25/07/2023
ছোট্ট একটি কাহিনি...
বিড়াল প্রেমিক আমার বাসা থেকে অফিসের চাবি নিয়ে আসার সময় দেখতে পাই কে বা কারা একটি অবুঝ নিরীহ ছোট্ট বিড়াল ছানা টিকে পানিতে ফেলে গেছে তাই দেখে ওর মায়া হয় কষ্ট হয় তাদেখে আর সহ করতে না পেরে ও বিড়াল ছানা টিকে নিয়ে আসে অফিসে এবং একটি Cat6 ক্যাবলের কাটুনে রেখে বিজা ছানাটিকে অরদেক রোদে অরদেরক ছায়াতে শুকাতে দেয়। যাদের বিড়াল ছানাটি বেশী গরম বা ঠান্ডা না লাগে যাতে সে তারা তাড়ি শুকিয়ে যাই এবং সুস্থ হয়ে পরে। আমি তো ভাবছি এতেই হয় খানতো থাকবে কিন্তু তা না করে বিড়াল ছানা টিকে রোদে শুকাতে দিয়ে মাজে অফিসের একটি কাজ করে আসার সময় প্রান প্যাকেটে ২৫০ মিলি একটি দুধ নিয়ে এসে প্রথমে একটি বাটিতে খেতে দেয়। কিন্তু কিছু কখন পরে দেখায় যাই বিড়াল ছানা টি নিজে নিজে খেতে পারে না তাই ও আবার ডাক্তারের দোকানে যাই এবং একটি সিরিজ কিনে আনে এবং ঐ বিড়াল ছানাটি কে কোলেনিয়ে সিরিজ দিয়ে বাচ্চা বিড়াল ছানা টি কে দুধ খাওয়াতে থাকে....