29/12/2025
ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা, আহত ২ — গ্রেপ্তারের দাবি
ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড়ে রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে হেযবুত তওহীদের দুই সদস্যের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সাউন্ড প্লেয়ারে মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম এর বক্তব্য প্রচারের সময় ধর্মীয় লেবাসধারী ৮–১০ জন তাদের পথরোধ করে প্রচার বন্ধ করতে বাধ্য করে। পরে চরকমলাপুর এলাকায় ফেরার পথে একই ব্যক্তিসহ আরও ১০–১২ জন তাদের উপর হামলা করে। এতে জিহাদ মোল্লা (২৫) এবং সুজন শেখ (৩০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
হেযবুত তওহীদ একটি শান্তিপ্রিয় ও আইনানুগ সংগঠন। সেদিন আমাদের কোনো জনসভা বা বড় কর্মসূচি ছিল না; স্থানীয়ভাবে শুধু বক্তব্য প্রচার করা হচ্ছিল। এতটুকু কার্যক্রমেই যারা সহ্য করতে পারে না এবং হামলায় উস্কানি দেয়, তারা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী নয়—এটা স্পষ্ট।
এদিকে, কিছু গণমাধ্যমে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হেযবুত তওহীদের হামলা” শিরোনামে যে সংবেদনশীল সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও পক্ষপাতদুষ্ট। আক্রান্ত হয়েও আমাদের সদস্যদের হামলাকারী হিসেবে প্রচার করা হচ্ছে—এটা হলুদ সাংবাদিকতা এবং গণমাধ্যম নীতির পরিপন্থী।
আমরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার বিস্তারিত তদন্ত, হামলাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের বিনীত আহ্বান জানাচ্ছি।