03/11/2024
৯৩% মেধায় ফলাফল প্রকাশের দাবি, না মানলে আন্দোলন চলবে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও ও লাগাতার অনশন কর্মসূচি পালন করেছে দ্বিতীয় ধাপের ফলাফল প্রত্যাশীরা। রবিবার (৩ নভেম্বর) দুপুর বারোটার দিকে মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন- রোমানা ইসলাম, শাকিল, ওমর ফারুকসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আমাদের কিছু দাবি নিয়ে লাগাতার অনশন কর্মসূচি পালন করছি। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কেন আমাদের সঙ্গে এমন করছে তা আমাদের বোধগম্য নয়। আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি তিনি যেন আমাদের দাবি পূরণ হওয়ার ব্যবস্থা করে দেন।
বক্তারা আরো বলেন, আমাদের মূল দাবি, ত্রুটিপূর্ণ ফলাফল পুনঃবিবেচনা করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের মতো ৩:১/ ৪:১ অনুপাতে নিয়োগ দিতে হবে পদসংখ্যা বৃদ্ধি করতে হবে। তাদের দাবির পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। ৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার এই ফল প্রকাশের পর একে ত্রুটিপূর্ণ বলে দাবি করেন প্রার্থীর একটি অংশ। তাদের অভিযোগ , চারটি সেটের পরীক্ষা হলেও সবগুলোর যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। আসন বৃদ্ধি করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান তারা।
প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের প্রকাশিত ফলাফলে ছয় হাজার ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন। এতে মোট চারটি সেটের মধ্যে সবগুলো সমানভাবে মূল্যায়ন না করার দাবি উঠেছে। চাকরিপ্রার্থীদের দাবি, পদ্মা সেটের মাত্র ১ শতাংশ ফলাফল পেয়েছে প্রার্থীরা। এছাড়া বুয়েট আগেও ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ করেছে। তাদের যান্ত্রিক ত্রুটির কারণে এমন ফল এসেছে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত, মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। তবে তৃতীয় ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষা হলেও দীর্ঘদিনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। চার মাসের বেশি সময় অপেক্ষা করছেন তৃতীয় ধাপের ফলপ্রত্যাশীরা।
এর আগে বিধিমালা-২০১৯ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপের মতো দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য তারা তিন মন্ত্রণালয়ে আবেদন করেছিল তারা