Bhairab Times

Bhairab Times ন্যায়ের সাথে, সত্যের পথে!

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ...
11/09/2024

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের ওপর চাপিয়ে দেয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি।

11/09/2024
সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাত আনুমানিক ১১টায় র‍্যাব-৩ এর একটি টিম তাকে গ্র...
11/09/2024

সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাত আনুমানিক ১১টায় র‍্যাব-৩ এর একটি টিম তাকে গ্রেপ্তার দেখিয়ে র‍্যাব কার্যালয়ে হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস মানবজমিনকে বলেন, র‍্যাবের একটি টিম তাকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। রাতের মধ্যে তাকে খিলগাঁও থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সরকার এখন চাপ টের পাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “স...
28/09/2023

আওয়ামী লীগ সরকার এখন চাপ টের পাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “সেলফি তুলে কতদিন ফুরফুরা মেজাজে ছিল..তারপর দেখেন, বুকে ধড়ফড় শুরু হয়েছে। এই যে বাইরে দেখান সাহসী, ভিতরে অত সাহসী না।”

সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আমিন বাজারে একটি স্কুল মাঠে সমাবেশে একথা বলেন তিনি।

দুই দিন আগে আমিনবাজারে বিএনপির সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার বিষয়টি তুলে আমীর খসরু বলেন, “আর কোনো অনুমতির (পুলিশের) দরকার হবে না। আগামীতে যে কর্মসূচি আসবে, কেউ কোনো অনুমতি নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, রাজপথে ফয়সাল করব। রাস্তায় নেমে, রাস্তা দখল করে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।”

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম রীতা, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটো, দেওয়ান মো. সালাউদ্দিন, মহিলা দলের সুলতানা আহমেদ বক্তব্য রাখেন।

Address

Dhaka
2350

Telephone

+8801303466380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhairab Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhairab Times:

Share