18/07/2025
দূর থেকে তাকালে ভুল করেও চিনতে পারেন—চেহারায় মায়া, মুখভর্তি ঘন দাঁড়ি! মনে হতে পারে, যেন প্রোটিয়াদের প্রিয় হাসিম আমলা আবার ব্যাট হাতে নেমেছেন। কিন্তু না, এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারের নাম মোহাম্মদ বুলবুলিয়া—দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে দল হারলেও একা জ্বলে উঠেছিলেন এই ডানহাতি ব্যাটার। ধৈর্য ও দক্ষতায় সাজানো ইনিংসে ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটিংয়ে ছিল আমলার স্টাইলে নীরব সাহস, সূক্ষ্ম টেকনিক ও শান্ত সৌন্দর্যের ছাপ।
তবে শুধু ব্যাটিং নয়—মাঠে তার দৃষ্টি, চলাফেরা, ব্যবহার—সবকিছুতেই যেন পুরনো আমলার ছায়া। অনেকেই রসিকতা করে বলছেন, দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে এখন একজন "আমলা জুনিয়র" আছেন!