Khola Janala - খোলা জানালা

Khola Janala - খোলা জানালা পৃথিবী বিবর্ণতা উপেক্ষা করে, ক্ষণিকের তরে রঙিন জীবনের স্বপ্ন বোনে "খোলা জানালা"

"শহীদ মিনার কী করুণ ডাকে সেই নভেরাকেকিছুতে পায় না সাড়া, ডাকে বারবারযিনি একুশের দিনে নভেরাকেআত্মার ভেতর থেকে তুলে এনেছিলে...
06/05/2025

"শহীদ মিনার কী করুণ ডাকে সেই নভেরাকে
কিছুতে পায় না সাড়া, ডাকে বারবার
যিনি একুশের দিনে নভেরাকে
আত্মার ভেতর থেকে তুলে এনেছিলেন।"
কবি সাইয়িদ আতীকুল্লাহর কবিতার এমনিভাবে ভাস্বর হয়ে আছেন, ভাস্কর নভেরা আহমেদ।
কোনো ধরাবাঁধা গন্তব্য বা প্রথাগত বসে থাকা নেই; রক্ষণশীল, পুরুষতান্ত্রিক সমাজকাঠামোর বিরুদ্ধে বিদ্রোহের বিহঙ্গ-ভাষা রচনা করে গেছেন তাঁর ভাস্কর্য-সমুদয়ে। পঞ্চাশ-ষাটের দশকে নভেরা, নগর ঢাকায় এক অচেনা বিস্ময়ের নাম।২৮-২৯ বছর বয়সী তরুণ নারী শিল্পী উৎসাহী জনতার সামনে ছেনি, হাতুড়ি, বাটালি নিয়ে স্টুডিওতে বা কখনো মিস্ত্রিদের সঙ্গে কাজ করছেন, অভূতপূর্ব সব শিল্পকর্ম নির্মাণ করেছেন, শহীদ মিনারের পাশে তাঁবু খাঁটিয়ে রাত-দিন নিমগ্ন খেটে একটি জাতির ইতিহাসের স্মারক তৈরি করছেন—এই দৃশ্য সেদিন কারও স্বাভাবিক লাগেনি।
স্বপ্ন ছিল নগরীকে ভাস্কর্য দিয়ে সাজানো। নভেরা বলেছেন, "আমাদের উচিত প্রাত্যহিক জীবনে শিল্পের স্ফুলিঙ্গ জ্বালিয়ে রাখা এবং জীবনের অন্তর্নিহিত দৃষ্টি জাগিয়ে রাখা।"
কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নির্মাতা হিসেবে তিনি, তাঁর যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছেন, অভিমানে সুদীর্ঘকাল যোগাযোগ বিচ্ছিন্ন প্রবাসজীবন কাটিয়েছেন।
২০১৫ সালের ৬মে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নেন নভেরা।
আজো রহস্য আর বিদ্রোহের এক চিরভাস্বর প্রতিমূর্তি রূপে নভেরা আহমেদ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে একই সাথে নন্দিত এবং নিন্দিত।
#নভেরা_আহমেদ
#ভাস্কর্য
#শহীদ_মিণার

যিনি নিজের সম্প্রদায়ের জন্য নয়, নিজের দেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য, সমস্ত মানবতার জন্য সমতা ও ভ্রাতৃত্বের উৎস খ...
05/05/2025

যিনি নিজের সম্প্রদায়ের জন্য নয়, নিজের দেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য, সমস্ত মানবতার জন্য সমতা ও ভ্রাতৃত্বের উৎস খুঁজে বের করেছেন_তাঁর নাম কার্ল মার্ক্স।
প্রচলিত শিক্ষায় শিক্ষিত হয়েও, তরুণ মার্কস নিজেকে ভেঙে ভেঙে দ্বন্দ্বমূলক বস্তুবাদী মার্কসে টেনে নিয়ে গেছেন। তাঁর জীবনের এই উঠাপড়ার অমোঘ সাক্ষ্য বহন করে তাঁর তরুণ বয়সে লেখা কবিতাগুলি।
মূল জার্মান কবিতা থেকে ভাষা ও ভাব অক্ষুণ্ণ রেখেই সুদীপ্ত চট্টোপাধ্যায়
ছন্দোবদ্ধ অনুবাদের কিছুটা অংশ ভাগ করছি এই লেখায়,
‘‌আমরা যখন দেবতার পুজো করি/‌একঘেয়ে সুরে বার বার স্তব গান/‌প্রার্থনা শুধু মহিমান্বিত করে/‌
যন্ত্রণামুখে পড়ে থাকে সন্তান।’‌
কার্ল মার্ক্স 'পুঁজি' বা 'দাস ক্যাপিটাল' এর প্রথম ভল্যুম ১৮৬৭ সালে লেখা শুরু করেন। তিনি এবং ফ্রিডরিক এঙ্গেলস মিলে যে কমিউনিস্ট ইশতেহার লিখেছিলেন, সেটিরও বয়স প্রায় ১৭৫ বছর।
*"গণতন্ত্রই সমাজতন্ত্রের একমাত্র পথ।"
* "অর্থ হল পুঁজিপতিদের হাতে শ্রমিক শোষণের হাতিয়ার।"_শতাব্দী পেরিয়েও কার্ল মার্ক্সের এমন অনেক বাণী ও তত্ত্ব নিয়ে তর্ক-বিতর্ক চলমান।
জন্মতিথিতে এই মহামানবকে জানাই প্রণতি🙏
#কার্লমার্ক্স

#পুঁজি

বৃষ্টি ভেজা ফুলের সতেজতা তার মুখশ্রী জুড়ে, অন্ধকারে আলো জ্বালানোর শক্তি রাখে তার হাসি,বলছিলাম অভিনেত্রী, মডেল, স্থপতি, শ...
01/05/2025

বৃষ্টি ভেজা ফুলের সতেজতা তার মুখশ্রী জুড়ে, অন্ধকারে আলো জ্বালানোর শক্তি রাখে তার হাসি,
বলছিলাম অভিনেত্রী, মডেল, স্থপতি, শিক্ষক, নৃত্যশিল্পী, উপস্থাপক এমন বহু গুণের আকর #অপি_করিম'র কথা।
১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় 'মিস ফটোজেনিক' খেতাব অর্জন করেন।
#তেপান্তরের_রুপকথা টেলিফিল্মের মধ্যদিয়ে টিভি নাটকে নিয়মিত অভিনয় করা শুরু করেন। ধীরে ধীরে নাট্যঙ্গনে দর্শক ও সমালোচক নন্দিত অভিনেত্রী হয়ে ওঠেন।
রক্তকরবীর ‘নন্দিনী’ চরিত্রের বদৌলতে মঞ্চনাটকের ভুবনে প্রশংসিত হয়েছেন।
ক্যারিয়ারে কেবল একটি সিনেমায় অভিনয় করেছেন,মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ব্যাচেলর'।
সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন ঐ এক সিনেমার হাত ধরেই।
পহেলা মে সুহাসিনী এই অভিনেত্রীর জন্মদিনে জানাই অফুরন্ত ভালোবাসা🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

#বাংলানাটক #নাটক #অপিকরিম #অভিনয় #ফটোসুন্দরী

"যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবেপাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবেহৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে"   সাত দশকের সঙ্গীতজী...
01/05/2025

"যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে"
সাত দশকের সঙ্গীতজীবনে বাংলা ছাড়াও বিভিন্ন ভাষায় প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন। বাবা মায়ের দেয়া নাম প্রবোধ চন্দ্র দে। সংগীতঅঙ্গনে এই প্রবাদ প্রতীম শিল্পী #মান্না_দে নামে নন্দিত। মামা সঙ্গীতাচার্য কৃষ্ণ চন্দ্র দে'র কাছ থেকে পেয়েছিলেন সংগীতের প্রেরণা।
১৯৪২ সালে মাত্র ২৩ বছর বয়সে কাকার সঙ্গীত পরিচালনায় #তামান্না ছবিতে একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন, সেটাই ছিল বলিউড ডেব্যিউ।
সোলো গায়ক হিসাবে তাঁর প্রথম ব্রেক পান #রাম_রাজ্য ছবিতে।
১৯৫৩ সালে 'কতদূরে আর নিয়ে যাবে বলো' গানটি তার রেকর্ড করা প্রথম বাংলা গান।
শচীন দেব বর্মণ এবং অন্যন্য সঙ্গীত পরিচালকদের সুরে ১৯৪০, ৫০ ও ৬০-এর দশকে অসাধারণ সব সিনেমার গান উপহার দেন।
চলচ্চিত্র ক্ষেত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে তাঁকে সম্মানিত করে ভারত সরকার। দেশ বিদেশের অজস্র পুরস্কার ও সম্মাননা পেয়েছেন বিভিন্ন সময়ে।
এই দিনে হয় তাঁর দৈহিক জীবনাবসান। যদিও অগণিত সংগীতানুরাগীর হৃদয়ে মান্না দে'র নাম স্বর্ণাক্ষরে লেখা ছিল,আছে, থাকবে....
#বাংলাগান #মান্নাদে #সংগীত #সুর

সব পাখির গল্প একই "উড়তে শেখার গল্প"হয়ত মানুষেরও তাই,ডানা মেলার স্বপ্ন নিয়েখাঁচার দুয়ার খুঁজতে গিয়েগোলকধাঁধায় পথ হারিয়েথম...
14/04/2025

সব পাখির গল্প একই
"উড়তে শেখার গল্প"
হয়ত মানুষেরও তাই,
ডানা মেলার স্বপ্ন নিয়ে
খাঁচার দুয়ার খুঁজতে গিয়ে
গোলকধাঁধায় পথ হারিয়ে
থমকে পিছু চায়।
পাখি তবু উড়তে শেখে
খাঁচায় থেকেও স্বপ্ন দেখে
আকাশ জুড়ে ডানা মেলার
ইচ্ছে হারে না।
মানুষ শুধু খুঁজে মরে
একজীবনে নেশার ঘোরেও
"উড়িয়ে ধ্বজা" স্বপ্ন তাদের
সঙ্গ ছাড়ে না।
#কৃষ্ণাকথন
শুভ নববর্ষ 🍀

সবে সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সোডিয়াম লাইটের স্বপ্নালু আলোতে ভর সন্ধ্যায় হাঁটতে হাটতে শহীদ মিনার প্রাঙ্গনে থে...
15/02/2025

সবে সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সোডিয়াম লাইটের স্বপ্নালু আলোতে ভর সন্ধ্যায় হাঁটতে হাটতে শহীদ মিনার প্রাঙ্গনে থেকে ভেসে আসে "ছোকরা চাঁদ"। বাদ্যের সঙ্গত নেই, তবু হাতের তালিতে আর কণ্ঠের মোহমায়ায় কি যাদুকরী আহ্বান।
ভীড়ের ঠেলে উঁকি দিয়ে দেখি, সুরের মায়া ছড়াচ্ছেন ক্ষীণকায়, সৌম্যকান্তি
যাদুকর। এরপরই শোনালেন,
"বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেঁচো না"
জোছনা যেমন অকাতরে স্বপ্ন বিলায়, সেদিন তিনি ভগ্ন হৃদয়, ভীরু তরুনীকে স্বপ্ন বাঁচাতে শিখিয়েছিলেন। এ গল্প তাঁর জন্য সাধারণ হলেও আমার মতো অগণিত সাধারণের জন্য অনন্য।
সমুদ্র ত দিয়েই যায়, কতোটা দেয়_তার হিসাব কবে কে রাখে। প্রতুল মুখোপাধ্যায় নামক সমুদ্র তাই,
দৈহিক বিদায়ের পরও অগণিত মানুষকে সুরের যাদুতে স্বপ্ন বাঁচাতে শিখিয়ে যাবেন অনন্তকাল ধরে।
#বাংলাগান #গান #বাংলা #প্রতুল_মুখোপাধ্যায়

আট'ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন উইকের দ্বিতীয় দিন প্রপোজ ডে। যান্ত্রিক পৃথিবীতে অর্থনৈতিক বাণিজ্যিক সব কেজো প্রস্তাবের ভীড়ে...
08/02/2025

আট'ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন উইকের দ্বিতীয় দিন প্রপোজ ডে। যান্ত্রিক পৃথিবীতে অর্থনৈতিক বাণিজ্যিক সব কেজো প্রস্তাবের ভীড়ে কোন এক আশ্চর্য যাদুতে যদি মাঝে মাঝেই জিতে যেতো ভালোবাসাময় অকেজো কিছু প্রস্তাব, তবে করপোরেট সৃষ্ট দানবিক পৃথিবীর কোন এক কোণে, বেঁচে থাকত মানবিকতা।
Happy Propose Day🙏


৭ ফেব্রুয়ারি থেকে শুরু হল  #ভ্যালেন্টাইনস_উইক আজ,  #রোজ_ডে। ভালোবাসা প্রকাশের ভাষা হিসেবে গোলাপের কদর সারাবিশ্বে। "রোজ ড...
06/02/2025

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হল #ভ্যালেন্টাইনস_উইক আজ, #রোজ_ডে। ভালোবাসা প্রকাশের ভাষা হিসেবে গোলাপের কদর সারাবিশ্বে। "রোজ ডে" বা "ভ্যালেন্টাইনস উইক" উদযাপন প্রসঙ্গে মানুষে মানুষে মতভেদ থাকতেই পারে, কিন্তু ঘৃণা, বিদ্বেষ, সহিংসতা সহ যাবতীয় অমানবিক প্রবৃত্তিকে কেবল ভালোবাসা দিয়েই জয় করা যায়।
তাই জয় হোক মানবতার,অক্ষয় হোক ভালোবাসা।
সবাইকে "রোজ ডে"-র শুভেচ্ছা।
Happy Rose Day🌹🌹🌹


ব্যস্ত এই শহর কখনো কখনো সেজে ওঠে প্রকৃতির নিয়মে, মায়াবী সে রূপ অদেখা ও অধরা থেকে যায়, যান্ত্রিকতার ভীড়ে।শুভ দিন  🍂
14/01/2025

ব্যস্ত এই শহর কখনো কখনো সেজে ওঠে প্রকৃতির নিয়মে, মায়াবী সে রূপ অদেখা ও অধরা থেকে যায়, যান্ত্রিকতার ভীড়ে।
শুভ দিন 🍂

শহর শেষে গাঁয়ের পথেরাতের শেষে ভোরের আলোয়মোরাম পথে খুঁজছি আমি পথ হারানো ঝিনুকগুলো।শুভ দিন🌿
15/12/2024

শহর শেষে গাঁয়ের পথে
রাতের শেষে ভোরের আলোয়
মোরাম পথে খুঁজছি আমি
পথ হারানো ঝিনুকগুলো।
শুভ দিন🌿

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’জীবন নামক যুদ্ধ; বিকেলের রোদের মত...
13/12/2024

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’
জীবন নামক যুদ্ধ; বিকেলের রোদের মতো খেয়ালী মেজাজে পারি দিয়ে চিরবিদায় নিলেন কবি হেলাল হাফিস।

"এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে"_
এমন অনবদ্য সব উচ্চারণ পিছনে ফেলে চলে গেলেন যাবতীয় অধিকার ও এখতিয়ারের বাইরে।
বিদায় অনবদ্য প্রেমিক, অসমান্য কবি।
#হেলালহাফিজ
#কবিতা #বাংলাকবিতা

কুয়াশা ও ইগো, চোখ ও মনকে ঝাপসা করে দেয় অনায়াসে। আত্মাভিমানের টিনের চশমা সরিয়ে দেখুন, জীবন ও সম্পর্কের সুন্দর দিকগুলো চোখ...
11/12/2024

কুয়াশা ও ইগো, চোখ ও মনকে ঝাপসা করে দেয় অনায়াসে। আত্মাভিমানের টিনের চশমা সরিয়ে দেখুন, জীবন ও সম্পর্কের সুন্দর দিকগুলো চোখে পড়বে খুব সহজে।
সুপ্রভাত🍂

Address

Kaderabad Housing, Mohammadpur, Dhaka
Dhanmondi
1207

Alerts

Be the first to know and let us send you an email when Khola Janala - খোলা জানালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khola Janala - খোলা জানালা:

Share