11/09/2024
যারা এখনও জাতীয় সংগীতের পরিবর্তন নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত আছেন দয়া করে থামুন। একটা মহল এটাই চাচ্ছে যে আমরা যেন এই রকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি করি। শুধু জাতীয় সংগীত না এ রকম আরো অনেক বিষয় আমাদের সামনে এনে জাতীর ভিতর বিভেদ সৃস্টি করার মহা পরিকল্পনা আসতে থাকবে। তাই সতর্ক থাকুন। গভীরভাবে সব কিছু উপলব্ধি না করে মাথা দিয়ে শুধু ঠেলাঠেলি কইরেন না। সাবধান থাকুন, ইগনর করা শিখুন। সব বিষয়ে মন্তব্য করতেই হবে এমন প্রয়োজনীয়তা বাদ দিন। ভাল থাকুন, বাংলাদেশকে ভালবাসুন।