ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত

ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত, News & Media Website, Dhaka.

দুইটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি, মাত্র ৫ কিলোমিটার সমুদ্র দ্বারা পৃথক। শীতকালে, জমে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে এক দ...
29/06/2025

দুইটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি, মাত্র ৫ কিলোমিটার সমুদ্র দ্বারা পৃথক। শীতকালে, জমে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া যায়।

ধরুন আপনি সকাল ১০টা সময় যাত্রা শুরু করলেন এবং প্রায় এক ঘণ্টায় পৌঁছাবেন বলে আশা করছেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর ঘড়িতে দেখা যায় একটি অদ্ভুত সময়।

এই দ্বীপদ্বয় আন্তর্জাতিক তারিখ রেখার দুই পাশে অবস্থিত, এবং তাদের মধ্যে সময়ের পার্থক্য ২২ ঘণ্টা। এই অল্প দূরত্ব হাঁটলেই আপনি কার্যত এক দিন পেছনে বা সামনে চলে যান।

এই সুন্দর দ্বীপগুলো আমেরিকা ও রাশিয়ার মাঝে অবস্থিত। এদের নাম যথাক্রমে "লিটল ডায়োমিড দ্বীপ – গতকাল" এবং "বিগ ডায়োমিড দ্বীপ – আগামীকাল"।

10/05/2025
ইদানিং চলমান বজ্রপাতে  অনেক কৃষক ভাই মারা যাচ্ছে অসাবধানতার কারণে। বজ্রপাতের সময় করণীয়-সতর্কতা:বজ্রপাত থেকে বাঁচতে সচেতন...
02/05/2025

ইদানিং চলমান বজ্রপাতে অনেক কৃষক ভাই মারা যাচ্ছে অসাবধানতার কারণে।

বজ্রপাতের সময় করণীয়-সতর্কতা:
বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
আমাদের দেশে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দেশের পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কুমিল্লায় চারজন, কিশোরগঞ্জে তিনজন, নেত্রকোনায় দুই, চাঁদপুর ও হবিগঞ্জে একজন করে। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয়

এখন বৃষ্টি হলেই হয় বজ্রপাত, আর বজ্রপাত মানেই মৃত্যু। আর বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুর ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।
বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে এবং উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকার পরামর্শ দেন আবহাওয়াবিদরা।
এ সময় জানালা থেকে দূরে থাকার পাশাপাশি ধাতব বস্তু এড়িয়ে চলা, টিভি-ফ্রিজ না ধরা, গাড়ির ভেতর অবস্থান না করা এবং খালি পায়ে না থাকারও পরামর্শ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতা সবচেয়ে জরুরি। বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বজ্রপাত থেকে রক্ষার বিভিন্ন উপায় আরও বেশি করে প্রচারের পরামর্শও দিয়েছেন তারা।

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে। যা পাঠককে সচেতন করতে ডিএমপি নিউজ নির্দেশনাগুলো নিম্নে তুলে ধরছে-

নির্দেশনাগুলো হলো-
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

#কালবৈশাখী ঝড় #বজ্রপাত #বজ্রপাত প্রতিরোধে করণীয় #বৃষ্টি #শিলা বৃষ্টি #ঘূর্ণিঝড়

রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-👇🍋 ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজে লেবুর স্লাইস রেখে দিন,দ...
11/07/2024

রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-👇

🍋 ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজে লেবুর স্লাইস রেখে দিন,দুর্গন্ধ কেটে যাবে।

🍋 আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে লালচে হয়ে যায়? সামান্য লেবুর রস মেখে রাখুন আর লালচে হবে না।

🍋 ভাত রান্নার শেষ দিকে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে নিন। ধবধবে সাদা ভাত তো হবেই, সাথে ফ্লেভারও আসবে।

🍋 গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যায়।

🍋 সাদা কাপড়কে আরো ধবধবে সাদা করতে চান ? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।

🍋 মুরগী বা গরুর মাংস সিদ্ধ হতে সমস্যা? রান্না করার আগে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা।

🍋 বয়লার মুরগি রান্নার আগে লেবুর রস মাখিয়ে রাখলে বয়লারের উটক গন্ধটা অনেকটাই কমে যায়।

🍋 রান্না অতিরিক্ত ঝাল হয়ে গিয়েছে? লেবুর রস মিশিয়ে দিন এক চামচ, এতে খাবারের অতিরিক্ত ঝাল কমে যায়।

🍋 আদা-রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়? হাতে লেবুর রস মেখে নিন, এতে হাতের দুর্গন্ধ কমে যায়।

🍋ছোট মাছের চচ্চড়ি রান্নায় পিল করে লেবুর খোসা মাছের ওপরে বিছিয়ে দিন, তারপর ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দিন। খোসা গুলো ফেলে দিয়ে পরিবেশন করুন।ফ্লেভারটা অসাধারণ হয়।

🍋 ঘরে ভ্যানিলা এসেন্স নেই? লেবুর খোসা ভেজিটেবল পিলার দিয়ে ছিলে নিন অথবা লেবুর রস ব্যবহার করুন।

🍋 লেবুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডার এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ সেটিকে রেখে জল দিয়ে বেসিনটি ধুয়ে নিতে হবে।
সংগৃহীত

✅ চুক্তি অনুযায়ী বিসিএস এর তিন ধাপে মোট ৫০ থেকে ৬০ লাখ টাকার চুক্তি হতো। এছাড়া অন্যান্য পরীক্ষায় ১৮ থেকে ২০ লাখ টাকায় চু...
10/07/2024

✅ চুক্তি অনুযায়ী বিসিএস এর তিন ধাপে মোট ৫০ থেকে ৬০ লাখ টাকার চুক্তি হতো। এছাড়া অন্যান্য পরীক্ষায় ১৮ থেকে ২০ লাখ টাকায় চুক্তি হতো। এই সব টাকা ধাপে ধাপে নেওয়া হতো।

বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে এ সব প্রার্থী সিলেক্ট করা হতো। যারা টাকা দেওয়ার সামর্থ্য রাখতেন কেবল তাদেরকেই আলাদা করে কোচিং করানো হতো। ধীরে ধীরে তাদের সঙ্গে চুক্তি করা হতো।

বেশির ভাগ প্রার্থী ম্যানেজ করার কাজটি করতো গ্রেফতার হওয়া পিএসসির উপ-পরিচালক আবু জাফর যিনি মালিবাগে জ্যোতি ইনস্টিটিউট নামে একটি সেন্টার চালাতেন।

এই কোচিং সেন্টারটি তার স্ত্রীর নামে। এস এম আলমগীর কবির চালাতেন মিরপুরে একটি কোচিং সেন্টার। এ দুটো কোচিং সেন্টারে সরকারি চাকরির পড়া ছাড়া আর কোনো কিছু করানো হতো না।

সিআইডি কর্মকর্তারা বলেছেন, এই দুই কোচিং সেন্টার থেকেই মূলত বেছে বেছে প্রার্থী সিলেক্ট করা হতো। যেহেতু টাকা একেবারে লাগে না তাই প্রার্থীরাও ধীরে ধীরে টাকা দিতে পারে এবং পরীক্ষার একটি ধাপে টিকে গেলে আত্মবিশ্বাস বেড়ে যায়। পরবর্তীতে সম্পদ নষ্ট করে হলেও চাকরির জন্য টাকা দিয়ে দেয় প্রার্থীরা।

এখন এই প্রশ্ন ক্রেতাদের মুখোশ উন্মোচন করা জরুরি। এরা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদে সেট হয়ে আছে।

আপনার পরিচিত কারা কারা এই জ্যোতি ইনস্ট

03/06/2024

Good morning

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share