28/10/2025
আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়লো। সেই সমস্যা সমাধান করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন৷ এটা খুব ভালো কাজ৷ ভালো মানুষ হিসেবে আপনি বিবেচিত হলেন।
কিন্তু এক অর্থে সেই আত্মীয় বা প্রতিবেশীকে আপনি পঙ্গু করে দিলেন। তাকে আপনার প্রতি নির্ভরশীল করে দিলেন।
উদাহরণ দিচ্ছি— আপনার চাচার কাছে কেউ টাকা পায়৷ ডেডলাইন পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি। বাড়ির ওপর পাওনাদার এসে আপনার চাচাকে অকথ্য ভাষায় গা'লি'গা'লা'জ করছে। অ'প'মা'ন করছে৷ চাচাকে অ'প'মা'নে'র হাত থেকে বাঁচাতে আপনি এগিয়ে গেলেন। তার এই সমস্যা থেকে মুক্তি দিতে আপনি নিজে পাওনা টাকা পরিশোধ করলেন।
আপনি আপনার চাচার কাছে ভালো মানুষ বলে বিবেচিত হলেন। কিন্তু আদতে কী লাভটা হলো?
আপনার উচিৎ হবে পাওনাদারকে বুঝিয়ে কিছুটা সময় বাড়িয়ে নেয়া। তারপর চাচার সাথে আলাপ করে সমাধানের উপায় বের করা। কিভাবে উপার্জনের রাস্তা বের করা যায়, ঋণ পরিশোধ করা যায়, এ নিয়ে বুদ্ধি পরামর্শ করবেন, তার মতামত নেবেন। যার সমস্যা, সমাধান তাকেই করতে হবে। তাহলে তার অভিজ্ঞতা হবে, সে বাস্তবতা বুঝবে।
পুরো সমাধান আপনি করে দিলেন মানে তাকে পঙ্গু করে দিলেন, আপনার প্রতি নির্ভরশীল করে তুললেন, আপনার ওপর চাপ বাড়লো।
শুধু একটা উদাহরণ দিলাম। প্রতিটা সমস্যার সমাধান তাকেই করতে হবে, যে ভুক্তভোগী। আপনি শুধুমাত্র পরামর্শদাতা। আপনার কাজ বাদ দিয়ে অন্যের কাজ করে দিতে যাবেন না।তাকে কাজ করার প্রসেস দেখিয়ে দেবেন। কিন্তু কাজটা তাকেই করতে হবে।
অফিসে কেউ হয়তো পাওয়ার পয়েন্ট বা এক্সেলের কাজ বোঝে না। তাকে আপনি নিয়মটা শিখিয়ে দেবেন৷ সেই নিয়ম মেনে কাজটি সে করবে, আপনি করে দেবেন না৷ তাহলে সে শিখতে পারবে৷ কারো প্রতি নির্ভরশীল হতে হবে না।
আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াবো অবশ্যই৷ তবে তার একটা লিমিট আছে৷ যার ঘরে আ'গু'ন লেগেছে, তার অবশ্যই ইচ্ছা থাকতে হবে ঘর থেকে দৌড়ে বের হওয়ার। আপনি জ'ল'ন্ত ঘরে গিয়ে দেখলেন সে খাটে শুয়ে আছে, বের হওয়ার ইচ্ছা নাই৷ তাহলে তাকে আপনার কোলে করে বাইরে বের করে আনার দরকার নাই।
ঠিক অনেকের খাসলত আছে তেমন। সে টাকা ধার করে বিলাসিতা করে বেড়ায়, চকচকে পোশাক কিনে বড়লোকি দেখায়, কিন্তু ঋণ পরিশোধের বিন্দু পরিমাণ আগ্রহ রাখে না৷
যার সমস্যা থেকে মুক্তির আগহ নেই, বরং জিইয়ে রাখতে চায়, তাকে যেচে সাহায্য করতে যাবেন না৷ এতে ভালোর বদলে মন্দ হয়ে যাবে। কথাগুলো একটু ভালোভাবে পড়ে তারপর বিশ্লেষণ করুন৷ আপনার জীবন সুন্দর হোক।
#সংগৃহীত।