শিক্ষার খবর

শিক্ষার খবর চলতি সংবাদ শিরোনাম ও শিক্ষা সংশ্লিষ্ট আপডেট পেতে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। Kamalla, Muradnagar, Comilla.

📢 শিক্ষকদের বদলি নীতিমালায় আসছে পরিবর্তনবেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বদলি নী...
25/09/2025

📢 শিক্ষকদের বদলি নীতিমালায় আসছে পরিবর্তন

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বদলি নীতিমালার ৩.১৬ ধারা সংশোধন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

🔹 আগে: বছরে মাত্র একজন শিক্ষককে বদলির সুযোগ ছিল।
🔹 এখন: সংশোধনের পর একটি প্রতিষ্ঠান থেকে একাধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন।

✍️ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের অনুমতি পেলেই ৭ কার্যদিবসের মধ্যে এ নীতিমালা সংশোধন করা সম্ভব।

⚠️ তবে বদলি সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। প্রথমে একটি ভেন্ডর প্রতিষ্ঠান বিনামূল্যে সফটওয়্যার তৈরি করলেও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে সেটি বাতিলের পথে। এখন সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন সফটওয়্যার তৈরি করা হবে।

📌 জানা গেছে, শিক্ষকদের দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থাকা পেশাগত বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্যই সরকার স্বয়ংক্রিয় বদলির উদ্যোগ নিয়েছে।

😎😎শিক্ষকদের অভিযোগ, এ ধরনের দ্বন্দ্ব মূলত প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্ব পালনের অভাবেরই বহিঃপ্রকাশ। তারা দ্রুত এ কার্যক্রম শুরু করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

😂😂😂প্রসঙ্গত, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী গত ১৫ সেপ্টেম্বরের শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য অনলাইনে প্রকাশ করার কথা ছিল। তবে নানা জটিলতায় সেই কার্যক্রম শুরু করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

#শিক্ষা #শিক্ষক #বদলি #নীতিমালা #মাউশি #বাংলাদেশএমপিও

🌿✨ সকালে খালি পেটে জিরা পানি খাওয়ার উপকারিতা ✨🌿প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ জিরা পানি খেলে—👉 হজম শক্তি বাড়ে👉 শরীরের ট...
25/09/2025

🌿✨ সকালে খালি পেটে জিরা পানি
খাওয়ার উপকারিতা ✨🌿

প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ জিরা পানি খেলে—
👉 হজম শক্তি বাড়ে
👉 শরীরের টক্সিন বের হয়ে যায়
👉 ওজন কমাতে সাহায্য করে

🔹 প্রস্তুত করার সহজ পদ্ধতি
1️⃣ রাতে জিরা ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন
অথবা
2️⃣ পানিতে জিরা ফুটিয়ে ছেঁকে হালকা গরম অবস্থায় খালি পেটে পান করুন

⚠️ তবে খেয়াল রাখুন—
✔️ দিনে একবারই যথেষ্ট
✔️ গ্যাস্ট্রিক/অ্যাসিডিটির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন

💧 সকাল শুরু হোক স্বাস্থ্যকর অভ্যাসে 💧

#স্বাস্থ্য_পরামর্শ #জিরা_পানি #লাইফস্টাইল #দেশসাজিয়ে

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের জন্য জরুরী নির্দেশনা।
24/09/2025

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের জন্য জরুরী নির্দেশনা।

📢 পূজার ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনাআসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত...
24/09/2025

📢 পূজার ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

🔸 এই ১২ দিনের ছুটির মধ্যে রয়েছে—
✔️ দুর্গা পূজা ও বিজয়া দশমী
✔️ ফাতেহা-ই-ইয়াজদাহম
✔️ প্রবারণা পূর্ণিমা
✔️ লক্ষ্মীপূজা

📌 মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় :
২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত (৮ অক্টোবর থেকে ক্লাস শুরু)।

📌 সরকারি-বেসরকারি কলেজ :
২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত (১২ অক্টোবর থেকে ক্লাস শুরু)।

👉 নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

✍️ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা নির্ভয়ে উৎসব উপভোগ করতে পারবে। 🎉

#শিক্ষামন্ত্রণালয় #দুর্গোৎসব২০২৫ #পূজারছুটি #বাংলাদেশশিক্ষা #শিক্ষাপ্রতিষ্ঠান

24/09/2025
📢 📞📲☎️১০ম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা📲📞পড়াশোনা বিমুখতা রোধ ও শিক্ষার্থীদের মনোযোগী করতে কিশোরগ...
24/09/2025

📢 📞📲☎️১০ম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা📲📞

পড়াশোনা বিমুখতা রোধ ও শিক্ষার্থীদের মনোযোগী করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

👉 মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
👉 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন—
☎️📞📲“শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে মুক্ত হয়ে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেয়, সেটাই মূল উদ্দেশ্য।”☎️📞📲

👉 এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

👉 উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত নজরদারি করবে।

📚📵 ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে এই উদ্যোগকে স্বাগত জানাই।

🔖 #শিক্ষা #মোবাইলনিষিদ্ধ #কিশোরগঞ্জ #বাংলাদেশ #শিক্ষার্থীবান্ধব_উদ্যোগ

📌 জাতীয় সংবাদ🔥 টঙ্গীতে ভ'য়াবহ অ'গ্নিকাণ্ডে শহীদ হলেন ফায়ার ফাইটার শামীম আহমেদগাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ ব...
24/09/2025

📌 জাতীয় সংবাদ

🔥 টঙ্গীতে ভ'য়াবহ অ'গ্নিকাণ্ডে শহীদ হলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ (৪২) আজ (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃ'ত্যুবরণ করেন।

👉 তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর আগুন নেভাতে গিয়ে তার শরীরের শতভাগ দগ্ধ হয়। সহকর্মীরা জানান, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রকৃত বীরের মর্যাদা অর্জন করেছেন।

🕯️ মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

📌 ব্যক্তিজীবনে তিনি ছিলেন তিন সন্তানের জনক। নেত্রকোণার সন্তান শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন এবং দীর্ঘ ২১ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

✍️ স্টেটমেন্ট (Caption):
"🔥 কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। আমরা হারালাম এক প্রকৃত বীরকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। 🕯

#জাতীয়সংবাদ #ফায়ারসার্ভিস #টঙ্গীঅগ্নিকাণ্ড #শহীদফায়ারফাইটার #শামীমআহমেদ #প্রকৃতবীর #বাংলাদেশ

Address

Gagla Bazar, Santospur, Nageshwari, Kurigram
Dhani Gagla
5660

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শিক্ষার খবর:

Share

Category