Mr. Mahmud

Mr. Mahmud There is nothing to describe, but only one thing is, i want to say the general peoples voice from this page!

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।বর...
25/08/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।

বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পূরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।

বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।

বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।

বরকত হলো — মানুষজনের সাথে পরিচিত ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।

বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।
©️

থালাপতি বিজয় আর আমাদের সাকিব,মাশরাফির পার্থক্য কোথায় জানেন..? শি-র-দাঁ-ড়া-য় থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যো...
25/08/2025

থালাপতি বিজয় আর আমাদের সাকিব,মাশরাফির পার্থক্য কোথায় জানেন..? শি-র-দাঁ-ড়া-য় থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যোগ দিতে পারতো..ইভেন দুইদলই তাকে আ-ব্বা ডেকে নোমিনেশন দিত..কিন্তু সেটা সে করে নাই..করাপ্টেড দলে যোগদানের চেয়ে নিজেই একটা দল বানিয়ে নিয়েছে..এই কাজের জন্য হ্যাডম লাগে..এই হ্যাডম আমাদের টা-ট্টু ঘোড়াদের নাই..

রিল লাইফের থালাপতি বিজয় মানুষ শখ করে ডাকলেও আজ প্রমানিত হইছে সে রিয়েল লাইফের থালাপতি।

সংগৃহীত

বলতে পারেন এগুলো কি!!
21/08/2025

বলতে পারেন এগুলো কি!!

20/08/2025

বসুন্ধরা ফ্যাশন ফেষ্ট ২০২৫!

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক...
12/08/2025

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি
টিকেছিলেন।

❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে
সেটা মেনে নিতে পারেন না ?
❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?
❒ কেন বলেন আমি আর বাঁচতে চাইনা ?
❒ কেন বলেন, আমি হেরে গিয়েছি ?

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন- কি প্রতিভা আছে আপনার ? মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় আল্লাকে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন ।

❤️🙂❤️

Courtesy: মাইলস্টোন স্কুল এর বিমান দূর্ঘটনায় এই বাচ্চাগুলোকে এখনো তাদের পরিবার খুঁজে পায়নি! কেউ কোনো হাসপাতালে বা কোথাও ...
21/07/2025

Courtesy:
মাইলস্টোন স্কুল এর বিমান দূর্ঘটনায় এই বাচ্চাগুলোকে এখনো তাদের পরিবার খুঁজে পায়নি! কেউ কোনো হাসপাতালে বা কোথাও সন্ধান পেলে যোগাযোগ করবেন ছবিতে দেওয়া নাম্বারগুলোতে।

10/06/2025

কোরবানির মাংস নিয়ে তুমুল মারামারি, অতঃপর ক্যামেরা দেখে ঠান্ডা।।

✨ ঈদ মোবারক! ✨পবিত্র ঈদুল আজহার এই আনন্দময় দিনে আপনার ও আপনার প্রিয়জনদের জন্য রইলো অশেষ ভালোবাসা, শান্তি ও কল্যাণের শু...
06/06/2025

✨ ঈদ মোবারক! ✨
পবিত্র ঈদুল আজহার এই আনন্দময় দিনে আপনার ও আপনার প্রিয়জনদের জন্য রইলো অশেষ ভালোবাসা, শান্তি ও কল্যাণের শুভকামনা।
আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন। 🌙🕌

োবারক

14/04/2025
মিয়া খালিফার হাতে প্যালেস্টাইনের পতাকা,টিশার্টে মুক্তিসংগ্রামি লায়লা খালিদের ছবি। যার মেরুদন্ড আর মগজকে পৃথিবীর কোন অর্থ...
12/04/2025

মিয়া খালিফার হাতে প্যালেস্টাইনের পতাকা,টিশার্টে মুক্তিসংগ্রামি লায়লা খালিদের ছবি। যার মেরুদন্ড আর মগজকে পৃথিবীর কোন অর্থ কিনে নিতে পারেনি,
যাকে দেখলে কামনা পরাহত হয় আর শ্রদ্ধায় মাথানত হয়ে আসে,কোন নিষেধাজ্ঞার পরোয়া করেন নি,যেখানে তামাম দুনিয়ার নেতারা বিক্রি হয়ে গেছে।
ইনসানিয়াত আর বিবেকের এর চেয়ে বড় মর্তবা আর কি হতে পারে!তাই বুঝি স্বয়ং খোদা তৃষ্ণার্ত সারমেয়কে স্রেফ পানি পান করাবার কারণে শরীরের হিসাব মওকুফ করে দিয়েছিলেন!

12/04/2025

Long March for Gaza!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share