工 Love υ ѕh

工 Love υ ѕh পেজের সকল পোস্ট পেতে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।

28/10/2025
শুক্রবারের আমল
17/10/2025

শুক্রবারের আমল

আপনি বাবা-মা হয়ে যদি সন্তানকে নিজেদের ত্যাগ, স্যাক্রিফাইসের কথা বারবার মনে করিয়ে দেন, তার মানে আপনি আপনার ভালোবাসার প্রত...
16/10/2025

আপনি বাবা-মা হয়ে যদি সন্তানকে নিজেদের ত্যাগ, স্যাক্রিফাইসের কথা বারবার মনে করিয়ে দেন, তার মানে আপনি আপনার ভালোবাসার প্রতিদান চাইছেন। এটা অভিভাবকত্ব নয়, এটা একরকম মানসিক ব্ল্যাকমেইল আর ব্যবসা।

বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পারাপ্রতিবেশির যারা ভালো রেজাল্ট করেছেন তাদের অভিনন্দন। আমার সন্তান যদি না করে থাকে তাকেও অভিনন্দন। সবার ভালো রেজাল্ট করার জন্য জন্ম হয় না। একজন মানুষের পড়াশোনায় মন বসে না এমনটা কখনও সম্ভব না। তার হয়তো সেই সাবজেক্টই পছন্দ না। তার প্রতিভা অন্য কিছুতে আছে, সেটা খুঁজে পেলে সে আপনা আপনি সে বিষয়ে পড়াশোনা করতে শুরু করবে। তখন তাকে পড়তে বস বলার প্রয়োজন হবে না। আমি তাকে তার ইন্টারেস্ট খুজে পেতে সাহায্য করবো।

বাবা মা হিসেবে আমি আমার সন্তানের জন্য কোনো স্যাক্রিফাইস করি না। আমি যা করেছি বা করবো তা নিজের মানসিক প্রশান্তির জন্য করি। আমার সন্তান ভালো স্কুলে পরলে, ভালো পোশাক পড়লে, ভালো খাবার খেলে আমার মানসিক শান্তি বাড়ে। এটা সম্পূর্ণ আমার স্বার্থে আমি করি। এর বিপরীতে আমি কোনো প্রতিদান চাই না।
#কপি

পুরো পৃথিবী রিপন মিয়ার বিপক্ষে গেলেও রিপন মিয়ার বউ যে রিপন মিয়ার সাথে আজীবন থাকবে এটা পরিষ্কার। এমন মানুষ পাওয়া ভাগ্যের৷...
16/10/2025

পুরো পৃথিবী রিপন মিয়ার বিপক্ষে গেলেও রিপন মিয়ার বউ যে রিপন মিয়ার সাথে আজীবন থাকবে এটা পরিষ্কার। এমন মানুষ পাওয়া ভাগ্যের৷

"আমি তারে লইয়া অনেক সুখেই আছি। মাইনষে যেইটা বলুক, না বলুক আমি কিছুই কানে নেই না। হেয় আমারে অনেক ভালোবাসে, আমিও তারে অনেক ভালোবাসি।"

— রিপন মিয়ার স্ত্রী।

বাচ্চা জন্ম দিলেই শেষ না, পালন করাও জানতে হবে। বাচ্চা হলুদ তো হয়েছে + মুখে কি পরিমান ময়লা লেগে আছে।৭ দিনের বাচ্চার জন্...
16/10/2025

বাচ্চা জন্ম দিলেই শেষ না, পালন করাও জানতে হবে। বাচ্চা হলুদ তো হয়েছে + মুখে কি পরিমান ময়লা লেগে আছে।

৭ দিনের বাচ্চার জন্ডিস হয়ে একবারে হলুদ হয়ে খিচুনি পর্যন্ত শুরু হয়ে গেছে। অথচ প্রথম দিকে ডাক্তারের শরণাপন্ন হলে হয়ত এমন হতো না। আপনারা ঠিকই ডাক্তারের কাছে আসেন তবে রোদ দিয়ে / কবিরাজি করে সময় নস্ট করে এমন টাইমে আসেন যখন আর সময় থাকে না। সাপও কিন্তু সোজা হয়, তবে সেটা মরার পর।

জন্ডিসের মাত্রা অনেক বেশি হলে (Bilirubin 25mg/dl++) খিচুনি হতে পারে এবং ব্রেন নষ্ট হওয়ার চান্স বেড়ে যায় > ভবিষ্যতে প্রতিবন্ধী হতে পারে।

জন্ডিস বেশি হওয়ার কমন রিস্ক ফ্যাক্টর:
১) O গ্রুপের মায়ের বাচ্চার রক্ত O ব্যতীত অন্যটা A / B / AB হলে
২) নেগেটিভ গ্রুপের মায়েদের পজেটিভ গ্রুপের বাচ্চা হলে

নোট: ১ নাম্বারের ক্ষেত্রে বাবার রক্ত O ব্যতীত অন্যটা হলে বাচ্চার রক্ত A/B/AB হতে পারে। ২ নাম্বারের ক্ষেত্রে বাবার রক্ত পজেটিভ হলে বাচ্চার পজেটিভ হতে পারে। আমার পোস্ট দেখে কিছু মানুষ মায়েদের দোষ দেওয়া শুরু করতে পারেন। তাই ক্লিয়ার করে দিলাম বাবার রক্তের গ্রুপ বাচ্চা পেলে সমস্যা হয়। জন্ডিস সব বাচ্চার হবে। কারো কম এবং কারো বেশি হয়। তাই রিস্ক ফ্যাক্টর জানতে হবে।

অতিরিক্ত জন্ডিস বাড়ার পেছনে আরো কিছু ফ্যাক্টর থাকতে পারে যেমন Premature baby, Sepsis, G6PD , Hypothyroidism, Biliary atresia ইত্যাদি।

*সবশেষে একটাই কথা বাচ্চা হলুদ মনে হলে রক্তের গ্রুপ যেটাই হোক না কেন অবশ্যই ডাক্তার দেখিয়ে টেস্ট করবেন। নবজাতক শিশুর যত জন্ডিস বাড়বে তত হলুদ স্কিন মুখ থেকে পেট পিঠ হয়ে পায়ের দিকে নিচে নামতে থাকবে*

লেখক: ডাঃ মেহেদী হাসান, শিশুর স্বাস্থ্য পরামর্শ : ডাঃ মেহেদী

ছবি ক্রেডিট : ডা. মো: গিয়াসউদ্দিন টিপু

স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী। চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন। সম্ভবত ফুটপাথেই বসবাস। এ...
15/10/2025

স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী। চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন। সম্ভবত ফুটপাথেই বসবাস। এক বেলা ভাত জোটে না, লেখাপড়া ছাড়ে নাই। কি অবিশ্বাস্য গল্প!

এই নারী মা হতে পারেন, দাদি বা নানিও হতে পারেন। রসগোল্লা পেজ থেকে দাবি করা হয়েছে, মতিউল নামের কেউ একজন ছবিটা তুলেছেন। বিভিন্ন ব্যক্তি, পেজ থেকে ছবিটা ভাইরাল হয়েছে।

সকালে ওদের দেখেই মনটা ভালো হয়ে গেছে। ওদের গোছানো স্কুল ড্রেস, নারীর স্নেহ দেখে ভরে গেছে মন। আবার আঁতকে উঠছি, চমকে গেছি এই ভেবে, এভাবে আর কয়দিন?
আল্লাহ, ওদের তুমি দেইখো।

অনেকেই ওদের খোঁজ নিচ্ছেন। ব্যবস্থা হবে নিশ্চয়ই। আল্লাহ, কারো না কারো মাধ্যমে ওদের শিক্ষা ও অন্যান্য সুযোগ তৈরি করে দেবেন।

লোকেশন : আজিমপুর, পলাশী থেকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের ফুটপাথ, ইডেন বিল্ডিং সংলগ্ন।

মিরপুরের অগ্নিকাণ্ডে ৯ জনের লাশ উদ্ধার
14/10/2025

মিরপুরের অগ্নিকাণ্ডে ৯ জনের লাশ উদ্ধার

14/10/2025

আজকে এক ভদ্রমহিলা মারা গেলেন। ৮৪ বছর বয়স হয়েছিলো উনার, আল্লাহ পাক নিয়ে গেলেন। উনার মারা যাওয়ার ব্যপারটা ইন্টারেস্টিং না। কুল্লু নাফসিন যাইকাতুল মওঊত, মারা তো সবাইকেই যেতে হবে একদিন। ইন্টারেস্টিং হলো, উনি যেই প্রক্রিয়াটায় মারা গিয়েছেন, সেই প্রক্রিয়াটায়।

বয়স্ক এই ভদ্রমহিলার একজন নয়, দুইজন নয়, পাঁচ পাঁচজন সন্তান রয়েছে, সবাই ই বিবাহিত।তিন ছেলে দুই মেয়ের এই গর্বিত মা জননী তিন ছেলেকে পুরান ঢাকায় তিনটি দোকান ভাগ করে দিয়েছেন। ছেলেদের সংসারের জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন। উনার মৃত্যুর প্রক্রিয়াটা শুরু হয় মাসখানেকের কিছু আগে।

মাসখানেক আগে থেকে প্রতিদিন তিনি বলতেন, "আমার না বুকে অনেক ব্যথা করে। আগে কম করতো, এখন অনেক বেশী করে।" ব্যথাটা কোথায় করে, সেটা জিজ্ঞেস করলে তিনি বুকের নির্দিষ্ট একটা পিনপয়েন্ট লোকেশন দেখাতেন। সন্তানরা বললো, "গ্যাসের ব্যথা, তুমি গ্যাসের ট্যাবলেট খাও।"

গ্যাসের ট্যাবলেট খাওয়া হলো একের পর এক, ব্যথা গেলো না। ভদ্রমহিলার অভিযোগ করতেই থাকলেন। তিনি বসা থেকে উঠতে গেলে বুকে ব্যথা পান, দাঁড়ানো থেকে বসতে গেলেও বুকে ব্যথা পান, এমনকি নি:শ্বাস নিতে গেলেও বুকে ব্যথা পান। সপ্তাহখানেক পরে তিনি ছেলেদেরকে আলাদা আলাদা করে ডেকে নিয়ে অনুরোধ করে বললেন, "আমাকে একটা ডাক্তার দেখাও না তোমরা!! বুকের ব্যথাটায় অনেক কষ্ট পাচ্ছি।"

ডাক্তার দেখানো হলো না। তবে এই ফ্যামিলিটার একটা দু:সম্পর্কের আত্মীয় আছে, যিনি কিছুদিন আগে এমবিবিএস পাশ করে এখন একজন সার্জন হিসেবে কাজ করছেন। সেই সার্জনের সাথে কনসাল্ট করা হলো, ফোনে।

কমবয়সী সেই ডাক্তার সিম্পটম শুনেই বললো, অসুখটা সুইমিংপুলের পানির মত পরিষ্কার, সমস্যাটা কার্ডিয়াক। আপনারা এক্ষণি একটা ইকোকার্ডিওগ্রাম করান, সাথে আরও দুটো টেস্ট করাবেন। দ্রুত ট্রিটমেন্টে চলে না গেলে বিপদ কিন্তু বাড়বে।

তিনটা টেস্ট করাতে সাড়ে চার হাজার টাকার মত লাগবে শুনে সন্তানরা সেগুলো করালেন না। তারা ইস্যুটা চাপা দিয়ে ফেলার জন্য বললেন, "আরে ধূর, এত টাকার টেস্ট লাগবে না। প্রবলেমটা মনে হয় গ্যাসেরই। মা খায় না ঠিকমতো, খাওয়াটা রুটিনমাফিক করলেই সব ঠিক হয়ে যাবে।"

ব্যথা গেলো না। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চললো। এরই মাঝে তারা একজনকে ডাক্তার সাজিয়ে বাসায় এনে ভদ্রমহিলার চেকাপ করানোর নাটকও করলেন। তাকে শান্ত করার জন্য জানানো হলো, "আপনার কিছুই হয় নাই। খাওয়াদাওয়াটা রুটিনমাফিক করবেন। সব ঠিক হয়ে যাবে।"

এভাবে দুই সপ্তাহ চলার পরে বয়স্ক ভদ্রমহিলা হুট করে একদিন পড়ে গেলেন, তার মুখ বেঁকে গেলো, কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে গেলো। যেই সাড়ে চার হাজার টাকার টেস্ট সন্তানরা করাতে চাচ্ছিলো না, সেই টেস্টগুলোই তাকে হাসপাতালে এডমিট করার পরে করানো হলো। উনার শরীরে হোয়াইট ব্লাড সেল পাওয়া গেলো দেড় লাখ। এখন আইসিইউ ছাড়া উপায় নেই।

বাসায় তিন ভাইয়ের মিটিং বসলো। মায়ের দিয়ে যাওয়া পুরান ঢাকার তিনটা দোকান দিয়ে পেট চালানো তিন ভাইয়ের একজন বললো, "আইসিইউতে অনেক খরচ, এত টাকা কোথায় পাবো?? উই আর অল ব্রোক!!" বাকি দুই ভাই বিনা প্রশ্নে সম্মতি দিলো।

সেই কমবয়সী ডাক্তারটা এই ঘটনা জানার পরে নিজ উদ্যোগে নিজের চ্যানেল দিয়ে NICVD তে একটা আইসিইউ বেড জোগাড় করে দিলেন, যেখানে পার ডে তে খরচ পড়বে মাত্র দেড় হাজার টাকা। এই বেড পাওয়া আর লটারি পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সরকারি এবং এত সস্তা আইসিইউ বাংলাদেশে আর কোথাও নাই।

কমবয়সী ডাক্তারটা বয়স্ক মহিলার ছেলেদের শুধু হাত পায়ে ধরা বাকি রাখলেন ওখানে ভর্তি করানোর জন্য। এত অনুরোধেও কাজ হলো না, তারা মা কে ভর্তি করালো না। ঠিক সেই মুহূর্তটায় পরিষ্কার হয়ে গেলো, তাদের মায়ের চিকিৎসার জন্য টাকা জিনিসটা আসলে কখনোই ইস্যু ছিলো না।

তাকে বাসায় নিয়ে এসে একটা অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে বিছানায় ফেলে রাখা হলো। মাঝেমধ্যে গা হাত পা টিপে মুছিয়ে দেয়া হলো। মাতৃসেবার নামে এই ভন্ডামি করে তারা এই বয়স্ক ভদ্রমহিলার মৃত্যুর অপেক্ষা করে গেলো।

মানুষের শরীরে হোয়াইট ব্লাড সেল বা WBC এর স্বাভাবিক রেঞ্জ হলো চার থেকে এগারো হাজার। WBC যখন ৬০-৭০ হাজারে যায়, তখন শরীরের ভিতরের সবকিছু আগুনে পুড়ে যাওয়ার অনুভূতি হয়। জ্ঞান থাকলে মানুষটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বরফ খেতে চায়, গায়ে পানি ঢালতে চায়।

এই ভদ্রমহিলার WBC ছিলো দেড় লাখ!! শরীরের ভিতর দিক থেকে পুড়ে যাওয়ার যেই যন্ত্রণাটা তিনি পেয়েছেন, সেটা এমনকি বর্ণনা করাও সম্ভব না।

ভদ্রমহিলা আজকে মারা গিয়েছেন। কারও মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া উচিৎ না, কিন্তু আমি পড়লাম। উনার সকল যন্ত্রণার অবসান করে দেয়ার মত দয়া দেখানোর জন্য আমি আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করলাম।

আইসিইউ ম্যানেজ করে দেয়া সেই ডাক্তার দুই ঘন্টা সময় নিয়ে আমাকে ঘটনাটা বলেছেন। শেষদিকে কান্না আটকানোর জন্য উনি কথা বলতে পারছিলেন না। ভাঙা ভাঙা গলায় আমাকে বললেন, "এই মহিলার এক ছেলের বউ ইনফার্টাইল, কোনোদিন বাচ্চা হবে না। এটা জানার পরেও এই মহিলা কোনোদিন মনের ভুলেও ছেলের বউকে কোনোদিন খোঁটা দিয়ে কথা বলেন নাই। ছেলেকে আরেকটা বিয়েও করতে বলেন নাই। সেই মায়ের সাথে কিভাবে পারলো এত নিষ্ঠুর হতে এরা?? মায়ের লিখে দেয়া দোকান থেকে ইনকাম করে খাচ্ছে। সেই মায়ের চিকিৎসার সময় এই কাজটা এরা কিভাবে করলো??"

কিছু কিছু সময় আসে, যখন মানুষ আসলে শুধু প্রশ্নটাই করতে চায়। উত্তর পাওয়াটা তাদের জন্য গুরুত্বপূর্ণ না, প্রশ্ন করার ফ্লোর পাওয়াটাই গুরুত্বপূর্ণ।

আমি এক অখন্ড নীরবতার মধ্যে এই প্রশ্নটাকে বহমান নদীর কচুরিপানার মত ভেসে যেতে দিলাম।

14/10/2025

আমি আম্মা'কে জিজ্ঞেস করলাম, ভালো মানুষগুলো কেন তাড়াতাড়ি মারা যায়?
মা মৃদু হেসে বললেন—
তুমি যদি ফুলের বাগানে যাও, সব ফুলের মধ্যে প্রথমে কোনটা তুলে নেবে?
নিশ্চয়ই সবচেয়ে সুন্দর আর সতেজ ফুলটাই…
আল্লাহও তেমনই, ভালো মানুষগুলোকে তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে নেন।

Allah
14/10/2025

Allah

আলহামদুলিল্লাহ
14/10/2025

আলহামদুলিল্লাহ

নিজের সন্তানদের যতটুকু সম্ভব জুস আর চিপস এইসব জাতীয় খাবার থেকে দূরে রাখুন এইসব খাবার একটি সুস্থ বাচ্চাকে ধীরে ধীরে মৃত্...
13/10/2025

নিজের সন্তানদের যতটুকু সম্ভব জুস আর চিপস এইসব জাতীয় খাবার থেকে দূরে রাখুন এইসব খাবার একটি সুস্থ বাচ্চাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিছু কিছু আত্মীয়-স্বজন আছে বাচ্চার আবদার মিটানোর জন্য কিংবা শখের বসে দোকানে বিভিন্ন চিপস জোস চকলেট জাতীয় খাবার দিয়ে থাকে এইসব বন্ধ করুন। আর মা বাবা এসব বিষয়ের সতর্ক হোন বিশেষ করে মায়েরা এসব বিষয়ে কঠোর হবেন। নিজের সন্তানের উপর এসব আলকা পিরিতি দেখাতে দিবেন না। ধন্যবাদ লেখাটা মনোযোগ দিয়ে পড়ার জন্য।

Address

Motijheel
Dhaka
1200

Telephone

+8801767564678

Website

Alerts

Be the first to know and let us send you an email when 工 Love υ ѕh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 工 Love υ ѕh:

Share