Crush & Confession - BUBT

Crush & Confession - BUBT জানি একদিন আমরা নিঃশেষ হয়ে যাব। তারপর?

অসম্পূর্ণ জীবনের সম্পূর্ণ চিরাচরিত একটি শব্দ "চিরবিদায়"।
জন্মের পর থেকেই তার সে অসম্পূর্ণ জীবন ধারন করা; বয়সের ধাপে ধাপে সে সেই শব্দ "চিরবিদায়" এর জন্য অপেক্ষা করতে থাকে।
মৃত্যুর পরও একজন মানুষ তার জীবনের ক্যানভাসে আঁকা গল্পরুপি ছবি গুলোর জন্য মানুষের মনের কোনায় জায়গা করে নেয়।

04/06/2025



ডিপার্টমেন্ট: সিভিল ডিপার্টমেন্ট
ইনটেক : জানি না
সেকশন: জানি না

ইহসান,
প্রতিদিন দূর থেকে তোমাকে দেখি... তোমার হাসি, তোমার কণ্ঠস্বর, আর সেই শিশুর মতো নির্ভেজাল মুখ—সব কিছুই আমাকে অভিভূত করে। জানি না তুমি কারও ভালবাসার মানুষ কি না, তবে থাকলেও বলো, কারণ আমি প্রতিজ্ঞা করেছি—তোমাকে সব থেকে বেশি ভালোবাসবো।

তোমার সঙ্গে একদিন সূর্যাস্ত দেখা, হাতে হাত রেখে চা খাওয়ার বিকেলের স্বপ্ন দেখি… আমি অপেক্ষায় থাকবো।

—তোমার এক অচেনা ভক্ত

02/06/2025

কে দিলো পিরিতের ব্যারা!!

👀👀👀👀👀👀👀👀👀

 নাম: জানি নাডিপার্টমেন্ট : জানি নাকিছুই জানি নাপ্রিয় সিনিয়র সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই 😒এই চিঠিটা লেখ...
23/05/2025



নাম: জানি না
ডিপার্টমেন্ট : জানি না
কিছুই জানি না
প্রিয় সিনিয়র
সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই 😒
এই চিঠিটা লেখার সাহস অনেক দিন ধরেই করতে ছিলাম। আপনি হয়তো জানেন না, কিন্তু আমি অনেক দিন ধরেই আপনাকে খুবই পছন্দ করি। প্রথম দিন আপনাকে ক্যাম্পাসে দেখেই ভালো লেগেছিল। আপনার ব্যবহার, আপনার কথা বলার ভঙ্গি, আর সবকিছুই আমাকে খুব টানে।

আমি জানি, আমি আপনার থেকে জুনিয়র, তাই হয়তো এই অনুভূতি প্রকাশ করা সহজ নয়। কিন্তু মন তো আর বয়স বোঝে না। আমি শুধু চাই, আপনি জানুন—আপনি আমার কাছে অনেক স্পেশাল একজন মানুষ।

আমি কোনো কিছু জোর করবো না, শুধু চাই যদি একদিন সময় পান, তাহলে একটু কথা বলবেন। আপনার সঙ্গে কিছু ভালো মুহূর্ত ভাগ করে নেওয়ার ইচ্ছে আমার মনে সবসময় কাজ করে।

আপনার উত্তর জানার অপেক্ষায় থাকলাম।

ইতি কোনো এক জুনিয়র

22/05/2025



Name:- অহনা
Department :- ইংলিশ
Intake:- ৫৮
Section :- ১

অনেক দিন হলো তুমি ভার্সিটি আসো না
মনের মাঝে তাই সুর বাজে না
কোথায় হারালে আমার মনের রানী
আমি হবো যে তোমার জীবনের ক্ষনি😭

এহে অহনা ক্যান্টিনে আসো না
এহে অহনা একটু কাছে বসো না
এহে অহনা কেনো ভালবাসো না
এহে অহনা কিছুভালো লাগে না 😭

অহনা একটু কথা কহো না
অহনা পেছন ফিরে চাহো না
অহনা একটু তুমি হাসো না
অহনা কেনো ভালবাসো না 😭

20/05/2025



প্রিয় ইসরাত জাহান অয়ত্রী,

ডিপার্টমেন্ট : CSE
ইনটেক : 49
সেকশন : 9

তুমি ছিলে আমার দৈনন্দিন জীবনের দৃশ্যপটের এক নীরব, অথচ সবচেয়ে প্রভাবশালী উপস্থিতি—যার কথা আমি কখনো বলিনি, শুধু ভেতরে জমিয়ে রেখেছি নিঃশব্দে।
প্রথম যেদিন তোমাকে দেখি, , ক্লাসে —মাস্ক পড়া বাম পাশের কলামে দ্বিতীয় সারীতে। সেই মুহূর্তে আমি নিজেই ছিলাম নিজের ভেতরে আটকে থাকা এক শিকলে, কিছু আবেগ, কিছু দায়বদ্ধতা, কিছু বাঁধনে আটকানো। তখন তোমাকে দেখা মানে ছিল শুধু দেখা—noticing but not feeling.

কিন্তু সেই শিকল হঠাৎ এক ঝড়ে ছিঁড়ে যায়, আর আমি হয়ে পড়ি বিধ্বস্ত এক জাহাজের মতো—যেই জাহাজ তীরের খোঁজে ডুবতে বসেছে হয়তো তখনই আবিষ্কার করি তুমি সেই তীর যেখানে নোঙর ফেলে নতুন করে ভাবতে পারি, অথচ এগোতে পারি না। তোমার সঙ্গে আমার কথাবার্তা ছিল নিতান্তই প্রয়োজনের বৃত্তে সীমাবদ্ধ। প্রথমবার মনে হয় আমাদের, ‘নন্দিত নরকে’ নিয়ে অল্প কিছু কথা হয়েছিল। ঠোঁটকাটা আর রেগে যাওয়ার মানুষ হিসেবেও পরিচিত, নিজের সাহস নিয়ে কিঞ্চিত গর্ববোধ করি অথচ, তোমার সামনে দাঁড়ালেই যেন আমি নিজেকে হারিয়ে ফেলতাম—তোমার পাশে গেলে শব্দেরা আমার মুখ থেকে সরে যেতো, মনে হতো, তোমার সামনে অপ্রস্তুত হওয়াই নিয়ম। আজ এইসব বলছি, কারণ জানি—হয়তো আর কখনো বলা হবে না।
"I do love nothing in the world so well as you: is not that strange?"— Shakespeare এর এই লাইনটার মাঝেই আমি আজও নিজেকে খুঁজে পাই।

18/05/2025



Name:- Khademul Bashar
Department :- Civil Engineering (Evening) mayb
Intake:- 8
Section :- 1

প্রথম তোমাকে দেখেছিলাম লাইব্রেরিতে। দেখার পর আমি শুধু ঐ পুরোটা সময় তোমার দিকেই তাকিয়ে ছিলাম। তুমি তো আমার দিকে তাকায়েও দেখো নি। তারপর হারিয়ে ফেল্লাম আর দেখা পাই নি। পরে আমার ফ্রেন্ডদের থেকে খোজ নিয়ে জানতে পারলাম তুমি রেগুলার ব্যাচের না ইভিনিং এর। যাই হোক অনেক কষ্টে তোমার সব ডিটেইলস বের করেছি। এই কনফেশন, পোস্ট হইলে তুমি হয়তো জানতে পারবে। কেউ আমার ইনোসেন্টটারে মেনশন দিও চিনে থাকলে। তুমি অনেক ভালো একটা ছেলে তোমার চলাফেরাতে পরিষ্কার তা ফুটে ওঠে। আমার নিজের সাহস নেই তাই কনফেশনের মাধ্যমে বলে ফেল্লাম।

"I'm Afraid to lose you and you're not even mind💖".
অবশেষে একটা কথাই বলবো,

"তোমার হাসির সৌন্দর্যের তুলনায় তারা গুলো ফেকাশে মনে হয়💫।"

ভালো থেকো,

ইতি তোমার শুধুই তোমার
মৃণালিনী 🤍

16/05/2025

ভাত না খেয়ে তোমরা যে ভার্সিটিতে ক্রাশ খেয়ে নাও, সেটার জন্য ভার্সিটিতে তিন ক্রেডিটের কোর্স করানো তো বাধ্যতামূলক করা উচিত।

16/05/2025

সবাই সান্ডা নিয়ে ব্যস্ত হলেও, আমি তোমার খুজে ব্যস্ত হয়ে দিন দিন পান্ডা হয়ে যাচ্ছি🐸

07/05/2025



Name:Evaan Sabbir
Department :LAW
In-take :Dont Know
Section:Dont Know

এই চিঠির প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ের প্রতিধ্বনি। জানি না কীভাবে শুরু করব, কারণ মনের কথা এত সহজে প্রকাশ করা সম্ভব নয়। তবুও চেষ্টা করছি।

তোমাকে প্রথম দেখেছি বিউবিটির ৭নাম্বার রোডের সামনে ফ্রেন্ডদের সাথে। তখন থেকেই তোমার নীরবতা, তোমার চঞ্চলতা, তোমার হাসি—সবকিছুতে মুগ্ধ আমি। আমি কতবার তোমার দিকে চুপচাপ তাকিয়ে থেকেছি, শুধু তোমার সেই মায়াবী চোখ আর মিষ্টি হাসিটাকে অনুভব করার জন্য।

তোমার প্রথম চোখের চাহনিতে ছিলো আকাশের নীল, দ্বিতীয় চোখে ছিলো অজানা স্বপ্ন, এক চোখে লুকানো ছিলো ভালোবাসার পূর্ণতা, অন্যটিতে ছিলো হারানোর ভয়। তোমার এক জোড়া চোখ ছিলো যেন একটি উপন্যাস, যে উপন্যাসে আমি ছিলাম এক গল্প, আর তুমি ছিলে প্রতিটি অধ্যায়।

দিনের পর দিন,আমি তোমার প্রতি আমার আকর্ষণকে আর লুকাতে পারছিলাম না। তোমার সাথে কথা বলা আকাঙ্ক্ষা, তোমার হাসি দেখা, এগুলোই হয়ে উঠেছিল আমার দিনের সবচেয়ে সুন্দর অংশ।

সবশেষে, তোমাকে বলতে চাই, তুমি আমার সব কিছু। তোমার প্রতি এই ভালোবাসা চিরন্তন, চিরকালীন। তুমি আমার জীবনের স্বপ্ন, আমার বাস্তবতা।

তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের নাম।

"And so, i love you because the entire Universe conspired to help me find you"
তোমার অপেক্ষায় বিবিএ ডিপার্টমেন্টের একজন কল্যানী,আমায় খুজো প্রিয় আমি তোমার অপেক্ষায় থাকবো

05/05/2025

ফায়ার ড্রিল এর আগুন হয়তো ঠিকই নেভাতে পারবেন, কিন্তু সে আমার মনে যে আগুন জ্বালিয়েছে সেটা কিভাবে নেভাবো স্যার,,???
🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
💔💔💔💔💔💔💔💔💔💔

03/05/2025



নাম: জানি না
ডিপার্টমেন্ট : জানি না
ইনটেক: জানি না
সেকশন: জানি না

কখনো কি এমন হয়েছে—
একটা অচেনা মুখ প্রথম দেখার মুহূর্তেই মনে দাগ কেটেছে?

শুধু একটা হাসি, এক পলক চোখে চোখ রাখা, আর মনটা অজান্তেই বলে উঠেছে— **"ওই মানুষটার দিকে আরেকবার তাকাই..."**

কত অজানা গল্প লুকিয়ে থাকে এই ক্যাম্পাসে!
কত নাম না-জানা মানুষ প্রতিদিন পাশ কাটিয়ে চলে যায়...
তার মধ্যে কেউ একজন আলাদা—
অকারণে ভালো লাগা, অল্পতেই হার মানা। 💘

তবে এখনো চোখ বন্ধ করলে সেই মুহূর্তটা চোখে ভাসে।
হয়তো এটা শুধুই আমার 'Crush' বা একতরফা অনুভূতি...
তবু বলতে চাই— তুমি সুন্দর।

01/05/2025



From: তোমার ক্লাস এর একজন
To: name : Sifati
Dept: BBA
Intake: 62
Sec: 5

আমি একটা কথা বলতে চাই, যেটা অনেকদিন ধরেই মনে ছিল। তোমাকে ক্লাসে দেখি, ছোট ছোট মুহূর্তে ভালো লাগে—তোমার ভায়বটা, তোমার হাসিটা, আর সামগ্রিকভাবে শুধু তোমার উপস্থিতিটাই। বলতে পারি না যে আমি পুরোপুরি প্রেমে পড়ে গেছি, কিন্তু একটা সফট কর্নার তো অবশ্যই আছে।
শুধু মন চাইলো তাই বললাম—কোনো চাপ নয়, শুধু একটা সুন্দর মুহূর্ত শেয়ার করলাম।

তুমি ক্লাসে থাকলে মনে যেন অন্যরকম ভালোলাগা কাজ করে। অনেক সময় শরীর ভালো না থাকলেও শুধু তোমাকে দেখার আশায় ক্লাসে যাই—ভাবি না গেলে একদিন তোমাকে দেখবো না।
তোমার ব্যবহার খুব ভালো। সবার সাথে খুব মজা কর। মিষ্টি ভাবে কথা বল। তোমার সাথে আমি কথা বলতে চাই আবার কেমন ভয় লাগে।

বেশি কিছু আর বলবো না। শুধু বলব প্রতিদিন প্লিজ ক্লাসে আইসো। আমি তোমার অপেক্ষায় থাকি😭

Address

Road No:7, Bangladesh University Of Business & Technology
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession - BUBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category