
13/09/2025
নওগাঁয় জামায়াত নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক জানাজার পূর্বে কিছু বক্তব্য
নওগাঁর জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কর্মী মরহুম নূর আলমের জানাজার পূর্বে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল।
মরহুমের জানাজার নামাজে অংশ নিয়ে ইঞ্জিনিয়ার এনামুল বলেন, "আমাদের প্রিয় কর্মী নূর আলম ভাই আজ আমাদের মাঝে নেই। তার এই চলে যাওয়া জামায়াতে ইসলামী ও এই এলাকার মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের পথে অবিচল থেকে দ্বীনের জন্য কাজ করে গেছেন। তার ত্যাগ ও নিষ্ঠা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।"
ইঞ্জিনিয়ার এনামুল আরও বলেন, "নূর আলম ভাইয়ের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের অবদানেই জামায়াতে ইসলামী আজ এতদূর আসতে পেরেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সাথে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।"
জানাজায় স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।