সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি।

সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি। Let’s confidently explore the demands of our inner child with the adventurous spirit of a curious mind.

28/12/2024

বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
অন্ধকারে জেগে উঠা ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েলপাখি ।- জীবনানন্দ দাশ।

06/02/2024

সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স
তথ্যসূত্র: পত্রিকা
০৬-ফেব্রুয়ারী-২০২৪
প্রস্ততকারক: মাকছিদুল হাসান পরশ
-----------------------------------
বাংলাদেশের 'জাতীয় গ্রন্থাগার' কোথায় অবস্থিত?
ঢাকার আগারগাঁও।

'ইসলামিক রেজিস্ট্যান্স' কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নাম?
ইরাক।

এনএসসিএন' কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? ভারত।

কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়?
→ ১৯০০ সালে।

কত সালের মধ্যে বাংলাদেশ ব্যাংক সুশাসন নিশ্চিতে 'রোডম্যাপ' বাস্তবায়নের ঘোষণা দেয়?
২০২৬ সাল।

কোন দুটি দেশ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির তৎপরতা চালাচ্ছে? → কাতার ও মিশর।

জাতীয় সংসদের অভ্যন্তরীণ স্থায়ী কমিটির সংখ্যা কতটি? ৫০টি

জানুয়ারি মাসে দেশের মোট পণ্য রপ্তানির অর্থমূল্য কত? ৫৭২ কোটি ৪৩ লাখ ডলার।

'টাইপোগ্রাফি' কী?
এক ধরনের অক্ষরবিন্যাস (এটি নিয়ে গবেষণা করেছেন সব্যসাচী হাজরা)

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (২০২৪)' কততম আসর অনুষ্ঠিত হচ্ছে?
২৮তম। (১ম অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে)

থ্রি ব্রাদারহুড অ্যালিয়ান্স' কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? মিয়ানমার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশের মানুষ কমপক্ষে কত ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছে?
৩২ ধরনের।

বিশ্বের কোন ব্যক্তি সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়েন?
ওলেগকোনোনেঙ্কা।

মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
২৮৩ কি.মি

সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষে আছে কোন শহর?
বেইজিং (চীন)

সর্বপ্রথম দলীয় প্রতীকে 'স্থানীয় সরকার নির্বাচন' অনুষ্ঠিত হয় কবে? → ২০১৫ সালে।

International Organisation (Memorising techniques).
06/02/2024

International Organisation (Memorising techniques).

💥একনজরে বিশ্বের বিভিন্ন উপজাতি।
06/02/2024

💥একনজরে বিশ্বের বিভিন্ন উপজাতি।

06/02/2024

আপডেট --
ইদের পর ৪৬তম বিসিএস প্রিলি অনুষ্ঠিত হবে।

🟥 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলার ২- ৩ নম্বর নিশ্চিত কমন এক পোস্ট থেকেই!✅ বিগত প্রাইমারি পরীক্ষার বাংলা অংশের নির্...
06/02/2024

🟥 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলার
২- ৩ নম্বর নিশ্চিত কমন এক পোস্ট থেকেই!

✅ বিগত প্রাইমারি পরীক্ষার বাংলা অংশের নির্ভুল সমাধান:

05/02/2024

আপডেট💥
▪️অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (ICH) ৫টি
▪️ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিষ্ঠান ১০টি
▪️জিআই পণ্য ২২টি
▪️স্থলবন্দর ২৪টি
▪️গ্যাসক্ষেত্র ২৯টি
▪️নদীবন্দর ৪৩টি
▪️আবহাওয়ার পূর্বাভাসে স্টেশন ৪৪টি
▪️রেলওয়ে নেটওয়ার্কের জেলা ৪৮টি
▪️ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০টি
▪️সরকারি বিশ্ববিদ্যালয় ৫৫টি
▪️বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৫২টি
▪️ইউনিয়ন ৪,৫৯৬টি
▪️গ্রাম ৯০,০৪৯টি
[ আপডেট ৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ]

👇 বিশ্বে বাংলাদেশের অবস্থান
▪️বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনে দ্বিতীয়
▪️ পারমাণবিক শক্তি ব্যবহারকারে ৩৩তম
▪️সাবমেরিনে যুক্ত ৪১তম
▪️নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণে ৫৭ তম
▪️মেট্রোরেল চালুর ক্ষেত্রে ৬০তম
▪️ এভারেস্টজয়ী ৬৭তম।

বাংলাদেশের প্রথম।
02/02/2024

বাংলাদেশের প্রথম।

'গান' থেকে প্রশ্ন আসলে সাধারণত এগুলোর বাইরে আসে না।শেয়ার করে রেখে দিন✅✅©Pramanik Sir
01/02/2024

'গান' থেকে প্রশ্ন আসলে সাধারণত এগুলোর বাইরে আসে না।
শেয়ার করে রেখে দিন✅✅
©Pramanik Sir

01/02/2024

কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়?
সঠিক উত্তর : ৬০তম✅
🗣️ ভুল তথ্য ৩৬তম❌

তথ্যসূত্র : DMTCL'র বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩,পৃষ্ঠা ১০ ও ৮২।

বিভিন্ন ভাস্কর্য।
01/02/2024

বিভিন্ন ভাস্কর্য।

বিভিন্ন প্রাচীন সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান।
31/01/2024

বিভিন্ন প্রাচীন সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান।

Address

Dhaka

Telephone

+8801927404510

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি।:

Share