শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch

  • Home
  • Bangladesh
  • Dhanbari
  • শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch

শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch ✴️School section: Play to S.S.C,
🌼Coaching Section:Class 1 to S.S.C
🌷 Cadet College Admission Coaching.

::::::Children Competition::::::শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতার পর যদি থাকে উৎস...
25/09/2025

::::::Children Competition::::::
শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতার বিকল্প নেই।
প্রতিযোগিতার পর যদি থাকে উৎসাহমূলক অনুষ্ঠান এবং আর্কষণীয় পুরস্কারের ব্যবস্থা, তাহলে আর দেরি কেন?

আজই স্কুলে যোগাযোগ করে সংগ্রহ করুন আবেদন ফরম ও অন্যান্য নিয়মাবলী।

আপনি কি আপনার সন্তানের                     ভবিষ্যৎ নিয়ে ভাবছেন?আপনার সন্তানের দায়িত্ব কে                   বা কোন প্রতি...
24/09/2025

আপনি কি আপনার সন্তানের
ভবিষ্যৎ নিয়ে ভাবছেন?
আপনার সন্তানের দায়িত্ব কে
বা কোন প্রতিষ্ঠান নিবে?
কোন স্কুলে ভর্তি করবেন এই নিয়ে চিন্তিত?

আর দেরি নয়! টাংগাইলের শাহীন স্কুল ধনবাড়ী শাখার পক্ষ থেকে স্বাগতম ❤️

শাহীন স্কুলের পক্ষ থেকে আমরাই
নিব আপনার সন্তানের দায়িত্ব। 🍁🍁

♥Non-School Going Children Competition-2025♥❤️ শাহীন স্কুল ধনবাড়ী শাখা ❤️
16/09/2025

♥Non-School Going Children Competition-2025♥

❤️ শাহীন স্কুল ধনবাড়ী শাখা ❤️

⭕ ধনবাড়ীতে আমরা-ই প্রথম ⭕🎈ছোট্ট সোনামনিদের জন্য ব্যতিক্রমী আয়োজন 🎈♦️ জাতীয় পতাকা রং করা প্রতিযোগিতা♦️♥Non-School Going ...
16/09/2025

⭕ ধনবাড়ীতে আমরা-ই প্রথম ⭕
🎈ছোট্ট সোনামনিদের জন্য ব্যতিক্রমী আয়োজন 🎈
♦️ জাতীয় পতাকা রং করা প্রতিযোগিতা♦️

♥Non-School Going Children Competition-2025♥

🇧🇩পতাকা রং কর, আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার🇧🇩

নিয়মাবলী:
১) ছবির বিষয়ঃ জাতীয় পতাকা রং করতে হবে।
২) প্রতিযোগিতাটি স্কুলে ভর্তি হয়নি এমন বাচ্চাদের জন্য প্রযোজ্য। (৪+ থেকে ৬ বছর) বয়স পর্যন্ত।
৩) আর্ট পেপার স্কুল থেকে সরবরাহ করা হবে এবং তাতে পতাকা আঁকানো থাকবে । রং করার জন্য লাল এবং সবুজ রং পেন্সিল প্রতিযোগিকে নিয়ে আসতে হবে।
৪) #শাহীন_স্কুল_ধনবাড়ী শাখা, জিগাতলা থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে হবে।
৫) আকর্ষণীয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাড়াও ৪র্থ-১০ম স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য রয়েছে আকর্ষণীয় ১টি স্কুল ব্যাগ, ১১তম-২০তম পর্যন্ত প্রত্যেকের জন্য রয়েছে ১টি করে মগ। এছাড়াও....
🎁 অংশগ্রহণকারী সকলের জন্যই রয়েছে বিশেষ পুরস্কার।

➡️ শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতার পর যদি থাকে আকর্ষণীয় উপহার...
তাহলে আর দেরি কেন❓

বিস্তারিত জানতেঃ ০১৭১৫-১৪৫৩৩৬, ০১৯১৫-৬৯০৬৩০।

♦️ প্রতিযোগিতার তারিখ:০৮ নভেম্বর ২০২৫
খ্রি. শনিবার (সকাল ১০:০০ ঘটিকায়)
♦️ আবেদন ফরম সংগ্রহ ও জমার শেষ
তারিখঃ ০৬ নভেম্বর'২৫ (বৃহস্পতিবার)
(২ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ)।
♦️ ফরমের মূল্য ৫০/- (পঞ্চাশ টাকা)।
♦️ প্লে শ্রেণির ফ্রী ক্লাস শুরু: ১০ নভেম্বর'২৫
রোজ সোমবার।

Shaheen Education Family কেন এবং বিশেষত্ব কি ?♣ক্লাস কার্যক্রম সার্বক্ষণিক CCTV দ্বারা পর্যবেক্ষন ।♣ ৪ বার জাতীয় পর্যায়ে...
15/09/2025

Shaheen Education Family কেন এবং বিশেষত্ব কি ?
♣ক্লাস কার্যক্রম সার্বক্ষণিক CCTV দ্বারা পর্যবেক্ষন ।
♣ ৪ বার জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন (২০০৪,২০০৮,২০০৯,২০১০) ।
♣ ২০১১ সনে জাতিয় পর্যায়ে সম্মিলিত তৃতীয় স্থান অর্জন ।
♣টাঙ্গাইল এ ২০ বার প্রথম স্থান অর্জন।
♣গাজীপুর,বগুড়া,বরিশাল,ময়মনসিংহে প্রথম স্থান অর্জন।
♣সুন্দর হাতের লেখায় প্রথম স্থান অর্জন।
ভর্তি তথ্য অনুসন্ধান এর জন্য আজই যোগাযোগ করুন----
শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch
ঐশী টাওয়ার, জিগাতলা,ধনবাড়ী,টাংগাইল।
মোবাইলঃ০১৭১৫১৪৫৩৩৬,
০১৯১৫৬৯০৬৩০।

বিশেষ দিকসমূহ
********************************
*** সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী ‘শাহীন ক্যাডেট স্কুল’ পরিচালিত।স্কুলটিতে উপকরণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় পাঠদান করা হয় বলে অতিরিক্ত গৃহশিক্ষক বা কোচিং-এর প্রয়োজন হয় না।
*** প্রতিদিন স্কুলে এবং শ্রেণিকক্ষে কথোপকথনের মাধ্যমে এর চর্চা করা। ফলে একজন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে তুলনামূলক অধিক জ্ঞান অর্জন করতে পারে। সহজ সকল ব্যবহার করে কে আকর্ষণীয় করে উপস্থাপন করা।
*** শিক্ষার্থীদের যুযোপযোগী ও ধারাবাহিক শিক্ষা প্রদানের লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবার-এর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক রচিত ‘বেসিক প্রকাশনী’ ও ‘শাহীন পাবলিকেশন্স’-এর প্রকাশিত বিভিন্ন গবেষণামূলক বই-এর মাধ্যমে পাঠদান করা হয়। এ কারণে প্রাথমিক পর্যায় থেকেই ইংরেজি ও গণিতের ভিত্তি মজবুত হয়।
*** দুর্বল ও সবলদের জন্য মেধাভিত্তিক ব্যাচ তৈরি করে পাঠদান। দুর্বল শিক্ষার্থীদের দুর্বর বিষয়/পাঠ () চিহ্নিতকরণ সাপেক্ষে পৃথকভাবে ঘাটতি পূরণে ব্যবস্থা নেওয়া হয়।
*** সর্বোপরি এদেশের শিক্ষা ও পাঠ্যক্রম এবং আধুনিক বিশ্বের চিন্তা চেতনার সাথে তাল মিলিয়ে এক ভিন্ন মাত্রার শিক্ষাদানে অঙ্গীকারাবদ্ধ এ স্কুলটি নিজস্ব শিক্ষা ক্যালেন্ডার ও শিক্ষা উপকরণ ব্যবহার করে।
*** সরকারী অনুমোদন প্রাপ্ত বলে সরাসরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ/ব্যবস্থা রয়েছে।
*********************************
ব্যতিক্রম ও অন্যান্য দিকসমূহ
*********************************
*** সঠিক নিয়মে বর্ণ লেখা এবং হাতের লেখা সুন্দর করার কৌশল শিক্ষা দেওয়া হয়।
*** সপ্তাহের শুরুতে সাপ্তাহিক পড়ার তালিকা ও পাঠ্য বইকে প্রাধান্য দিয়ে সহজ ও সাবলিল ভাষার তৈরিকৃত নোট প্রদান।
*** স্কুল কর্তৃপক্ষ কর্তৃক প্রশ্নপত্র প্রণয়ন, নিরপেক্ষ পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন।
*** শিক্ষকদের Monthly Home Visit।
*** মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষান্তে পুরস্কার প্রদান
*** পাঠদানের কৌশল সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শিক্ষকদের মাসিক 2 ঘন্টার শ্রেণিভিত্তিক পরামর্শ সভা করা হয়। এক শাখার শিক্ষক অন্য শাখায় প্রেরণ করে, দুই ভাবে মতামত গ্রহণের মধ্যদিয়ে, শিক্ষকদের আদর্শ শিক্ষক-এ রূপান্তর। উদাহরণস্বরূপ: নিজের ভুলগুলো সংশোধন এবং অন্যের ভুলগুলো নির্বাচন করা, অতপর আলোচনা করে পাঠদানের সঠিক সিদ্ধান্ত নেওয়া।
*** বৎসরে ৩টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেমিস্টার পরীক্ষায় ভাল ফলাফলের লক্ষ্যে মাসিক এবং মাসিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের প্রত্যাশায় সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা। সাপ্তাহিক পরীক্ষার প্রস্তুতির জন্য দৈনিক কঠোরভাবে One By One পড়া আদায়ের ব্যবস্থা।

🟥সুন্দর, সুশৃঙ্খল ও পরিপাটি ক্লাসরুম🟥✅ কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে পাঠদান২০২৬ সেশনে সীমিত আসনে ভর্তির জন্য  যোগাযোগ করু...
08/09/2025

🟥সুন্দর, সুশৃঙ্খল ও পরিপাটি ক্লাসরুম🟥

✅ কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে পাঠদান

২০২৬ সেশনে সীমিত আসনে ভর্তির জন্য যোগাযোগ করুনঃ

শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch, ঐশী টাওয়ার, জিগাতলা, ধনবাড়ী, টাংগাইল।
মোবাঃ ০১৭১৫ ১৪৫৩৩৬, ০১৯১৫ ৬৯০৬৩০

❤️ SEF Foundation বৃত্তি ২০২৫ ❤️ ♦️ ১ম পুরস্কারঃ ১টি কম্পিউটার সেট।♦️ ২য় পুরস্কারঃ ১ টি ট্যাব।♦️ ৩য় পুরস্কারঃ ১ টি ট্যাব...
05/09/2025

❤️ SEF Foundation বৃত্তি ২০২৫ ❤️

♦️ ১ম পুরস্কারঃ ১টি কম্পিউটার সেট।
♦️ ২য় পুরস্কারঃ ১ টি ট্যাব।
♦️ ৩য় পুরস্কারঃ ১ টি ট্যাব।

♦️ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী
পাবে ৫০০ টাকা+ক্রেস্ট+সার্টিফিকেট।

♦️ সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী
পাবে ৩০০ টাকা+ক্রেস্ট+সার্টিফিকেট।

♦️ ২০২৬ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক
শিক্ষার্থীর জন্য রয়েছে ৫০০ টাকা করে
মাসিক বৃত্তি (শর্ত প্রযোজ্য)।

♦️ ফলাফলের ধরন: ক) ট্যালেন্টপুল ৮%,
খ) সাধারণ গ্রেড ৭%,
গ) স্কুল ভিত্তিক সাধারণ গ্রেড ১০%।

♦️ যে কোনো স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা
অংশগ্রহণ করতে পারবে।

#আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখঃ
➡️ ৩০ অক্টোবর ২০২৫ ইং
#ফরমের মূল্যঃ ১০০/-(একশত টাকা)
#পরীক্ষা: ১ নভেম্বর ২০২৫ ইং

★★নিজ উপজেলার খাতা অন্য জেলা/উপজেলার শিক্ষক দ্বারা মূল্যায়ন করা হবে ।

🏠 কেন্দ্র: শাহীন স্কুল, ধনবাড়ী শাখা।
☎️ মোবা:01715145336,01915690630



শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch

❤️ SEF Foundation বৃত্তি ২০২৫ ❤️ ♦️ ১ম পুরস্কারঃ ১টি কম্পিউটার♦️ ২য় পুরস্কারঃ ১ টি ট্যাব♦️ ৩য় পুরস্কারঃ ১ টি ট্যাব।♦️ধনব...
02/09/2025

❤️ SEF Foundation বৃত্তি ২০২৫ ❤️

♦️ ১ম পুরস্কারঃ ১টি কম্পিউটার
♦️ ২য় পুরস্কারঃ ১ টি ট্যাব
♦️ ৩য় পুরস্কারঃ ১ টি ট্যাব।
♦️ধনবাড়ী উপজেলাধীন যে কোন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।

➡️ শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতার পর যদি থাকে উৎসাহমূলক অনুষ্ঠান এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা তাহলে আর দেরি কেন?
➡️ আজই যোগাযোগ করে আপনার সন্তানের বৃত্তি ফরম প্রাপ্তি নিশ্চিত করুন।
যোগাযোগঃ শাহীন স্কুল ধনবাড়ী শাখা।
মোবাইলঃ01715145336,01915690630

🔰 যদি লক্ষ্য থাকে অটুট.... ♦️   প্রোগ্রামে শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch এর দুই কৃতি শিক্ষার্...
29/08/2025

🔰 যদি লক্ষ্য থাকে অটুট....

♦️ প্রোগ্রামে শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch এর দুই কৃতি শিক্ষার্থী #ক্যাডেট_ঐশী ও #ক্যাডেট_জিহাদ।

28/08/2025

আসসালামু আলাইকুম। নিচের পেইজটি ফলো করার আহ্বান জানাচ্ছি। এখানে শাহীন শিক্ষা পরিবারের দক্ষ শিক্ষকদের বিষয় ভিত্তিক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ পোষ্ট করা হয় যা দেখলে আপনার মাধ্যমে আপনার সন্তান বা আপনার পরিচিতজন উপকৃত হবে ইনশাআল্লাহ।
https://www.facebook.com/share/1CZiizUdm4/

Here, we believe learning should be easy, fun, and fast. Get your daily dose of knowledge with our quick, engaging lesson videos.

From science to history, and life hacks to interesting facts, we've got you covered.

Follow us to learn something new .

✨২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র  #শাহীন_শিক্ষা_পরিবার হতে লিখিতভাবে কৃতকার্য হয় ৩১২ জন শিক্ষার্থী এবং ...
08/04/2025

✨২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র #শাহীন_শিক্ষা_পরিবার হতে লিখিতভাবে কৃতকার্য হয় ৩১২ জন শিক্ষার্থী এবং চূড়ান্তভাবে কৃতকার্য হয় ১১২ জন শিক্ষার্থী।
🎄 শুধুমাত্র শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch থেকে লিখিতভাবে কৃতকার্য হয় ৪ জন শিক্ষার্থী এবং চূড়ান্তভাবে কৃতকার্য হয় ২ জন শিক্ষার্থী।

☀ এই অবিস্মরণীয় ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।☀

Address

Shaheen Cadet School, Oishee Tower, Jigatola
Dhanbari
1995

Opening Hours

Monday 08:00 - 20:30
Tuesday 08:00 - 20:30
Wednesday 08:00 - 20:30
Thursday 08:00 - 20:30
Friday 09:00 - 12:30
Saturday 08:00 - 20:30
Sunday 08:00 - 20:30

Telephone

01915690630

Alerts

Be the first to know and let us send you an email when শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহীন স্কুল ধনবাড়ী শাখা : Shaheen School Dhanbari Branch:

Share