07/05/2025
Name:Evaan Sabbir
Department :LAW
In-take :Dont Know
Section:Dont Know
এই চিঠির প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ের প্রতিধ্বনি। জানি না কীভাবে শুরু করব, কারণ মনের কথা এত সহজে প্রকাশ করা সম্ভব নয়। তবুও চেষ্টা করছি।
তোমাকে প্রথম দেখেছি বিউবিটির ৭নাম্বার রোডের সামনে ফ্রেন্ডদের সাথে। তখন থেকেই তোমার নীরবতা, তোমার চঞ্চলতা, তোমার হাসি—সবকিছুতে মুগ্ধ আমি। আমি কতবার তোমার দিকে চুপচাপ তাকিয়ে থেকেছি, শুধু তোমার সেই মায়াবী চোখ আর মিষ্টি হাসিটাকে অনুভব করার জন্য।
তোমার প্রথম চোখের চাহনিতে ছিলো আকাশের নীল, দ্বিতীয় চোখে ছিলো অজানা স্বপ্ন, এক চোখে লুকানো ছিলো ভালোবাসার পূর্ণতা, অন্যটিতে ছিলো হারানোর ভয়। তোমার এক জোড়া চোখ ছিলো যেন একটি উপন্যাস, যে উপন্যাসে আমি ছিলাম এক গল্প, আর তুমি ছিলে প্রতিটি অধ্যায়।
দিনের পর দিন,আমি তোমার প্রতি আমার আকর্ষণকে আর লুকাতে পারছিলাম না। তোমার সাথে কথা বলা আকাঙ্ক্ষা, তোমার হাসি দেখা, এগুলোই হয়ে উঠেছিল আমার দিনের সবচেয়ে সুন্দর অংশ।
সবশেষে, তোমাকে বলতে চাই, তুমি আমার সব কিছু। তোমার প্রতি এই ভালোবাসা চিরন্তন, চিরকালীন। তুমি আমার জীবনের স্বপ্ন, আমার বাস্তবতা।
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের নাম।
"And so, i love you because the entire Universe conspired to help me find you"
তোমার অপেক্ষায় বিবিএ ডিপার্টমেন্টের একজন কল্যানী,আমায় খুজো প্রিয় আমি তোমার অপেক্ষায় থাকবো