ঢাকাদক্ষিন ইসলামিক মিডিয়া

ঢাকাদক্ষিন ইসলামিক  মিডিয়া আসসালামুয়ালাইকুম
ঢাকাদক্ষিণ ইসলামি?

20/05/2025

উত্তর রায়গড় উজান পট্টি মহল্লাবাসির উদ্যেগে বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ সোমবার অনুষ্ঠিত হবে ইনসাআল্লাহ।
উক্ত মাহফিলে নসিহত পেশ করেন

👉🏿হজরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব,
শায়খুল হাদীস আংগুরা মুহাম্মদপুর মাদ্রাসা।

👉🏿হজরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব, খুলনা।

👉🏿হজরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, মীরপুরি।

👉🏿হজরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, কলরব।

👉🏿হজরত মাওলানা মমতাজ উদ্দিন সাহেব, বড়দেশী।

👉🏿হজরত মাওলানা মুফতি উবায়দুর রাহমান হুজাইফী সাহেব, ঢাকা।

👉🏿হজরত মাওলানা সোহাইল আহমাদ সাদি সাহেব, জাফলংগি।

20/05/2025

উত্তর রায়গড় উজান পট্টি মহল্লাবাসীর উদ্যোগে প্রথম ওয়াজ মাহফিল আগামী ৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ সোমবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন

👉🏿শায়খুত তাফসির হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব খুলনা,

👉🏿হজরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি।

👉🏿হজরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ সাহেব কলরব।

👉🏿হজরত মাওলানা মুফতি উবায়দুর রাহমান হুজাইফি।

07/04/2025

আল্লাহ আবাববিল পাখিকে আর একবার পাঠান। জালিমদের কে ধ্বংস করে গাজাবাসীদের মুক্ত করুন।🤲🏻🤲🏻😭

ঢাকাদক্ষিন বড় মসজিদে এতেকাফে শায়েখে রশীদুর রহমান ফারুক দাঃবাঃ বরুনার  আগমন উপলক্ষে শত শত মানুষের ঢল,  ঢাকাদক্ষিন বড় মসজি...
21/03/2025

ঢাকাদক্ষিন বড় মসজিদে এতেকাফে শায়েখে রশীদুর রহমান ফারুক দাঃবাঃ বরুনার আগমন উপলক্ষে শত শত মানুষের ঢল, ঢাকাদক্ষিন বড় মসজিদ যেন একটুকরো ইস্তেমার ময়দান, মাশাল্লাহ, আল্লাহ সবাইকে দ্বীনের খেদমতে এবং হেদায়েতের জন্য কবুল করুন, আমীন।

আলহামদুলিল্লাহ..... এবার রমযানুল মুবারকের শেষ দশকে ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফ করবেন আমীরে আঞ্জুমানে হ...
16/03/2025

আলহামদুলিল্লাহ.....
এবার রমযানুল মুবারকের শেষ দশকে ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফ করবেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, পীরে কামিল, ওলী ইবনে ওলী শায়খুল হাদীস মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা হাফিঃ।

ঢাকাদক্ষিণ তথা গোলাপগঞ্জ বাসীর খুশকিসমত এমন এক বুযুর্গকে মহিমান্বিত মাহে রমযানে আমরা পাচ্ছি। তাঁর দোয়া ও সুহবতে ধন্য হতে পাবো। আল্লাহ আমাদের সকলকে শরীক হওয়ার তাওফিক দান করুন এবং আয়োজকদের কে যথাযথ ভাবে ব্যবস্থাপনা করার তাওফিক দান করুন আমিন।

মসজিদ লোকেশনঃ
ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
ঢাকাদক্ষিণ বাজার, গোলাপগঞ্জ, সিলেট।

ইন্না-লিল্লাহ, দেশের অন‍‍্যতম শীর্ষ বুজুর্গ আলেম মধুপুরের পীর সাহেব হুজুর রোড এক্সিডেন্টে গুরুতর আহত হয়েছেন। আল্লাহ তায়...
22/01/2025

ইন্না-লিল্লাহ, দেশের অন‍‍্যতম শীর্ষ বুজুর্গ আলেম মধুপুরের পীর সাহেব হুজুর রোড এক্সিডেন্টে গুরুতর আহত হয়েছেন।
আল্লাহ তায়া’লা পরিপূর্ণ শেফা দান করুন আমিন।

14/01/2025

আলোচনা পেশ করছেন।মুফতি হাম্মাদ আল-হামিদি সাহেব বারকোটি।

12/01/2025
উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যেগে আয়োজিত ১০ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১৮ জানুয়ারী  ২০২৫ ইংরেজী শনিবার স্থানঃ উ...
30/12/2024

উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যেগে আয়োজিত ১০ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১৮ জানুয়ারী
২০২৫ ইংরেজী শনিবার
স্থানঃ উত্তর রায়গড় জামে মসজিদ সংলগ্ন মাঠ

ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন..প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আব্দুর রহীম জিহাদি আর নেই।আল্লাহ পাক হযরতের ভুলত্রুটিকে ক্...
17/12/2024

ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন..

প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আব্দুর রহীম জিহাদি আর নেই।
আল্লাহ পাক হযরতের ভুলত্রুটিকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন,আমীন।

Address

Dhakadakshin

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকাদক্ষিন ইসলামিক মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঢাকাদক্ষিন ইসলামিক মিডিয়া:

Share

Category