24/03/2025
Review Rating : ⭐⭐⭐⭐/ 5
[ Extra Ordinary 🔥] #ট্রেন্ডিং 1 - #নেটফ্লিক্স
___________________________
▪️সিরিজের নাম : খাকি : দ্য বেঙ্গল চাপ্টার
▪️প্লাটফর্ম : নেটফ্লিক্স
▪️ক্রিয়েটর : নিরাজ পান্ডে
▪️অভিনয়ে : জিৎ,প্রসেনজিৎ,শ্বাশত চ্যাটার্জি,
মহাঅক্ষয় চক্রবর্তী মিমো
______________________________
▪️বাংলার এই রূপ আজ অবদি কোনো সিনেমা বা অন্য কন্টেন্টে কখনো দেখানো হয়নি। ২০০২ সালের দিকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, সেখানে গ্যাংস্টারদের উত্থান, রাজনীতি ও ক্রাইমের সামঞ্জস্য, বাংলার মানুষের জীবমযাত্রা, বাংলার দূর্নীতি, রাজনীতির সঠিক রূপ সবকিছু উঠে এসেছে এই সিরিজে।
▪️নিরাজ পান্ডে এবং তার টিম দীর্ঘদিন যাবৎ রিসার্চ করে বানিয়েছেন এই সিরিজ। এই সিরিজে এমন কিছু সেনসিটিভ ঘটনা আছে যা সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। সত্য ঘটনা ও কল্পনার সংমিশ্রণে নির্মিত এই সিরিজে উঠে এসেছে বেশ কিছু নির্মম সত্য যা বাংলার দর্শককে আলাদা-ই ফিল দিবে৷
▪️সর্বপ্রথম বলতে হয় এই সিরিজের গল্প। গ্রিপিং স্টোরি টেলিং নিরাজ পান্ডের সিগনেচার আর্ট। এবারও তার ব্যতিক্রম নয়। তিনি তার উপস্থিতি সমগ্র সিরিজ জুড়ে প্রমাণ করেছেন। বাজেট,স্কেল, স্টারকাস্ট, মেকিং কোয়ালিটি, টেকনিক্যাল সাইড সব দিক দিয়ে বিহার চাপ্টার থেকে এগিয়ে বেঙ্গল চাপ্টার। বিহার চাপ্টার অতটা জটিল প্রেক্ষাপটে নির্মিত না হলেও বেঙ্গল চাপ্টারের থ্রিল এবং জটিলতা আপনাকে ব্যাপক ভাবাবে।
✌️ প্রথমেই বলতে হয় জিৎ এর কথা,ভালো নির্মাতার হাতে পড়লে তিনি যে কি করতে পারেন,তারই একটা প্রমাণ দেখলো দর্শকমহল। স্ক্রিন প্রেজেন্স, ডায়লগ, অভিনয় সব কিছুতে তিনি দূর্দান্ত। বলিউড ক্রিটিক্স দের ভাষায়, ওটিটির সিঙ্ঘাম লেভেল পারফরম্যান্স দিয়েছেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি,চিত্রাঙ্গদা সিং দারুন।
▪️ বিশেষ চরিত্রে পরমব্রত আর শুভাশিস কে আলাদা-ই লাগবে। তবে আদিল খান এবং রিত্তিক ভৌমিক এই সিরিজের প্রাণ। দুজনের অভিনয় আপনাকে আলাদাই মাতিয়ে রাখবে।
▪️বাংলার দর্শক হিসেবে বাংলার এই রূপ একবার না দেখলেই নয়। ১০০% রিকমন্ডেড