15/09/2025
From: ডিপার্টমেন্টের সিনিয়র
To: এমি
Department: ইংলিশ
Intake: ৫৯
Section: জানিনা
দিনটি ছিল বিইউবিটি ভাইস চ্যান্সেলরস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। চারদিকে উচ্ছ্বাস, করতালি, আনন্দের ঢেউ। খেলোয়াড়রা জয় উদযাপন করছে, দর্শকেরা উল্লাসে ভেসে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই যেন সময় থেমে গেল।
ভিড়ের মধ্য দিয়ে হটাৎ তুমি চলে এলে, মেরুন রঙের জামা, কাঁধে লাল ব্যাগ, আর মুখভরা মায়াবী হাসি। মনে হচ্ছিল ভিড়ের মাঝখান থেকেও তুমি আলাদা এক আলো ছড়াচ্ছো। সত্যি বলতে, সেই মুহূর্তটা আমার কাছে যেন যাদুকরী ছিল। মনে হয়েছিল যেন আকাশ থেকে কোনো এক পরী হঠাৎ নেমে এসেছে।
তুমি বন্ধুদের সাথে ছবি তুলছিলে, হাসছিলে, আনন্দ করছিলে।আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল, তুমি ছিলে সেই দিনের সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি। সবকিছুই এতটা প্রাণবন্ত, এতটা সুন্দর ছিল যে চোখ সরাতে পারিনি। সব কিছু কেমন যেন আমার চোখে গেথে যাচ্ছিলো।
ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। মাঠের চারপাশে অন্ধকার বাড়তে শুরু করলো, আমি মাঠ ছেড়ে চলে এলাম। কিন্তু চলে আসার পরও তোমাকে মাথা থেকে মুছতে পারিনি। সত্যি বলতে, এখনও পারছি না। আমার মনের মধ্যে কেউ এতটা জায়গা নিয়েছে বলে আমি আগে কখনো অনুভব করিনি। সেদিনের সেই ক্ষনস্থায়ী মুহুর্ত এখনো আমার চোখে ভাসে, কতবার ভুলতে চেয়েছি, কিন্তু ভুলতে পারিনি। তোমার হাসি, তোমার উপস্থিতি এখনো মনে পড়ে যায়।
হয়তো এটা তোমার কাছে অদ্ভুত শোনাবে, কিন্তু তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে তুমি আমার মনে অদ্ভুত এক জায়গা দখল করে নিয়েছ। আমি জানি না এই বার্তাটি কখনো তোমার কাছে পৌঁছাবে কিনা। তবু সাহস করে বলছি, তোমার সাথে একদিন কফি খেতে চাই। শুধু একটু গল্প করতে, একটু জানার সুযোগ পেতে।যদি এই বার্তাটি দেখে থাকো, আশা করছি তুমি রেস্পন্স করবে। তোমার ভবিষ্যতের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো।
ইতি,
তোমার অচেনা এক শুভাকাঙ্ক্ষী।