07/06/2025
#ঈদ মোবারক
"ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। তবে ঈদুল আযহা শুধু আনন্দের নয় এটি ত্যাগ, ভক্তি ও আত্মসমর্পণের এক মহান শিক্ষা।"ইতিহাসে ফিরে গেলে আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সেই অবিশ্বাস্য ত্যাগের গল্প,যিনি আল্লাহর আদেশে প্রস্তুত হয়েছিলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করতে।
আল্লাহ তাতে খুশি হয়ে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে একটি জান্নাতি পশু কোরবানির আদেশ দেন।"
"আজও সেই আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণে আমরা পালন করি ঈদুল আযহা। কিন্তু শুধু পশু কোরবানি নয় সত্যিকারের ঈমানদার হতে হলে ত্যাগ করতে হয় হিংসা, অহংকার ,লোভ আর অন্যায়ের সাথে আপোষ।"
"আসুন ,এই ঈদে শুধু নিজের জন্য নয়, প্রতিবেশীর জন্য, সমাজের জন্য ,গরীব দুঃখীর জন্য ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিই।
আসুন আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করি, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।"