Kushiara

Kushiara আমার সোনার বাংলা 🇧🇩❤️ সব ধর্মের।
আজ দেশের সব মিডিয়ার হাত বাঁধা, ওরা যা বলবে তাই প্রকাশ হবে। সাথে থাকুন, সত্যটাই সব সময় প্রকাশিত হবে। ধন্যবাদ ❤️ কুশিয়ারা।

আরে এরা কারা কোথা থেকে আসে 🐸
13/05/2025

আরে এরা কারা কোথা থেকে আসে 🐸

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্...
13/05/2025

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।”

নিউজ সোর্স : BBC BANGLA

13/05/2025

দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, সমৃদ্ধি এবং বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই তা গত নয় মাসে ইনুচ ব্রো প্রমাণ করেছেন আবারো 😎

ভিডিও : Pritom the legend
সোর্স : https://youtu.be/LNlOqedvlmE?si=KMtsZYLqgmRqnba5

゚viralシfypシ゚viralシalシ

সজীব ওয়াজেদ জয়ের নাগরিকত্ব ও ইউনূস সরকারের প্রতিহিংসা: একটি বিশ্লেষণসজীব ওয়াজেদ জয় ১৯৯০ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট...
13/05/2025

সজীব ওয়াজেদ জয়ের নাগরিকত্ব ও ইউনূস সরকারের প্রতিহিংসা: একটি বিশ্লেষণ

সজীব ওয়াজেদ জয় ১৯৯০ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। তিনি টেক্সাস ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০২ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকার পরও, জয়ের কখনো সে দেশের নাগরিকত্ব গ্রহণের প্রয়োজন হয়নি।

তবে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তথাকথিত অবৈধ সরকার, যা মূলত নোবেলজয়ী ড. ইউনূসের প্রভাবাধীন, বেআইনিভাবে জয়ের বৈধ বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছে। এর ফলে তাঁর পক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যাতে তাঁর চলাফেরা ও কাজের স্বাধীনতায় বাধা না আসে।

অবৈধভাবে জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পরও এই সরকার ও তার অনুসারীরা নোংরামি করে যাচ্ছেন। একদিকে তাঁরা জয়ের পাসপোর্ট বাতিল করেছে, অন্যদিকে প্রশ্ন তুলছে কেন তিনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ধরনের আচরণ তাদের দ্বিমুখী নীতির পরিচায়ক।

উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘদিন ধরে গুজব ছড়ানো হচ্ছিল যে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু তাঁর সাম্প্রতিক নাগরিকত্ব গ্রহণ প্রমাণ করে যে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। ইউনূস সরকার এবং তাদের অনুসারীরা বারবার নিজেদের মিথ্যার ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়ছে।

মিথ্যাচার ও কুৎসা বেশিদিন টিকে থাকে না। সজীব ওয়াজেদ জয়ের প্রতি তাদের এহেন আচরণ শুধু প্রতিহিংসাপরায়ণতার উদাহরণ নয়, বরং তাদের নৈতিক দেউলিয়াত্বের প্রতিফলন।

13/05/2025

আবারো শেখ হাসিনা সরকারের করা উন্নয়ন প্রকল্পের ক্রেডিট চুরি করলো ইউনুস গং!

•২৮ জুন, ২০২৪/ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া জানান, "চট্টগ্রামে সাড়ে ১১ হাজার কোটি টাকায় হবে বহুল প্রত্যাশিত নতুন কালুরঘাট সেতু। কর্ণফুলী নদীর কালুরঘাট পয়েন্টে কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ অ্যাক্রোশ দ্য রিভার কর্ণফুলী শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। আর এটি হবে রেল কাম সড়ক সেতু। প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের সঙ্গে ৮১ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ইডিসিএফ তহবিল থেকে ৭২ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার এবং ইডিপিএফ তহবিল থেকে ৯ কোটি মার্কিন ডলারের দুটি ঋণচুক্তি স্বাক্ষর হয়।" (https://shorturl.at/nA1pE)

•১৩ মে, ২০২৫/ প্রকল্প সংশ্লিষ্ট ও রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, "অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৪ সালের ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল-কাম-রোড সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।" (https://shorturl.at/Q57Fi)

কতবড় বা'ট'পা'র ভাবতে পারছেন? প্রকল্পের নকশা করা থেকে শুরু করে, ঋণ নেওয়া, অনুমোদন দেওয়া সবকিছু করে গেছে শেখ হাসিনা সরকার! অথচ ইউনুস গং সেই বরাবরের মতোই শেখ হাসিনা সরকারের করা প্রকল্পের ক্রেডিট চুরি করছে। আর সাথে আছে, আগেরবারের মতই শেখ হাসিনা সরকারের করা প্রকল্প- নিজের নামে চালিয়ে দিয়ে ভিত্তিপ্রস্তর নাটক!

ঢাকায় হঠাৎ করেই আবহাওয়াবিদ নয়, একজন প্রেস সচিব পূর্বাভাস দিলেন: "বিদেশি বিনিয়োগ এলেই বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে!"খবরট...
13/05/2025

ঢাকায় হঠাৎ করেই আবহাওয়াবিদ নয়, একজন প্রেস সচিব পূর্বাভাস দিলেন: "বিদেশি বিনিয়োগ এলেই বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে!"
খবরটা শুনেই দেশের লাখো বেকার তরুণ ছাতা না নিয়ে রাস্তায় নেমে পড়ল—ভাবল বুঝি চাকরির বৃষ্টি শুরু হয়ে যাবে! কিন্তু আফসোস, মেঘ উঠলো না, বৃষ্টিও হলো না—হলো শুধু “ব্যানার” আর “সেমিনার”।

এই "জবের বন্যা"র কল্পনায় ভাসতে ভাসতে হঠাৎ বিডার নির্বাহী চেয়ারম্যান বললেন, “আসলে বিনিয়োগ কমছে।”
মানে, লোকটা যেন ছাতা নিয়ে এসে বলল, “মাফ করবেন ভাই, বৃষ্টি তো হবে না—আসলে খরা চলছে!”

সরকারি কর্মকর্তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা 'ফ্যান্টাসি জব ওয়ার্ল্ড'-এর স্ক্রিপ্ট লিখছেন। সেখানে বিদেশি বিনিয়োগ মানেই চাকরি, চাকরি মানেই হ্যাপিনেস, আর হ্যাপিনেস মানেই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ!

কিন্তু বাস্তবে কী?
পাশের বাসার রিফাত ভাই এমবিএ শেষ করে এখন ফুডপান্ডায় ডেলিভারি দেন। আর রুম্মান, যিনি কম্পিউটার সায়েন্স পড়ে চারটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, এখন গুগল ম্যাপে লোকেশন দেন: "মামার দোকান, চায়ের পাশে বসা।"

বিশেষজ্ঞরা বলছেন, দেশের শ্রমবাজারে যে বন্যা চলছে, সেটা আসলে বেকারত্বের জলোচ্ছ্বাস। চাকরি খুঁজতে খুঁজতে অনেকে এখন "জব-সার্চিং" না করে "জব-সার্কাস" চালিয়ে যাচ্ছেন।

এক গবেষণায় জানা গেছে, প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ডিগ্রি শেষ করে বাজারে নামছে—তাদের জন্য অপেক্ষা করছে না কোনো “জবের বন্যা”, বরং একগাদা “জব না থাকা” রিপোর্ট আর কিছু প্রতিশ্রুতির ঘূর্ণিঝড়।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেস সচিব বলছেন, “চাকরির জোয়ার আসছেই... একটু ধৈর্য ধরুন।”
আর বেকার তরুণরা বলছেন, “ধৈর্য তো ধরেছি ভাই, এখন তো ধ্যান শুরু করবো!”

নিউজ সোর্স : https://www.jugantor.com/national/939053

আর এভাবেই আজ থেকে আরও ৫৪ বছর পরে আরেক প্রজন্ম পা'ক পা'ক করবে 😂📷 Cooking In Boat
13/05/2025

আর এভাবেই আজ থেকে আরও ৫৪ বছর পরে আরেক প্রজন্ম পা'ক পা'ক করবে 😂

📷 Cooking In Boat

চ্যালেঞ্জার ট্রাভেলসের মালিক জামাত নেতা সৈয়দ গোলাম সরোয়ারের অনিয়ম ও প্রতারণার জেরে ১৫ হাজার হজ্জ্ব যাত্রীর মিনা কার্ড স্...
13/05/2025

চ্যালেঞ্জার ট্রাভেলসের মালিক জামাত নেতা সৈয়দ গোলাম সরোয়ারের অনিয়ম ও প্রতারণার জেরে ১৫ হাজার হজ্জ্ব যাত্রীর মিনা কার্ড স্থগিত রেখেছে সৌদি কর্তৃপক্ষ।

সোর্স BDDigest

আত্মবিশ্বাসে ভরপুর এবং উদ্যোগের ঝড় তোলা আশিক চৌধুরী যেন বিনিয়োগ জগতের নতুন তারকা। বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একের পর এক কা...
13/05/2025

আত্মবিশ্বাসে ভরপুর এবং উদ্যোগের ঝড় তোলা আশিক চৌধুরী যেন বিনিয়োগ জগতের নতুন তারকা। বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একের পর এক কার্যক্রম নিয়ে তিনি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু।

ইনভেস্টমেন্ট সামিট আয়োজন থেকে শুরু করে ইলোন মাস্কের স্টারলিংকের নিবন্ধন, নাসার সঙ্গে মহাকাশ চুক্তি—এসব উদ্যোগই প্রমাণ করে, চৌধুরী আশিক বড় স্বপ্ন দেখতে জানেন। শুধু তাই নয়, লজিস্টিক অবকাঠামো শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরে ডেনমার্কভিত্তিক এপি মোলার মায়ের্স্কের বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও তাঁর 'টু-ডু' লিস্টে যোগ হয়েছে।

তাঁর এই প্রচারণামূলক কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যম যেন সরব। কেউ বলছেন 'আধুনিক বিনিয়োগের নায়ক', কেউবা ব্যঙ্গ করে বলছেন 'গরীবের বিরল গেইট'। তবে আশিক চৌধুরী তার নিজস্ব ছন্দে এগিয়ে চলেছেন, সমালোচক আর সমর্থকদের সব আলোচনাকে পেছনে ফেলে।

নিউজ সোর্স : https://www.bonikbarta.com/bangladesh/EJVGWTnEuy4XkBQc

゚viralシfypシ゚viralシalシ #

দোয়া চাই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের জন্যসাবেক মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের দ্রুত আরোগ্যের জন্য সবার...
13/05/2025

দোয়া চাই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের জন্য

সাবেক মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। তিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে খাবার খেতে পারছেন না এবং উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।

গত কয়েক মাস ধরে তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। এর ফলে গত সপ্তাহে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে ছাড়পত্র নিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন উন্নত চিকিৎসার লক্ষ্যে।

আমরা সবাই প্রার্থনা করি, আল্লাহ তায়ালার রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন। দেশ ও জাতি তাঁর জন্য কৃতজ্ঞ, এবং তাঁর সুস্থতা আমাদের সকলের কাম্য।

Source মেয়র জাহাঙ্গীর আলম

゚viralシfypシ゚viralシalシ

12/05/2025

একাত্তরের মুক্তিবাহিনী যা বর্তমান সেনাবাহিনীর দেশপ্রেমিক প্রত্যেক সদস্যের প্রতি বিনম্র শ্রদ্ধা 🫡🫡🫡🫡🫡🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kushiara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share