05/07/2025
🎯 ক্যাডেট কলেজে চান্স না পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ 🎯
ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু সবাই সফল হয় না। কেন পিছিয়ে পড়ে অনেক মেধাবী শিক্ষার্থী? চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ কারণ—
1️⃣ পরিকল্পনার অভাব: সঠিক পরিকল্পনা-কোন বিষয় কখন পড়বো,কি পড়বো,পরীক্ষায় কোনটি আগে উত্তর করবো,কোন বিষয় কত সময়ের মধ্যে শেষ করবো ইত্যাদি বিষয়ে পরিকল্পনামাফিক না কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে।
2️⃣ সিলেবাস না বুঝে পড়া: পরীক্ষার কাঠামো বুঝে প্র্যাকটিস না করলে ভালো প্রস্তুতি নিয়েও পিছিয়ে পড়তে হবে।
3️⃣ সমন্বিত প্রস্তুতির ঘাটতি: শুধু বাংলা বা ইংরেজি নয়, গণিত, সাধারণ জ্ঞান -মোটকথা চার বিষয়েই সমন্বিত ভালো ফলাফল কেবলমাত্র সফলতার পথ দেখাবে।মনে রাখতে হবে, চার বিষয়ে পৃথকভাবে পাশ করতে হবে।
4️⃣ মক টেস্টের অভাব: নিয়মিত মডেল টেস্ট না দিলে টাইম ম্যানেজমেন্ট ও পরীক্ষার চাপ সামলানো কঠিন হয়।
5️⃣ নিজের দুর্বলতা চিহ্নিত না করা: অনেকেই বারবার একই ভুল করে, কিন্তু শোধরায় না।
6️⃣ নিয়মিত অনুশীলনের ঘাটতি: নিয়মিত অনুশীলন না করলে প্রশ্নের ধরন ও উত্তর করার কৌশল আয়ত্তে আসে না।
7️⃣ আত্মবিশ্বাসের অভাব: অনেক মেধাবী শিক্ষার্থী আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং প্রশ্ন দেখেই ভয়ে গুটিয়ে যায়।
8️⃣ মানসিক ও শারিরীকভাবে সুস্থতা: শুধু লিখিত পরীক্ষায় উত্তির্ন হলেই হবে না;তাকে ভাইভা ও মেডিকেলেও উত্তির্ন হতে হবে।এ জন্য তাকে মানসিক ও শারিরীকভাবে সুস্থ থাকতে হবে।
📌 স্মার্ট প্রস্তুতি, দৃঢ় মনোবল আর নিয়মিত অনুশীলনই ক্যাডেট হওয়ার সঠিক চাবিকাঠি।
✅ তোমার স্বপ্ন বাস্তব হোক — শুধু সঠিক পথে অগ্রসর হও।
♦️ ভর্তির জন্য আজই যোগাযোগ করুনঃ
শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch, ঐশী টাওয়ার, জিগাতলা, ধনবাড়ী, টাংগাইল।
মোবাইলঃ 01915-690630, 01715-145336