ডেন্টাল টাইমস-Dental Times

ডেন্টাল টাইমস-Dental Times Dental Times is a youth organization based on Dentistry in Bangladesh. Visit "www.dentaltimesbd.com" for more.

It works for the welfare of Dentistry and creates a bridge between the dental professionals and the common people of the country. বাংলাদেশের ডেন্টাল জগতটাকে আরেকধাপ এগিয়ে নেয়ার প্রয়াসে ও ডেন্টাল চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী থেকে চিকিৎসাধীন ব্যক্তি পর্যন্ত সবার সচেতনতা ও সম্পর্কন্নোয়নের লক্ষ্যে নিয়মিত ত্রৈমাসিক ট্যবলয়েড সাময়িকী "ডেন্টাল টাইমস" এর প্রতিষ্ঠা।

এই পত্রিকাতে থাকছে , জাতীয় ও আন্তর্জাত

িক ডেন্টাল নিউজ ও আপডেট, দেশ ও দেশের বাইরের বিভিন্ন ডেন্টিস্ট্রি সম্পর্কিত প্রতিষ্ঠানের সর্বশেষ খবর, তাছাড়া আপনাদের পাঠানো নিউজ, গল্প, উপন্যাস, ফিচার, ভ্রমন, সাক্ষাৎকার সহ প্রতিদিনের ডেন্টাল জীবনযাত্রা ও ফটোগ্যালারী।

আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন, লেখা ও মন্তব্য একান্ত কাম্য।

--------ডেন্টাল টাইমস মিডিয়া

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড্যাব নেতৃবৃন্দ বলেন, ‘উল্লেখিত ত্রুটিসমূহ বিদ্যমান থাকায় এই বিষয় তথ্যসহ কমিটির নিকট একাধি...
07/08/2025

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড্যাব নেতৃবৃন্দ বলেন, ‘উল্লেখিত ত্রুটিসমূহ বিদ্যমান থাকায় এই বিষয় তথ্যসহ কমিটির নিকট একাধিকবার লিখিত অভিযোগ দাখিল করি এবং একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দাবি জানাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য উক্ত কমিটি বিষয়গুলো যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনায় না নেয়ায় এখনও নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ২০ জন মৃত ব্যক্তির নাম, অনেক সদস্যের অসম্পূর্ণ তথ্য দৃশ্যমান, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে আমরা মনে করি। শুধু সংশোধিত ভোটার তালিকাই নয় ড্যাবের সদস্য তালিকা থেকে বাদ দেয়া আজীবন সদস্যদের অন্তর্ভুক্তির বিষয় যে সকল সদস্য আবেদন করেছিলেন তাদের অনেকেই পবিত্র হজ্ব পালন, বিদেশে কনফারেন্সে অংশগ্রহণ, পেশাগত পরীক্ষা ও অসুস্থতার কারণে নির্ধারিত তারিখে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাদের এই অপারগতার বিষয়টি আগেই অবহিত করা হলে কমিটির আহ্বায়ক ইসমাইল জবি উল্লাহ ওই সকল সদস্যগণকে ড্যাবের ই-মেইলে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্ভুক্তির আশ্বাস দেন। তবে পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। যার ফলে ভোটার তালিকায় প্রকৃত আজীবন সদস্যরা অন্তর্ভুক্ত হতে পারেননি।

যদিও গঠনতন্ত্র মোতাবেক কোন আজীবন সদস্য মারা গেলে, সংঘটনবিরোধী কোনো আচরণ, সংঘঠন ত্যাগ করলে অথবা মৃত্যুবরণ করলে শুধুমাত্র তার সদস্য পদ বাতিল বলে গণ্য হয়, সেখানে সাক্ষৎকার দিয়ে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া ছিল অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। এই উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনের বয়োজ্যেষ্ঠ আজীবন সদস্যগণ ক্ষুব্ধ ও মর্মাহত’—বলা হয় সংবাদ সম্মেলনে।

বক্তারা বলেন, ‘আরো উল্লেখ্য যে, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী শিডিউল ঘোষণার সময় প্রার্থীর যোগ্যতা প্রকাশ না করে রহস্যজনকভাবে মনোনয়ন জমাদানের শেষ সময়ের মাত্র দুই ঘণ্টা পূর্বে প্রার্থীর যোগ্যতা প্রকাশ করা হয়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছর দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি,

একটা প্লেন বিধ্বস্ত হলো…হাসপাতালের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র একটা ম্যাসেজ…‘Emergency at Diabari. All who are near, please...
21/07/2025

একটা প্লেন বিধ্বস্ত হলো…
হাসপাতালের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র একটা ম্যাসেজ…
‘Emergency at Diabari. All who are near, please attend.’
তারপর দেখা গেলো—কে ছুটিতে, কে বাসায়, কে ক্লান্ত ডিউটির পর বিশ্রামে—সব ভুলে
যে যেভাবে পেরেছে ছুটে এসেছে রোগীদের পাশে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের এই দৃশ্য গর্ব করার মতো।
কেউ বলে নাই, "আমি ছুটিতে", কেউ বলে নাই, "আজ আমার অফিস নাই"।
সবাই শুধু একটা কথাই বলেছে—"I’m on the way."

এইটাই ডাক্তার নামের আসল পরিচয়।
মানুষের বিপদে ছুটে আসা, নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো।

স্যালুট টু আওয়ার ডক্টরস।
এসব গল্পগুলো সবসময় আড়ালেই থাকে।

📝 Dr. Mohammad Saiful Islam

21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা!!

- একজন প্রত্যক্ষদর্শী শিক্ষিকার বরাতে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুসারে, এ বছর জুন মাস পর্যন্ত বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে প্রায় ২৭...
19/07/2025

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুসারে, এ বছর জুন মাস পর্যন্ত বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে প্রায় ২৭ হাজার রোগী। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিল প্রায় চার হাজার রোগী। প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২০০ রোগী চিকিৎসাসেবা নিচ্ছে এই হাসপাতাল থেকে।

বর্তমানে এখানে ৩১ চিকিৎসকের বিপরীতে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও একজন সহকারী ডেন্টাল সার্জনসহ কর্মরত রয়েছেন তিনজন চিকিৎসক। এই তিন চিকিৎসকের মধ্যে দুজন প্রশিক্ষণের জন্য রয়েছেন বিভিন্ন স্থানে। বর্তমানে একজন সহকারী ডেন্টাল সার্জন দিয়ে চলছে চিকিৎসাসেবা।

কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন মো. আল আমিন বলেন, এখানে ৩১ চিকিৎসকের বিপরীতে এত কম সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা প্রত্যাশীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দুজন চিকিৎসক ট্রেনিংয়ের জন্য বরিশালে রয়েছেন। বর্তমানে আমি একাই সেবা কার্যক্রম পরিচালনা করছি। একজন চিকিৎসক পদায়ন করা হয়েছে কিন্তু তিনি এখনও যোগদান করেননি।

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সাধারণ রোগ
13/07/2025

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সাধারণ রোগ

সূত্র জানায়, ডা. ফয়জুন নেসা (রুনু) জেলার আনাচে কানাচে গজিয়ে উঠা ক্লিনিক বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনসহ নানা জটিল রোগ...
12/07/2025

সূত্র জানায়, ডা. ফয়জুন নেসা (রুনু) জেলার আনাচে কানাচে গজিয়ে উঠা ক্লিনিক বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনসহ নানা জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। সিজার অপারেশনের সময় বেশ কয়েকজন প্রসূতি মায়ের আকাল মৃত্যু ঘটেছে বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আদালত সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে কোনো ধরনের চিকিৎসা সনদ বা বৈধ নিবন্ধন ছাড়াই নিজেকে ডেন্টাল চিকিৎসক পরি...
08/07/2025

আদালত সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে কোনো ধরনের চিকিৎসা সনদ বা বৈধ নিবন্ধন ছাড়াই নিজেকে ডেন্টাল চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। অভিযানে তার চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া একজন বৈধ দন্ত চিকিৎসকের জন্য যেসব যন্ত্রপাতি ও কাগজপত্র প্রয়োজন, তার কিছুই সেখানে পাওয়া যায়নি।

06/07/2025
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডীন হিসেবে সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ নিযুক্ত হওয়ায় শুভে...
04/07/2025

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডীন হিসেবে সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

জানা যায়, গত বছরের ৮ আগস্ট মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় সকল প্রকার সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে প্...
02/07/2025

জানা যায়, গত বছরের ৮ আগস্ট মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় সকল প্রকার সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে প্রথম সিন্ধান্ত হয়। কিন্তু সে নির্দেশ অজ্ঞাত কারণে কেউ মানেনি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড পরিলক্ষিত হয়েছে। কিছু শিক্ষক ও নিজেদের সমর্থকদের মাধ্যমে শিক্ষার্থীদের দুই দলে বিভক্ত করেছেন। ফলে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ইউনিটে গড়ে ওঠে দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ।

'পরিস্থিতি শান্ত করতে সন্ধানী সহ রাজনৈতিক সকল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত'কে স্বাগত জানায় সাধারণ শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি এবং মুখোমুখি অবস্থানের কারণে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা ছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সন্ধানীসহ সকল সংগঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছি।

তিনি আরো বলেন, "শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত মতাদর্শের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা একটি সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।"

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when ডেন্টাল টাইমস-Dental Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডেন্টাল টাইমস-Dental Times:

Share

Category

Our Story

বাংলাদেশের ডেন্টিস্ট্রি জগতকে আরেকধাপ এগিয়ে নেয়ার প্রয়াসে ও ডেন্টাল চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী থেকে চিকিৎসাধীন ব্যক্তি পর্যন্ত সবার সচেতনতা ও সম্পর্কন্নোয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ডেন্টাল টাইমস সংগঠন। ডেন্টাল টাইমসের মূল কর্মসূচির মধ্যে ত্রৈমাসিক ট্যাবলয়েড প্রকাশনা অন্যতম। তাছাড়া প্রতিনিয়ত বাংলাদেশের ডেন্টাল অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবার জন্য কাজ করছে আমাদের অনলাইন নিউজ পোর্টাল। এছাড়াও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক অনুষ্ঠান এবং ছাত্র-শিক্ষক মেল বন্ধন তৈরির প্রয়াসে ও বাংলাদেশের ডেন্টিস্ট্রিকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডেন্টাল টাইমস।

শিঘ্রই প্রকাশিত হচ্ছে ডেন্টাল টাইমসের দ্বিতীয় সংখ্যা। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন, লেখা ও মন্তব্য একান্ত কাম্য। --------ডেন্টাল টাইমস