Box Office Kolkata - BOK Trolls

Box Office Kolkata - BOK Trolls ফিল্ম নিয়ে আড্ডা চলবে সব সময়

"কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত" এই সিনেমার জন্য জিৎ নিচ্ছেন লাঠি খেলার কঠোর প্রশিক্ষণ — কারণ এই গল্প অনন্ত সিংহের লড়াই...
04/07/2025

"কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত"
এই সিনেমার জন্য জিৎ নিচ্ছেন লাঠি খেলার কঠোর প্রশিক্ষণ — কারণ এই গল্প অনন্ত সিংহের লড়াইয়ের জীবন্ত চিত্র।

বিপ্লবী অনন্ত সিংহ ছিলেন তাদেরই একজন — যিনি অস্ত্রাগার লুট, ব্যাংক ডাকাতি, গোপন সংগঠন পরিচালনা এবং সাহসী মিশনে ছিলেন ।

🗓️ ১৯২০-৩০-এর দশকে, ব্রিটিশ ভারতের বিপ্লবীরা অস্ত্রের পাশাপাশি আত্মরক্ষার জন্য ব্যবহার করতেন লাঠি।

📌 কখনো পুলিশের ওপর আকস্মিক আক্রমণ,
📌 কখনো ধাওয়া খেয়ে দৌড়ে পালানো,
📌 আবার কখনো ধরা পড়ে ধস্তাধস্তি —
এসব ক্ষেত্রে লাঠি বা দণ্ড ছিলো তার প্রধান ভরসা।

Update🔥🔥   পাইরেসির কারণে শাকিব খানের  #তান্ডব >>  #সুপার_ফ্লপ হয়েছে। বক্স অফিসে খুব একটা দর্শক টানতে পারে নি। সেই হতাশা...
28/06/2025

Update🔥🔥 পাইরেসির কারণে শাকিব খানের #তান্ডব >> #সুপার_ফ্লপ হয়েছে। বক্স অফিসে খুব একটা দর্শক টানতে পারে নি। সেই হতাশা মাথা থেকে মুছে ফেলে এবার #জিৎ কে দিয়ে নতুন গল্পে বেশ বড় বাজেটের #হার্ডকোর_গ্যাংস্টার_অ্যাকশন ফিল্ম তৈরী করতে যাচ্ছেন। ছবির নাম " লায়ন " ঠিক করা হয়েছে। লোমহর্ষক অ্যাকশন ধারার এই ফিল্মটির শুটিং হবে বাংলাদেশ বঙ্গোপসাগর এবং থাইল্যান্ড এর দ্বীপ অঞ্চলের বেশ কিছু চমকপ্রদ জায়গায়। আনুমানিক
১৫ কোটি ₹ খরচে নির্মাণ হতে যাচ্ছে জিৎ এর লাইফে সব চেয়ে ব্যয় বহুল বাজেটের এই মুভিটা। সব কিছু ঠিক থাকলে ২০২৬ এর ঈদ উল ফিতর অথবা ডিসেম্বর মাসে রিলিজ করার চিন্তা ভাবনা করছে
JEETZ FILMWORKS ও জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান

যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সাথে শাকিব খানের সম্পর্ক খুব একটা ভালো নেই ২০১৭ সালের পর থেকে
তাই তারা জিৎ এর হাত ধরেই নিজেদের হারানো রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে ওপার বাংলায় জিৎ ছাড়া শাকিব খানের সাথে টক্কর দেয়ার মতো কেউ নেই। কারণ জিৎ এর বেশির ভাগ ছবি গুলোই বাণিজ্যিক সিনেমার গল্পের।আফরান নিশোর নিজস্ব ফ্যানবেজ থাকলেও উনি এখন অন্য ধারার সামাজিক গল্পের ছবিতে ব্যস্ত সময় পার করছেন।

জিৎ যদি একবার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পরে তাহলে শাকিবের গদি নিয়ে টানা টানি লাগবে 😭
পরিচালক রায়হান রাফি বেশ যত্ন নিয়েই অধিক সময় ব্যয় করে #লায়ন সিনেমাটি নির্মাণ করবে। তান্ডব মুভিতে যেমনটা তারাহুড়া করেছিলেন এবার সেই একই ভুলটা আর হবে না হয়তো।

বাংলাদেশে জিৎ এর একটা হিউজ পরিমান ফ্যানবেজ আছে 🔥 যারা ২০১৬ সালে Badshah The Don সিনেমাকে All Time Blockbuster করেছিল। BOSS2 সিনেমাকে All Time Blockbuster করেছিল। কিন্তু যৌথ প্রযোজনায় অনিয়ম ধরা পড়লে জিৎ এর পরবর্তী ২-৩ টা মুভি সেন্সরবোর্ডে আটকে যায়। এরপর জিৎ অনেক দিন বাংলাদেশে কাজ করে নি।

সম্প্রীতি জাজমাল্টিমিডিয়া আবারও জিৎ কে মাথায় হাত বুলিয়ে জোর করে রাজি করিয়েছে 😍✌️ যৌথ প্রযোজনায় কাজ করার জন্য।

পরবর্তী বিগ বাজেট ACTION ফিল্মের জন্য আগ্রাসী চেহারা বানিয়েছেন পশ্চিমবাংলা+ বাংলাদেশ এর কিং একমাত্র দাপুটে  #সুপারস্টার🔥...
17/04/2025

পরবর্তী বিগ বাজেট ACTION ফিল্মের জন্য আগ্রাসী চেহারা বানিয়েছেন পশ্চিমবাংলা+ বাংলাদেশ এর কিং একমাত্র দাপুটে #সুপারস্টার🔥 জিৎ....................
হয়তো খুব শীঘ্রই নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হবে জিৎ এর অফিসে। জিৎ ফ্যানরা সবাই প্রস্তুতি নেও 💥

সম্প্রতি Husband এবং Wife দুইজন কেই দেখা গেলো লাখনৌতে রাজনৈতিক নেতাদের অনুষ্ঠানে 😍
নিচের ছবিতে অখিলেশ যাদব ও জিৎ একসাথে.........

EXCLUSIVE NEWS জিৎ 🔥খুব শীঘ্রই নতুন ফিল্মের এনাউন্সমেন্ট আসতে যাচ্ছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই লার্জ স্কেলের ACTION ফিল্...
05/04/2025

EXCLUSIVE NEWS জিৎ 🔥খুব শীঘ্রই নতুন ফিল্মের এনাউন্সমেন্ট আসতে যাচ্ছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই লার্জ স্কেলের ACTION ফিল্মের #শুভ_মহরত হতে যাচ্ছে জিৎ এর অফিসে.................................

ভূমিকম্প আঘাত করার আগে প্রকৃতিকে জানিয়ে দেয়

- আমি আসছি, খুব শীঘ্রই আসছি
- বক্স অফিসে হালকা ঝাঁকুনি দিতে.....................

জিৎ এর শেষ ৫ টি ফিল্মের বক্স অফিস ভার্ডিক্ট।
----------------------------------------------------------------------
বাজি (২০২১) ⇨ FLOP

রাবন (২০২২) ⇨ HIT ( জিৎ এর কাম ব্যাক ফিল্ম )

চেঙ্গিজ (২০২৩) ⇨ 𝖲UPER𝖧𝖨𝖳

মানুষ (২০২৩) ⇨ 𝖥𝖫𝖮𝖯 ( বছরের শেষে ভুল সময়ে রিলিজ হয়েছিল )

বুমেরাং (২০২৪) ⇨ HIT

সাম্প্রতিক সময়ে CHENGIZ, MANUSH সিনেমা গুলোর শর্ট ক্লিপ ভিডিও, রীলস নিজের ইউটিউব, ফেসবুকে আপলোড করার শর্তে আগের তুলনায় বেশি দামে জলসা মুভিস, জী বাংলা সিনেমা টিভি চ্যানেলে কিংবা ওটিটি প্লাটফর্মে বিক্রি করতে চায় জিৎ এর প্রযোজনা সংস্থা।
যার ফলস্বরূপ BOOMERANG, MANUSH সিনেমার স্যাটেলাইট সত্ব আপাতত কেউ কিনছে না।

সম্প্রতি নেটফ্লিক্স প্লাটফর্মে KHAKEE THE BENGAL CHAPTER ওয়েব সিরিজের সর্বাধিক পরিমান ভিউস,
😍প্রশংসা দেখে NETFLIX কতৃপক্ষ চেঙ্গিজ, বুমেরাং, MANUSH সিনেমা গুলোর হিন্দি এবং বাংলা ভার্সন ওটিটি রাইটস কেনার আগ্রহ প্রকাশ করেছে
বেশি দামে।

তবে জিৎ NETFLIX কতৃপক্ষ কেও কঠিন শর্ত দিয়েছেন যে জিৎ নিজের ভেরিফাইড পেজে প্রতিদিন নিজের সিনেমা গুলোর শর্ট ক্লিপ ভিডিও ছাড়তে চান। যেটা দিয়ে প্রতি মাসে লাভজনক পরিমান US ডলার $ ইনকাম করা যায়।

এখন দেখার বিষয় নেটফ্লিক্স কতৃপক্ষ জিৎ এর শর্ত মানতে রাজি হয় কিনা................

বিঃদ্রঃ বাংলাদেশি কিছু নাপিত খানের ভক্ত নিজেরাই বক্স অফিস ফ্রিক নামে ফেসবুক পেজ খুলে
ভুল ভাল কালেকশন পোস্ট দিয়ে জিৎ এর সম্মান নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

𝗕𝗼𝗿𝗯𝗮𝗮𝗱 𝗕𝗼𝘅 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁  #বরবাদ🔥প্রথম পাঁচ দিনে -   ৫ কোটি ৩৬ লক্ষ টাকা/=( ১২০ টা সিনেপ্লেক্স + সিঙ্গেল স্ক্রিন সহ )★প...
05/04/2025

𝗕𝗼𝗿𝗯𝗮𝗮𝗱 𝗕𝗼𝘅 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 #বরবাদ

🔥প্রথম পাঁচ দিনে - ৫ কোটি ৩৬ লক্ষ টাকা/=
( ১২০ টা সিনেপ্লেক্স + সিঙ্গেল স্ক্রিন সহ )

★প্রথম দিন - ৮৫ লক্ষ টাকা
★দ্বিতীয় দিন - ১ কোটি ২৩ লক্ষ টাকা /=
★তৃতীয় দিন - ১ কোটি ১৭ লক্ষ টাকা
★চতুর্থ দিন - ১ কোটি ২ লক্ষ টাকা
★পঞ্চম দিন - ১ কোটি ৯ লক্ষ টাকা /=

এই ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে আল্লু অর্জুনের PUSHPA THE RULE অথবা সালমানের SIKANDAR ফিল্ম বাংলাদেশে যদি রিলিজ করতো তাহলে হয়তো
মদন- স্টার #নাপিত_খান একাই ফাঁকা মাঠে গোল দিতে পারতো না।


দর্শকের চাহিদার শীর্ষে রয়েছে বরবাদ সিনেমা।
King Of Box Office 💥

Review Rating : ⭐⭐⭐⭐/ 5[ Extra Ordinary 🔥]  #ট্রেন্ডিং 1 -  #নেটফ্লিক্স___________________________▪️সিরিজের নাম : খাকি :...
24/03/2025

Review Rating : ⭐⭐⭐⭐/ 5

[ Extra Ordinary 🔥] #ট্রেন্ডিং 1 - #নেটফ্লিক্স
___________________________
▪️সিরিজের নাম : খাকি : দ্য বেঙ্গল চাপ্টার
▪️প্লাটফর্ম : নেটফ্লিক্স
▪️ক্রিয়েটর : নিরাজ পান্ডে
▪️অভিনয়ে : জিৎ,প্রসেনজিৎ,শ্বাশত চ্যাটার্জি,
মহাঅক্ষয় চক্রবর্তী মিমো

______________________________

▪️বাংলার এই রূপ আজ অবদি কোনো সিনেমা বা অন্য কন্টেন্টে কখনো দেখানো হয়নি। ২০০২ সালের দিকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, সেখানে গ্যাংস্টারদের উত্থান, রাজনীতি ও ক্রাইমের সামঞ্জস্য, বাংলার মানুষের জীবমযাত্রা, বাংলার দূর্নীতি, রাজনীতির সঠিক রূপ সবকিছু উঠে এসেছে এই সিরিজে।

▪️নিরাজ পান্ডে এবং তার টিম দীর্ঘদিন যাবৎ রিসার্চ করে বানিয়েছেন এই সিরিজ। এই সিরিজে এমন কিছু সেনসিটিভ ঘটনা আছে যা সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। সত্য ঘটনা ও কল্পনার সংমিশ্রণে নির্মিত এই সিরিজে উঠে এসেছে বেশ কিছু নির্মম সত্য যা বাংলার দর্শককে আলাদা-ই ফিল দিবে৷

▪️সর্বপ্রথম বলতে হয় এই সিরিজের গল্প। গ্রিপিং স্টোরি টেলিং নিরাজ পান্ডের সিগনেচার আর্ট। এবারও তার ব্যতিক্রম নয়। তিনি তার উপস্থিতি সমগ্র সিরিজ জুড়ে প্রমাণ করেছেন। বাজেট,স্কেল, স্টারকাস্ট, মেকিং কোয়ালিটি, টেকনিক্যাল সাইড সব দিক দিয়ে বিহার চাপ্টার থেকে এগিয়ে বেঙ্গল চাপ্টার। বিহার চাপ্টার অতটা জটিল প্রেক্ষাপটে নির্মিত না হলেও বেঙ্গল চাপ্টারের থ্রিল এবং জটিলতা আপনাকে ব্যাপক ভাবাবে।

✌️ প্রথমেই বলতে হয় জিৎ এর কথা,ভালো নির্মাতার হাতে পড়লে তিনি যে কি করতে পারেন,তারই একটা প্রমাণ দেখলো দর্শকমহল। স্ক্রিন প্রেজেন্স, ডায়লগ, অভিনয় সব কিছুতে তিনি দূর্দান্ত। বলিউড ক্রিটিক্স দের ভাষায়, ওটিটির সিঙ্ঘাম লেভেল পারফরম্যান্স দিয়েছেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি,চিত্রাঙ্গদা সিং দারুন।

▪️ বিশেষ চরিত্রে পরমব্রত আর শুভাশিস কে আলাদা-ই লাগবে। তবে আদিল খান এবং রিত্তিক ভৌমিক এই সিরিজের প্রাণ। দুজনের অভিনয় আপনাকে আলাদাই মাতিয়ে রাখবে।

▪️বাংলার দর্শক হিসেবে বাংলার এই রূপ একবার না দেখলেই নয়। ১০০% রিকমন্ডেড

 : 58 LAKH  : 38 LAKH 😭 : 10 LAKH 😭 : 6 LAKH 😭 : 5.30 LAKH 😭 : 4 LAKH 👎৬ দিন শেষে মোট বক্স অফিস আয় ১ কোটি  ২০ লক্ষ টাকা/...
23/11/2024

: 58 LAKH

: 38 LAKH 😭

: 10 LAKH 😭

: 6 LAKH 😭

: 5.30 LAKH 😭

: 4 LAKH 👎

৬ দিন শেষে মোট বক্স অফিস আয় ১ কোটি ২০ লক্ষ টাকা/= ( ওপার বাংলার সিঙ্গেল স্ক্রিন + সিনেপ্লেক্স মিলিয়ে )

টোকাই খানের দৌড় যে ঐ ঈদ এর ছুটি পর্যন্ত এটা আমরা ৫ বছর আগে থেকেই বলে আসছি 👎

এতো ই সোজা 🙄 বছরের শেষে এই ব্যস্ত তম সময়ে

যখন স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে, গার্মেন্টস কর্মী, বাজারের দোকানদার, ভ্যান চালক, অটো চালক, হোটেল বয় রা কাজের ঠেলায় দম নেয়ার সময় পাচ্ছে না
সেখানে কিনা আমাদের গ্লোবাল টোকাই স্টারের ফেসবুক ফ্যানরা নতুন নতুন রেকর্ড ভাঙ্গার অপেক্ষা করছে 🤣🤣

বুধবার স্টার সিনেপ্লেক্সের মিলিটারি মিউজিয়াম ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সাপ্তাহিক ছুটি থাকায় এবং স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ব্রাঞ্চে সকালের শো বন্ধ থাকায়; সারাদিনে সবগুলো সিনেমার শো কম চলেছে। কালেকশনেও ড্রপ এসেছে।

স্টার সিনেপ্লেক্সের ৫ ব্রাঞ্চে শো চলেছে ১৮টি, লায়ন সিনেমাসে চলেছে ৫টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে ২টি, যশোরের মনিহার সিনেপ্লেক্সে ৩টি এবং বগুড়ার মম ইনে শো চলেছে ২টি। কোনো শো হাউজফুল যায়নি।

আজকে নেটে দরদের HDTC পাইরেসি প্রিন্ট লিকড হয়ে গেছে,অলরেডি টেলিগ্রাম,বিভিন্ন মুভি সাইট,ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কাল থেকে কালেকশন আরো কমে আসবে।

বিঃদ্রঃ বাংলাদেশি একটা পেজ থেকে কপি করেছি।

'Dorod ' মুভি রিভিও :  2⭐/ 5        👎👎চকচক করলেই যেমন সোনা হয়না, সাউথের নায়িকা দিয়ে হিন্দি + বাংলা ভাষায় ছবি বানালেই প্য...
16/11/2024

'Dorod ' মুভি রিভিও : 2⭐/ 5 👎👎
চকচক করলেই যেমন সোনা হয়না, সাউথের নায়িকা দিয়ে হিন্দি + বাংলা ভাষায় ছবি বানালেই প্যান ইন্ডিয়ান মুভি হয় না!

একটি লার্জ স্কেলের মুভি মেকিং এর জন্য ডিরেক্টরের ভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেঙ্গিজের মতো স্ট্যান্ডার্ড মুভি এক মাসে তৈরি হয়নি। এসব মুভির জন্য ডিরেক্টরের ছিল অনেক গভীর ও দূরদর্শী ভিশন যা সিনেম্যাটিক ক্যানভাসে যথাযথ ভাবে উপস্থাপনের মাধ্যমে তৈরি হয় একটি লার্জার দ্যান লাইফ মুভি। কিন্তু দরদ সিনেমার ক্ষেত্রে আমি মনে করি ডিরেক্টর এর কোন ভিশন ছিলো না। উনি শুধু টোকাই খান আর সোনাল চৌহানের উপর নির্ভর করে মুভি বানিয়েছে। না আছে এনগেজিং প্লট না আছে গুজবাম্পস দেয়ার মত কোন সিকোয়েন্স।

✅কেন দেখবেন 'দরদ '?

১. আপনি শাকিব খানের পাগলা দোচা টোকাই ফ্যান হয়ে থাকেন আর শাকিব খানের ওভার এক্টিং কে এপ্রেশিয়েট জানাতে চাইলে দেখতে পারেন।

২. মুখে রক্ত মাখা কিছু কিছু একশন সিকোয়েন্স ভালো হয়েছে। অটো রিক্সা + ট্রাকের সিকোয়েন্সর Stunt দৃশ্য দারুন লেগেছে।

৩. শাকিব খানের মেন্টাল অভিনয় এবং নায়ক রূপি হ্যান্ডসাম চেহারা ভালো ছিল। বডি আগের থেকে স্লিম এবং আকর্ষণীয় হয়েছে 😍

৪. ভিলেন রাহুল দেব বেশ স্মার্ট অভিনয় করেছেন

❌কেন দেখবেন না?

১. একটা কম বাজেটের হিন্দি মুভিতে শাকিব খানের ছাপরি মার্কা এন্ট্রি
যা শুরুতেই মুভির মজা নষ্ট করে দেয়।

২. স্ক্রিনপ্লে অতিরিক্ত ধীর গতি হওয়ায় চরম বিরক্ত লেগেছে।

দুর্বল স্ক্রিপ্ট অনুযায়ী মেকিং-প্রেজেন্টেশন আহামরি তেমন কিছুই না। Dorod স্ক্রিপ্ট অনুযায়ী স্টোরি বিল্ড-আপ করতে কিছুটা সময় নেওয়া উচিৎ ছিল।


৩. সোনাল চৌহান কে দেখে মনে হচ্ছিলো যে জোড় করে বাংলা বলছে । পারিশ্রমিক নিয়েছে ছবি করা লাগবে তাই করেছে ।

৪. শাকিব খান ও রাহুল দেবের একটা দূর্দান্ত ফেস-অফ ফাইটের আশা ছিল কিন্তু সেই আশাতেও গুড়েবালি। ক্লাইম্যাক্স দেখে ওপার বাংলার অডিয়েন্স হতাশ হয়েছে নিশ্চিত। যে ক্লাইমেক্স সিনেমার প্রান হয় সেই ক্লাইমেক্স টাই একদম দূর্বল। সোনাল চৌহান কেন মারা গেল, কিভাবে মারা গেল?? শাকিব খান কেন তাকে মিষ্টি খাওয়ালো??

৫. শাকিব খানের ক্রিঞ্জ ওভারএক্টিং এ ভরা বস্তির ছেলেদের মতো বাংলা উচ্চারণ !

৬. বিজিএম কিছুক্ষণ পর পর ঝিমিয়ে যায় , মনে হচ্ছিল যেন সিনেমা হলে বালিশ না এনে ভুল করলাম । বিলো এভারেজ বিজিএম এবং মিউজিক।

৭. এই মুভির নাকি আবার সিক্যুয়েলও আসবে আর সিক্যুয়েলের জন্য পুরাই ফালতু স্টাইলের একটা হিন্টস দেয়। এখন দেখা যাক এই এভারেজ মুভির সিক্যুয়েল কিভাবে আসে।

ওভারঅল দরদ একটি অল্প বাজেটের খাজা গল্পের মুভি। সিনেমার মিউজিক এলবাম আরও ফালতু 👎

SUPERSTAR-DEV & SUPERSTAR- JEET 💥💥উনাদের সর্বশেষ কয়েকটা সিনেমার বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট :----------SUPERSTAR-DEV :...
12/11/2024

SUPERSTAR-DEV & SUPERSTAR- JEET 💥💥
উনাদের সর্বশেষ কয়েকটা সিনেমার বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট :----------

SUPERSTAR-DEV :-- ইতিমধ্যেই আমাদের কাছে যথেষ্ট প্রমাণ সহ অভিযোগ এসেছে 👎👎👎 SUPERSTAR-DEV উনার সদ্য মুক্তি পাওয়া সিনেমা #টেক্কা র প্রোডিউসার ফিগার - কালেকশনে কারচুপি করে পশ্চিমবাংলার দর্শকদের কাছে মিথ্যা- বানোয়াট বক্স অফিস ইনকাম প্রকাশ করছেন। যেখানে তৃতীয় সপ্তাহে "টেক্কা" সিনেমার হল লিস্ট অনেকটাই হ্রাস👎 পেয়েছে। এমন কি উনার অফিসিয়াল ফেসবুক পেজে যেই বক্স অফিস কালেকশন দিয়েছেন সেটার সাথে আমরা মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনের দর্শক response র কোনো মিল খুঁজে পাচ্ছি না। #তাহলে_কি_উনি_দুর্নীতির_কালো_টাকা_সাদা_করার_জন্য_নিজেই_নিজের_সিনেমার_কর্পোরেট_বুকিং_করে
যাচ্ছেন???

" টেক্কা " -- ২. ৫৭ কোটি ₹₹ ---- এভারেজ- verdict👎

" প্রধান " -- ৪ কোটি ₹₹ ++ ( হিট - Verdict )🔥

" বাঘাযতীন " -- ৩ কোটি ₹₹---- এভারেজ - Verdict 👎

" প্রজাপতি " -- ৬ কোটি ₹ ( সুপারহিট - Verdict )🔥

" ব্যোমকেশ ও দূর্গরহস্য " -- ফ্লপ 👎

" কাছের মানুষ " -- ফ্লপ 👎

" কিশমিশ" -- ৪ কোটি ₹ ( হিট - Verdict )🔥

SUPERSTAR- JEET:---

" RAAVAN " -- ৫ কোটি ₹ ( HIT - Verdict )🔥

" CHENGIZ " -- ১১ কোটি ₹ ( SUPERHIT )🔥 সারা ভারত বর্ষে হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল। জিৎ র ক্যারিয়ারে আরেকটা মাইলস্টোন বলা যায়।

" MANUSH " -- ফ্লপ 👎
( নভেম্বর মাসে ভুল সময় রিলিজ পেয়েছিল + দেরিতে প্রমোশন করেছিল, ঈদের সময় রিলিজ দিলে হয়তো RAAVAN এর মতো ভালো ইনকাম দিতে পারত😍 )

" বাজি " -- ফ্লপ 👎

" BOOMERANG " -- ৪. ৩২ কোটি ₹------- HIT 🔥

( বুমেরাং সিনেমার গান গুলো তেমন একটা ভালো হয় নি অপদার্থ music ডিরেক্টরের কারণে, জিৎ র বিজ্ঞানী চেহারা+ পোশাকটা আরেকটু Handsome স্মার্ট হওয়া লাগতো, দূর্গা পূজা বা ঈদের ছুটিতে মুক্তি পেলে তবেই "চেঙ্গিজ" এর মতো বিশাল সাফল্য পেত 😍 )

সিনেমা রিভিউ -  #টেক্কা            রেটিং: ১/৫ 👎👎দূর্গাপূজায় অপদার্থ বাঙালি দর্শকদের কিছু একটা বানিয়ে দেখিয়ে দিলেই হলো 😎✌...
26/10/2024

সিনেমা রিভিউ - #টেক্কা রেটিং: ১/৫ 👎👎

দূর্গাপূজায় অপদার্থ বাঙালি দর্শকদের কিছু একটা বানিয়ে দেখিয়ে দিলেই হলো 😎✌️✌️
পূজার ছুটিতে বাংলার নোলান দার নামের উপরেই সিনেমা চলবে ✌️ টিকিটের টাকা জলে গেলে যাক 🙏🙏সিনেমা সুপারহিট করার জন্য বাংলার নোলান দার নামটাই যথেষ্ট।

এই গল্পে দেবদা সল্টলেক সেক্টর ফাইভ এর একটি কর্পোরেট অফিসে চাকরিরত মুসলিম জ্যানিটর। সিনেমার প্রথম দৃশ্যেই সেই কোম্পানির দুই উচ্চপদস্থ চাকুরে পশ বা ইংকলিয়ুসিভ জাতীয় ট্রেনিং গুলোকে জাস্ট হাওয়ায় উড়িয়ে দিয়ে দেবের পেশা এবং জাত নিয়ে যা নয় তাই বলতে শুরু করে। বলুন এটা ভাবা যায়?? আমাদের রাজ্যে হাসপাতালে চাকুরীরত কোন লেডি ডাক্তারকে ধর্ষণ এবং খুন করাটা নরমাল হলেও ওরকম কোন সংখ্যালঘুকে যা তা বলাটা কি সম্ভব?? যাইহোক তারপরই দেখা গেল চাকরি থেকে তাড়িয়ে দেওয়া দেবদা একটি বাচ্চা মেয়েকে হঠাৎ কোলে তুলে কিডন্যাপ করে দৌড়াতে দৌড়াতে (হ্যাঁ একদম ঠিক বললাম দৌড়াতে দৌড়াতে) সেক্টর ফাইভের সেই অফিসে ঢুকে সবাইকে একটা বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে বার করে দিলেন। ওমা দেখি সবাই বেরিয়ে গেলেও হঠাৎ করে দুজন সাংবাদিক ঠিক সেই বিল্ডিং এর সেই ফ্লোরেই লুকিয়ে আছে। ওটা সেই সাংবাদিকদের অফিসও না, কিন্তু এরকম ধরনের কর্পোরেট একটি বিল্ডিং এ হঠাৎ করে তারা এন্ট্রি কিভাবে পেলেন সেটা দাদা দেখাতে ভুলে গেছেন।

এরপরই এন্ট্রি দেবদার অফ স্ক্রিন গার্লফ্রেন্ডের। এই ভদ্রমহিলা কয়েকদিন আগে জিৎ-এর সাথে একটি সিনেমায় রোবটের ভূমিকায় অভিনয় করেছিলেন। মনে হয় এখনো সেই ক্যারেক্টার থেকে বেরোতে পারেননি। তিনি সদ্য সদ্য একটি অত্যন্ত ক্রিটিকাল মেডিকেল প্রসিজিয়ার করে হাসপাতাল থেকে বেরোবার মুখেই কমিশনারের আদেশে পৌঁছে যান সেই হোস্টেজ সিচুয়েশন ম্যানেজ করতে। কি গামবাট পুলিশ কমিশনার মাইরি, মনে হয় আমাদের প্রাক্তন পুলিশ কমিশনারের আদলে দাদা এই চরিত্রটা বানিয়েছেন, তাই সিনেমা শুরুর আগে কৃতজ্ঞতা স্বীকারে ওনার নামও দেখেছিলাম।

যাই হোক এইবার শুরু হলো সেই অদ্ভুতুড়ে হোস্টেজ থ্রিলার। এখানে যে কিডন্যাপ হয়েছে সেই বাচ্চা মেয়েটা সারাক্ষন পড়ে পড়ে ঘুমায়, যে কিডন্যাপ করেছে সে দিব্যি বন্দুকটা পুলিশের সামনে নিজের হাত থেকে নামিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়ায় আর এবার আসি যার মেয়ে কিডন্যাপ হয়েছে সেই নোলান দার এক্স গার্লফ্রেন্ডের গপ্পে। সেই এক্স প্রথমে কিছুক্ষণ হাউমাউ করে কাঁদে এবং তারপর পুলিশ মারফতই জানতে পারে দেব দার আসল পরিচয় এবং তারও যে একটি বাচ্চা ছেলে আছে সেই ব্যাপারও। নোলান দার এক্স গার্লফ্রেন্ড বেশ বাড়িতে গিয়ে মেকআপ টেকআপ করে টাকা ফাকা নিয়ে একটা অন্ধকার গলি থেকে, একটা রেনডম লোকের কাছ থেকে বন্দুক নিয়ে দেবদার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসে। এদিকে গোটা সময় কলকাতা পুলিশ কিছুই করেনা। ঠিক যেমন ১৪ ই আগস্ট রাত্রে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল এখানেও একই রকম ব্যাপার দেখা যায়। নোলান দা মনে হয় ফিউচার প্রেডিক্ট করতে পারেন।

দেবদার রোবট গার্লফ্রেন্ড একটি হোস্টেজ সিচুয়েশন ম্যানেজ করতে গিয়ে দুজনকে হোস্টেজ বানিয়ে দেন। তারপর মনে হয় রোবটের কোন সার্কিটে প্রবলেম হয়, হঠাৎ করে তিনি সাইড চেঞ্জ করে দেবদাকে মারতে আসা মিলিটারীদেরকে উত্তম মধ্যম ক্যালান। গল্পের মাঝখানে ওই দুখানা সাংবাদিক সম্বন্ধে বলেছিলাম না, তাদের মধ্যে যে ফটোগ্রাফার সে এক অত্যাধুনিক প্রযুক্তির ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে। যে ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করলে সরাসরি নিউজ চ্যানেলে সম্প্রচার হয়। সেই ক্যামেরা ওই মিলিটারি বন্দুকের গুলি খেয়েও দিব্যি অক্ষত থাকে।

ওমা এর মধ্যে হঠাৎ করে দেখি কোত্থেকে দাদা পরচুলো পড়া পরান বন্দ্যোপাধ্যায় কে নিয়ে এসেছেন। বললাম না নোলানদা এই স্ক্রিপ্ট টা নিয়ে অন্যরকমের এক্সপেরিমেন্ট করেছেন, তো তিনি পরান বাবুকে বলে দিয়েছিলেন যে তার জীবনের সবচেয়ে বাজে অভিনয়টা করতে। পরান বাবু গোটা সিনেমা জুড়ে শুধু নিজের পরচুলই সামলে গেলেন।

এতখানি লেখার পর সেই দিনের মতো দাদার নেশা কেটে যায় আর তাই তিনি কিছুতেই বুঝতে পারেন না এই জগাখিচুড়ি গল্পের শেষ কিভাবে করবেন। তখন মনে হয় আমাদের রাজ্যে আরজিকর নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে গেছে, তাই সেখান থেকে ইনস্পিরেশন নিয়ে দাদা একটা অসাধারণ নোলানীয় টুইস্ট নিয়ে আসেন এবং সেখানে রীতিমতো একটি গণআন্দোলনের "একই দাবী একই স্বর...." স্লোগানটাও ধার করেন। সিনেমাটা দেখতে যাওয়ার আগে নোলান দা এবং দেব দার ভক্তরা এই ক্লাইম্যাক্সের টুইস্ট নিয়ে যেরকম টুইস্ট নেচেছিল আমিতো ভেবেছিলাম শেষে দেখাবে ঘাটাল মাস্টারপ্ল্যান সাকসেসফুল। ওমা শেষে এই ???

দাদা মনে হয় ভেবেছিলেন সল্টলেকে খুনখারাপি টাইপের একটা ফেলুদা গোয়েন্দা স্টাইলের এন্ডিং করবেন, তাই টোটা কে নিয়েছিলেন কিন্তু তারপর ভুলে গেছেন। তাই দাদার ফেলুদা গোটা সিনেমায় তিনটে সিনে বউ কে মানে দেব দার রোবট গার্লফ্রেন্ডকে বলে বাড়ি চলে আসো।

যদি পূজার মধ্যে কোনদিনও মদ খেয়ে খুব হ্যাংওভার হয় তাহলে সেই হ্যাংওভার কাটানোর জন্য একদম পারফেক্ট একটা সিনেমা বানিয়েছেন দাদা। নিজের দায়িত্বে এবং নিজের রিস্কে এই সিনেমাটা দেখতে যাবেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Box Office Kolkata - BOK Trolls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share