শিক্ষার খবর

শিক্ষার খবর চলতি সংবাদ শিরোনাম ও শিক্ষা সংশ্লিষ্ট আপডেট পেতে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। Kamalla, Muradnagar, Comilla.

23/10/2025
👇📢 অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে নতুন সদস্য হতে চান ৮০ জন! অধিকাংশই বিএনপি–জামায়াতপন্থি বলে জানা গেছে!বেসরকারি শিক্ষকদের ...
23/10/2025

👇
📢 অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে নতুন সদস্য হতে চান ৮০ জন! অধিকাংশই বিএনপি–জামায়াতপন্থি বলে জানা গেছে!

বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে সদস্য হতে আবেদন করেছেন মোট ৮০ জন প্রার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে — আবেদনকারীদের মধ্যে বেশিরভাগই বিএনপি–জামায়াতপন্থি শিক্ষক।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির দু’জন সদস্যও আবেদন করেছেন বলে জানা গেছে।

৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই বোর্ড দুটির পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। বোর্ডের মূল দায়িত্বে আগের কর্মকর্তারা থাকলেও নতুন সদস্য হিসেবে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাঁদের তালিকা শিক্ষা উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

🔹 মোট কাঠামো:
প্রতি বোর্ডে ১৭ জন করে —
➡️ ৩ জন সরকারি কর্মকর্তা (আমলা)
➡️ ১৪ জন শিক্ষক প্রতিনিধি (যার মধ্যে ১ জন অধ্যক্ষ)
অর্থাৎ, দুই বোর্ডে মোট ৩৪ জন সদস্য থাকবেন। আগামী এক মাসের মধ্যেই নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বলে সূত্র জানিয়েছে।

💡 অন্যদিকে, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের বিশেষ অডিটের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকদের অবসরের টাকা পেতে দীর্ঘদিন ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে শিক্ষক কল্যাণের টাকা কেন রাখা হয়েছিল— সেটিও এবার খতিয়ে দেখা হবে।

🎙 শিক্ষা সচিব রেহানা পারভীন জানিয়েছেন —

> “অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে নানা সংকট রয়েছে। এগুলো নিরসনে বিশেষ অডিট পরিচালনা করা হবে। এতে পুরো চিত্রটি পরিষ্কার হবে।”

👉 শিক্ষক সমাজ এখন অপেক্ষায় — নতুন বোর্ডে যেন যোগ্য, সৎ ও নিরপেক্ষ প্রতিনিধি নিয়োগ পান,
যাঁরা সত্যিকার অর্থে শিক্ষকদের কল্যাণে কাজ করবেন।

🔖 #অবসরবোর্ড #কল্যাণট্রাস্ট #শিক্ষা_মন্ত্রণালয় #শিক্ষকদের_অধিকার #শিক্ষা_সংবাদ #বাংলাদেশ_শিক্ষা
#শিক্ষক_কল্যাণ #বিশেষ_অডিট

একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে, সনদ সইয়ের পক্ষে-বিপক্ষে জনরায় পেতে গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি-...
23/10/2025

একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে, সনদ সইয়ের পক্ষে-বিপক্ষে জনরায় পেতে গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি- সালাহউদ্দিন আহমদ।

23/10/2025

কথা বলছেন-অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

23/10/2025

✈️ অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে!
💼 বেতন ২২,০০০–২৫,০০০ টাকা পর্যন্ত

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড নতুন জনবল নিয়োগ দিচ্ছে। এবার ‘এক্সিকিউটিভ’ (Executive) পদে ৩০ জনকে নেওয়া হবে কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগে।

📘 যোগ্যতা:

স্নাতক বা সমমান ডিগ্রি।

অভিজ্ঞতা থাকলে ভালো, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।

💰 বেতন: ২২,০০০ – ২৫,০০০ টাকা
🕒 চাকরির ধরন: ফুল টাইম
👩‍💼 প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
📍 কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

📅 আবেদনের সময়সীমা:
👉 আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

🌐 আবেদনের ঠিকানা:
👉 বিডি জবসে আবেদন করুন

📌 সংক্ষেপে:
✅ পদ: Executive
✅ পদসংখ্যা: ৩০
✅ প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স
✅ বিভাগ: কাস্টমার এক্সপেরিয়েন্স
✅ অভিজ্ঞতা: প্রয়োজন নেই
✅ বেতন: ২২,০০০–২৫,০০০ টাকা
✅ কর্মস্থল: ঢাকা
✅ আবেদন শেষ: ২০ নভেম্বর ২০২৫
✳️ চাকরির পাশাপাশি পড়ুন:

✈️ ক্যারিয়ার শুরু হোক দেশের শীর্ষ বিমান সংস্থায় — ইউএস-বাংলা এয়ারলাইন্সে!
আজই আবেদন করুন 👇

#চাকরির_খবর #চাকরির_সুযোগ #ইউএসবাংলা_এয়ারলাইন্স

📢📢আজ আবার প্রকাশ্যে বললাম। ৪৭ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত ক'ষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাদের ক...
23/10/2025

📢📢আজ আবার প্রকাশ্যে বললাম।
৪৭ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত ক'ষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।
ডা. শফিকুর রহমান আমির, জামায়াতে ইসলামী। ২৩শে অক্টোবর ২০২৫,বৃহস্পতিবার।

👇 ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: ই-রেজিস্ট্রেশন শুরু কবে, জানাল এনটিআরসিএ🗓️ প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, রাত ৮:৪৫✍️ টিডিসি রিপোর্ট | সূত্...
23/10/2025

👇
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: ই-রেজিস্ট্রেশন শুরু কবে, জানাল এনটিআরসিএ
🗓️ প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, রাত ৮:৪৫
✍️ টিডিসি রিপোর্ট | সূত্র: এনটিআরসিএ

💡 ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ!
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু তার আগে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠানিক তথ্য হালনাগাদ করতে হবে — এমন নির্দেশনা এসেছে এনটিআরসিএ থেকে।

🔹 কবে শুরু হচ্ছে ই-রেজিস্ট্রেশন?
এনটিআরসিএর নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেই ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে পারে।
তবে কোনো কারণে যদি আগামীকাল শুরু না হয়, তাহলে আগামী সপ্তাহের শুরুতেই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক)।

তিনি বলেন,

> “৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। তারও আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই ই-রেজিস্ট্রেশন শুরু হওয়াটাই মূল ধাপ।

🖥️ রেজিস্ট্রেশন করার সময়সীমা ও নিয়মাবলি:
➡️ প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
➡️ এ জন্য প্রতিষ্ঠানগুলোকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হবে।
➡️ নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে প্রতিষ্ঠান প্রধানরা শূন্য পদের তথ্য দিতে পারবেন না, ফলে তারা আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশ নিতে পারবেন না।

📍 অর্থাৎ, ই-রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করলেই প্রতিষ্ঠানগুলো শূন্যপদ তথ্য জমা দেওয়ার সুযোগ পাবে। এরপরই এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।

🧩 পূর্বপট:
সম্প্রতি এনটিআরসিএ ও টেলিটকের মধ্যে অনুষ্ঠিত এক সভায় ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সার্ভার প্রস্তুতি, তথ্য যাচাইসহ প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার সব কার্যক্রম আরও দ্রুত ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

📚 সারসংক্ষেপে:
✅ ই-রেজিস্ট্রেশন শুরু: ২৩ অক্টোবর (সম্ভাব্য)
✅ সময়সীমা: ১৫ কার্যদিবস
✅ দায়িত্বপ্রাপ্ত: প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান
✅ রেজিস্ট্রেশন না করলে: শূন্যপদ তথ্য দেওয়া যাবে না
✅ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর।

#৬ষ্ঠ_গণবিজ্ঞপ্তি েজিস্ট্রেশন #বেসরকারি_শিক্ষক #শিক্ষা_সংবাদ #টিডিসি_রিপোর্ট #শিক্ষা_আপডেট #বাংলাদেশ_শিক্ষা

📢📢শিরোনাম: শিশুকে অপহরণ করে সাবলেট ভাড়াটিয়া — পুলিশ গ্রেফতার, শিশুটি উদ্ধার🔊🔊 আজকের সতর্কবার্তা — কামরাঙ্গীরচরে সাবলেট ভ...
23/10/2025

📢📢শিরোনাম: শিশুকে অপহরণ করে সাবলেট ভাড়াটিয়া — পুলিশ গ্রেফতার, শিশুটি উদ্ধার

🔊🔊 আজকের সতর্কবার্তা —
কামরাঙ্গীরচরে সাবলেট ভাড়াটিয়া হয়ে ছোট শিশুদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে অ'পহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে।

👹👹গত ১৯ অক্টোবর চার বছরের নূর অপहরণ করা হয়; পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে দুই দিন পর মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে নিরাপদে উদ্ধার করে এবং ফয়সাল- কাকলী দম্পতিকে গ্রেফতার করেছে।

এই দম্পতি দীর্ঘ দিন সাবলেট হয়ে বসবাস করে পরিবারগুলোর আস্থা অর্জন করত — তারপর সুযোগ বুঝে ছেলেমেয়েদের অ'পহরণ করে মুক্তিপণ দাবি করত। গ্রে'ফতারদের কাছ থেকে একাধিক সিমকার্ড পাওয়া গেছে; প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা কোনো বৃহৎ চক্রের সঙ্গে জড়িত। — (ওসি আমিরুল ইসলাম, কামরাঙ্গীরচর থানা)

আপনি কী করবেন?

👉 • সাবলেটে কাউকে নেওয়ার আগে অবশ্যই পরিচয়পত্র যাচাই করুন।
👉• বাসায় ছোট শিশু থাকলে সাবলেটের আচরণ ও মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করুন।
👉• প্রত্যেক শঙ্কাজনক ঘটনায় দ্রুত থানায় জানান এবং ভিডিও/সিসিটিভি রেখে রাখুন।
👉• সন্দেহ হলে জনপ্রিয় নাম্বারে বা থানায় সরাসরি অভিযোগ করুন — দেরি করবেন না।

#অপহরণ #শিশুসুরক্ষা #সাবলেট #নাগরিকসতর্কতা #কামরাঙ্গীরচর #পুলিশ #মুক্তিপণ

23/10/2025

কথা বলছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
বিষয় : আন্দোলন সফল করতে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন।

Address

Gagla Bazar, Santospur, Nageshwari, Kurigram
Dhani Gagla
5660

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শিক্ষার খবর:

Share

Category