Mr. Mahmud

Mr. Mahmud There is nothing to describe, but only one thing is, i want to say the general peoples voice from this page!

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
03/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

21/04/2025

ছেলে হয়ে জন্মাইছেন ভাল কথা,
ছেমড়িরা ডাকলেই যেখানে সেখানে গিয়ে যাচ্ছেতাই করে
নিজের জীবনের পুন মারবেন নাহ।

14/04/2025
মিয়া খালিফার হাতে প্যালেস্টাইনের পতাকা,টিশার্টে মুক্তিসংগ্রামি লায়লা খালিদের ছবি। যার মেরুদন্ড আর মগজকে পৃথিবীর কোন অর্থ...
12/04/2025

মিয়া খালিফার হাতে প্যালেস্টাইনের পতাকা,টিশার্টে মুক্তিসংগ্রামি লায়লা খালিদের ছবি। যার মেরুদন্ড আর মগজকে পৃথিবীর কোন অর্থ কিনে নিতে পারেনি,
যাকে দেখলে কামনা পরাহত হয় আর শ্রদ্ধায় মাথানত হয়ে আসে,কোন নিষেধাজ্ঞার পরোয়া করেন নি,যেখানে তামাম দুনিয়ার নেতারা বিক্রি হয়ে গেছে।
ইনসানিয়াত আর বিবেকের এর চেয়ে বড় মর্তবা আর কি হতে পারে!তাই বুঝি স্বয়ং খোদা তৃষ্ণার্ত সারমেয়কে স্রেফ পানি পান করাবার কারণে শরীরের হিসাব মওকুফ করে দিয়েছিলেন!

12/04/2025

Long March for Gaza!

12/04/2025

মার্চ ফর গাজা।। স্বেচ্ছাসেবী ভাইরা নিজেদের উদ্যোগে ফ্রি পানি দিচ্ছে। জাযাখআল্লাহু খাইরান।।

12/04/2025

লং মার্চ ফর গাজা!

30/03/2025

Eid Mubarak!

গাযার জাবালিয়ায় ঈদের সালাতের এক টুকরো দৃশ্য 💙
30/03/2025

গাযার জাবালিয়ায় ঈদের সালাতের এক টুকরো দৃশ্য 💙

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?- চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? - চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? ...
24/02/2025

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।

২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।

৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।

৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।

৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।

৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

রেমিট্যান্স যোদ্ধা 😆😂আমি কেমনে যোদ্ধা হইলাম নিজেও জানিনা, নিজের স্বার্থে ট্যাকা কামানের ধান্ধায় বিদেশ আসছি। দেশ আবার নিজ...
10/01/2025

রেমিট্যান্স যোদ্ধা 😆😂

আমি কেমনে যোদ্ধা হইলাম নিজেও জানিনা, নিজের স্বার্থে ট্যাকা কামানের ধান্ধায় বিদেশ আসছি। দেশ আবার নিজের স্বার্থে আমারে খুশি করার লাইগা নামের পিছে ট্যাগ লাগাইসে "রেমিট্যান্স যোদ্ধা"। কোনো প্রবাসী দেশের কথা চিন্তা কইরা বিদেশ যায়না, দেশপ্রেমে উথলায়া বিদেশ পাড়ি দেয়না। আসল কারণ ব্যাক্তিগত এবং পারিবারিক।

বিদেশে আমি দেশের লাইগা যুদ্ধ করিনা, নিজের পেটের লাইগাই যুদ্ধ করি। ইকোনমির মার প্যাচে আমার পাঠানো টাকায় দেশের উপকার হয় সেটা আমার স্ব-ইচ্ছায় না। আমি দেশের উন্নয়নের কথা মাথায় রাইখা দেশে টাকা পাঠাইনা। আমার ব্যাক্তিগত প্রয়োজনে টাকা পাঠাই।

একমাত্র আমাদের দেশেই সব প্রফেশন আলাদা ভাবে গ্লোরিফাই করার একটা কালচার বহু আগে থেকেই চলমান। ডাক্তার দেশপ্রেমিক, ইঞ্জিনিয়ার দেশপ্রেমিক, প্রবাসী ও দেশপ্রেমিক। ওরে দেশপ্রেমিক!

ডাক্তার / ইঞ্জিনিয়ার যে বিসিএস এর প্রিপারেশন নেয় হেতে দেশপ্রেম থেকা বিসিএস হয়? দেশপ্রেমের লাইগা আলাদা প্রফেশন কেন থাকা লাগবে? আর থাকলেও নিজের দেশরে ভালোবাসার কারণে তারে আলাদা কেন ট্রিট করা লাগবে?

যে রিক্সা চালায়, তরকারি বেচে, মাটি কাটে, বিড়ি বেচে তারাও দেশের ইকোনমিতে অবদান রাখতেসে, দেশপ্রেম ব্যাক্তিগত। এটার সাথে প্রফেশন কেন যুক্ত হবে?

বাংলাদেশে সব চলে ফুটেজে, বাঙালিরে ম্যাস ম্যানিপুলেট করা সবচেয়ে সহজ, এইজন্য ওয়াজ মাহফিলে, রাজনৈতিক বক্তব্যে, মিডিয়ায় প্রবাসীদের আলাদা হাওয়া/বাতাস দেয়া হয়। কারণ মিডিয়া, হুজুররা আর রাজনৈতিক নেতারা ভালো কইরা জানে আমাদের মতো মূর্খ** গুলারে উসকায় ভালো ফুটেজ খাওয়া যায়, পাব্লিসিটি ভালো হয়।

এতোকিছু লেখার উদ্দেশ্য আজকে এয়ারপোর্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটারে সবাই একপাক্ষিক ভাবে জাস্টিফাই করতেসে। ভিক্টিম দাবী করা ওই প্রবাসীর পক্ষে যারা সাফাই গাইতেসে তাদের দাবী সিকিউরিটি চাইলেই তারে গ্রেপ্তার করতে পারতো, ভাই আপনে ৫/৭ জন নিয়ে যখন অলরেডি হাতাহাতি শুরু কইরা দিবেন আপনারে আর গ্রেপ্তার করার সুযোগ থাকেনা, কেউনা কেউ বাটানি খাবেই, রক্তারক্তি ঘটবে এটাই স্বাভাবিক।

পরিশেষে একটা সম্পূরক প্রশ্ন রাইখা গেলাম।

শামীম ওসমান বা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী হাসিনা যদি বিদাশ থেইকা ইসলামী ব্যাংকের মাধ্যমে আমদের রাষ্ট্রপতি চুপ্পুরে ঈদের সালামি পাঠায় সেটা কি রেমিট্যান্স হিসেবে যুক্ত হবে? হেরাও কি রেমিট্যান্স যোদ্ধা?

- সংগৃহীত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share