Bangalir Ekushea Television

Bangalir Ekushea Television বাঙ্গালীর একুশে টেলিভিশনঃ একটি অনলাইন টেলিভিন চ্যানেল

08/06/2025
12/01/2025

বড়তল্লা বড় গোষ্ঠীর নেতৃবৃন্দের উদ্যোগে সন্ত্রা, মাদক ও অন্যায়ের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত:

14/12/2024

বাঙ্গালীর একুশে সংবাদ: যোগ্য নেতৃত্বের সন্ধানে বাঙ্গালীর একুশের কার্যক্রমে বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল: ব্যবস্থাপনা পরিচালক; নূর মেডিকেল সেন্টার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

12/12/2024

বৈষম্যবিরোধী বিশ্বগড়ার কার্যক্রমকে সামনে নিয়ে বাঙ্গালীর একুশে টেলিভিশনের বিশেষ সংবাদ প্রতিবেদন:

02/12/2024

আশুগঞ্জের দূর্গাপুরে সশস্ত্রডাকাতের তান্ডব দিশাহারা এলাকাবাসী
ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা: স্থানীয় প্রশাসনের:

ঢাকা বিশ্ববদ্যালয়ের চরম কাপুরুষতাপূর্ণ এটি একটি বর্বর রাজনৈতিক হত্যাকান্ড: সৃজনশীল এবং অন্যায়ের প্রতিবাদী মেধাবী শিক্ষার...
19/09/2024

ঢাকা বিশ্ববদ্যালয়ের চরম কাপুরুষতাপূর্ণ এটি একটি বর্বর রাজনৈতিক হত্যাকান্ড:
সৃজনশীল এবং অন্যায়ের প্রতিবাদী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আতংক তৈরিই এই হত্যাকান্ডের মূল মুটিভ: এটি কোনো সাধারণ হত্যাকান্ড নয়: গোটা জাতি এই হত্যাকান্ডের ঘটনায় লজ্জিতঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া চরম অমানবিক ঘটনা সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়, হতে পারে না। আমরাও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি। মানবিকতা এবং মানবিক মূল্যবোধের জীবনের বড় একটা শিক্ষা আমরা মূলত সেখান থেকেই পেয়েছি। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখেছি যে কিভাবে জুনয়রদের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েও সিনিয়ররা কিভাবে ‘স্যারি’ বলে আমাদের মহৎ মানবিকতার শিক্ষা দিয়েছেন হল গুলোতে, ক্যাম্পাসে। মানুষকে আপন করার শিক্ষা, অসহায়কে সহযোগিতা করার শিক্ষা আমরা কোনো সিলেবাসের মাধ্যমে নয় সিনিয়রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের সহনশীলতা, পারস্পারিক মূল্যবোধ, পরকে পর না ভেবে আপন করার শিক্ষাটা এটাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শিক্ষা। তাই বিশ্ববিদ্যালয়গুলোর দিকে গোটা জাতি থাকিয়ে থাকে যে তারা দেশের দূরদিনে হাল যেমন ধরবেন তেমনি আপন হয়ে অসহায় দেশবার পাশে দাড়াবেন। তাই বাস্তব অভিজ্ঞতা দিয়েই বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতংক তৈরির জন্য আপনার যারা “ কমিটেড ক্রাইম এগেইনষ্ট হিউমিনিটি” এর মত ঘটনা ঘটিয়েছেন তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন। এতে আমাদের সৃজনশীল সম্ভাবনাময় তরূন প্রজন্ম এবং সাধারণ শিক্ষার্থীদের আতংকিত করতে পারবেন না। কারণ আপনারা যারা দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গণকে কলঙ্কিত করেছেন জাতি আপনাদের ঘৃণা করছে:

15/06/2024

কোরবানির পশুর বিরাট বাজার: তালশহর গরু মহিষ ও চামড়ার অস্থায়ী হাট
স্থান : তালশহর কলেজ মাঠ
নতুন বাজারের উত্তর পাশে
আশুগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া
সার্বিক তত্বাবধানে জনাব মাসুম মিয়া

15/06/2024

কোরবানির পশুর বিরাট বাজার: চরচারতলা গরু মহিষ ও চামড়ার অস্থায়ী হাট
স্থান : নাটাল মাঠ
আশুগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া
সার্বিক তত্বাবধানে জনাব এম. এ লিটন

13/06/2024

মো: হাসিব আবদুল্লাহ
উপজেলা কৃষি কর্মকর্তা
আশুগঞ্জ

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when Bangalir Ekushea Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangalir Ekushea Television:

Share