Řupkøthäッ

Řupkøthäッ পুড়তে হলে আগুনের প্রয়োজন নেই , একাকিত্বই যথেষ্ট!!

✍️ মো: মনির হোসেন

This is Rupkotha like page.Here u will all the get F***y video and short film Fun and some poets So U will definitely like it

22/07/2025

😴😴

প্যান্টের ভিতর সান্ডা 😂😂🤣 কি কমেন্টরে ভাই 🥴
23/05/2025

প্যান্টের ভিতর সান্ডা 😂😂🤣 কি কমেন্টরে ভাই 🥴

ধ্বংস হয়ে যাবে দেশ .... যদি রাস্তায় নোংরা প্রশাক পরে আন্দোলন করা নারীদের কথা বাস্তবায়ন করা।
18/05/2025

ধ্বংস হয়ে যাবে দেশ .... যদি রাস্তায় নোংরা প্রশাক পরে আন্দোলন করা নারীদের কথা বাস্তবায়ন করা।

আজ গরীব বলে বিয়ে টা করা হলো না 🥴
13/05/2025

আজ গরীব বলে বিয়ে টা করা হলো না 🥴

ভারত যখন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় 🙄😂
13/05/2025

ভারত যখন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় 🙄😂

দুঃখ পেলেই মরে যেতে হয় না!!  👌
10/05/2025

দুঃখ পেলেই মরে যেতে হয় না!! 👌

🥀
09/05/2025

🥀

একটা ছেলে যখন বেকার থাকে, তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত, আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে। তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। ধীরে ধীরে সে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়!

সকালে ঘুম থেকে উঠে মনে হয়, আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলাল না। তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়, কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে! "তোমার অভিজ্ঞতা নেই," "আমাদের লোক লাগবে না," "তুমি আনফিট" এই কথাগুলো তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় তিলে তিলে!

বাড়িতে ফিরে দেখে, মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা মুখ ঘুরিয়ে নেন, ছোট ভাইবোনের চোখেও এক ধরনের প্রশ্ন "তুমি আসলে করছটা কি?" যাকে সে ভালোবাসে, সেও ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে টাকা রোজগার করা শিখতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কিছু চেনে না!

বন্ধুরা মজা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। একদিন সে আর কোনো স্বপ্নই দেখে না, কারণ সে জানে, স্বপ্ন কেবল টাকাওয়ালাদের জন্য! এই দুনিয়া শুধু সাফল্যের গল্প শুনতে চায়। এখানে বেকার হয়ে বেঁচে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো। অভাবের যু*দ্ধে সবাই টিকে থাকতে পারেও না। কেউ আ*ত্মহ*ত্যা করে, কেউ কাপুরুষের মতো জীবন কাটায়, আর কেউ মেনে নেয় "জন্মই আমার আজন্ম পাপ!"

❤️
09/05/2025

❤️

👌
09/05/2025

👌

ছেলেটির নাম রাশিদ। বয়স ২৪। পেশায় রাজমিস্ত্রি হলেও মনটা ছিল সোনার মতো। একদিন স্থানীয় এক আত্মীয়ের মাধ্যমে তার পরিচয় হয় রুবিনার সঙ্গে। রুবিনা ছিলেন এক কন্যাসন্তানের মা। তার স্বামী কয়েক মাস আগে দুর্ঘটনায় মারা যান। সমাজের চোখে এক ‘বোঝা’ হয়ে উঠছিলেন রুবিনা। কিন্তু রাশিদের চোখে তিনি ছিলেন এক সংগ্রামী মা, এক পরিপূর্ণ নারী।

রাশিদ প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল—এই মেয়েটির জীবনকে নতুন রঙে ভরিয়ে দিতে চায় সে। পরিবারের আপত্তি ছিল, প্রতিবেশীদের কথাও কম শোনেনি। কিন্তু রাশিদ থেমে থাকেনি। সে বুঝিয়েছিল, ভালোবাসা মানে শুধু সৌন্দর্য নয়—দায়িত্ব, সম্মান, ও ভবিষ্যতের পাশে থাকা।

আয়োজন হয় বিয়ের। রুবিনা তার কোলের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়েই নতুন জীবনের পথে পা রাখলেন। রাশিদও বাচ্চাটিকে নিজের সন্তানের মতো গ্রহণ করল।

সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সবাই বলল, “এই ছবি শুধু বিয়ের নয়, এটি মানবতার প্রতিচ্ছবি।”

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Řupkøthäッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category