Crafty JAHAN

Crafty JAHAN জীবন যতটা সুন্দর, ততটাই অসম্পূর্ণ —
আমি শুধু তা মেনে নিতে শিখছি। 🌿🥀

বড় ব্যবসায়ীদের পাশাপাশি  ছোট ছোট ব্যবসায়ী, উদ্যোক্তাদের জন্যে এই ক্ষতি পুষিয়ে ওঠা কতটা কঠিন হবে আমরা হয়তো খালি চোখে বুঝত...
18/10/2025

বড় ব্যবসায়ীদের পাশাপাশি ছোট ছোট ব্যবসায়ী, উদ্যোক্তাদের জন্যে এই ক্ষতি পুষিয়ে ওঠা কতটা কঠিন হবে আমরা হয়তো খালি চোখে বুঝতেই পারবো না!

দেশের যেমন ক্ষতি হলো তেমনি হলো সাধারণ মানুষের ও। কোথাও কোনো ভাবে নিরাপত্তা নেই। নিরাপত্তা বাদ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় নেই সরঞ্জাম, জনবল, পরিকল্পনা!

আল্লাহ রক্ষা করুন আমাদেরকে,আমিন।🙂

Girls I got you both!Tough luck!🙂🍁
17/10/2025

Girls I got you both!

Tough luck!🙂🍁

কেবল তিস্তা নয় দেশের প্রতিটি নদীর হিস্যা চাই। নদীর প্রবাহতা ফিরিয়ে দিয়ে কৃষকের জীবন বাঁচাও!
16/10/2025

কেবল তিস্তা নয় দেশের প্রতিটি নদীর হিস্যা চাই।

নদীর প্রবাহতা ফিরিয়ে দিয়ে কৃষকের জীবন বাঁচাও!

16/10/2025

**HSC RESULT -2025**
গড় পাসের হার ৫৮.৮৩%!
জিপিএ ০৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন।

এমন ফলাফল শেষ ১৯ বছরে সর্বনিম্ন।এই বছরের এস এস সি ফলাফলের পর থেকেই আশংকা ছিল এইচ এস সি তেও একই অবস্থা হতে পারে। তবে এইচ এস সি এর ফলাফলে এরূপ ধ্বস কল্পনাতীত।

৪১.১৭% যারা অকৃতকার্য হয়েছে তাদের মানসিক অবস্থা বোঝার ক্ষমতা আমাদের নেই। অনেকে পরিশ্রম করেও হয়তো পাশ করতে পারে নি তাদের জন্যে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার নেই আমাদের হাতে।

তবে মা - বাবা, প্রতিবেশি, আত্মীয় স্বজন থেকে আশা থাকবে বাচ্চাদের পাশে থাকবেন। তাদের মনোবল ধরে রাখেন। মনে রাখবেন, একটা রেজাল্ট এক বছর পরে পরিবর্তন করা যাবে তবে একটা জীবন কিন্তু এক বছর পরে ফেরত আনার যাবে না! কোনোভাবেই না!

#এইচএসসি

14/10/2025

ঝড়া পাতার
অস্তিত্ব সংকট!
🌿🥀

09/10/2025

মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও চলে যাই। সবকিছু পেছনে ফেলে কোনো এক প্রত্যন্ত গ্রামে গিয়ে লুকিয়ে থাকি চুপটি করে!🥀

আপনি অনেক কিছু লিখতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন- কিন্তু আপনার ভেতরের লুকিয়া থাকা শব্দরা যেন পণ করেছে বাইরে আসবে না।এমন মূহুর্...
06/10/2025

আপনি অনেক কিছু লিখতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন- কিন্তু আপনার ভেতরের লুকিয়া থাকা শব্দরা যেন পণ করেছে বাইরে আসবে না।

এমন মূহুর্তগুলো আমার কাছে সবথেকে খারাপ মনে হয়। আবার হাসিমুখ গানের লিরিক্সের মতো বলতে ইচ্ছে হয়-' বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি, বেপরোয়া ভাংচুর।'

১৩ অক্টোবর,২০১৮ তে  হুট করেই একটা পেইজ খুলি। নিছক কৌতুহল মনেই হয়তো।আজকে হিসেব করে দেখলাম পেইজের বয়স প্রায় ৭ বছর! আর মাত্...
05/10/2025

১৩ অক্টোবর,২০১৮ তে হুট করেই একটা পেইজ খুলি। নিছক কৌতুহল মনেই হয়তো।

আজকে হিসেব করে দেখলাম পেইজের বয়স প্রায় ৭ বছর! আর মাত্র ৭দিন পরেই ৭ বছর হবে!

এই ৭ বছরে আমি ৭ মাস ঠিকঠাক করে এই পেইজটা চালাই নাই। কিন্তু প্রথম প্রেমের মতো এই পেইজের মায়া আমি ছাড়তে পারি না।

ছয়মাস, এক বছর পর পর আমার এই পেইজের কথা মনে পড়ে। নিচের স্ক্রিন শটেও তার প্রমাণ আছে। আমি হুটহাট করেই পেইজের নাম বদলে ফেলতাম, সব পোষ্ট ডিলেট করে ফেলতাম। পেইজে রিচ নেই। আমি জানি এই পোষ্ট হয়তো ২-৪ জনের কাছেও যাবে না।

কিন্তু খুব করে ইচ্ছে করে পেইজটা আবারও আমি প্রাণবন্ত করে তুলবো। এইবার ঠিক আগের মতো ব্যবসাকে উদ্দেশ্য করে না। নিজের মনের ভিতর অনেক না বলা কথা জমে আছে, ঐ কথা গুলো লিখে রাখার জন্যে।

Address

Kallyanpur
Dhaka
1207

Telephone

+8801868982556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crafty JAHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crafty JAHAN:

Share