Nazteach online Bd

Nazteach online Bd আপনার পেজ বা প্রোফাইলের যে কোন সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
WhatsApp:-018149017460(SMS)

সৌদি তে কেউ অসুস্থ হলে কারও অপেক্ষা করবেন না যে আপনার অমুক ভাই বা তমুক ভাই এসে হসপিটালে নিয়ে যাবে। সরাসরি ইমারজেন্সি মেড...
18/12/2025

সৌদি তে কেউ অসুস্থ হলে কারও অপেক্ষা করবেন না যে আপনার অমুক ভাই বা তমুক ভাই এসে হসপিটালে নিয়ে যাবে। সরাসরি ইমারজেন্সি মেডিকেলের জরুরী নং ৯৯৭ এ কল দিয়ে জানিয়ে দিবেন ব্যাস।

সৌদি ইমারজেন্সি মেডিকেল টিম এম্ভোলেন্স নিয়ে আপনার দেওয়া লকেশনে হাজির হয়ে যাবে। আপনাকে হাসপাতালে নিয়ে যাবে এবং আপনার চিকিতসা চলবে।

পরিশেষে বিলের বিষয় আসলে সেটা আপনার ইন্সুরেন্স থেকে কাটবে, যদি আপনার ইন্সুরেন্স না থাকে তাহলে সরাসরি আপনার কপিল কিংবা কোম্পানীর ইন্সুরেন্স থেকে কাটবে। যদি কপিল বা কোম্পানীর আপডেট কোনো ইন্সুরেন্স ও না থাকে তাহলে হাসপাতালের একটা আলাদা ফান্ড আছে সেখান থেকে কেটে নিবে।

তাই নিজে জানুন সচেতন হোন এবং সচেতনা সবার মাঝে ছড়িয়ে দিন এতে লক্ষ লক্ষ সৌদি প্রবাসী রা উপকৃত হবে।

18/12/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ❣️

06/12/2025

Good morning

দীর্ঘ ২২টা বছর! একটি ছোট্ট শিশুকে তিল তিল করে গড়ে তোলা, বুকে আগলে রেখে দুনিয়ার সব বিপদ থেকে রক্ষা করা, নিজের সবটুকু দিয়ে...
20/11/2025

দীর্ঘ ২২টা বছর! একটি ছোট্ট শিশুকে তিল তিল করে গড়ে তোলা, বুকে আগলে রেখে দুনিয়ার সব বিপদ থেকে রক্ষা করা, নিজের সবটুকু দিয়ে তার স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা—এই কষ্টের গভীরতা কেবল একজন বাবা-মা-ই বোঝেন।

কিন্তু যখন ২২ বছরের সেই স্নেহ, আদর আর বিশ্বাসের দেয়াল ২২ দিনের এক প্রেমের ঝড়ে ভে*ঙে যায়, তখন বাবার পায়ের নিচের মাটি সরে যায়। এটা শুধু অবাধ্যতা নয়, এ যেন র**ক্তে*র সাথে করা সবচেয়ে বড় বেইমানি।

আজ বাবাকে তার সিদ্ধান্তে অটল থাকতে দেখে অনেকেই হয়তো তাকে কঠোর বলছেন। কিন্তু একবার ভাবুন, যদি অভিভাবক নামক এই বটবৃক্ষটিই নুয়ে পড়ে, তাহলে প্রজন্ম ছায়া পাবে কোথায়? যদি বাবার সম্মান এভাবে ধুলোয় মিশে যায়, তবে কোন বাবা তার সন্তানকে পরম মমতায় মানুষ করতে আগ্রহী হবেন?

কোনো আপস নয়। কারণ এটা শুধু একজন মেয়ের বিয়ে নয়, এটা একটি পরিবারের বিশ্বাস, সম্মান এবং দীর্ঘদিনের লালন-পালনের প্রশ্ন। বাবার জায়গায় অটল থাকাটা তার জেদ নয়, অভিভাবকত্বের অস্তিত্ব রক্ষার লড়াই।

#লামিছা
#বাবার_কষ্ট

বিয়ে করার জন্যে প্রবাসী ভাই স্বর্ণ নিয়া আসছিল ২ বছরের বেতন জমিয়ে।কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট লাকিঝ কেটে চু"রি করে নিয়...
19/11/2025

বিয়ে করার জন্যে প্রবাসী ভাই স্বর্ণ নিয়া আসছিল ২ বছরের বেতন জমিয়ে।
কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট লাকিঝ কেটে চু"রি করে নিয়ে গেছে..!
এই হলো আমাদের দেশের অবস্থা

19/11/2025

খেলোয়াড়দেরকে যেভাবে অর্থ এবং সম্মান দিয়ে পুরষ্কৃত করা হয়েছে। বিশ্বজয়ী হাফেজদেরকেও এভাবে পুরষ্কৃত করা হোক।

মানামা বাঙালি গলিতে একজন বাংলাদেশি প্রবাসী ইন্তে*কাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,  ভাই টার নাম সুরুক ম...
18/11/2025

মানামা বাঙালি গলিতে একজন বাংলাদেশি প্রবাসী ইন্তে*কাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, ভাই টার নাম সুরুক মিয়া, বাড়ি সিলেট নবীগঞ্জ। আলমপুর গ্রাম।

মালয়েশিয়া ,,প্রবাসী,,এয়ারপোর্টে গিয়ে দেখে ,,৬ ঘন্টা আগে বিমান চলে গেছে,,,বিমানের টাইম ,,পরিবর্তন হয়েছে ,,এটা প্রবাসী ভাই...
15/11/2025

মালয়েশিয়া ,,প্রবাসী,,এয়ারপোর্টে গিয়ে দেখে ,,৬ ঘন্টা আগে বিমান চলে গেছে,,,বিমানের টাইম ,,পরিবর্তন হয়েছে ,,এটা প্রবাসী ভাই ,,জানে না। ,,,এখন ৬০ হাজার টাকা লাগবে ,,,সিংগেল টিকেট,,,বিমানবন্দরে প্রায়ই এইরকম ,,,নাটক প্রবাসীদের ,,সাথে চলে।🥲
কিছু বলার ভাষা,,, নেই এটাই ,,,সিস্টেম। 🥲😭🥲🥲

#প্রবাসী

টাকার মেশিন আজ কফি*নবন্দি  #প্রবাসি  #টাকারমেশিন
15/11/2025

টাকার মেশিন আজ কফি*নবন্দি #প্রবাসি #টাকারমেশিন

দীর্ঘ সাত বছর পর প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার মো. ফারুক (৩২)। পরিবারের সঙ্গে নত...
13/11/2025

দীর্ঘ সাত বছর পর প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার মো. ফারুক (৩২)। পরিবারের সঙ্গে নতুন জীবন শুরু করার আশায় ১৯ নভেম্বরের ফ্লাইটের টিকিটও কাটা ছিল। দেশে ফিরেই বিয়ের আয়োজনের কথাও চূড়ান্ত হয়েছিল। কিন্তু সেই প্রতীক্ষার আগেই প্রবাসে থেমে গেল তাঁর জীবনের পথচলা—সৌদি আরবের দাম্মামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই প্রবাসী তরুণ।

সৌদিতে জন্ম তারপরও  রেদোয়ানকে ফেরত পাঠানো হলো বাংলাদেশে। সৌদি আরবের মক্কার রিয়াবাস শহরে জন্ম নেওয়া রেদোয়ান মোহাম্মদ হাসা...
12/11/2025

সৌদিতে জন্ম তারপরও রেদোয়ানকে ফেরত পাঠানো হলো বাংলাদেশে। সৌদি আরবের মক্কার রিয়াবাস শহরে জন্ম নেওয়া রেদোয়ান মোহাম্মদ হাসান (২৫) আজ দুপুরে পরিবার ছাড়াই ডিপোর্ট হয়েছেন। বাবা-মা ও চার ভাই এখনো সৌদিতেই রয়েছেন অথচ তার জন্মভূমি সৌদি । জন্মস্থানের দেশ থেকেই ফিরতে হলো একা ও শূন্যহাতে।

আজ (মঙ্গলবার) সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে আরও ৯০ বাংলাদেশির সঙ্গে দেশে ফেরেন রেদোয়ান। বাংলাদেশের তার কোথাও যাওয়া জায়গা নেই।

রেদোয়ান জানান, সৌদিতে তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং একটি স্থানীয় ফার্মেসিতে ক্লিনার হিসেবে কাজ করতেন। তাঁর কাছে বৈধ বাংলাদেশি পাসপোর্টও ছিল। প্রায় ১৮ দিন আগে সৌদি পুলিশ তাঁকে আটক করে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠায়। সেদিনের পর থেকে আর পরিবারের কারও সঙ্গে দেখা হয়নি।

কন্টেন্ট ক্রিয়েটর Dipankar Dip আজ সকালে মালয়েশিয়া তে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে গেছে! ছেলেটা কে নিয়ে অনেক অনেক পো...
12/11/2025

কন্টেন্ট ক্রিয়েটর Dipankar Dip আজ সকালে মালয়েশিয়া তে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে গেছে! ছেলেটা কে নিয়ে অনেক অনেক পোস্ট দেখতেছি, তার কন্টেন্ট এর জন্য সে অনেকের ই প্রিয় ছিলো।
তার একটা পোস্ট ও চোখের সামনে ঘুরতেছে! অক্টোবর মাসের পোস্ট, ''আমি হয়তো খুব শীগ্রই দেশে চলে আসবো,একা থাকা আমার ধারা সম্ভব না....🙃
ছোটবেলা থেকেই বন্ধু-বান্ধব,পরিবার এর সাথে থেকে বড় হয়েছি,হুটহাট এইরকম সিচুয়েশনে পরে আমি টোটালি ডিপ্রেশনে চলে যাচ্ছি।
প্রচুর কষ্ট হচ্ছে!''

গিয়েছিলো পড়ালেখা করতে। সেখানে একা একা থাকতে কষ্ট হচ্ছিলো। তার কিছুদিনের মধ্যে সে দুনিয়া থেকেই চলে গেলো!

মৃত্যু অবধারিত সবার জন্য কিন্তু তবুও এমন 'তরতাজা' প্রাণ হুটহাট চলে গেলে আমরা আসলে সহজে মেনে নিতে পারিনা!

যার সাথে গতোকাল রাতেও কথা হয়েছে আপনার, সে আজ দুপুরে দুনিয়া থেকে চলে গেলে এইটা নিতে পারবেন না আপনি! মনে হবে আরে একটু আগেই না কথা বললাম!

দুনিয়া তে এসেছি, আবার চলেও যেতে হবে,এইটাই নিয়ম তবুও এইভাবে হুটহাট কাছের মানুষজন কিংবা পরিচিত মানুষজন হুটহাট চলে গেলে কি যে খারাপ লাগে!

ছেলেটার ফ্যামিলির মানুষ রাও তাকে শেষবারের মতো জীবিত অবস্থায় দেখলো না। আমাদের লাইফের কতো 'গোল' থাকে। বিদেশ যাবো, লাইফে উন্নতি করতে হবে, লাইফে প্রচুর টাকা কামাইতে হবে, সব ই ঠিক কিন্তু এই যে ফ্যামিলির সবার থেকে দূরে চলে যাওয়া, এই কষ্ট টাই আলাদা! যারা দূরে থাকে, তারাই জানে!

আপনার ফ্যামিলির কেউ চলে গেলে আপনি শেষবারের মতো দেখবেন না, আপনার কিছু হলেও তারা হুটহাট আপনার কাছে যেতে পারবেনা!

হাহ! জীবন....

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nazteach online Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazteach online Bd:

Share