Iqra Shop ইকরা শপ

Iqra Shop   ইকরা শপ যে কোন সময় যে কোন বই পেতে কল করুন 01716038280,
বই হাতে পেয়ে টাকা পরিশোধ করুন।

10/06/2024

পিঠকে সবসময় শক্ত রাখতে হবে,
কারণ প্রশংসা এবং ছলনা
দুটোই আসে পিছন থেকে।

06/06/2024

পথ চলার সঙ্গী বিশ্বাসী হতে হয়।

05/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।
জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ
৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া
৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত
৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া
১১. অধিক পরিমাণে তওবা করা
১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)
১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে
১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।
ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

18/05/2024
একজন সৎ জন-দরদীকে আমাদের নির্বাচিত করা সময়ের দাবী।এমন কাওকে বেছে নেয়া উচিত না,ভোট দিয়ে নির্বাচিত করে আমরা ভোটাররা নির্বা...
05/05/2024

একজন সৎ জন-দরদীকে আমাদের নির্বাচিত করা সময়ের দাবী।
এমন কাওকে বেছে নেয়া উচিত না,

ভোট দিয়ে নির্বাচিত করে
আমরা ভোটাররা নির্বাসনে যাই।

প্রিয় বারেক ভাই যদি তেমনই জনদরদী, সমাজসেবক হিসেবে
বরগুনা সদর উপজেলাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়
তবে তাকেই বেছে নিন।

তিনি যদি জনতার সেবক হিসেবে আত্মনিয়োগ করেন,
মহান প্রতিপালক যেন তাকে কামিয়াব করেন।

একজন সৎ, কর্মঠ, নিরহংকার, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে ইতোমধ্যে বরগুনার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন প্রিয় ...
04/05/2024

একজন সৎ, কর্মঠ, নিরহংকার, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে ইতোমধ্যে বরগুনার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন প্রিয় বারেক ভাই।

তার সততা, কর্মস্পৃহা, দায়িত্বশীলতা ও জনমানুষের প্রতি আন্তরিকতা তাকে বসিয়েছে এক অনন্য উচ্চতায়।

তিনি ক্রমশ হয়ে উঠেছেন বরগুনা সদর উপজেলার আমজনতার প্রানপ্রিয় উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী

বরগুনার গণমানুষের আশা আকাংখাকে যদি বাস্তবায়ন করতে সক্ষম হোন, তবে আল্লাহ যেন তাকে কামিয়াব করেন।

আলহামদুলিল্লাহ! দীর্ঘ ৩ বছর ১২ দিন কারাবন্দীর পর অবশেষে  মুক্তি পেয়েছেন শায়খুল হাদীস আল্লামা মামুনূল হক হাফি.।
02/05/2024

আলহামদুলিল্লাহ! দীর্ঘ ৩ বছর ১২ দিন কারাবন্দীর পর অবশেষে মুক্তি পেয়েছেন শায়খুল হাদীস আল্লামা মামুনূল হক হাফি.।

"সত্যের পক্ষে উন্নয়নের লক্ষ্যে" – জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ 🇧🇩জাগ্রত ঈদ পুনর্মিলনী🌹জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলা...
28/04/2024

"সত্যের পক্ষে উন্নয়নের লক্ষ্যে" –
জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ 🇧🇩জাগ্রত ঈদ পুনর্মিলনী🌹
জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঈদ পূর্ণমিলনী ও জরুরি সভা অনুষ্ঠিত হয় ২৬/০৪/২০২৪ ইং
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়,
পূর্বের ন্যায় গৌরব ও আদর্শে উজ্জীবিত এবং একই মেলবন্ধনে আবদ্ধ ও মুখরিত
জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়।
যে সকল সম্মানিত নেতৃবৃন্দগণ দেশের বিভিন্ন জেলা থেকে এই গরম উপেক্ষা করে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার
কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সকলের প্রতি রইলো শুভকামনা 🌹

24/04/2024

#দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি বৈশিষ্ট্য হলো :

১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও। নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,

২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,

৩. #হান্নানা- হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।

৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।

৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।

৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।

৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।

#উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
আমিন....
-ইমাম গাজ্জালী( রহঃ)

23/04/2024

নিজে বই পড়ুন
অন্যকে বই পড়তে বলুন,
উপহার হিসেবে বই দিন

01/04/2024

বিশ্বাস করেছি
তাই ঠকেছি,
গীবতকারীর প্ররোচনায়
মানুষকে বুঝেছি।

প্রিয় জন্মভূমিশুভেচ্ছা তোমাকেআজ তোমার  ৫৪ তম জন্মদিনসাধারন জনতা আজ ও পরাধীন।
25/03/2024

প্রিয় জন্মভূমি
শুভেচ্ছা তোমাকে
আজ তোমার ৫৪ তম জন্মদিন
সাধারন জনতা আজ ও পরাধীন।

Address

34 North Brook Hall Road, Bangla Bazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Shop ইকরা শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra Shop ইকরা শপ:

Share