যুগসন্ধিক্ষণে আমরা

যুগসন্ধিক্ষণে আমরা আমরা এসেছি শতদল সেনা নতুন পৃথিবী গড়তে!

29/12/2025

আলেম ওলামাদের মধ্যে একটা অংশ হেযবুত তওহীদকে অপছন্দ করে কেন? | প্রশ্নোত্তর

.না— এটা কোনো সংঘর্ষ ছিল না। এটা ছিল হেযবুত তওহীদের উপর অতর্কিত এক স/ন্ত্রাসী হামলা।ফরিদপুর শহরে হেযবুত তওহীদের কয়েকজন স...
29/12/2025

.না— এটা কোনো সংঘর্ষ ছিল না। এটা ছিল হেযবুত তওহীদের উপর অতর্কিত এক স/ন্ত্রাসী হামলা।
ফরিদপুর শহরে হেযবুত তওহীদের কয়েকজন সদস্য মাইকে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ভাষণ বাজাচ্ছিলেন। এমন সময় তাদের উপর হামলা হয়। হামলাকারীদের পরিচয় তখন জানার সুযোগ ছিল না। পরে জানা গেল তারা নাকি সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ছিল, আর বর্তমানে নাকি তারা এনসিপি করেন। তারা যে কোনো দল করতে পারেন তা নিয়ে আমাদের কোনো মথাব্যথা নাই। আমরা যেহেতু রাজনীতি করি না, তাই এনসিপি বা অন্য কোনো দলের সাথে আমাদের কোনো রাজনৈতিক বিরোধও নাই। আমরা অরাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের ইমামের বক্তব্য জনগণের সামনে তুলে ধরে ইসলামের সঠিক শিক্ষা প্রচার করে থাকি। আর তা করার পূর্ণ অধিকার আমাদের আছে। অথচ অন্যায়ভাবে তারা আমাদের কার্যক্রমে প্রথমে বাধা দেয়, এরপর আমাদের সদস্যরা মাইক বন্ধ করে ফেরত আসার সময় আবারও সংগঠিত হয়ে তারা অতর্কিত হামলা চালায়। তখন আমাদের সদস্যরা জান-মাল রক্ষায় আত্মরক্ষার চেষ্টা করেন।

হেযবুত তওহীদ কারো উপর হামলা করবে এমনটা পাগলেও বিশ্বাস করবে না। কারণ গত ৩০ বছরের আমাদের অনন্য রেকর্ড হলো আমরা কোনো আইন ভঙ্গ করি না। এটা আইন-শৃঙ্খলা বাহিনীও ভালোভাবেই জানে। বরং উক্ত এনসিপি নেতাদের হামলায় হেযবুত তওহীদের দুইজন সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।,

ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা, আহত ২ — গ্রেপ্তারের দাবিফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড়ে রবিবার (২৮ ডিসেম্...
29/12/2025

ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা, আহত ২ — গ্রেপ্তারের দাবি

ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড়ে রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে হেযবুত তওহীদের দুই সদস্যের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সাউন্ড প্লেয়ারে মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম এর বক্তব্য প্রচারের সময় ধর্মীয় লেবাসধারী ৮–১০ জন তাদের পথরোধ করে প্রচার বন্ধ করতে বাধ্য করে। পরে চরকমলাপুর এলাকায় ফেরার পথে একই ব্যক্তিসহ আরও ১০–১২ জন তাদের উপর হামলা করে। এতে জিহাদ মোল্লা (২৫) এবং সুজন শেখ (৩০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

হেযবুত তওহীদ একটি শান্তিপ্রিয় ও আইনানুগ সংগঠন। সেদিন আমাদের কোনো জনসভা বা বড় কর্মসূচি ছিল না; স্থানীয়ভাবে শুধু বক্তব্য প্রচার করা হচ্ছিল। এতটুকু কার্যক্রমেই যারা সহ্য করতে পারে না এবং হামলায় উস্কানি দেয়, তারা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী নয়—এটা স্পষ্ট।

এদিকে, কিছু গণমাধ্যমে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হেযবুত তওহীদের হামলা” শিরোনামে যে সংবেদনশীল সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও পক্ষপাতদুষ্ট। আক্রান্ত হয়েও আমাদের সদস্যদের হামলাকারী হিসেবে প্রচার করা হচ্ছে—এটা হলুদ সাংবাদিকতা এবং গণমাধ্যম নীতির পরিপন্থী।

আমরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার বিস্তারিত তদন্ত, হামলাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের বিনীত আহ্বান জানাচ্ছি।

28/12/2025

আমার কথাকে ভয় পাচ্ছেন কেন? উগ্রবাদীদের কাছে প্রশ্ন রাখলেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

27/12/2025

শুরু হয়েছে রাজনীতির নির্লজ্জ বেহায়াপনা। এমপি হওয়ার জন্য নীতি আদর্শ সব ত্যাগ করে সকালে একদল, বিকালে আরেকদল।

26/12/2025

সত্যিই গৃহযু*দ্ধে*র মুখে বাংলাদেশ? | ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বিশ্লেষণ শুনুন

আমরা আর গনতন্ত্র চাই না।আমরা আল্লাহর বিধান চাই। আমরা কোরআনের আইন চাই। আমরা বৃটিশের আইন চাই না।আমরা মানবতন্ত্র মানি না।আম...
26/12/2025

আমরা আর গনতন্ত্র চাই না।
আমরা আল্লাহর বিধান চাই।
আমরা কোরআনের আইন চাই।
আমরা বৃটিশের আইন চাই না।
আমরা মানবতন্ত্র মানি না।
আমরা সুদ চাই না।
আমরা ঘুষ চাই না।
আমরা আদালতে বৃটিশদের আইন মানি না।
আমরা মানুষের আইন চাই না, চাই না!!

25/12/2025

বাংলাদেশ কি সিরিয়া হতে যাচ্ছে? | যা বললেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

24/12/2025

কুরআনের ভুল ব্যাখ্যাকারীর জবাব দিলো হিজবুত তাওহীদের মাননীয় ইমাম

24/12/2025

চরম আ*ত*ঙ্ক! অনিশ্চয়তার পথে বাংলাদেশ! বাঁচার পথ কী?

লাইভে আসছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম, হোসাইন মোহাম্মদ সেলিম। সময় সন্ধ্যা ৭টা।বিষয়: চরম আতঙ্ক! অনিশ্চয়তার পথে বাংলাদেশ!...
24/12/2025

লাইভে আসছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম, হোসাইন মোহাম্মদ সেলিম। সময় সন্ধ্যা ৭টা।
বিষয়: চরম আতঙ্ক! অনিশ্চয়তার পথে বাংলাদেশ! বাঁচার পথ কী?

24/12/2025

হেযবুত তওহীদের ডাক

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when যুগসন্ধিক্ষণে আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যুগসন্ধিক্ষণে আমরা:

Share