
25/09/2025
📢 শিক্ষকদের বদলি নীতিমালায় আসছে পরিবর্তন
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বদলি নীতিমালার ৩.১৬ ধারা সংশোধন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
🔹 আগে: বছরে মাত্র একজন শিক্ষককে বদলির সুযোগ ছিল।
🔹 এখন: সংশোধনের পর একটি প্রতিষ্ঠান থেকে একাধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন।
✍️ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের অনুমতি পেলেই ৭ কার্যদিবসের মধ্যে এ নীতিমালা সংশোধন করা সম্ভব।
⚠️ তবে বদলি সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। প্রথমে একটি ভেন্ডর প্রতিষ্ঠান বিনামূল্যে সফটওয়্যার তৈরি করলেও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে সেটি বাতিলের পথে। এখন সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন সফটওয়্যার তৈরি করা হবে।
📌 জানা গেছে, শিক্ষকদের দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থাকা পেশাগত বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্যই সরকার স্বয়ংক্রিয় বদলির উদ্যোগ নিয়েছে।
😎😎শিক্ষকদের অভিযোগ, এ ধরনের দ্বন্দ্ব মূলত প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্ব পালনের অভাবেরই বহিঃপ্রকাশ। তারা দ্রুত এ কার্যক্রম শুরু করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
😂😂😂প্রসঙ্গত, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী গত ১৫ সেপ্টেম্বরের শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য অনলাইনে প্রকাশ করার কথা ছিল। তবে নানা জটিলতায় সেই কার্যক্রম শুরু করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
#শিক্ষা #শিক্ষক #বদলি #নীতিমালা #মাউশি #বাংলাদেশএমপিও