Tahseen Bahar Shucona

Tahseen Bahar Shucona আসসালামু আলাইকুম।
আমার পেজে আপনাকে স্বাগতম।
অনুরোধ রইল আমার পেজে একটা লাইক দিয়ে যাবেন।
ধন্যবাদ
(1)

জুম করে দেখা কিন্তু নিষেধ
14/09/2025

জুম করে দেখা কিন্তু নিষেধ

09/09/2025

কোথায় কোন ভেজাল নেই

আমি অবিবাহিত মেয়ে ডিভোর্সী এক সন্তানের পিতাকে বিয়ে করি। আমরা গরীর তারা বড়লোক কিন্তু শ্বশুর শ্বাশুড়ি ননদরা মূল্যায়ন করে ...
08/09/2025

আমি অবিবাহিত মেয়ে ডিভোর্সী এক সন্তানের পিতাকে বিয়ে করি। আমরা গরীর তারা বড়লোক কিন্তু শ্বশুর শ্বাশুড়ি ননদরা মূল্যায়ন করে না সারাদিন কাজ আর কাজের লোকের মত আচরণ, স্বামী ও সেম আচরণ করে। ননদরা মারতে আসলেও স্বামী তাদের কোন অন্যায়ে প্রতিবাদ করে না। তাদের হয়ে মারে এবং গরীব বলে অপমান করে। স্বামী তার আগের সন্তান কে দেখতে যায় তার মায়ের কাছে, তার সাথে প্রাক্তন বউয়ের কল লিস্টে রিসিভ ডায়াল কল দেখেছি এবং মেসেজ দেখেছি। কোন রকমেই স্বামী স্বীকার করে না। আজকে তিন বছর + হইছে। একটা সন্তান আছে আমার। সব কিছু র জন্য বারবার মাপ চায় আবার পরে একই রকম আচরণ করে, সে এবং তার পরিবার। ভরণপোষণের জন্য ও ঝগড়া করে গরীব ইত্যাদি বলে। অথচ অন্য ছেলের বউয়ের সঙ্গে ভালো আচরণ করে ঐটা বড়লোক। কাজ ইচ্ছে মত করলে করে না করলে নাই কিছু বলে না। সব কিছু বলতে গেলে শেষ হবে না খুব ই সংক্ষিপ্ত আকারে বললাম। আমি আর নিতে পারছি না।
ডিভোর্স দিলে প্রথমে কোন পেপার দিব। আমি কি ডিভোর্সের আগে দুজন আলাদা থাকতে পারবো??

সিরিয়াস পোস্ট! সম্প্রতি ডিভোর্সড বেইবি নেই, দেখতে ভালো,বয়স ২৯,উচ্চতা ৫'৩" এরকম মেয়ের জন্য পাত্র চাই। মেয়ের ফ্যামিলি ব্যা...
08/09/2025

সিরিয়াস পোস্ট!
সম্প্রতি ডিভোর্সড বেইবি নেই, দেখতে ভালো,বয়স ২৯,উচ্চতা ৫'৩" এরকম মেয়ের জন্য পাত্র চাই।
মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো।একটাই মেয়ে আর ছোট দুইটা ভাই আছে। তারাও বিবাহিত।
ভাই বড়টা ফ্যামিলি নিয়ে আমেরিকা থাকে। ছোট ভাই দেশের পারিবারিক ব্যবসা সামাল দিচ্ছে আপাতত। তারও বাইরে যাবার প্রসেসিং চলছে। মেয়ের বাবা নেই।
২বছর আগে পরলোকগমণ করেছেন।
ছেলে ডিভোর্সি বা ওয়াইফ নেই এরকম হলেও চলবে। অযথা নক দিবেন না দয়াকরে। যাদের সিরিয়াস মনে হয় তারাই ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ছেলের বয়স ৩৫ এর মধ্যে হলে ভালো হয় তবে ৪০এর উপরে নয়।
ধন্যবাদ।😊

07/09/2025

I got over 200 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

31/08/2025

বউদি

30/08/2025

বাড়িতে কেউ না থাকলে যা হয় এক্স #ভিডিও

30/08/2025

কক্সবাজার সমুদ্র সৈকত

30/08/2025

ডাকসুর সাবেক ভিপি নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। তাঁর নাসার হাড় (Nasal bone) এবং উপরের চোয়ালের হাড় (Maxilla) ভেঙে গেছে। এছাড়াও তাঁর মাথার ভেতরে আঘাতজনিত রক্তক্ষরণ, অর্থাৎ “আঘাতজনিত সাবঅ্যারাকনয়েড হেমোরেজ (Traumatic Subarachnoid Haemorrhage)” হয়েছে। তাঁর দ্রুততার সুস্থতা কামনা করছে। আমিন...!!!

29/08/2025

এটা বর্বরতা ছাড়া কিছুই না,

28/08/2025

Funny video

আজ সকালে একটা ভিডিও  দেখলাম। ২ভাই  ও স্ত্রীরা মিলে  উনাকে বেধে হাত দিয়ে চো'খ তু'লে নিচ্ছে। শেষ জামানা, মানুষ কতোটা খা'রা...
27/08/2025

আজ সকালে একটা ভিডিও দেখলাম।
২ভাই ও স্ত্রীরা মিলে উনাকে বেধে হাত দিয়ে চো'খ তু'লে নিচ্ছে।
শেষ জামানা, মানুষ কতোটা খা'রাপ। দেশে কি বিচার নাই আল্লাহ। যারা এ কাজ করলো তাদের ক্র/স ফা'য়ার দেওয়া উচিৎ সবার সামনে।

Address

Dhaka

Telephone

+8801924938382

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahseen Bahar Shucona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share