29/06/2025
বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগাজিন উদ্ধার !
বিমান বন্দরের নিরাপত্তা তল্লাশীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলি সহ ম্যাগাজিন। অস্ত্রটি অবশ্য তাঁর ব্যাগে পাওয়া যায়নি। কিন্তু একজন উপদেষ্টা, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন তাঁর ব্যাগে অস্ত্রের ম্যগাজিন কেন থাকবে?
তিনি কি সাধারণত অস্ত্রবহন করেন? তাঁর জন্যে সরকারের নিরাপত্তা প্রটোকল আছে, অস্ত্র তো তাঁদের বহন করার কথা। আরো অবাক বিষয় হলো আসিফ বিদেশে যাওয়ার প্রাক্কালে তাঁর ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন এলো কিভাবে? আসিফের কি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে? এবং এই গুলি উদ্ধারের পর তাঁকে কোন রকম জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে?
এবার আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, আসিফের ব্যাগে অস্ত্রের গুলি থাকার বিষয়টি ভিআইপি গেইটের প্রথম চেকিংয়ের সময় অপারেটর সম্ভবত একটু উদাসীন ছিলেন, তাই প্রথম ধাপে ম্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিমানে বোর্ডিং এর আগের চেক পয়েন্টে — সৌভাগ্যক্রমে গুলিসহ ম্যাগাজিনটি চিহ্নিত হয়, এবং তা আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান।
এ বিষয়ে করা বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রায় সকল গণমাধ্যম থেকে উধাও হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশ ২.০ তে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গেলো?
আগামীতে কোন প্রকাশিত/প্রচারিত সংবাদ গায়েব করবেন না? যদি করেন। তাহলে গায়েব করা সংবাদের কেন্দ্রে গিয়ে তা এভাবে তুলে ধরতে আরো আগ্রহী হবো।
(আলজাজিরার সাংবাদিক Zulkarnain Saer এর পেইজ থেকে সংগৃহীত)