Crush & Confession - BUBT

Crush & Confession - BUBT জানি একদিন আমরা নিঃশেষ হয়ে যাব। তারপর?

অসম্পূর্ণ জীবনের সম্পূর্ণ চিরাচরিত একটি শব্দ "চিরবিদায়"।
জন্মের পর থেকেই তার সে অসম্পূর্ণ জীবন ধারন করা; বয়সের ধাপে ধাপে সে সেই শব্দ "চিরবিদায়" এর জন্য অপেক্ষা করতে থাকে।
মৃত্যুর পরও একজন মানুষ তার জীবনের ক্যানভাসে আঁকা গল্পরুপি ছবি গুলোর জন্য মানুষের মনের কোনায় জায়গা করে নেয়।

 Name: Don't know Department: English Intake:62Section: Don't know From the beginning of the university days I am seeing...
17/09/2025



Name: Don't know
Department: English
Intake:62
Section: Don't know
From the beginning of the university days I am seeing you. I fell over your eyes when I saw you. I can't remove you from my mind dear. After so many hardships I got some information about you. I like you, I love you. But I don't have the guts to go to you. So I am posting here. It would be a great pleasure if someone tells me his ID in the comments below.
Thank you so much.

15/09/2025



From: ডিপার্টমেন্টের সিনিয়র
To: এমি
Department: ইংলিশ
Intake: ৫৯
Section: জানিনা

দিনটি ছিল বিইউবিটি ভাইস চ্যান্সেলরস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। চারদিকে উচ্ছ্বাস, করতালি, আনন্দের ঢেউ। খেলোয়াড়রা জয় উদযাপন করছে, দর্শকেরা উল্লাসে ভেসে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই যেন সময় থেমে গেল।
ভিড়ের মধ্য দিয়ে হটাৎ তুমি চলে এলে, মেরুন রঙের জামা, কাঁধে লাল ব্যাগ, আর মুখভরা মায়াবী হাসি। মনে হচ্ছিল ভিড়ের মাঝখান থেকেও তুমি আলাদা এক আলো ছড়াচ্ছো। সত্যি বলতে, সেই মুহূর্তটা আমার কাছে যেন যাদুকরী ছিল। মনে হয়েছিল যেন আকাশ থেকে কোনো এক পরী হঠাৎ নেমে এসেছে।

তুমি বন্ধুদের সাথে ছবি তুলছিলে, হাসছিলে, আনন্দ করছিলে।আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল, তুমি ছিলে সেই দিনের সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি। সবকিছুই এতটা প্রাণবন্ত, এতটা সুন্দর ছিল যে চোখ সরাতে পারিনি। সব কিছু কেমন যেন আমার চোখে গেথে যাচ্ছিলো।

ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। মাঠের চারপাশে অন্ধকার বাড়তে শুরু করলো, আমি মাঠ ছেড়ে চলে এলাম। কিন্তু চলে আসার পরও তোমাকে মাথা থেকে মুছতে পারিনি। সত্যি বলতে, এখনও পারছি না। আমার মনের মধ্যে কেউ এতটা জায়গা নিয়েছে বলে আমি আগে কখনো অনুভব করিনি। সেদিনের সেই ক্ষনস্থায়ী মুহুর্ত এখনো আমার চোখে ভাসে, কতবার ভুলতে চেয়েছি, কিন্তু ভুলতে পারিনি। তোমার হাসি, তোমার উপস্থিতি এখনো মনে পড়ে যায়।

হয়তো এটা তোমার কাছে অদ্ভুত শোনাবে, কিন্তু তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে তুমি আমার মনে অদ্ভুত এক জায়গা দখল করে নিয়েছ। আমি জানি না এই বার্তাটি কখনো তোমার কাছে পৌঁছাবে কিনা। তবু সাহস করে বলছি, তোমার সাথে একদিন কফি খেতে চাই। শুধু একটু গল্প করতে, একটু জানার সুযোগ পেতে।যদি এই বার্তাটি দেখে থাকো, আশা করছি তুমি রেস্পন্স করবে। তোমার ভবিষ্যতের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো।

ইতি,
তোমার অচেনা এক শুভাকাঙ্ক্ষী।

14/09/2025



From : আপনার অপরিচিত সহযাত্রী।

To: আমার অপরিচিতা সহযাত্রী।

শুভ্র হাসি,মায়াবী শিতল চোখ,,আনমনে শ্লান্ত দৃষ্টিতে অজানা রাস্তায় ব্যার্থ চাহনি।।বার বার ভাঙা সুরে বলা কথা : আচ্ছা ভাইয়া বাসটা কি আসলেই ১১ তে যায় না?

দন্ডপ্রাপ্ত আসামীর ন্যায়,,গেম খেলা রেখে প্রথমবারের মতো অর্ধ মস্তক উঠিয়ে নির্লিপ্ত কন্ঠে বললাম না আপু যায় না।।।

উজ্জীবিত চেহারা মুহূর্তেই ফ্যাকাশে বিবর্ন,যে কোনো মুহূর্তে বৃষ্টির অসমসংকেত পেয়ে তড়িঘড়ি করে বলে ফেললাম,ভয় নেই এটা ভার্সিটির বাহন,,এর রুট লাগামটানা ঘোড়ার ন্যায় বদ্ধ,, বার বার নীড়ের টানে ফিরে যায় সস্থানে,,সুতরাং হারানোর প্রবল অসম্ভবনা রয়েছে।।

যাইহোক আধাঘন্টার সঠিক এবং ভুলের মিশ্র পথযাত্রা,,একেবারে শুষ্ক ও নয়।।।

তবে স্বীকৃতিপ্রাপ্ত ইন্ট্রোভাট হিসেবে উপযুক্ত সুখ্যাতি থাকায়,, BBA ১ম সেমিস্টার ছাড়া,তার সম্পর্কে আর কিছুই জানতে পারলাম না।।

সেদিনের মধুমিতা বাস কি আদৌ তার স্বীয় গন্তব্যে পৌঁছেছে কিনা,জানার তীব্র আক্ষেপ রয়ে গেল।।

জানি না, কবে ঘুচবে 😪

11/09/2025



To: Fayed Azad
Intake :64
Section :03
from: Check your inbox
আপনি জানেন আমি আস্তে আস্তে আপনাকে আমার মন দিয়ে ফেলছি।
আর আপনার কোন খবর নাই। কথা বলেন আমার সাথে। হয়তো আপনার ও ভালো লাগতে পারে। আপনার জিএফ থাকলে ও বলেন।

 Name : Limon Intake: 42 not sure Dept: law and justice আপনাকে আমার অনেক ভালো লাগে। যদিও জানিনা আপনি সিঙ্গেল কি। আপনাকে ...
11/09/2025



Name : Limon
Intake: 42 not sure
Dept: law and justice
আপনাকে আমার অনেক ভালো লাগে। যদিও জানিনা আপনি সিঙ্গেল কি। আপনাকে অনেক সময় অনেক মেয়ের সাথে দেখছি সাত নাম্বার রোডে। জানিনা আপনার গার্লফ্রেন্ড ছিল কি তাদের ভেতরে কেউ। অনেকদিন যাবত আপনাকে আর দেখি না এজন্য ক্রাশ কনফেশন দেওয়া। আপনি এখন কোথায় আছেন কাইন্ডলি জানিয়েন। ইতি আপনার অপেক্ষায় আমি।

11/09/2025

গানের ভিডিও টায়, পিছনে দেয়ালে মাথা ঠোকা ছেলেটার অবস্থা আর আমার অবস্থা একই।
🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

09/09/2025



Hello Nishat Mahzaben,
CSE
intake-56

I don’t know much about you, but the very first time I saw you, I felt something different; something I can’t quite explain. Then, somehow, my eyes met yours, and in that moment, I felt something 'kuch alag feelings' something truly special.

Since then, I haven’t seen you for a long time… Where have you been? By the way, stucking your profile has become a part of my daily routine.

The reason I’m writing this confession is simple, you should know that someone there has a little bit of feelings for you. And please don’t underestimate those “little” feelings; sometimes, even a little spark can mean so much. That’s why I truly hope you’re still single 🙂.

Honestly, I’m a little afraid… afraid that you might already be taken; if you are noy, please let me be know somehow.

And even i didn't attached any photo of you because I don’t want to see you become just another crush of someone else’s 🫠.

I’m not sure if you can guess who I am—the chances are very low. But if you do, please let me know. I don’t know how we’ll meet, how I can approach you, or how things might unfold. i'm not in ur friendlist, You should make me friends. Actually ,my mind just told me to make confession,so here I did. That's yet!

I truly hope something beautiful comes out of this.

26/08/2025



From :Your senior from BBA Department (Shaiyan)
To : Sifati Safia
Intake : 62
Sec : Unknown
I first saw you at the cafeteria. One of my friends showed you to me. That friend really liked you, but after seeing you, somehow I also found myself lost in you. After searching for four days, I finally managed to know your name with much effort. The moment I first saw you felt so different and special to me.
I never believed in love at first sight...until I saw you. Trust meee You’re the only person who can make me blush without even trying.
I know I’m just another stranger to you. But for me, you’re someone I can’t stop thinking about. I don’t know if I’ll ever get the courage to tell you directly, but I just wanted to let this out somewhere… you’ve become really special to me in silence.

One more thing, you look ma sallah in red ❤️

 Name : Promi Intake : i Don't know Department : i Don't know There is something truly graceful about you that I cannot ...
25/08/2025



Name : Promi
Intake : i Don't know
Department : i Don't know

There is something truly graceful about you that I cannot ignore. The first thing that caught my attention was your beautiful long hair🫰 flowing like a poem written by nature itself. But as I got to notice you more, I realized that what makes you even more special is the warmth of your personality and the positivity you carry with you. Your smile has the power to turn an ordinary day into something bright and your presence adds meaning to even the smallest moments.💙

I don’t know your identity, your department, or anything else ☺️I only know that you study at my university. I have started liking you a lot. I don’t know how to find you. So I am leaving this message here.

কাল ( ২৩-০৮-২৫)বিকেল পাঁচটায় তোমার জন্য নয় তলার ক্যাফেটোরিয়াতে ওয়েট করব। আশা করি তুমি আসবে।

24/08/2025



Name: Arpita Das Richi
Dept: English

“I don’t know how to say this perfectly, but every time I see you, something inside me softens. Your laugh, the way you shyly hide your face, the little gestures you make without realizing—they all stay with me long after you’re gone. It’s honestly the most beautiful thing I’ve ever seen. I’ve realized this is more than just admiration… it’s something deeper. I like you, more than just a friend. I want to be the reason behind your smiles, the one you can lean on when life feels heavy, the person who’s there even in the quiet moments. This is my confession: I want to know you in all the little ways, understand your world, and maybe, if you let me, I want to be a part of it.”

23/08/2025



From: Your junior from English Department
To: Kefayet Ibne Rahman
I have seen you at the university for a long time. I first saw you in Siddique Sir’s chamber. Later on the English Club orientation day I saw you taking photos. Some seniors asked you to take theirs. You smiled and said, “I’m only taking photos of the girls.” That moment, you seemed so cute.😃

I can’t keep it to myself. I feel something special for you. I’ve never felt this way before. I’m afraid to tell you these things directly, so I’m writing them here. Your social activities, lively nature, and behavior always amaze me. Your presence makes the university life more inspiring. ❤️

22/08/2025



নাম:তাসনিম🤗
Department:CSE
Intek:55
Section :02
বলার আছে অনেক কিছু
আজকে নাহয় অল্প করে বলি 🥹
তুমি আমার দিনের প্রথম হাসি, রাতের শেষ ভাবনা।
তুমি কি হবে আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়?💞

তোমার চোখে দেখি আকাশ,
হাজার তারা, রঙিন বাতাস।
তুমি আমার চাঁদের আলো,
স্বপ্নের ডাকে ভালোবাসা পালো।❤️‍🩹
তোমার ‘হ্যাঁ’ শুনে আমি হবো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ,🙃
চলো আমাদের গল্পটা শুরু হোক আজ থেকেই।

Address

Road No:7, Bangladesh University Of Business & Technology
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession - BUBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category