Tanvir Vlogs

Tanvir Vlogs আজকের সব তাজা খবর এবং বিনোদন জগতের সব তথ্য এখানে পেয়ে যাবেন । Follow দিয়ে রাখুন ।

সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর বিপদে একা রেখে চলে যায় না,, এটাই তার বাস্তব উদাহরণ love is love ❤️🥀
25/07/2025

সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর বিপদে একা রেখে চলে যায় না,, এটাই তার বাস্তব উদাহরণ love is love ❤️🥀

এগিয়ে যাওয়ার সময় এখনই!জাতীয় নাগরিক পার্টির (NCP) সঙ্গে যোগ দিন – একটি স্বচ্ছ, জনবান্ধব ও উন্নয়নমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম...
19/07/2025

এগিয়ে যাওয়ার সময় এখনই!
জাতীয় নাগরিক পার্টির (NCP) সঙ্গে যোগ দিন – একটি স্বচ্ছ, জনবান্ধব ও উন্নয়নমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম।
👉 এখনই ফর্ম পূরণ করুন: https://jatiyonagrikparty.com/joinparty

✊ আপনার কণ্ঠস্বর, আপনার সিদ্ধান্ত, আপনার দেশ।
🔵 আমরা আছি নতুন বাংলাদেশের পথে—আপনিও থাকুন!

#জাতীয়_নাগরিক_পার্টি #নতুন_প্রজন্মের_রাজনীতি #বাংলাদেশ

ভাই ও বোনেরা,দেশ আজ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও আমরা এখনও গণত...
19/07/2025

ভাই ও বোনেরা,

দেশ আজ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও আমরা এখনও গণতন্ত্রের শ্বাস নিতে পারি না — কারণ একটি দল, আওয়ামী লীগ, রাষ্ট্রযন্ত্র, বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন—সবকিছুকে পকেটস্থ করে ফেলেছে। জনগণ ভোট দিতে পারে না, বলতে পারে না, বাঁচতে পারে না।

তাই আজ প্রশ্ন একটাই — আওয়ামী লীগ ছাড়া কি বাংলাদেশ কল্পনা করা যায়? আমার উত্তর হলো, হ্যাঁ! অবশ্যই যায়। বরং ওদের ছাড়া বাংলাদেশই হবে সত্যিকারের বাংলাদেশ।

বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা মানে —

* দখলদারিত্বের অবসান,

* রাতের ভোটের জিঞ্জিরা ছিঁড়ে ফেলা,

* পুলিশি রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হওয়া,

* ছাত্রলীগ-যুবলীগের গুণ্ডামির অবসান,

* বিরোধী কণ্ঠর স্বাভাবিক পথচলা নিশ্চিত হওয়া।

আমরা আর কোনো সাজানো নির্বাচনের নাটক দেখতে চাই না। আমরা আর কোনো “গণতন্ত্রের মুখোশধারী স্বৈরাচার” চাই না।

বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ামী লীগবিহীন — এটি কোনো কল্পনা নয়, এটি এখন জনগণের একমাত্র দাবি।

👉 এই লড়াই কারো বিরুদ্ধে নয়, এটা জনগণের পক্ষে।
👉 এই সংগ্রাম ক্ষমতার লোভের জন্য নয়, এটা মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, বাঁচার অধিকার রক্ষার জন্য।

আজকে সিদ্ধান্ত নিতে হবে — আপস নয়, প্রতিরোধ। সংলাপ নয়, বিদ্রোহ। সমঝোতা নয়, চূড়ান্ত বিচ্ছেদ। আওয়ামী লীগকে বিদায় জানাতেই হবে!

এই দেশ কারো বাপের নয় — এই দেশ ১৮ কোটি মানুষের। খমতা এবার জনতার কাঁধে ফিরবে।

নতুন বাংলাদেশ, নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি — আওয়ামী লীগ ছাড়া একটা স্বাধীন, সাহসী, সংবেদনশীল বাংলাদেশ গড়ে তুলতেই হবে।

পরবর্তী ক্ষমতা হবে জনগণের, ক্ষমতা নেমে আসুক জনগণের কাঁধে, জনগণের কাঁতার দিয়ে!

0 𝗱𝗮𝘆𝘀 𝘁𝗼 𝗴𝗼 𝘀𝗮𝗶𝘆𝗮𝗮𝗿𝗮𝗧𝗵𝗲𝘆 𝗮𝗿𝗲𝗻’𝘁 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲. 𝗕𝘂𝘁 𝘁𝗵𝗲𝗶𝗿 𝗹𝗼𝘃𝗲? 𝗨𝗻𝗳𝗶𝗹𝘁𝗲𝗿𝗲𝗱, 𝗳𝗹𝗮𝘄𝗲𝗱, 𝗮𝗻𝗱 𝗮𝗹𝗹-𝗰𝗼𝗻𝘀𝘂𝗺𝗶𝗻𝗴. 0 𝗱𝗮𝘆𝘀 𝘁𝗼 𝗴𝗼! 𝗦𝗮...
18/07/2025

0 𝗱𝗮𝘆𝘀 𝘁𝗼 𝗴𝗼 𝘀𝗮𝗶𝘆𝗮𝗮𝗿𝗮
𝗧𝗵𝗲𝘆 𝗮𝗿𝗲𝗻’𝘁 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲. 𝗕𝘂𝘁 𝘁𝗵𝗲𝗶𝗿 𝗹𝗼𝘃𝗲? 𝗨𝗻𝗳𝗶𝗹𝘁𝗲𝗿𝗲𝗱, 𝗳𝗹𝗮𝘄𝗲𝗱, 𝗮𝗻𝗱 𝗮𝗹𝗹-𝗰𝗼𝗻𝘀𝘂𝗺𝗶𝗻𝗴. 0 𝗱𝗮𝘆𝘀 𝘁𝗼 𝗴𝗼! 𝗦𝗮𝗶𝘆𝗮𝗮𝗿𝗮 𝗼𝗻𝗹𝘆 𝗶𝗻 𝗰𝗶𝗻𝗲𝗺𝗮𝘀 𝗼𝗻 18𝘁𝗵 𝗝𝘂𝗹𝘆.

Full movie 🔗⬇️
https://t.me/CineDosti

লিংক এ গিয়ে মুভির নাম লিখুন পেয়ে যাবেন।

🎖 FREE INTERNET OFFER ⭐️🗓 জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ অফার!📣 ১৮ জুলাই সকল মোবাইল ব্যবহারকারীর জন্য পাচ্ছেন✅ ৫ দিন মে...
18/07/2025

🎖 FREE INTERNET OFFER ⭐️
🗓 জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ অফার!

📣 ১৮ জুলাই সকল মোবাইল ব্যবহারকারীর জন্য পাচ্ছেন
✅ ৫ দিন মেয়াদী ১ জিবি ফ্রি ইন্টারনেট!

📞 ফ্রি ডাটা পেতে নিচের কোডে ডায়াল করুন ১৮ তারিখে:

🔹গ্রামীণফোন: *121*1807 #
🔹রবি: *4*1807 #
🔹বাংলালিংক: *121*1807 #
🔹টেলিটক: *111*1807 #

⚠️ শর্ত: অবশ্যই জুলাই ১৮ তারিখে ডায়াল করতে হবে।

📲 বন্ধুর সাথেও শেয়ার করুন, সবাই যেন উপকার পায়!✅

আমাদের দেশেও দরকার ।বাংলাদেশের ছেলেরা  Ai দিয়ে  মেয়েদের নোংরা  ছবি ও ভিডিও বানায় অন্য দিকে চীনের ছেলেরা 👉 চীনের নদী পাহা...
15/07/2025

আমাদের দেশেও দরকার ।

বাংলাদেশের ছেলেরা Ai দিয়ে মেয়েদের নোংরা ছবি ও ভিডিও বানায় অন্য দিকে চীনের ছেলেরা

👉 চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছ

ভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! চীনে শুরু হয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব যেখানে বায়োনিক মাছ ব্যবহার করে বিশুদ্ধ করা হচ্ছে নদীর দূষিত পানি।
এই ছোট রোবট মাছগুলো দেখতে একদম আসল মাছের মতো। এগুলো বানিয়েছে চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দৈর্ঘ্যে প্রায় ৫৩ সেন্টিমিটার, মাথা ও লেজে রয়েছে দুটি চলনক্ষম জয়েন্ট। এদের চলাফেরা, সাঁতার কাটা একেবারে জীবন্ত মাছের মতো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এরা কাজ করছে চীনের দীর্ঘতম নদী Yangtze River-এ পানির মান বিশ্লেষণ এবং দূষণ নিয়ন্ত্রণে।

এই বায়োনিক মাছগুলোর ভিতরে আছে স্মার্ট সেন্সর, LED আলো এবং AI সিস্টেম। তারা পানির pH, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, এমনকি রাসায়নিক দূষণের উপস্থিতি শনাক্ত করতে পারে। তারা পানির গভীরে গিয়ে নিজে থেকেই খুঁজে বের করে কোথায় দূষণ বেশি, কোথায় পানির মান খারাপ। তারপর সেই তথ্য পাঠিয়ে দেয় রিয়েল টাইমে গবেষকদের কাছে, যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।


সকাল সকাল ভালো খবর, But টাকা খেয়ে আবার ছেড়ে না দিলেই হয় ।
15/07/2025

সকাল সকাল ভালো খবর,
But টাকা খেয়ে আবার ছেড়ে না দিলেই হয় ।

12/07/2025
ব্যাক্তির দায় দল নেবে নাদল নেবে শুধু চাঁদার ভাগ।কি ভাবে পারলো ? এই মনুষত্বহীন মানুষ গুলো।
12/07/2025

ব্যাক্তির দায় দল নেবে না
দল নেবে শুধু চাঁদার ভাগ।

কি ভাবে পারলো ? এই মনুষত্বহীন মানুষ গুলো।

ফেনীতে আওয়ামী লীগের সবচেয়ে বড় ডোনার, যে ছিলো বিখ্যাত স*ন্ত্রাসী নিজাম হাজারি'র ডান হাত। সেই স্টার লাইনের মালিক হাজি আলা...
06/07/2025

ফেনীতে আওয়ামী লীগের সবচেয়ে বড় ডোনার, যে ছিলো বিখ্যাত স*ন্ত্রাসী নিজাম হাজারি'র ডান হাত। সেই স্টার লাইনের মালিক হাজি আলাউদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর তাকে বিভিন্ন দল সেল্টার দিচ্ছে।

অথছ সে মহিপাল হ*ত্যা*কা*ন্ডের মূল হোতা। লীগের আমলে মেয়র ছিলো। ফেনীত জুলাই এর কোন মামলা পর্যন্ত আগাচ্ছে না অজানা কারনে।

গ্রেফতার তো দূরের কথা প্রকাশ্যে হ*ত্যা মামলার আসামিরা ঘুরছে।

স্হানীয় কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ, তারা ১৭ বছর লীগের সাথে আঁতাত করে চলছে। এখন তারা BNP তে সক্রিয় হয়ে এসব অপকর্ম করতেছে। তার টাকার কাছে বিক্রি হয়ে তাকে শেল্টার দিচ্ছে।

আবার অন্যদিকে, জামায়াতের আমির ফেনী গেলে তারে সাথে বসেও নাস্তা খেয়েছে এই আলাউদ্দীন! অর্থাৎ জামায়াতের লোকজন ও তাকে শেল্টার দিচ্ছে।

বিএনপির সালাউদ্দিন সাহেব গেলেও একই দৃশ্য দেখা গিয়েছে। একদল খুব সুদক্ষ ভাবে এই জিনিসগুলো ডিল করে তাকে আবার স্ট্যাবলিশ এর চেষ্টা করছে।

উপদেষ্টা রিজওয়ানা আহমেদ ফেনিতে গেলে তার সাথেও তাকে ঘুরতে দেখা গেছে। একই দৃশ্য দেখা গিয়েছে সারজিসের আলমের ক্ষেত্রেও। অর্থাৎ এই মাফিয়া সন্ত্রাসী সকল পক্ষকেই কৌশলে ম্যানেজ করে চলছে এবং আবারও নিজেকে স্ট্যাবলিশ করে ফেলেছে।

এই দৃশ্য ফেনীর শহীদদের রক্তের সাথে গাদ্দারির, তাদের আত্নত্যাগের সাথে বেইমানির। আমরা স্পষ্ট ভাবে সবার কাছে প্রশ্ন রাখতে চাই, কোন ক্ষমতাবলে এই সন্ত্রাসী হত্যাকারী সব দল থেকে শুরু করে সরকারের উপদেষ্টাদের সাথে পর্যন্ত সু-সম্পর্ক বজায় রেখে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছে??
Gen Z Bangladesh

The Monkey 2025 Thriller, Horror📘একটা খেলনা বাঁদর ড্রাম বাজানোর সাথে সাথে একজনের মৃত্যু। প্রথমে কেউ বুঝতে পারেনি যে কেন ...
25/06/2025

The Monkey 2025
Thriller, Horror

📘একটা খেলনা বাঁদর ড্রাম বাজানোর সাথে সাথে একজনের মৃত্যু। প্রথমে কেউ বুঝতে পারেনি যে কেন এই ভাবে একের পরে একের মৃত্যু হচ্চে । যখন বুঝতে পারলো তখন অলরেডী তার ফ্যামেলি সদস্যের মৃত্যু শুরু হয়ে গেলো ।
কিভাবে বন্ধ করবে এই মৃত্য?

দেখতে চোখ রাখুন YouTube এবং Telegram চ্যানেল CineDosti তে।

iOS 26 বিটা 2-এ, কন্ট্রোল সেন্টারকে আরও ঝাপসা ব্যাকগ্রাউন্ড দিয়ে পরিমার্জিত করা হয়েছে, যার ফলে কন্ট্রোল সেন্টার আরও স্...
24/06/2025

iOS 26 বিটা 2-এ, কন্ট্রোল সেন্টারকে আরও ঝাপসা ব্যাকগ্রাউন্ড দিয়ে পরিমার্জিত করা হয়েছে, যার ফলে কন্ট্রোল সেন্টার আরও স্পষ্ট এবং দেখতে সহজ হয়।

সেরা না?

Address

Nikunja-1, Khilkhet, নিকুঞ্জ-২, খিলক্ষেত
Dhaka

Telephone

+8801945672091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share