工 Love υ ѕh

工 Love υ ѕh পেজের সকল পোস্ট পেতে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।

এটি হলো "ধৈর্যের ফুল"।এই ফুলটি প্রতি ৭ বছরে মাত্র একবার ফোটে এবং মাত্র ৭ দিনই তার সৌন্দর্য ধরে রাখে।
28/06/2025

এটি হলো "ধৈর্যের ফুল"।
এই ফুলটি প্রতি ৭ বছরে মাত্র একবার ফোটে এবং মাত্র ৭ দিনই তার সৌন্দর্য ধরে রাখে।

১৯৫৫ সালে ঢাকায় পর্দায় ঘেরা রিক্সা ||অতীতে বাংলাদেশের নারীরা এভাবে চলাচল করতো ||
27/06/2025

১৯৫৫ সালে ঢাকায় পর্দায় ঘেরা রিক্সা ||
অতীতে বাংলাদেশের নারীরা এভাবে চলাচল করতো ||

🚫মৃত্যু কতো ভয়ংকর🚫বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা...
27/06/2025

🚫মৃত্যু কতো ভয়ংকর🚫

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)
©

ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভীর ছেলে প্রিন্স রেজা পাহলভীর সাথে নেতানিয়াহুর বৈঠক।জায়‌নিস্ট ২টার বসার attitude টা ...
17/06/2025

ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভীর ছেলে প্রিন্স রেজা পাহলভীর সাথে নেতানিয়াহুর বৈঠক।
জায়‌নিস্ট ২টার বসার attitude টা দেখুন! আর মধ‌্যপ্রা‌চ্যের সান্ডা‌র নতজানুটা দেখুন।

এটাই সামনে আসছে যে ইরানের সাবেক শাহ এর সমথর্করাই মূলত Moসাদের হয়ে কাজ করতেছে। এ কারণেই ইরান তার সেরা নেতৃত্বদের মীরজাফরদের কারণে হারাচ্ছে।

ইরান অভ্যন্তরীণ মীরজাফর ও দখলদার জায়নবাদীদের সাথে একাই লড়ছে। দখলদারদের টার্গেট রেজিম চেইঞ্জ এবং ইরানকে প্রতিরক্ষাব্যবস্থায় পঙ্গু করে দেওয়া।

ক্ষমতার জন্য মানুষ কত্ত সহজে তার দেশ ও দেশের মানুষকে অন্য দেশের কাছে বিক্রি করে দি‌তে পা‌রে তার জ্বলন্ত প্রমাণ এ যু‌গের বি‌শ্ববাসী প্রত‌্যক্ষ স্বাক্ষী হ‌লো।

14/06/2025

“গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়। গীবত পরিশোধ করা যায় না।”
—সুফয়ান ইবনু উয়াইনা (রহ.)

"যে ঘরে মেয়ের হাসি আর স্বামীর ভালোবাসা একসঙ্গে বাজে, সেই ঘরেই শান্তির সুর বাজে।"❤️❤️❤️
21/05/2025

"যে ঘরে মেয়ের হাসি আর স্বামীর ভালোবাসা একসঙ্গে বাজে, সেই ঘরেই শান্তির সুর বাজে।"❤️❤️❤️

বিমানবন্দরের পাশেই ফুটপাতে একজন লোক মাটিতে পড়ে আছে। কপাল কেটে র*ক্ত ঝড়ছে, হাতে আঙ্গুল ক্ষ*ত হয়েছে, জ্ঞান নেই। পাশেই চায়ে...
01/05/2025

বিমানবন্দরের পাশেই ফুটপাতে একজন লোক মাটিতে পড়ে আছে। কপাল কেটে র*ক্ত ঝড়ছে, হাতে আঙ্গুল ক্ষ*ত হয়েছে, জ্ঞান নেই। পাশেই চায়ের ফ্ল্যাক্স ও লোকটির চার বা পাঁচ বছরের সন্তান। পকেট থেকে ফোনটি নিয়ে বারবার তাঁর পরিবারে ফোন দিচ্ছে কিন্তু ধরছে না। তাঁকে কে হাসপাতালে নিয়ে যাবে, তা নিয়ে সংশয় সবার চোখে মুখে। তারপর একজন লোক ও আমি পাশে গিয়ে মনে হলো লোকটি মৃগীরোগ রয়েছে। একজন জুতা নাকে ধরতেই, লোকটি নড়াচড়া করে নিজেকে জানান দিল।
ফ্যাল ফ্যাল চোখে চারপাশ দেখে নিলো। হাত এগিয়ে দিয়ে তাকে তুলতে বলল। তারপর লোকটি উঠলো। তাঁর বাড়িতে ফোন দিতে নিষেধ করল। কারণ তাঁর স্ত্রী পোশাক শ্রমিক। সেখানে কাজ করতে গেছে। ছোট্ট বাচ্চাটিকে নিয়ে চা বিক্রি করতে এসেছে। মাথা ঘুরানি দিয়ে বাইকের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে।

তারপর অনেকেই লোকটিকে সাহায্য করতে চাইলে, তিনি ফেরত দিতে মরিয়া। বারবার বলেছে, কিছু হয়নি। ঠিক হয়ে যাব।' তারপরও সাধ্য অনুযায়ী অনেক মানুষই তাকে সাহায্য করলো। জোর করে টাকা দিলো।

মানবজনম কত অদ্ভুত। কত বাস্তব কাহিনির মহাসাগর লুকিয়ে। কখন কার অবস্থা কোনদিকে, কেউ বলতে পারে না। ছেলেটির চোখে মুখে বিষাদ। আমারো তার বয়সে একজন সন্তান আছে। দেখে এতো মায়া হলো!

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

—মাও. রবিউল ইসলাম

"বাঁচানো গেলোনা উচ্চ শিক্ষিত দম্পতির এই সন্তানকে।"শোক আর দুঃখ প্রকাশের পাশাপাশি পোস্টটি নিজ নিজ ওয়ালে দিয়ে দিন ,যাতে শিশ...
25/04/2025

"বাঁচানো গেলোনা উচ্চ শিক্ষিত দম্পতির এই সন্তানকে।"
শোক আর দুঃখ প্রকাশের পাশাপাশি পোস্টটি নিজ নিজ ওয়ালে দিয়ে দিন ,যাতে শিশুরা আর নিজেদের অভিভাবকদের ভুলের শিকার না হয়।

বাঁচানো গেলোনা উচ্চ শিক্ষিত দম্পতির এই সন্তানকে।
নিয়ম অনুযায়ী আধা লিটার পানিতে পুরো পেকেট গুলিয়ে একটু পর পর স্যালাইন খাওয়ানো কিন্তু ওর বেলায় ডায়রিয়াতে একটু একটু পানিতে খাবার স্যালাইন গুলিয়ে খাওয়ানোর কারনে অতিরিক্ত লবনে ব্রেইনের পার্মানেন্ট ড্যামেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শিশু। শুধু মাত্র অতিরিক্ত লবনের জন্য এ মৃত্যু।
ভীষণ কঠিন সত্য মেনে নেওয়া এই মৃত্যু ।
বি দ্র ঃ খাবার স্যালাইন আধা লিটার পানিতে পুরোটা গুলিয়ে বাচ্চাকে ৬ ঘন্টা পর্যন্ত খাওয়াবেন সঠিক পরিমান মতো। বাকিটা ফেলে দিয়ে পুনরায় এভাবে বানাবেন।
সচেতনতাই সমাধান।
কপি পোস্ট

24/04/2025
ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু'রি  দিয়ে একটানা ১৩টি স্টেপ মারলো শরীরের বিভিন্ন অংশে, তার বাবা...
23/04/2025

ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু'রি দিয়ে একটানা ১৩টি স্টেপ মারলো শরীরের বিভিন্ন অংশে, তার বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

এমতাবস্থায় তার বাবা পুলিশকে অনুরোধ করলো, "স্যার আমার মেয়েরে থানায় নিয়েন না দয়া করে, অন্ধকার ঘরে সে ভয় পাবে, বাচ্চা মানুষ ভুল করেছে। তার সামনে ভাসির্টির এডমিশন পরীক্ষা। তার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে, চাকরি পাবেনা আর। আমার মেয়ে টারে ছেড়ে দিয়েন, আর তাকে বইলেন, যদি আমি বেঁচে থাকি, তবে এই মাসের বেতনটা পেলেই আমি তারে নতুন ল্যাপটপ কিনে দিবো। আর যদি মা'রা যাই, আমার আলমারিতে আমার জমানো ৪০ হাজার টাকা আছে, সেটা তার হাতে দিয়ে বইলেন, তার পছন্দের ল্যাপটপ কিনে নিতে।"

এটাই হলো বাবা...

©

Address

Motijheel
Dhaka
1200

Telephone

+8801767564678

Website

Alerts

Be the first to know and let us send you an email when 工 Love υ ѕh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 工 Love υ ѕh:

Share