Unique Earki

Unique Earki We have to go long so help on our journey : )

28/05/2025

আমি সেদিন ইন্সটায় একজন শায়েখের ভিডিও দেখসি। দেখিও নাই ঠিক, এটা মানে আল্লাহ আমারে চোখে আঙ্গুল দিয়ে দেখাইসেন মতো একটা ব্যাপার ছিলো।।
উনি বলতেসিলেন,
“হিজাব শুধু চোখ নিচে নামানো অথবা নিজের সৌন্দর্যকে ঢাকা না। ইয়াতীমের সামনে নিজের বাবার আদর নিয়ে কথা না বলা হিজাব, বিধবার সামনে নিজের স্বামীর প্রশংসায় ভেসে না যাওয়া হিজাব, যার সন্তান হয়নাই তার কাছে গিয়ে সন্তান থাকার উপকারিতা বর্ণনা না করা, যার টাকা নাই তার কাছে বিলাসীতার গল্প না করাও হিজাব।”
এরপর তিনি একটা হাদীস বললেন যেখানে রাসূল (সা:) বসে কিছু বাচ্চাদের খেলা দেখতেসিলেন। এমন সময় বাচ্চাদের মধ্য থেকে একজনের বাবা এসে বললেন, “আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি।”

তখন রাসূল (সা:) বললেন, তোমার ছেলের নাম কি?

তখন ওই লোক তার সন্তানের নাম বলার পর রাসূল (সা:) বললেন,
“তুমি তোমার ছেলেকে আমার ছেলে বলে না ডেকে নাম ধরে ডেকো।”

তখন সেই লোক খানিকটা অবাক হয়েই জানতে চাইলেন কেন?

তখন তিনি বললেন, এখানে খেলারত বাচ্চাদের মধ্যে অনেক ইয়াতীম আছে। তুমি তোমার ছেলেকে "আমার ছেলে" বলে যখন ডাকো, তখন ওদের মন খারাপ হয়। [এই ঘটনাটা আমি মনে আছে যেভাবে সেভাবে লিখলাম। এক্যুরেট রেফারেন্স নাই। দুঃখিত]
এভাবে আমি কখনো ভাবিনাই আসলে। নিয়ামত নিয়ে আমাদের আচরণের বহিঃপ্রকাশেও বিনয়ী হওয়া উচিৎ।
We must not forget that each of us is actually living someone else's dream life.
জীবন আমাদের যা কিছু দিছে সেখানে আমাদের কোনো ক্রেডিট নাই, যা দেয়নাই সেখানেও আমাদের কোনো দোষ নাই।

তাই যেটা নাই সেটা নিয়ে যেমন হতাশ হওয়া যাবেনা, তেমনি যা আছে সেটা নিয়েও ঔদ্ধত্য দেখানোরও সুযোগ নাই।

– শামসুন নাহার প্রিয়া

ইসলাম কি ধনী হ‌ওয়াকে নিরুৎসাহিত করে?আমাদের দেশে, খাল ভরাট করে আবাসিক এলাকা বানায়। সেই আধুনিক আবাসিক এলাকাতে শুধু ইট-পাথ...
27/05/2025

ইসলাম কি ধনী হ‌ওয়াকে নিরুৎসাহিত করে?

আমাদের দেশে, খাল ভরাট করে আবাসিক এলাকা বানায়। সেই আধুনিক আবাসিক এলাকাতে শুধু ইট-পাথরের বিল্ডিং দেখা যায়। ওদিকে, উন্নত দেশের আবাসিক এলাকাতে এত বেশী গাছ-পালা থাকে যে ওটাকে গ্রামের মতন দেখায়। শুধু তাই নয় - সন্ধ্যার পরে, রাস্তায় কোন মানুষও দেখা যায় না। দুই-একবার এমনও হয়েছে, অচেনা কোন বাসায় বেল টিপে, লোকজন বের করে প্রশ্ন জিজ্ঞাসা করেছি - অমুক রাস্তার তমুক বাসাটা কোথায়?
সুইজারল্যান্ডের সবচেয়ে উচু বিল্ডিং রোচ টাওয়ার এর উচ্চতা ২০৫ মিটার। ভারতের মুম্বাই শহরে এর চেয়ে উচু ৬০টি বিল্ডিং আছে !! বোঝা গেলো - বড় বিল্ডিং থাকলেই উন্নত হয় না।

রাসুল (স) দেখেছেন, জান্নাতবাসীদের অধিকাংশই (দুনিয়ার) দরিদ্র ও অত্যাচারিত

আমাদের দেশে সকল ধরনের সুযোগ-সুবিধা পাবার জন্য অবশ্যই ধনী হতে হয়। উন্নত দেশে ধনী না হয়েও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা যায়। ওই দেশগুলোতে ১%-২% মানুষ আছে, যারা গৃহহীন। আর, ১%-২% মানুষ আছে অস্বাভাবিক ধনী। বাকি ৯৫% মানুষ সবাই মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত লোকজনই সকল ধরনের সূযোগ-সুবিধা ভোগ করে। শুধু তাই নয়, অর্থনৈতিক ব্যাবস্থা এমনভাবে বানানো যে, জনগনকে জোর করে মধ্যবিত্ত বানিয়ে রেখেছে। ধনী হওয়া কঠিন, গরীব হওয়া কঠিন। সবাই মধ্যবিত্ত রয়ে গেছে।

রাসুল (স) বলেছেন, পরকালে (জান্নাতের উপযোগী) ধনীদের সম্পদের হিসাব-নিকাশে সময় লাগবে। সেই সুযোগে (জান্নাতের উপযোগী) দরিদ্ররা ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।

মূল বিষয়টা হলো - বড় বিল্ডিং, ইট পাথরের শহর, অনেক বেশী ধনী লোকজন, ইত্যাদি কোন দেশকে সমৃদ্ধশালী করে না। সমৃদ্ধশালী দেশ হবার জন্য যে জিনিসটা লাগে, সেটা হলো - মধ্যবিত্ত। যে দেশের প্রায় সবাই মধ্যবিত্ত, সেই দেশ সমৃদ্ধশালী। এই বিষয়টা কাফেররা বুঝেছে, কিন্তু মুসলিমরা বোঝেনি।

ইসলামের বিশেষ ধরনের অর্থনীতি আছে। ইসলামের অর্থনীতি কিছুটা তেমন। জোর করে মানুষকে মধ্যবিত্ত বানিয়ে রাখে। ধনীও হতে দিবে না, দরিদ্রও হতে দিবে না। ইসলাম না মানলেও, পশ্চিমা দেশগুলো ইসলামের মতন অর্থনীতি বানিয়ে রেখেছে। আর এভাবেই তারা হয়েছে সমৃদ্ধশালী।

Income not fact is care both are...
25/05/2025

Income not fact is care both are...

22/05/2025

আপনি মানেন কি?
আসিফ, নাহিদ, হাসনাত, সাদেক কাইয়ুম আর সারজিসরা মৃত্যুর সামনে না দাড়ালে ইশরাকরা এখনো পালিয়ে বেড়াত?

আমি সপ্তাহে অন্তত ২ দিন আমার স্বামীকে একটু স্পেশাল ফিল করাই...এই যেমন....তার হাত,পা,মুখ,চুল সব কিছুর যত্ন নেই....হাত পা ...
11/05/2025

আমি সপ্তাহে অন্তত ২ দিন আমার স্বামীকে একটু স্পেশাল ফিল করাই...
এই যেমন....তার হাত,পা,মুখ,চুল সব কিছুর যত্ন নেই....
হাত পা ঘরে পেডিকিউর-মেনিকিউর করে দেই.....(কারণ যেই হাত-পা গুলো রোদ-ঝড়-বৃষ্টির মধ্যে থেকে আমাদের সুখের জন্য নিজেদের সেরাটা দিয়ে যায়...তাদের ও একটু যত্নের প্রয়োজন)
তাই সে বাসায় আসলে খুব যত্ন করে ভালোবেসে হাত-পা পেডিকিউর-মেনিকিউর করে দেই ।
সারাদিন পরিশ্রমে তার মুখের অবস্থাও ১২টা বেজে থাকে..তখন মুখে ফেসিয়াল করে দেই,মুখের লোম তুলে দেই , ব্ল্যাকহেডস-হোয়াইটহেডস তুলে দেই..স্ক্রাব করি,সিরাম,শিট মাস্ক,মাড মাস্ক,ময়েশ্চারাইজার,ফেস প্যাক সব লাগিয়ে দেই...তার আগে ভালোমতো ক্লিন করে নেই..এরপর আমি ঘরে নিজে যে ক্রিম টা বানাই সেটা লাগিয়ে দেই..
ঠোটে স্ক্রাব করি,ঠোটের যে প্যাক আছে ওটা লাগিয়ে দেই..এরপর লিপ বাম বা ওয়েল দেই...
মাথায় বিভিন্ন সময় বিভিন্ন রকম হেয়ার প্যাক লাগিয়ে দেই....বাসায় শ্যাম্পু বানিয়ে তার চুলে দেই..
তার পুরো শরীরে অলিভ ওয়েল গরম করে মালিশ করে দেই খুব ভালোভাবে....যাতে সে উৎফুল্ল অনুভব করে এবং সারাদিন এর কষ্ট ভুলে যায়...মাথা ম্যাসাজ করে দেই হট ওয়েল দিয়ে...(এই ২ টা কাজ প্রতিদিন করি)
সারাদিন আমাদের সুখের জন্য নিজেদের সেরাটা দিতে গিয়ে তারা তাদের নিজেদের যত্নটাই ভুলে যায়....
তাই আমাদের ও উচিত আমাদের সেরাটা দিয়ে তাদের যত্ন পরিপূর্ণ ভাবে নেওয়া..
ভালো থাকুক পৃথিবীর সকল স্বামীরা..
অনেকে বলেন বাচ্চা আছে কি? বাচ্চা থাকলে এসব করা সম্ভব না...অনেকে বলেন আজাইরা অনেকে বলে এত সময় কই পান???..অনেকে বলেন তাদের হাজবেন্ড এর ধৈর্য নাই এত কিছু করার...ইত্যাদি
তখন তাদের কাছে প্রশ্ন ইসলামি লাইফ মেইনটেইন করেন তো????
৫ ওয়াক্ত নামাজ পড়েন তো ?
যদি এই ইসলামি লাইফ মেইনটেইন করতেন তাহলে এই কথাটা কখনো বলতেন না যে এত সময় কই পান..আজাইরা ইত্যাদি...
তখন বুঝতেন এত সময় কোথা থেকে পাই!!!
আর আমার একটা মেয়ে বাচ্চা আছে বয়স ১১ মাস...মার্চ এর ১৫ তারিখ ১ বছর হবে.....আর আমার বিয়ের বয়স ২ বছর হবে মে মাসের ২৮ তারিখ...
আমার হাজবেন্ড কাজ শেষ করে রাত ১২/১/২ টা বাজেও আসে ঘরে..তখন আমি তাকে এসব ঘরে দেই...সে ঘুমায় আর আমি তার যত্ন নেই.... পুরো শরীরে হট অয়েল ম্যাসাজ করি...এতে শরীর ও মন অনেক রিল্যাক্সিং হয়।
মাথা ম্যাসাজ করি...বোল এ গরম পানি নিয়ে হাত পা ধুয়ে দেই..লোশন বা তেল মেখে দেই...মোট কথা তার পুরো যত্ন ও কেয়ার আমি করি
তাকে করতে দেইনা....সে খুব খুশিই হয়
মাথা ম্যাসাজ ও শরীর ম্যাসজ প্রতিদিন করি..এতে তার শরীর ও মন প্রফুল্ল থাকে..
তার পছন্দের খাবার রান্না করি...সে প্রতি শুক্রবার রান্না করে বাসায় নিজের হাতে...
নামাজ পড়ি,কোরআন পড়ি,তালীম করি,ইসলামিক লাইফ মেইনটেইন করি,বাচ্চা সামলাই,সংসার সামলাই,স্বামীর সেবা করি
আলহামদুলিল্লাহ
আর অনেকে বলেছেন যৌথ পরিবারে সম্ভব নয় এসব করা....
কিন্তু আমি যৌথ পরিবারে থেকেই সব করি...কে কি বলল কে কি ভাবল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই...।
কারণ তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে পারবে...মনেমালিন্য ভুল বুঝাবুঝি তৈরি করতে পারবে...সংসার ভাংতে পারবে..কিন্তু তারা কখনো স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করতে পারবে না...তাই কে কি ভাবল আর কে কি বলল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই।
© Mim Akter Brishty

05/05/2025
28/04/2025

যারা বলতেছেন এক হাতে তালি বাজে না, তাদের উদ্দেশ্যে বলতেছি ২ হাতে তালি বাজলেও, এভাবে একটা মেয়েকে, নির্যাতন,অত্যাচার করাটা কে আপনি কোনো মানুষের কাজ বলে মনে করবেন ?

27/04/2025

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ!👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন!
জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি। সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
- সংগৃহীত

14/04/2025

Dream family ❤️

10/04/2025

প্রেজেন্টেশনটা ইংরেজিতে হওয়ায় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিলো।সেটার কথা চিন্তা করে তথ্য মন্ত্রণালয় থেকে বাংলায় আবার উপস্থাপন করা হয়েছে।ধন্যবাদ তথ্য উপদেষ্টাকে।

09/04/2025

ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
একজন ভালো মানুষ পেয়েছি আমরা

Address

House/42/A, Road/15/A, Dhaka
Dhanmondi
1207

Telephone

+8801572788123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Earki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Earki:

Share

Category

Welcome to ‘’Bglory’ Online Shop

This is not only a business, it’s a dream of some hopeless people to keep hope........

Give us your support to keep going on...

We sell our best product & try to give our best service to our customer’s....

We just started this business and people are starting to support us on this.