Muzahid the Changer

Muzahid the Changer "এই শুভ কামনা ওগে দয়াময়,
আমার গানের ভাষা
জীবনের সাথে যেন
মিলে মিশে হয় একাকার।"
--- কবি মতিউর রহমান মল্লিক।

লক্ষ্মীপুরে মসজিদের ইমাম ও জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি মাওলানা কাউসারকে রড দিয়ে পিটিয়ে হ'ত্যা করেছে স্থানীয় বিএনপি নেত...
06/06/2025

লক্ষ্মীপুরে মসজিদের ইমাম ও জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি মাওলানা কাউসারকে রড দিয়ে পিটিয়ে হ'ত্যা করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তাঁর অপরাধ— ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে তার স্পষ্ট উচ্চারণ। এই হ'ত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে হ'ত্যার সেঞ্চুরি করল বিএনপি।

নতুন বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ, রাজনৈতিক মতপার্থক্য এবং সত্য প্রকাশ যদি মানুষকে হ'ত্যাযোগ্য করে তোলে— তাহলে কি বাংলাদেশ নয়া ফ্যাসিবাদের দিকেই যাচ্ছে?

যেকোনো মূল্যে নব্য ফ্যাসিবাদ ও মানুষ হ'ত্যার রাজনীতি রুখে দিবে জুলাইয়ের ছাত্রজনতা। আমাদের দাবি— অবিলম্বে এই নিষ্ঠুর ও বর্বর হ'ত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বললেন,"আমি শুধু একজন আইনজীবী নই—আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্...
02/06/2025

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বললেন,
"আমি শুধু একজন আইনজীবী নই—আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষ্যবাহক।"

এক বাচ্চার শরীরে ২০০ প্লেট পাওয়া গেছে এবং বাচ্চাটা বাঁচে নাই। একটা ১২ গেজের শটগানের প্রতিটা রাউন্ডে ৮ থেকে ১২টি পর্যন্ত প্লেট থাকতে পারে। অর্থাৎ, বাচ্চাটাকে শটগান দিয়ে কমপক্ষে ১৭ থেকে সর্বোচ্চ ২৬ বার গুলি করা হয়েছে। এই গুলিটা করেছে কে? শটগান তো আর ছাত্রলীগ বা সেনাবাহিনী নিয়ে ঘুরে না, এগুলা ব্যবহার করে পুলিশ। এই পুলিশেরা যখন বলে, "জুলাইয়ে পুলিশ হত্যার বিচার করতে হবে"- তখন শরীরে রক্ত টগবগ করে উঠে না?

“এ বিচার অতীতের প্রতিশোধ নয়—এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা।
যাতে কোনো স্বৈরাচার ক্ষমতার মোহে আর কোনো নেতা এ দেশের সন্তানদের রক্তে পা ভেজাতে না পারে।”

কতটা অসভ্য হলে এভাবে অন্য আরেকটি ছাত্র সংগঠনের হেল্প ডেস্কের সামনে দাঁড়িয়ে  ছাত্রকল্যাণমূলক কাজে বাধা প্রদান করতে পারে...
31/05/2025

কতটা অসভ্য হলে এভাবে অন্য আরেকটি ছাত্র সংগঠনের হেল্প ডেস্কের সামনে দাঁড়িয়ে ছাত্রকল্যাণমূলক কাজে বাধা প্রদান করতে পারে!

চট্টগ্রাম ইসলামিয়া কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য শিবিরের হেল্পডেক্সে এভাবেই দাঁড়িয়ে বাধা প্রদান করছে ছাত্রদল।

এটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের ছবি দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পরে মাত্র ১০ মাসেই ...
29/05/2025

এটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের ছবি দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পরে মাত্র ১০ মাসেই চেহারার একি হাল হল।

অথচ যারা দীর্ঘ ১৩ বছর কারাগারে ছিল তাদের চেহারার মাঝেও কত সুন্দর নূর দেখাচ্ছে ।এটাই প্রমাণ করে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য কতটুকু।

আজকের এই পড়ন্ত বিকেলে তোফায়েল সাহেব তার জীবনের সমস্ত অপকর্মগুলো নিয়ে চিন্তা করবেন হয়তো আফসোস করবেন।

সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুল মালেক ভাই থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পর্যন্ত কত নিরীহ মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে।

কত মানুষের জমি দখল করেছে । দেশের অর্থ বাহিরে পাচার করেছে । এত অর্থ থাকার পরেও চেহারার মাঝে আজকে কোন প্রশান্তি নেই, শরীরের মাঝে কোন আজকে শক্তি নেই হাড্ডি ষাঁড় একটি দেহ মনে হচ্ছে তার উপরে চামড়া ছাড়া কিছুই নেই।

সমাজের বৃত্তশালীদের বুঝা উচিত যৌবন, সময় পানির মতো বহমান।

তাই আসুন কুরআনের পথে থাকি, কোরআনের আন্দোলন করি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি ।

আমিন

রাবিতে সন্ত্রাস করলো বামেরা কিন্তু বামেদের শাস্তি কেউ দাবি করেনি।
29/05/2025

রাবিতে সন্ত্রাস করলো বামেরা কিন্তু বামেদের শাস্তি কেউ দাবি করেনি।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁর থাকার কথা জেলে, সেখানে এই খু'নী এখনো সচিবালয়ে বহাল তবিয়তে!
21/05/2025

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁর থাকার কথা জেলে, সেখানে এই খু'নী এখনো সচিবালয়ে বহাল তবিয়তে!

20/05/2025

কথা বলবেন রাজনীতিবিদদের ভাষায় আমরা অভিনন্দন জানাবো। সমালোচনা করবেন চুমু দিবো। কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহেরবানি করে।এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পরোয়া করে না।

🔥 বিএনপির সন্ত্রাসবাদীদের চেহারা।   সামান্য একটি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন, জাস্ট ফরম তুলতে গেছে জামায়াত সমর্থিত...
16/05/2025

🔥 বিএনপির সন্ত্রাসবাদীদের চেহারা।
সামান্য একটি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন, জাস্ট ফরম তুলতে গেছে জামায়াত সমর্থিত একজন প্রার্থী।
কেনো ফরম তুলতে গেলো, এই অপরাধে তার বাড়িতে হামলা, জামায়াত অফিস ভাংচুর ও কুরআন পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে। পাবনার অটঘরিয়া উপজেলার ঘটনা।।

14/05/2025

৭১ ইস্যুতে অধ্যাপক গোলাম আযম (রহ.)-এর বক্তব্য

তিনি তৎকালীন জামায়াতের আমীর। হাইকোর্টের ঐতিহাসিক রায়ে নাগরিকত্ব ফিরে পাওয়ার পর, ১৯৯৪ সালে কারাগার থেকে মুক্ত হয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের মহাসমাবেশে ভাষণ দেন অধ্যাপক গোলাম আযম (রহ.)।

আবার নতুন করে বলার কী আছে?
৭১ নিয়ে রাজনীতি আর কত হবে?
আওয়ামী লীগের ভাঙা ক্যাসেট বাজিয়ে লাভ নেই।

বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের দু'পাশে ধানের শীষ রয়েছে, জামায়াতের দাঁড়িপাল্লা যদি সুপ্রিম কোর্টের মনোগ্রাম হওয়ার জন্য ব...
13/05/2025

বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের দু'পাশে ধানের শীষ রয়েছে, জামায়াতের দাঁড়িপাল্লা যদি সুপ্রিম কোর্টের মনোগ্রাম হওয়ার জন্য বাতিল হয়। তাহলে রাষ্ট্রীয় মনোগ্রামে ধানের শীষ থাকার জন্য এটিও বিএনপির মার্কা হিসেবে বাতিল হোক।

গরুর দালাল কারে বলে?যে গরুর মালিকও না, ক্রেতাও না। কিন্তু গরুটা বিক্রি হইলে তার কিছু লাভ হয়। জমির দালাল কারে বলে?যে জমির...
13/05/2025

গরুর দালাল কারে বলে?

যে গরুর মালিকও না, ক্রেতাও না। কিন্তু গরুটা বিক্রি হইলে তার কিছু লাভ হয়।

জমির দালাল কারে বলে?

যে জমির মালিকও না, ক্রেতাও না। কিন্তু জমিটা বিক্রি হইলে তার কিছু লাভ হয়।

এইবার কুইজের উত্তর দেন।

একাত্তরের দালাল কারে বলে?

একাত্তর বিক্রি করে এই বাঙলার জমিনে এই সময়ে রাজনীতি কারা করতেছে?

12/05/2025

৭১ ইসু নিয়ে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য।

Address

Dhania

Alerts

Be the first to know and let us send you an email when Muzahid the Changer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muzahid the Changer:

Share