18/12/2025
সৌদি তে কেউ অসুস্থ হলে কারও অপেক্ষা করবেন না যে আপনার অমুক ভাই বা তমুক ভাই এসে হসপিটালে নিয়ে যাবে। সরাসরি ইমারজেন্সি মেডিকেলের জরুরী নং ৯৯৭ এ কল দিয়ে জানিয়ে দিবেন ব্যাস।
সৌদি ইমারজেন্সি মেডিকেল টিম এম্ভোলেন্স নিয়ে আপনার দেওয়া লকেশনে হাজির হয়ে যাবে। আপনাকে হাসপাতালে নিয়ে যাবে এবং আপনার চিকিতসা চলবে।
পরিশেষে বিলের বিষয় আসলে সেটা আপনার ইন্সুরেন্স থেকে কাটবে, যদি আপনার ইন্সুরেন্স না থাকে তাহলে সরাসরি আপনার কপিল কিংবা কোম্পানীর ইন্সুরেন্স থেকে কাটবে। যদি কপিল বা কোম্পানীর আপডেট কোনো ইন্সুরেন্স ও না থাকে তাহলে হাসপাতালের একটা আলাদা ফান্ড আছে সেখান থেকে কেটে নিবে।
তাই নিজে জানুন সচেতন হোন এবং সচেতনা সবার মাঝে ছড়িয়ে দিন এতে লক্ষ লক্ষ সৌদি প্রবাসী রা উপকৃত হবে।