23/10/2025
👇
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: ই-রেজিস্ট্রেশন শুরু কবে, জানাল এনটিআরসিএ
🗓️ প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, রাত ৮:৪৫
✍️ টিডিসি রিপোর্ট | সূত্র: এনটিআরসিএ
💡 ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ!
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু তার আগে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠানিক তথ্য হালনাগাদ করতে হবে — এমন নির্দেশনা এসেছে এনটিআরসিএ থেকে।
🔹 কবে শুরু হচ্ছে ই-রেজিস্ট্রেশন?
এনটিআরসিএর নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেই ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে পারে।
তবে কোনো কারণে যদি আগামীকাল শুরু না হয়, তাহলে আগামী সপ্তাহের শুরুতেই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক)।
তিনি বলেন,
> “৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। তারও আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই ই-রেজিস্ট্রেশন শুরু হওয়াটাই মূল ধাপ।
🖥️ রেজিস্ট্রেশন করার সময়সীমা ও নিয়মাবলি:
➡️ প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
➡️ এ জন্য প্রতিষ্ঠানগুলোকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হবে।
➡️ নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে প্রতিষ্ঠান প্রধানরা শূন্য পদের তথ্য দিতে পারবেন না, ফলে তারা আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশ নিতে পারবেন না।
📍 অর্থাৎ, ই-রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করলেই প্রতিষ্ঠানগুলো শূন্যপদ তথ্য জমা দেওয়ার সুযোগ পাবে। এরপরই এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।
🧩 পূর্বপট:
সম্প্রতি এনটিআরসিএ ও টেলিটকের মধ্যে অনুষ্ঠিত এক সভায় ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সার্ভার প্রস্তুতি, তথ্য যাচাইসহ প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার সব কার্যক্রম আরও দ্রুত ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
📚 সারসংক্ষেপে:
✅ ই-রেজিস্ট্রেশন শুরু: ২৩ অক্টোবর (সম্ভাব্য)
✅ সময়সীমা: ১৫ কার্যদিবস
✅ দায়িত্বপ্রাপ্ত: প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান
✅ রেজিস্ট্রেশন না করলে: শূন্যপদ তথ্য দেওয়া যাবে না
✅ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর।
#৬ষ্ঠ_গণবিজ্ঞপ্তি েজিস্ট্রেশন #বেসরকারি_শিক্ষক #শিক্ষা_সংবাদ #টিডিসি_রিপোর্ট #শিক্ষা_আপডেট #বাংলাদেশ_শিক্ষা