Ajker Bangladesh

Ajker Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ajker Bangladesh, 21/1, Haque Mansion, Suit Number 309 & 319, Zigatola (Bustand), Dhanmondi, Dhaka.

শব্দেরা শুধু গল্প বলে না, প্রশ্ন তোলে। আমরা খুঁজি জীবনের অর্থ, ভালবাসার গভীরতা আর নিঃশব্দের ভাষা। গল্পের ফেরিওয়ালা— যারা গল্পে ছুঁয়ে যায় আত্মা, জাগিয়ে তোলে ভাবনার আলো।

07/11/2025
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর...
07/11/2025

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রিক্সায় করে গোটা গ্রামে মাইক দিয়ে ঘোষণা করেন, আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি করবেন নিজেদের পানের বরজ এলাকায়।

এমন ঘোষণা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়ে যায়।


এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জান্নাতের টিকিট বিক্রির কাজে বাঁধা দেয়া কি ঠিক হলো ??আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি 😆
07/11/2025

জান্নাতের টিকিট বিক্রির কাজে বাঁধা দেয়া কি ঠিক হলো ??
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি 😆

ট্রল আপনাকে করবেই!.আপনি দেশের যেকোনো দলে যান না কেন, এদের কাজই হলো একে অপরকে দোষারোপ করা, হেয় করা, ভাঙা মনোবলকে আরও দুর্...
07/11/2025

ট্রল আপনাকে করবেই!.আপনি দেশের যেকোনো দলে যান না কেন, এদের কাজই হলো একে অপরকে দোষারোপ করা, হেয় করা, ভাঙা মনোবলকে আরও দুর্বল করে দেওয়া।

কিন্তু প্রিয় ভাই, আমরা ভুলে যাই না আপনি আজ জনাব তারেক রহমানের ডাকে, দেশের বর্তমানের সবচেয়ে বড় রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিতে যাচ্ছেন।
এটা শুধু আপনার নয়, আমাদের মধ্যবিত্ত প্রজন্মের সব রাজনৈতিক দলের কাছে এক আশার সোপান যেখানে আমরা দেখতে চাই সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক তরুণরা নেতৃত্বে আসুক।

হ্যাঁ, সমালোচনা হবে, তবুও এগিয়ে যান দৃঢ়তায়!
কারণ, যে মানুষ দেশের জন্য সত্যিকার অর্থে কাজ করতে চায়, আল্লাহ তার পথ নিজেই খুলে দেন।

কৃতজ্ঞতা @ NouMuslim Muhammad Raj

দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অজুহাত খুঁজে বেড়াতেন। প্র্যাকটিসের সময় কাঁধে হাত রেখে ধীরে...
06/11/2025

দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অজুহাত খুঁজে বেড়াতেন। প্র্যাকটিসের সময় কাঁধে হাত রেখে ধীরে ধীরে কাছে আসতেন, কখনো অপ্রত্যাশিতভাবে বুকের সঙ্গে চেপে ধরতেন।

পরিস্থিতি বুঝে নেয়ার আগেই ভেসে আসত অশোভন মন্তব্য তোর পিরিয়ডের কয়দিন চলতেছে? শেষ হলে বলিস, আমার দিকটাও দেখতে হবে।

সময়ের সঙ্গে সঙ্গে অপমানের তালিকা লম্বা হয়েছে। বিষয়গুলো পৌঁছেছে বিসিবির অভ্যন্তরে, কিন্তু প্রতিবারই অভিযোগ চাপা পড়েছে ফাইলের স্তরে। বদলে গেছে শুধু ইঙ্গিতের ধরন, কমেনি মানসিক নির্যাতন।

রিয়াসাদ আজিমের সামনে ১৬ বছরের পথচলায় জমে থাকা সেই সব ক্ষত আজ প্রকাশ্যে যা কাঁপিয়ে দিয়েছে পুরো ক্রিকেট অঙ্গন।
এমন অভিযোগের পরেও কি বিসিবি চুপ থাকবে ??

05/11/2025

এখন আল-বটর বাহিনীর কাছে খারাপ হয়ে গেল শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ।
ফেসবুকে মীর স্নিগ্ধকে গা/লি দিচ্ছে আল-বটর বাহিনী।
😐😬😐

প্রাথমিক সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ।বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ...
04/11/2025

প্রাথমিক সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ।

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ নেয়ার সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

গুঞ্জন রয়েছে, ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ। এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের ১,১৭,৪৩,৪৪,৪৫, ৪৬, ৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৩,৫৪ ও বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরা ৬টি থানা) নিয়ে গঠিত।

গতকাল সোমবার ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। তবে ৬৩টি আসন ফাঁকা রাখে দলটি। এরমধ্যে ঢাকা-১৮ আসনটি রয়েছে।

চাচাকে বাবা সাজিয়ে’ মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএ...
04/11/2025

চাচাকে বাবা সাজিয়ে’ মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ডিএনএ পরীক্ষা করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তদন্তের প্রয়োজনে তার প্রকৃত পিতা-মাতা এবং চাচা-চাচিরও ডিএনএ পরীক্ষা করা হবে।

মঙ্গলবার (৪ই নভেম্বর ২০২৫) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, অভিযুক্ত কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি ও চাকরি লাভের উদ্দেশ্যে জন্মদাতা পিতা-মাতার পরিবর্তে আপন চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখানোর অভিযোগ রয়েছে। দুদক একে "মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা" হিসেবে দেখছে। এই মিথ্যা পরিচয়ের মাধ্যমে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে নিয়োগ লাভ করেন।

দুদক ২০২৪ সালের ২৬শে ডিসেম্বর এই মামলাটি দায়ের করে। সে সময় কামাল হোসেন নওগাঁর আত্রাইয়ের ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নাচোলের ইউএনও এবং তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

দুদকের মহাপরিচালক আরও জানান, মামলার তদন্তকালে প্রকৃত পিতা-মাতার পরিচয় নির্ধারণের জন্য তদন্তকারী কর্মকর্তা ডিএনএ পরীক্ষার আবেদন করেন। দুদক সেই আবেদন বিবেচনা করে আদালতের অনুমতি সাপেক্ষে আসামি কামাল হোসেন, তার প্রকৃত পিতা-মাতা এবং চাচা-চাচির ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, কামাল হোসেনের প্রকৃত পিতা আবুল কাশেম ও মা হাবীয়া খাতুন। কিন্তু তিনি কাগজপত্রে তার চাচা, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব এবং চাচি সানোয়ারা খাতুনকে ‘পিতা-মাতা হিসেবে দেখিয়ে’ মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, ‘তিনি এসএসসি, এইচএসসি ও উচ্চশিক্ষা পর্যন্ত সব সনদে চাচা-চাচির নাম ব্যবহার করেছেন। এমনকি জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রেও তাদের নাম বসিয়েছেন।’ অভিযোগ মতে, নবম শ্রেণি থেকে রেজিস্ট্রেশনের সময় তিনি চাচাকে পিতা ও চাচিকে মাতা হিসেবে অন্তর্ভুক্ত করেন এবং এই জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে প্রশাসন ক্যাডারে চাকরি পান।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান জানান, নাচোল ইউএনওর ডিএনএ টেস্টের বিষয়ে তিনিও মৌখিকভাবে শুনেছেন। তবে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চিঠি না আসায় এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব না বলে তিনি জানান।

অপরদিকে, অভিযুক্ত নাচোল উপজেলার ইউএনও কামাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উপজেলাবাসীর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকে মন্তব্য করেছেন, এমন দুর্নীতিবাজ ইউএনওর উপজেলায় প্রয়োজন নেই এবং দ্রুত তার ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছেন।

Address

21/1, Haque Mansion, Suit Number 309 & 319, Zigatola (Bustand), Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Bangladesh:

Share

আজকের বাংলাদেশ

আজকের বাংলাদেশ এখন দেশ বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । সচেতন নাগরিকের দৈনিক ডিজিটাল নিউজ পেপার। আজকের পত্রিকা, আজকের সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই আমাদের চোখ খোলা আমরা বলতে পারি।