Muzahid the Changer

Muzahid the Changer "এই শুভ কামনা ওগে দয়াময়,
আমার গানের ভাষা
জীবনের সাথে যেন
মিলে মিশে হয় একাকার।"
--- কবি মতিউর রহমান মল্লিক।

17/09/2025
ইবনে সিনা হাসপাতালে আওয়ামী সন্ত্রাসীদের হামলা।  ওদের নির্মুল করা সময়ের দাবি। এদেশে কোন ইন্ডিয়ার দালালদের ইন্ডিয়ার প্রপাগ...
17/09/2025

ইবনে সিনা হাসপাতালে আওয়ামী সন্ত্রাসীদের হামলা। ওদের নির্মুল করা সময়ের দাবি। এদেশে কোন ইন্ডিয়ার দালালদের ইন্ডিয়ার প্রপাগাণ্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ✊✊

14/09/2025

বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নারীকে
হিজাব করতে বাধ্য করা হয়েছে
এমন একটি প্রমাণও নেই।
অথচ হিজাব পড়তে বাধা দেওয়ার
শতসহস্র প্রমাণ আছে।
এরপরও যারা হিজাব চাপিয়ে দেওয়ার কুযুক্তি তুলে
ধোয়াশা তৈরি করতে চাচ্ছে তাদের মিশন কি?
হিজাব পরিধান না করার স্বাধীনতার কথা যারা বলেন,
সেক্যুলারিজমের স্বাধীনতার কথা যারা বলেন,
তারা ইসলাম ও ইসলামপন্থীদের
স্বাধীনতার কথা বলেন না কেনো?
এটি কি দ্বিচারিতা নয়?

জাকসু নির্বাচনের ফলাফল: ১. ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)২. জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যান...
13/09/2025

জাকসু নির্বাচনের ফলাফল:

১. ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)
২. জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)
৩. এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)
৪. এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)

৫. শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
৬. পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
৭. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
৮. সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) / আলী জাকি শাহরিয়ার (শিবির প্যানেল)
৯. সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
১০. নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)
১১. ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
১২. সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
১৩. সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
১৪. তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
১৫. সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
১৬. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)
১৭. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
১৮. স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)
১৯. পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

২০. কার্যকরী সদস্য---
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)
পুরুষ-৩: মো. মহসিন (শিবির প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

- সংগৃহীত

13/09/2025

💚💚🤍

13/09/2025
13/09/2025

শহীদ কামরুল ভাইয়ের শাহাদাৎ আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের ভূমিধস বিজয়।✌️আলহামদুলিল্লাহ✌️ইসলামী আন্দোলনের রক্ত কখনো বৃথা যায়নাই, যাবে না ইনশাআল্লাহ।

জাবি'তে ভর্তিচ্ছু শিক্ষার্থী কামরুল ইসলাম কে যেভাবে   নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়ঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদ...
13/09/2025

জাবি'তে ভর্তিচ্ছু শিক্ষার্থী কামরুল ইসলাম কে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়ঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম ও ছাত্রশিবিরের ইতিহাসে ৬৯তম শহীদ হলেন কামরুল ইসলাম। শহীদ কামরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে এসে নিজের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর রাস্তায়। তিনি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী।

১৯৯৪ সালের ১৭ আগস্ট কামরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হতে হয়। বিনা অপরাধে একজন ভর্তিচ্ছুকে সন্ত্রাসীরা যেভাবে ঠাণ্ডা মাথায় পিটিয়ে হত্যা করেছে তা অন্ধকার যুগের বর্বরতাকেও হার মানায়। দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরণের নৃশংস ও পৈশাচিক হত্যাকান্ডে বিবেকবান প্রত্যেকটি মানুষই বিস্ময়ে হতবাক হয়েছিল।

১৯৯৪ সালের ১৬ই আগস্ট শহীদ কামরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তির মৌখিক পরীক্ষা দিতে মওলানা ভাসানী হলে এক বন্ধুর কক্ষে ওঠেন। ছাত্রদলের মাজহারের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী কামরুল ইসলামকে পড়ার টেবিল থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় হলের ৩৩২ নম্বর কক্ষে। কামরুল ইসলামকে শিবির-কর্মী সন্দেহে কিল, ঘুষি ও লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়া হয়। পরে তার পকেটে শিবিরের ডায়েরি দেখে নিশ্চিত হয়ে সারারাত নির্মম নির্যাতন করে। সন্ত্রাসীরা অত্যন্ত ঠাণ্ডা মাথায় লাঠি, রড, পেপসির বোতল ও অন্যান্য ধারাল অস্ত্রের উপর্যুপরি আঘাতে তার মাথা ও শরীর ক্ষত-বিক্ষত করে। তার আর্তচিৎকারে চারদিক প্রকম্পিত হলেও সেদিন ছাত্রদলের সন্ত্রাসীদের ভয়ে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে সাহস পায়নি।

রাত আরো গভীর হলে সন্ত্রাসীরা আবারও খুনের নেশায় উন্মত্ত হয়ে উঠে। এবার কামরুলের আর্তচিৎকার যেন বাইরে থেকে শুনা না যায়, এ জন্য তার মুখে কাপড় গুজে দেয় খুনী হায়েনার দল। সারারাত ধরে পালাক্রমে নির্যাতন চালিয়ে কামরুলের হাত ও চোয়াল ভেঙ্গে দেয়৷ পিপাসায় কাতর হয়ে; আল্লাহ গো বাঁচাও, পানি..... পানি...... বলে চিৎকার করলেও তাকে সারারাতে একফোটা পানিও খেতে দেয়নি৷ বরং তাকে নির্যাতন করা হয়নি, এই মর্মে একটি মুচলেকা দিতে বাধ্য করে৷ সারারাত নির্যাতনের ফলে কামরুলের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে৷

১৭ই আগস্ট সকালে আহত কামরল ইসলামকে মওলানা ভাসানী হলের দু'জন সিকবয় শফিক ও বাবুলকে দিয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তার অবস্থা মারাত্মক দেখে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার জন্য পরামর্শ দেন। সিকবয় দু'জন মুমূর্ষু কামরুলকে নিয়ে বেবী টেক্সিযোগে ঢাকার উদ্দেশ্য রওনা হওয়ার পর সাভার বাজারের কাছে গেলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় তারা ঢাকার দিকে না গিয়ে ক্যাম্পাসে ফিরে আসার সময় নওয়াব ফয়জুন্নেসা হলের পূর্বে ঢাকা- আরিচা মহাসড়কের পাশে জঙ্গলাকীর্ণ স্থানে তার লাশ ফেলে দ্রুত স্থান ত্যাগ করে।
পরে সাভার থানার পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার লিখিত বিবরণ মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক এনামুল হক খান, ভিসি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর কাছে জমা দেন৷ খুবই অবাক করা বিষয় সকাল থেকে লাশ পড়ে থাকলেও হলের প্রভোস্ট এনামুল হক খান ভিসিকে এখবর জানান রাত ৯টার সময়। এর আগে শিক্ষক ক্লাবে বসে রাত ৭টার দিকে সরকার ও রাজনীতি বিভাগের ড. নইম সুলতান, নুরুল হক, আতিকুর রহমান, ড. মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ আবাসিক শিক্ষকদের সাথে বৈঠক করেন। এতেই বুঝা যায় কতটা বিবেকহীন ছিলেন এই শিক্ষক সমাজ।

এরপর ২২শে আগস্ট ভিসি আমিরুল ইসলামের সভাপতিত্বে সিণ্ডিকেট এক জরুরি সভায় উক্ত ঘটনার জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করা। সিণ্ডিকেট উক্ত ঘটনার তদন্ত চূড়ান্তকরণসহ অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শহীদ কামরুল ইসলামের চিহ্নিত খুনীরা ক্যাম্পাসের সর্বত্র পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ালেও কেউ গ্রেফতার হয়নি৷

এ ঘটনায় ২৪ আগস্ট সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭ জন শিক্ষক এবং সাভার ও ধামরাই সরকারি কলেজের ১৭৩ জন ছাত্রছাত্রী এই হত্যার বিচারের দাবি করে বিবৃতি দেয়। ২৯ আগস্ট সাভার-ধামরাই এলাকার ৮০ জন বিশিষ্ট ব্যক্তি ছাত্রদলের এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করে। ৩০ আগস্ট ঢাকা জজকোর্টের ৭১ আইনজীবী এই হত্যাকাণ্ডের নিন্দা জানান।

কিন্তু কি ছিল শিবির-কর্মী কামরুলের অপরাধ? কেন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ভাসানী হলের নির্জন কক্ষে সম্পূর্ণ অসহায় অবস্থায় এভাবে জীবন দিতে হলো তাকে। সে তো তখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব অর্জন করেনি, কারো স্বার্থে আঘাত হানেনি। তবে কেন তাকে জীবন দিতে হলো? আসলে এছাড়া কামরুলের আর কোন অপরাধ ছিল না যে, সে নিয়মিত নামাজ পড়তো, ইসলামকে নিজের জীবনে ও সমাজে বাস্তবায়নের স্বপ্ন দেখতো। কিন্তু যারা নামাজ পড়তে দেখলে নিজেদের গাত্রদাহ অনুভব করে, দাড়ি টুপি দেখলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, তারা চায়নি এ ধরনের একটি আদর্শবান ছাত্র ভর্তি হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাই তাদের হাতে নির্মমভাবে জীবন দিতে হলো মেধাবী আদর্শবান ছাত্র কামরুল ইসলামকে।

যে বিশ্ববিদ্যালয়ে একটি পাখি হত্যা করলে তার ছাত্রত্ত্ব বাতিল হয়, সে বিশ্ববিদ্যালয়ে শিবির পরিচয়ে কাউকে হত্যা করলে বিচার তো দূরের কথা বরং তাকে পুরস্কৃত করা হয়। চরিত্রবান মেধাবীদের অবাধ বিচরণ কম থাকার কারণেই হয়তোবা এখানে ধর্ষণের সেঞ্চুরি প্রকাশ্যে উদযাপন করার পরিবেশ তৈরি হয়ছিল। তাই ইসলাম কে আর উপেক্ষা নয়, প্রমোট করা জরুরী। তাহলেই ভালো থাকবে আমার-আপনার প্রাণের স্পন্দন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এইচ এম জোবায়ের
সরকার ও রাজনীতি বিভাগ
৩৩ তম ব্যাচ
মওলানা ভাসানী হল।

10/09/2025

আরিফ উল্লাহ
সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী
ব্যালট নং - ৬

“স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতার নিশ্চয়তায়”
জাকসু নির্বাচন ২০২৫-এ
"সমন্বিত শিক্ষার্থী জোট"

#সমন্বিত_শিক্ষার্থী_জোট

#জাকসু_নির্বাচন২৫

10/09/2025

“স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতার নিশ্চয়তায়”
জাকসু নির্বাচন ২০২৫-এ
"সমন্বিত শিক্ষার্থী জোট" প্রার্থী পরিচিতি

স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আপনার মূল্যবান ভোট প্রদান করুন।

#সমন্বিত_শিক্ষার্থী_জোট

#জাকসু_নির্বাচন২৫

সম্মিলিত শিক্ষার্থী জোটআরিফ উল্লাহ সহ-সভাপতি (ভিপি)   #2025
10/09/2025

সম্মিলিত শিক্ষার্থী জোট

আরিফ উল্লাহ
সহ-সভাপতি (ভিপি)


#2025

Address

Dhania

Alerts

Be the first to know and let us send you an email when Muzahid the Changer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muzahid the Changer:

Share