কাছে আসার গল্প

কাছে   আসার   গল্প Hi everyone! This is my official fan page.. Like the page...comment on post and know more about " ?

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয...
13/07/2025

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।

মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারো সাথে প্রেমের অভিনয় করাটা ছিল ভুল।

ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করাটা ছিল ভুল।

দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।

ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধুর সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।

জীবনের শেষ বেলায় এসে মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হয় না।

টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না।

জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে, মানুষের দোয়া এবং আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি।

লোকের শ্রদ্ধা আর ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।

অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে, মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল!

13/07/2025
মাঝে মাঝে আমারও মনে হয়,আমি হারিয়ে যাচ্ছি কোনো এক অচেনা শহরে। যেমন রাত্রি হারিয়ে যায় দিনের কাছেআমিও ঠিক হারিয়ে যাচ্ছি কোন...
19/01/2025

মাঝে মাঝে আমারও মনে হয়,
আমি হারিয়ে যাচ্ছি কোনো এক অচেনা শহরে।
যেমন রাত্রি হারিয়ে যায় দিনের কাছে
আমিও ঠিক হারিয়ে যাচ্ছি
কোনো এক অচেনা শহরের অলি-গলির মাঝে।
কেমন যেনো শূন্য শূন্য মনে হয়,
আমার এই পৃথিবীকে।
কত লোক হই-চই করে মরছে এই জীবনের তরে।
আবার কত লোক আনন্দ উল্লাসী মেতে যাচ্ছে
রোজ এই জীবনকে উপভোগ করে।
আমিও একদিন মেতে ছিলাম খুব করে
কোনো এক রাত্রির ঝড় এসে!
উল্টাপাল্টা করে দিয়ে গেলো আমারই শহরকে।
তাই আমি আজও ঘুরি নিঃস্ব হয়ে
কোনো এক অচেনা শহরের অলি-গলির মাঝে।
কোনো এক মায়াময় চোখের,ব্যাকুলতা নিয়ে।
-metallica_.one

হঠাৎ দেখা হয়তো একদিন দেখা হবে।কোন রাস্তার মোড়ে অথবা কোন গলির বাঁকে।দিনটি হতে পারে, নীল নির্মেঘ আকাশ। এক ঝলক মিঠে বাতাস...
19/01/2025

হঠাৎ দেখা
হয়তো একদিন দেখা হবে।
কোন রাস্তার মোড়ে অথবা কোন গলির বাঁকে।
দিনটি হতে পারে, নীল
নির্মেঘ আকাশ।
এক ঝলক মিঠে বাতাস।
হতে পারে অপরূপ তার আমেজ, অনবদ্য তার স্নিগ্ধতা।
চোখে চোখ পড়বে।
বিস্ময়ের প্রথম ধাক্কাটা
সামলে নিয়ে থাকবে বিস্মিত চাহনি।
যেথায় শুকনো পাতার মর্মর ধ্বনি টুকু অব্দি শোনা যাবে না।
বুকের একেকটা পাঁজর নড়ে ওঠে অন্তরআত্মা কেঁপে উঠবে।
বিদ্যুৎ চমকের মত মন ভাসবে অতীত স্মৃতির বায়।
জীবনের স্রোত ডিঙিয়ে যাবার চেষ্টা করা ক্ষ্যাপামি। সম্বিত ফিরে পেয়ে ঠোঁটের কোণে এক চিমটি হাসি,,
মিলিয়ে যাবে কোলাহলে।
করণীয়, না-করণীয় তা পরে বিচার্য করে ----
দুজনার কেউ কি কদম বাড়াবে দুজনার পানে?
একটু কথা বলার জন্য -----
কথা নাকি অদম্য, অব্যক্ত যন্ত্রণা এক।
নাকি অবনত করে চোখের দৃষ্টি, চলে যাবে যে যার পথে,
বর্তমানকে সঙ্গী করে।
দুজনার বুকে তখনো হাতুড়ি পিটছে কেউ।
-metallica_.one

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি। কোনো অভিযোগ করিনি। শুধু নিজেকে সরিয়ে নিয়েছি, তোমার জীবন থেকে নীরবে বিদ...
16/01/2025

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি,
কিন্তু চিৎকার করিনি।
কোনো অভিযোগ করিনি।
শুধু নিজেকে সরিয়ে নিয়েছি,
তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি।
তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছো,
কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে,
কিন্তু নিরবতা থেমে থাকবে না।
কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না, এটা নিঃশব্দে বয়ে চলে
ততক্ষণ, যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয়।
-metallica_.one

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে। সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জি...
08/01/2025

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে।
সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জিজ্ঞেস কইরেন না।
কারণ, বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপূত হবে না।
মানুষের পছন্দ, অপছন্দ কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নেন, জীবন সহজ হবে।
-metallica_.one

এই যে তুমি আমায় মন চাইলেই ছেড়ে যাও, অবহেলা করো, ঠিকঠাক সময় দাওনা, ভুল করেও ভালোবাসো না, তাতে আমার কষ্ট হয় না–যন্ত্রণা হয়...
08/01/2025

এই যে তুমি আমায় মন চাইলেই ছেড়ে যাও, অবহেলা করো, ঠিকঠাক সময় দাওনা, ভুল করেও ভালোবাসো না, তাতে আমার কষ্ট হয় না–যন্ত্রণা হয় না, জানো তো?
আমি তো মানুষ নই।
মানুষ হলে এমন অবহেলা–অনাদরে ফেলে রাখতে না। এই যে তুমি আমায় ভুলে থাকো, কেমন করে দূরে থাকো, আমি ছাড়া পৃথিবীর অন্যসব কিছুতেই তুমি সুখ খুঁজে পাও, তাতে আমার দুঃখ নেই, জানো তো?
অথচ দেখো,
তুমি ছাড়া আমার নিদারুণ এই নিঃসঙ্গতা আর কে দূর করে? আর কিসে মন ভরে তোমার একটুখানি সঙ্গ ছাড়া? এই যে এতশত জনস্রোতে আমার নিজেকে একা লাগে, হুটহাট মন খারাপ, বিষন্নতা, মাইগ্রেন পেয়ে বসে, তোমায় ছাড়া সুখ কোথায়?
তোমার সবকিছু চলে নিয়মে, নিয়মমাফিক।
অথচ কত রাত অনিদ্রায় লোমহর্ষক নিঃসঙ্গতায় কেটেছে! কোনো নিয়মের তোয়াক্কা না করেই আমি ঘুমের মাথা খেয়েছি। খুদা মন্দা, কোনোকিছু ভালো না লাগা, সবকিছুর কেমন অনিয়ম চলছে জীবনে!
এই যে তুমি মন চাইলেই ছেড়ে যাও, অবহেলা করো, সময় দাওনা, দেখা দাওনা, দুঃখের দিনে পাশে থাকো না, “ ভালোবাসি ” বলেও ভালোবাসো না, তাতে আমার কোনো কষ্ট হয় না। আমি তো মানুষ নই, মানুষ হলে কেউ এমন করে নিঃশেষ হতে হতে ফুরিয়ে যায়?
-metallica_.one

খুব কাছের মানুষের ব্যবহারে খুব খারাপ লেগে গেলে, অভিযোগ করা যায় না। অভিমান করা যায় না। রাগ করা যায় না। লম্বা লম্বা মেসেজ ...
08/01/2025

খুব কাছের মানুষের ব্যবহারে খুব খারাপ লেগে গেলে, অভিযোগ করা যায় না। অভিমান করা যায় না। রাগ করা যায় না। লম্বা লম্বা মেসেজ লেখা যায় না। ফোন করে বলা যায় না, 'কেন করলে এরকম?'
ঝগড়া করা যায় না, কে ঠিক কে ভুল তর্ক করা যায় না, চিৎকার করা যায় না, ভাঙচু'র করা যায় না, মেনে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না।
শুধু চুপ করে যাওয়া যায়। একদম চুপ।
-metallica_.one

29/10/2024



তোমাকে ভালোবাসি তাই শত উপায়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবো" আমার তোমাকেই লাগবে "!! তোমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু ক...
27/10/2024

তোমাকে ভালোবাসি তাই শত উপায়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবো" আমার তোমাকেই লাগবে "!!
তোমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই।
তবুও হেরে যেতে চাই না।
হেরে যাব এই কথা কখনো ভুল করেও ভাবি না।
মনে আশা রাখি তুমি আমারই হবে একদিন।
এরপরও যদি তোমাকে না পাই, যদি হেরে যাই,ভেবে নেব আমার হাতের রেখায় তুমি ছিলে না।
এই পৃথিবীতে আমার জন্য তোমার কিংবা তোমার জন্য আমার জন্ম হয়নি।
-metallica_.one

আমাদের দেখা না হোক। দেখা হলে হয়তো আবার সেই পুরনো ব্যথা নতুন করে জেগে উঠবে, বুকের ভেতর বাড়বে ক্ষত। আমি হয়তো আরো একবার ...
27/10/2024

আমাদের দেখা না হোক।
দেখা হলে হয়তো আবার সেই পুরনো ব্যথা নতুন করে জেগে উঠবে, বুকের ভেতর বাড়বে ক্ষত।
আমি হয়তো আরো একবার নিঃস্ব হবো, শূন্য হবো, এলোমেলো হবো। আমাদের আর দেখা না হোক।
যা পাইনি তা ভুলে যাওয়াই শ্রেয়!
-metallica_.one

Address

Japan Garden City, Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কাছে আসার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাছে আসার গল্প:

Share

Category