News খবর

News খবর জনকল্যাণ মূলক সব খবর ।।

ইসলামিক ফাউণ্ডেশনে নিয়োগ...
28/07/2025

ইসলামিক ফাউণ্ডেশনে নিয়োগ...

ফুটফুটে এই শিশুকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। যদি আপনার পরিচিত হয় ...
21/07/2025

ফুটফুটে এই শিশুকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।
যদি আপনার পরিচিত হয় বা কেউ চিনে থাকেন তাহলে

যোগাযোগ করুন- ০১৮১১৬৯৬০৩৩

গত ১৩/০২/২০২৫ ইং তারিখে প্রকাশিত Assistant Manager (Finance), Sub-Assistant Engineer, Junior Assistant Manager (Admin) এ...
28/05/2025

গত ১৩/০২/২০২৫ ইং তারিখে প্রকাশিত Assistant Manager (Finance), Sub-Assistant Engineer, Junior Assistant Manager (Admin) এবং Junior Assistant Manager (Finance) পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে লিখিত পরীক্ষা আগামী ২০/০৬/২০২৫ইং তারিখ অনুষ্ঠিত হবে। যোগ্য আবেদনকারীগণের লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে নিচের লিংকটি ভিজিট করুন।
✅ লিংকঃ https://desco.gov.bd/site/job_information/32062a15-3f65-4a9d-aa2d-4c4a05429ccc/-
📌পরিক্ষার ভেন‍্যু ও সময়সূচী এডমিট কার্ডে প্রদান করা হয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন ডেসকো ওয়েবসাইটঃ 🌐 www.desco.gov.bd

22/04/2025
ছেলে টির নামঃ তৌকির আহম্মেদ রাফাদ গত কাল বিকাল ৪.০০ দিকে ভান্ডারিয়া মাদ্রাসা (রাজবাড়ী জেলা) উদ্দেশ্যে রওনা দেয়,কিন্তু  ত...
16/04/2025

ছেলে টির নামঃ তৌকির আহম্মেদ রাফাদ গত কাল বিকাল ৪.০০ দিকে ভান্ডারিয়া মাদ্রাসা (রাজবাড়ী জেলা) উদ্দেশ্যে রওনা দেয়,কিন্তু তার খোজ পাওয়া যাচ্ছে না, তার বয়স ১৪ বছর, গায়ে ছিল মেজেন্টি রংয়ের জুব্বা,একটি কাল রংয়ের কাধে ঝুলানো ব্যাগ, একটি শপিং ব্যাগ, যদি কেউ ছেলেটির সন্ধান দিতে পারেন তাহলে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।০১৯১৫১০৩৬০৫. সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি।

07/04/2025

সুরা মায়িদা - ৫:২১

হে আমার সম্প্রদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি[১] নির্দিষ্ট করেছেন (লিখে দিয়েছেন), তাতে তোমরা প্রবেশ কর[২] এবং পশ্চাদপসরণ করো না,[৩] করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।’

[১] বানী ইসরাঈলের প্রধান পুরুষ ইয়াকুব (আঃ)-এর বাসস্থান ছিল বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম)। কিন্তু তাঁর পুত্র ইউসুফ (আঃ) মিসরের রাষ্ট্রপ্রধান হওয়ার পর তাঁরা সকলেই মিসরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। পরিশেষে মূসা (আঃ) ফিরআউনের কবল থেকে মুক্তিলাভের জন্য গোপনভাবে রাতারাতি বানী ইস্রাঈলকে নিয়ে মিসর থেকে চলে আসেন। কিন্তু সে সময় বায়তুল মুকাদ্দাসে আমালেকাদের শাসন ছিল, যারা এক বীর-বাহাদুর গোত্র রূপে পরিচিত ছিল। যখন মূসা (আঃ) পুনরায় বায়তুল মুকাদ্দাসে গিয়ে বসবাস করার ইচ্ছা পোষণ করলেন তখন তার জন্য ক্ষমতাসীন আমালেকাদের বিরুদ্ধে জিহাদ জরুরী ছিল। সুতরাং মূসা (আঃ) নিজ গোত্রকে ঐ পবিত্র ভূমিতে প্রবেশ করার নির্দেশ দিলেন এবং সাথে সাথে আল্লাহর সাহায্যের সুসংবাদও শুনালেন। কিন্তু তা সত্ত্বেও বানী ইস্রাঈল আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হল না। (তাফসীরে ইবনে কাসীর)

[২] এর উদ্দেশ্য, ঐ বিজয় ও সাহায্য; যার প্রতিশ্রুতি আল্লাহ জিহাদের শর্তে দিয়ে রেখেছিলেন।

[৩] অর্থাৎ জিহাদ থেকে বিমুখ হয়ো না।

07/04/2025

সুরা: বনি ইসরাঈল - ১৭:১

পবিত্র ও মহিমময় তিনি[১] যিনি তাঁর বান্দাকে রাতারাতি[২] ভ্রমণ করিয়েছেন (মক্কার) মাসজিদুল হারাম হতে (ফিলিস্তীনের) মাসজিদুল আকসায়,[৩] যার পরিবেশকে আমি করেছি বরকতময়,[৪] যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই; [৫] নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ।

[১] سُبْحَانَ হল, سَبَّحَ يُسْبِّحُ এর মাসদার (ক্রিয়া বিশেষ্য)। অর্থ হল, أُنَزِّهُ اللهَ تَنْزِيْهًا অর্থাৎ, আমি প্রত্যেক দোষ-ত্রুটি থেকে আল্লাহর পবিত্র ও মুক্ত হওয়ার কথা ঘোষণা করছি। সাধারণতঃ এর ব্যবহার তখনই করা হয়, যখন অতীব গুরুতত্ত্বপূর্ণ কোন ঘটনার উল্লেখ হয়। উদ্দেশ্য এই হয় যে, বাহ্যিক উপায়-উপকরণের দিক দিয়ে মানুষের কাছে এ ঘটনা যতই অসম্ভব হোক না কেন, আল্লাহর নিকট তা কোন কঠিন ব্যাপার নয়। কেননা, তিনি উপকরণসমূহের মুখাপেক্ষী নন। তিনি তো كُنْ শব্দ দিয়ে নিমিষে যা ইচ্ছা তা-ই করতে পারেন। উপায়-উপকরণের প্রয়োজন তো মানুষের। মহান আল্লাহ এই সব প্রতিবন্ধকতা ও দুর্বলতা থেকে পাক ও পবিত্র।

[২] إِسْراءٌ শব্দের অর্থ হল, রাতে নিয়ে যাওয়া। পরে لَيْلًا উল্লেখ করে রাতের স্বল্পতার কথা পরিষ্কার করা হয়েছে। আর এরই জন্য لَيْلًا 'নাকেরাহ' (অনির্দিষ্ট) এসেছে। অর্থাৎ, রাতের এক অংশে অথবা সামান্য অংশে। অর্থাৎ, চল্লিশ রাতের এই সুদীর্ঘ সফর করতে সম্পূর্ণ রাত লাগেনি; বরং রাতের এক সামান্য অংশে তা সুসম্পন্ন হয়।

[৩]أَقْصَى দূরত্বকে বলা হয়। 'আল-বাইতুল মুকাদ্দাস' বা 'বাইতুল মাকদিস' ফিলিস্তীন বা প্যালেষ্টাইনের কদস অথবা জেরুজালেম বা (পুরাতন নাম) ঈলীয়া শহরে অবস্থিত। মক্কা থেকে ক্বুদ্স চল্লিশ দিনের সফর। এই দিক দিয়ে মসজিদে হারামের তুলনায় বায়তুল মাকদিসকে 'মাসজিদুল আকসা' (দূরতম মসজিদ) বলা হয়েছে।

[৪] এই অঞ্চল প্রাকৃতিক নদ-নদী, ফল-ফসলের প্রাচুর্য এবং নবীদের বাসস্থান ও কবরস্থান হওয়ার কারণে পৃথক বৈশিষ্ট্যের দাবী রাখে। আর এই কারণে একে বরকতময় আখ্যা দেওয়া হয়েছে।

[৫] এটাই হল এই সফরের উদ্দেশ্য। যাতে আমি আমার এই বান্দাকে বিস্ময়কর এবং বড় বড় কিছু নিদর্শন দেখিয়ে দিই। তার মধ্যে এই সফরও হল একটি নিদর্শন ও মু'জিযা। সুদীর্ঘ এই সফর রাতের সামান্য অংশে সুসম্পন্ন হয়ে যায়। এই রাতেই নবী (সাঃ)-এর মি'রাজ হয় অর্থাৎ, তাঁকে আসমানসমূহে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন আসমানে নবীদের সাথে তাঁর সাক্ষাৎ হয়। সপ্তাকাশের উপরে আরশের নীচে 'সিদরাতুল মুন্তাহা'য় মহান আল্লাহ অহীর মাধ্যমে নামায এবং অন্যান্য কিছু শরীয়তের বিধি-বিধান তাঁকে দান করেন। এ ঘটনার বিস্তারিত আলোচনা বহু সহীহ হাদীসে রয়েছে এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়ীন থেকে নিয়ে এ পর্যন্ত উম্মতের অধিকাংশ উলামা ও ফুকহা এই মত পোষণ করে আসছেন যে, এই মি'রাজ মহানবী (সাঃ)-এর সশরীরে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। এটা স্বপ্নযোগে অথবা আত্মিক সফর ও পরিদর্শন ছিল না, বরং তা ছিল দেহাত্মার সফর ও চাক্ষুষ দর্শন। (তা না হলে এ ঘটনাকে অস্বীকারকারীরা অস্বীকার করবে কেন?) বলা বাহুল্য, এ ঘটনা মহান আল্লাহ (অলৌকিকভাবে) তাঁর পূর্ণ কুদরত দ্বারা ঘটিয়েছেন। এই মি'রাজের দু'টি অংশ। প্রথম অংশকে 'ইসরা' বলা হয়; যার উল্লেখ এখানে করা হয়েছে। আর তা হল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করার নাম। এখানে পৌঁছে নবী (সাঃ) সমস্ত নবীদের ইমামতি করেন। বায়তুল মাকদিস থেকে তাঁকে আবার আসমানসমূহে নিয়ে যাওয়া হয়। আর এটা হল এই সফরের দ্বিতীয় অংশ। যাকে 'মি'রাজ' বলা হয়েছে। এর কিঞ্চিৎ আলোচনা সূরা নাজমে করা হয়েছে এবং বাকী বিস্তারিত আলোচনা হাদীসসমূহে বর্ণিত রয়েছে। সাধারণভাবে সম্পূর্ণ এই সফরকে 'মি'রাজ' বলে আখ্যায়িত করা হয়। 'মি'রাজ' সিড়ি বা সোপানকে বলা হয়। আর এটা রসূল (সাঃ)-এর পবিত্র মুখ-নিঃসৃত শব্দ عُرِجَ بِي إِلَى السَّمَاءِ (আমাকে আসমানে নিয়ে যাওয়া হয় বা আরোহণ করানো হয়) হতে গৃহীত। কেননা, এই দ্বিতীয় অংশটা প্রথম অংশের চেয়েও বেশী গুরুতত্ত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ ব্যাপার। আর এই কারণেই 'মি'রাজ' শব্দটাই বেশী প্রসিদ্ধি লাভ করেছে। মি'রাজের সময়কাল নিয়ে মতভেদ রয়েছে। তবে এ ব্যাপারে সকলে একমত যে, তা হিজরতের পূর্বে সংঘটিত হয়েছে। কেউ কেউ বলেছেন, এক বছর পূর্বে। আবার কেউ বলেছেন, কয়েক বছর পূর্বে এ ঘটনা সংঘটিত হয়েছে। অনুরূপ মাস ও তার তারীখের ব্যাপারেও মতভেদ রয়েছে। কেউ বলেছেন, রবিউল আওয়াল মাসের ১৭ অথবা ২৭ তারীখে হয়েছে। কেউ বলেছেন, রজব মাসের ২৭ তারীখ এবং কেউ অন্য মাস ও অন্য তারীখের কথাও উল্লেখ করেছেন। (ফাতহুল কাদীর)
(মহানবী (সাঃ) ও তাঁর সাহাবা (রাঃ)গণের নিকট তারীখের কোন গুরুতত্ত্ব অথবা এ দিনকে স্মরণ ও পালন করার প্রয়োজনীয়তা ছিল না বলেই, তা সংরক্ষিত হয়নি। -সম্পাদক)

অনলাইনে ডেসকোর মিটারের  নাম/মালিকানা  পরিবর্তন...
25/02/2025

অনলাইনে ডেসকোর মিটারের নাম/মালিকানা পরিবর্তন...

এখন ঘরে বসেই ডেসকোর মিটারের নাম/মালিকানা পরিবর্তন করুন। নাম/মালিকানা পরিবর্তনের জন্য আর ডেসকোর অফিসে যেতে হবে না...

★নিয়োগ বিজ্ঞপ্তি★ডেসকো’র বিভিন্ন পদে নিয়োগ...   আবেদনের শেষ তারিখঃ ২৭/০২/২০২৫। বিস্তারিত জানতে ও অনলাইন আবেদন করতে ভিজিট...
05/02/2025

★নিয়োগ বিজ্ঞপ্তি★

ডেসকো’র বিভিন্ন পদে নিয়োগ...
আবেদনের শেষ তারিখঃ ২৭/০২/২০২৫। বিস্তারিত জানতে ও অনলাইন আবেদন করতে ভিজিট করুন www.desco.gov.bd।

ডেসকো সংক্রান্ত যেকোন অভিযোগ/মতামত/তথ্য এর বিষয়ে রাত-দিন ২৪ ঘন্টা যেকোন সময়ে কল করুন হটলাইন ১৬১২০, ডেসকো'র কেন্দ্রীয়  গ্...
02/02/2025

ডেসকো সংক্রান্ত যেকোন অভিযোগ/মতামত/তথ্য এর বিষয়ে রাত-দিন ২৪ ঘন্টা যেকোন সময়ে কল করুন হটলাইন ১৬১২০, ডেসকো'র কেন্দ্রীয় গ্রাহক সেবা কেন্দ্র, সংশ্লিষ্ট ডেসকো বিক্রয় ও বিতরণ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের নম্বরে অথবা মেসেজ করুন ডেসকো'র ফেইসবুক পেইজে।

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৭৪৫ জন.....
29/01/2025

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৭৪৫ জন.....

➡️ নিখোঁজ সংবাদ আবু তালহা জোবায়ের এই ছেলেটি  গত ২১/০১/২০২৫ ইং তারিখ বাড়ি থেকে মাদ্রাসায় গিয়েছিল ।কিন্তু এখনো মাদ্রাস...
22/01/2025

➡️ নিখোঁজ সংবাদ

আবু তালহা জোবায়ের এই ছেলেটি গত ২১/০১/২০২৫ ইং তারিখ বাড়ি থেকে মাদ্রাসায় গিয়েছিল ।কিন্তু এখনো মাদ্রাসায় পৌঁছায় নাই ।সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রসূলপুর মাদ্রাসায় পড়াশোনা করে । যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে ০১৯১৬৫৮৬৮৫৫ নম্বরে যোগাযোগ করুন।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when News খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News খবর:

Share