রদানসহ স্থায়ীভাবে একটি ফ্রি বিনোদন কেন্দ্র গড়ে তোলার ইচ্ছে রয়েছে।

মহান আল্লাহতা'য়ালা আমাকে সেই তাওফিক দান করুন। ---আমিন

মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয় (শিক্ষক ও কলামিষ্ট)
প্রতিষ্ঠাতা পরিচালকঃ
Joy Thinking Voice (Joy Tv। জয় tv), Dhaka, Bangladesh.

---------------------------
★★ Joy Thinking Voice (Joy Tv। জয় tv), Mob: 01811421143 Dhaka, Bangladesh.
----------------------------

27/10/2025

এ.কে স্কুল এন্ড কলেজ পরিদর্শনে জামায়াতের প্রার্থী । Dania । Joy Tv । Dhaka

26/10/2025

ঢাকা-৪ আসনে রবিন এবং কুমিলা-৯ আসনে দোলা গুলশান বিএনপি কার্যালয়ে নূরুল ইসলাম নূরু । Gulshan । Joy Tv । Dhaka

26/10/2025

কদমতলীর ৫৯ নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক । Joy Tv । Dhaka

26/10/2025

বিএনপির গুলশান প্রধান কার্যালয়ে সামনে নেতা-কর্মীদের ঢল । BNP । Joy Tv । Dhaka

26/10/2025

ঢাকা-৬ আসনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা । BNP । Joy Tv । Dhaka

25/10/2025

জানাযার প্রদর্শনী । Joy Tv । Dhaka

25/10/2025

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
ছাবেরিয়া কওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল । Joy Tv । Dhaka

25/10/2025

বিএনপির উঠান বৈঠক

25/10/2025

ধানের শীষের পক্ষে বিএনপি নেতা রবিনের গণসংযোগ ও মিছিল । BNP । Joy Tv । Dhaka

25/10/2025

ঢাকা -৪ আসনে বিএনপির গণসংযোগ ও মিছিল । BNP । Joy Tv । Dhaka

24/10/2025

দুরন্ত শৈশব । Childhood । Joy Tv । Dhaka

📰 শিরোনাম:অসুস্থ সাবেক কাউন্সিলরকে দেখতে ছুটে গেলেন রবিন📍 স্থান: জনতাবাগ, ৬০নং ওয়ার্ড, ঢাকা📅 তারিখ: শুক্রবার, ২৪ অক্টোব...
24/10/2025

📰 শিরোনাম:
অসুস্থ সাবেক কাউন্সিলরকে দেখতে ছুটে গেলেন রবিন

📍 স্থান: জনতাবাগ, ৬০নং ওয়ার্ড, ঢাকা
📅 তারিখ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আজ শুক্রবার জুমার নামাজ শেষে জনতাবাগ বাইতুন নূর জামে মসজিদ থেকে বের হয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ৬০নং ওয়ার্ডের অসুস্থ সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদার-কে দেখতে তার বাসায় ছুটে যান।

এ সময় তিনি আনোয়ার হোসেন মজুমদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

Address

Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Joy Tv । জয় টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share